আসানসোল সবজি বাজার পরিদর্শনে মহকুমাশাসক।

Vegetable Price Hike: সাতসকালে তুলকালাম সবজি বাজারে! ক্রেতারা খানিক স্বস্তি পেল

পশ্চিম বর্ধমান: হঠাৎ করেই যেন সকাল সকাল ব্যাগ হাতে বাজারে যাওয়ার নিয়মে ভাটা পড়েছে বাঙালির। কার্যত বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ। আগে যে টাকায় ব্যাগ ভর্তি বাজার করা যেত, এখন সেই টাকায় ব্যাগের অর্ধেকটাও ভর্তি হচ্ছে না। যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী বিভিন্ন সবজির দাম। শাকসবজি থেকে শুরু করে ফলমূল, অথবা মাছ-মাংস সবকিছুর দাম‌ই অত্যন্ত চড়া। আলু, পটল, কুমড়ো, ঢেঁড়সের মতো বাঙালির নিত্য প্রয়োজনীয় সবজির দাম বেড়েছে হু-হু করে। এমন অবস্থায় কী কিনবেন, আর কী কিনবেন না তা ভেবে উঠতে পারছে না মধ্যবিত্ত বাঙালি। নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজের ব্যাপক দাম রীতিমত মধ্যবিত্তের হেঁসেলে ব্যাপক প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: ওদের সব দিয়েছেন ‘দাদু’! এক ছাতার তলায় থেকে মিলছে পড়াশোনার সুযোগ

কিন্তু হঠাৎ কেন এই দাম বৃদ্ধি? মঙ্গলবার‌ই মুখ্যমন্ত্রী এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন টাস্ক ফোর্সকে। এরপরই বুধবার সাতসকালে আসানসোলের সবজি বাজারে হাজির হন মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কৃষি দফতরের আধিকারিকরা। ছিলেন পুলিশের বিশেষ বিভাগের কর্তারাও। এছাড়াও মেট্রলজি দফতরের আধিকারিকরা সঙ্গে ছিলেন। সেখানে গিয়ে দেখা যায়, পাইকারি মার্কেটে যে দামে সবজি বিক্রি করা হচ্ছে সেই দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে খুচরো বাজারে। যার খেসারত দিতে হচ্ছে ক্রেতাদের।

অতিরিক্ত দাম নিয়ে সমস্ত ক্রেতারাই রীতিমত বিরক্ত। আসানসোলের বাজারে এদিন জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি দরে। তাছাড়াও বাঁধাকপি, ঢেঁড়সের দাম ছিল ক্রেতাদের নাগালের বাইরে। যদিও পটলের দাম এদিন বেশ কিছুটা কম ছিল। তবে সামগ্রিকভাবে সবজির অতিরিক্ত দাম দেখে ক্রেতারা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে বাজার করাই বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে মাছ, মাংসের ছড়া দাম সাধারণ মানুষের পুষ্টিতেও প্রভাব ফেলছে।

পাশাপাশি, এদিন আসানসোলের বাজারে বেশ কিছু ইলেকট্রনিক ওজন মেশিনে গলদ দেখা গিয়েছে। এই বিষয়ে সমস্ত বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। বেশ কিছু ইলেকট্রনিক্স ওজন মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকজন বিক্রেতাকে জরিমানা করা হয়। অন্যদিকে কেন পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে দাম এত বেশি হয়ে যাচ্ছে, সে বিষয়ে জানতে চান মহকুমাশাসক। অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে তিনি সতর্ক করেছেন বিক্রেতাদের।

নয়ন ঘোষ