Tag Archives: Alipurduars

Leopard Attack: হাতির পর চিতাবাঘের হানায় জীবিকায় টান, চাষের পর লাটে উঠেছে পশুপালন

আলিপুরদুয়ার: প্রতিনিয়ত চিতাবাঘের হানায় আতঙ্কিত জঙ্গল সংলগ্ন গ্রামের বাসিন্দারা। হাসিমারায় প্রায় দিন‌ই এলাকায় হানা দিচ্ছে চিতাবাঘ। বাড়ি থেকে গবাদী পশু টেনে নিয়ে যাচ্ছে। পাশাপাশি খাবারের সন্ধানে গ্রামে হানা দেওয়া হাতির অত্যাচার তো আছেই। এর ফলে বাধ্য হয়ে এখানকার বহু মানুষ চাষবাস ছেড়ে দিয়েছেন। ফলে জীবিকা নিয়েই সঙ্কট দেখা দিয়েছে।

হাসিমারা দিয়ে যাওয়া যায় জলদাপাড়া, চিলাপাতার মত পর্যটন কেন্দ্রগুলিতে। এই হাসিমারা সংলগ্ন পূর্ব সাতালি গ্রামে চিতাবাঘের হানা প্রতিদিন বেড়েই চলেছে। এমনিতেই হাতির আক্রমণের জেরে এখানকার মানুষ চাষবাস ছেড়ে বিকল্প জীবিকার দিকে পা বাড়িয়েছিলেন। কিন্তু চিতাবাঘের তাণ্ডবে তাঁদের এবার রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। চিতাবাঘ এসে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে গবাদি পশু তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এমনকি দিনের বেলাতেও এলাকায় দেখা মিলছে চিতাবাঘের। ফলে বাড়ির বাইরে পা রাখতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। এলাকায় বিরাজ করছে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুন: এই বুথের ভোটারদের আঙুলে দু’বার করে লাগল ভোটের কালি! কেন জানেন?

এই এলাকায় মানুষদের প্রধান জীবিকাই হল কৃষিকাজ ও পশুপালন। এর আগে হাতির হানায় কৃষিকাজ লাটে উঠেছিল এবার চিতাবাগের আক্রমণে পশুপালনের জীবিকাতেও সঙ্কট দেখা দিয়েছে। গত চার মাস ধরে এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। চিতাবাঘ নিয়মিত গ্রামে হানা দিলেও বনকর্মীদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। চিতাবাঘের আক্রমণ নিয়ে গ্রামবাসীদের বারবার অভিযোগ পেয়ে অবশেষে এলাকায় খাঁচা বসিয়েছে বন দফতর।

অনন্যা দে