Tag Archives: AITMC

Lok Sabha Election 2024: নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা

পূর্ব মেদিনীপুরঃ  ষষ্ঠ দফার ভোটকে সামনে রেখে আজ থেকে টানা জঙ্গলমহলে শেষ পর্যায়ে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের লোকসভা আসন গুলিতে। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে মোট তিনটি কর্মসূচি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে হলদিয়া ও এগরাতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাঁথি লোকসভার মধ্যে কাথি শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করবেন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি এই দুই লোকসভা এবার পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। আর তাকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় শেষ পর্যায়ে কার্যত প্রচারে ঝড় ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহলের মত। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সূত্রের খবর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শেষ পর্যায়ে সভা করবেন।

আরও পড়ুনঃ হাওড়া স্টেশন রক্তারক্তি কাণ্ড! মহিলার পেটে ছুরি যুবকের! মুহূর্তে সব শেষ, ভয়ঙ্কর ঘটনা

বৃহস্পতিবারের পর শুক্রবারে ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম এ একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। সূত্রের খবর ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। এর পাশাপাশি ঘাটাল লোকসভার মধ্যে দাসপুরেও এই দিন সভা করার পাশাপাশি খড়্গপুরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। শনিবার আরামবাগ লোকসভার ভোটকে সামনে রেখে একদম শেষ পর্যায়ে ফের আরামবাগে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভার অধীনে গোঘাট এ ভোটের একদম শেষ পর্যায়ে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ১৮ই মে আরামবাগ লোকসভার নির্বাচনী প্রচার শেষ হবে। আর ঐদিনই মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভার অধীনে গোঘাটে নির্বাচনী সভা করবেন।

পাশাপাশি ঐদিন বিষ্ণুপুর লোকসভাতেও সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উনিশে মে জঙ্গলমহলের দুই জেলা অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়াতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বাঁকুড়া শহর ও পুরুলিয়া শহরের প্রায় কয়েক কিলোমিটার দূরে পরপর দুটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ২০ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরে রোড শো করবেন। সেই রোড শো করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে যাওয়ার কথা।

এবারের পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে নির্বাচনী সভার থেকে বেশি রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা তথা জঙ্গলমহলের জেলাগুলিতে বিশেষভাবে নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী। ২০১৯ এর লোকসভা ভোটে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম এই লোকসভা গুলির দখল বিজেপির হাতে গিয়েছিল। তাকে সামনে রেখেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার আরো জোরদার করছেন বলেই রাজনৈতিক মহলের মত। এর আগেও পরপর দু দফায় জঙ্গলমহলে জেলাগুলিতে নির্বাচনী সভা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃতীয় দফায় একদম ভোটের শেষ লগ্নে ফের জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরের জেলা গুলিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ শে মে পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট রয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Lok Sabha Election 2024: ভোটের প্রচারে বেরিয়ে মুখোমুখি তৃণমূলের কল‍্যাণ ও বামেদের দীপ্সিতা! আর তারপর…দেখুন ভিডিও

Lok Sabha Election 2024: বুধবার শ্রীরামপুরে পেয়ারাপুরেপাড়ায় প্রচারে নামেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড় বেলু থেকে প্রচারে নামেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।

Lok Sabha Election 2024: অবাক কাণ্ড! আচমকা মিষ্টির দোকানে বিজেপি প্রার্থী! কারণ জানলে অবাক হবেন

হাওড়া: জেলায় বিজেপিকে প্রথম করতে মিষ্টির দোকানে হাজির খোদ বিজেপি প্রার্থী! রাজনীতিতে মিষ্টত্ব নিয়ে আসতে বিভিন্ন রাজনৈতিক দলের সিম্বলের প্রতীকী মিষ্টি। বাজারে এনেছে হাওড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। সেই মিষ্টি নিয়ে জেলার রাজনীতি তোলপাড়। সিম্বল মিষ্টির চাহিদার ভিত্তিতে এগিয়ে রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। মিষ্টির চাহিদায় দ্বিতীয় স্থানে বিজেপি ছিল বলেই জানা গিয়েছে। এবার সেই মিষ্টির দোকানে হাজির হলেন হাওড়া সদর বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

আরও পড়ুনঃ অর্জুনগড়ে রাজনৈতিক সমাবেশে হাজির তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক 

বিজেপি প্রার্থীর এই উপস্থিতি খবর শুনে সেই দোকানে বিজেপি কর্মী সমর্থকও পৌঁছয়। এই ঘটনাকে মনে করা হচ্ছে বিজেপিকে জেলায় প্রথম স্থানে আনতেই বিজেপি প্রার্থীর এমন কর্মকাণ্ড। এ প্রসঙ্গে কেউ কেউ বলছেন ভোট মানে গণতন্ত্রের উৎসব। আর বাঙালির কাছে মিষ্টি ছাড়া উৎসব ? ভাবাই যায় না। তাই ভোটের আগে মিষ্টির দোকানের মালিক তৈরি করেছেন সব দলীয় কর্মীদের জন্য হরেকরকম মিষ্টি। ওই দোকানে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের প্রতীকের সন্দেশ। প্রতি সন্দেশের দাম ১০০ টাকা।

প্রচারের ফাঁকে রাজনৈতিক দলের প্রার্থী এবং কর্মীরা ঢ়ু মারছেন দোকানে। নিজেরা সন্দেশ খাচ্ছেন এবং লোকেদের খাওয়াচ্ছেন। গত কয়েকদিন আগে সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের মিষ্টি সর্বাধিক চাহিদা। মিষ্টির দোকানের মালিক সৈকত পাল জানিয়েছেন “রাজনীতি মানে হিংসা নয়। মানুষের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব বাড়াতে এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে। সব রাজনৈতিক দলেরই পছন্দ মতো মিষ্টি তৈরি করা হয়েছে। নেতা ও কর্মীরা নিজেরাও খাচ্ছেন এবং অন্যদের খাওয়াচ্ছেন।”

তবে মিষ্টির মধ্যে তৃণমূল কংগ্রেসের মিষ্টি বেশি বিক্রি হচ্ছে। হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া শহরের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে দলীয় কর্মীদের নিয়ে দেখা গেল দোকানে। তিনি নিজেও পদ্মফুল ছাপের সন্দেশ খেলেন এবং কর্মীদের খাওয়ালেন। তিনি বলেন “বাংলার ঐতিহ্যবাহী সন্দেশের মধ্যে একটি সন্দেশ আছে। এটা সন্দেশখালীর রোদন ভরা সন্দেশ নয়। এই সন্দেশ মানুষে মানুষে সম্পর্ককে মিষ্টি করে। হাওড়ায় মেট্রো রেল সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী এখানকার মানুষকে উন্নয়নের বার্তা দিতে চাইছেন। সেদিন খুব দুরে নেই পদ্মফুল মিষ্টি গোটা বাংলায় ছড়িয়ে পড়বে।”

মধ্য হাওড়ার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় বলেন “আমাদের দলের সন্দেশের বেশি বিক্রি দেখে বেশ ভাল লাগছে। জোড়া ফুল প্রতীকের সঙ্গে কর্মীদের একটা আবেগের সম্পর্ক আছে। তাই কর্মীরা এখানে এসে মিষ্টি খাচ্ছেন এবং খাওয়াচ্ছেন। ভোট মানে তো উৎসব। তাই এই ধরনের মিষ্টির আলাদা গুরুত্ব আছে দলীয় কর্মীদের কাছে।” ভোটের আগে শহর রাজনৈতিক মিষ্টিতে মজেছে নেতা কর্মীরা। এবার দেখার মানুষের চাহিদার দিক থেকে কোন মিষ্টি এগিয়ে। বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী জানান, ‘আসল মিষ্টি মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে। অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টির বিকশিত কমল তার উপর সন্দেশ মিষ্টি।’

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: তৃণমূলের তারকা প্রার্থীর প্রচারে আরও এক তারকা! প্রচার মঞ্চেই তীব্র ক্ষোভ প্রকাশ প্রাক্তন ক্রিকেটারের

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বিশ্বকাপ জয়ী দলের এই প্রাক্তন ক্রিকেটার প্রচার চালাচ্ছেন লাগাতার। আর সেই তারকা প্রার্থীর হয়ে দুর্গাপুরে প্রচার সারলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। দুর্গাপুর গ্যারেজ মোড় এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে একটি জনসভা করেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুনঃ ৪ ফ্ল্যাট, ৩০ লক্ষের গাড়ি, কোটি কোটি টাকার গয়না… তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সম্পত্তি অবাক করবে

প্রচার মঞ্চ থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। নিজের ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন এই জনসভা থেকে। মনোজ তিওয়ারির অভিযোগ, তিনি ভাল খেলার পরেও তাকে দল থেকে বাইরে রাখা হয়েছিল। একাধিক ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। যে কারণে নিজের ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় তার নষ্ট হয়েছে। ক্রিকেট জীবনে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর প্রচার মঞ্চ থেকে মনোজ তিওয়ারি ক্রিকেটে রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে যারা ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ, একটা সময় তাঁদের অনেককে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির শিকার হয়ে তাঁর ক্রিকেট জীবন নষ্ট হয়েছে। তারপরেই তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মাঠে-ঘাটে নেমে প্রচার চালাচ্ছেন। আর তৃণমূলের সেই তারকা প্রার্থীর হয়ে প্রচার চালালেন মনোজ তিওয়ারি। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দোলের সদস্য কীর্তি আজাদের হয়ে প্রচারে এসে ঝড় তুললেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার।

নয়ন ঘোষ