Tag Archives: banana tree

North 24 Parganas News: চুরি ঠেকাতে চেন-তালা ঝুলল কলা গাছে! কাঁদিতে অভিনব বেড়া

উত্তর ২৪ পরগনা: এক সময়ে অস্ত্র হাতে কর্মরত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকায়। ২৬ বছর ধরে করা বিএসএফের সেই চাকরি থেকে গত পাঁচ বছর হল অবসর নিয়ে, বাড়িতে ফিরে শুরু করেন চাষাবাদ। জমির পাশাপাশি বাড়ির কাছেই রাস্তার ধারে বেশ কিছু কলা গাছ লাগিয়ে চাষাবাদ শুরু করলেও, পড়েন মহা সমস্যায়।

দেশের বিভিন্ন সীমান্তে কঠিন পরিস্থিতি সামলালেও, নিজের বাড়ির এলাকায় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা যেন আগে ভাবেননি বছর ৫২ অবসরপ্রাপ্ত সেনা কর্মী রফিকুল ইসলাম। রাস্তার ধারে চাষের ওই কলা গাছ গুলিতে ধরা মোচা বা কলার কাঁদি হয়ে যাচ্ছিল চুরি। বহুবার এ হেন চুরির ফলে, একসময় বীতশ্রদ্ধ হয়ে ওঠেন তিনি। এমনকি কেটে দেওয়া হত আস্ত কলা গাছও। এরপরই, নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে এই কলা চুরি আটকাতে বার করেন এক অভিনব উপায়। যা শুধু অভিনবই নয়, বিস্ময়করও বটে।

আরও পড়ুন: অবিকল সেই কালজয়ী কণ্ঠ যেন! মহালয়ায় কাউন্সিলরের চণ্ডীপাঠে মুগ্ধতা চরমে

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে যা হয়েছে ভাইরাল। কারণ কলা চুরি আটকাতে তিনি গাছে লাগিয়েছেন তালা। অবাক হচ্ছেন! ভাবছেন এ কিভাবে সম্ভব! চুরি আটকাতে একাধিক কলাগাছে বাঁশ সহ টিন ব্যবহার করে, ঝোলানো হয়েছে শিকল ও তালা। গোবরডাঙ্গা থানা এলাকার নকপুল কুচলিয়া গ্রামের এখন এই কলা চুরির অভিনব পন্থা দেখতে ভিড় জমছে মানুষের।

আরও পড়ুন: জেলায় ১০৭ ফুটের ‘সবচেয়ে বড় দুর্গা’! সোদপুরের এই পুজো না দেখলেই বড় মিস

কলার কাঁদি চুরি আটকাতে বিশেষ লোহার জালের খাঁচা ব্যবহার করেও দেওয়া হয়েছে তালা। ফলে এই পন্থা অবলম্বনে রোক্ষা সম্ভব হয়েছে কলা চুরি বলেই দাবি প্রাক্তন এই সেনা কর্মীর। একটি বা দুটি গাছ নয়, রাস্তার পাশে পরপর সারি দিয়ে দাঁড়ানো বেশ কয়েকটি কলাগাছে এখন চোখে পড়েছে এমনই দৃশ্য। সেনা কর্মীর এমন বুদ্ধির জোরেই এখন শায়েস্তা কলা চোর।

Rudra Narayan Roy

Murshidabad : টানা বৃষ্টিতে সব শেষ! বিঘার পর বিঘা জমির কলা গাছ নষ্ট! মাথায় হাত কৃষকের

মুর্শিদাবাদ: টানা তিনদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নাজেহাল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই। এবার প্রবল ঝড় ও বৃষ্টিতে চাষিদের মাঠে যেতেই মাথায় হাত। কারণ দিন কয়েক বাদে যেই গাছ থেকে কলা বিক্রি হবার কথা সেই গাছ ভেঙ্গে পড়েছে মাটিতে। যার ফলে হতাশ হয়ে পড়েছেন ডোমকলের বহু চাষি।

এ ছবি মুর্শিদাবাদের ডোমকলের রাইপুর গ্রামের বিস্তীর্ণ এলাকার। এক এক জনের দু’বিঘা, চার বিঘা করে প্রায় ১০০ বিঘার উপরে কলার বাগান নষ্ট হয়েছে ঝড়-জলে।

আরও পড়ুন:টানা বৃষ্টিপাতের জের, ভেঙে পড়ল একাধিক বাড়ি, ডুবল সড়ক পথ, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি

যার ফলে চিন্তায় পড়েছেন এলাকার চাষিরা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে  ১৫সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার বেগ ছিল প্রচুর।

আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতি কালনা শহরে, ঘরের মধ্যেও জমে রয়েছে জল, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা

যার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে সেখানকার কলা চাষিদের। কারও দু’বিঘা, কারওর চার বিঘা তো কারওর আবার এক বিঘা জমিতে কলা চাষ করেছিলেন লাভের আশায়। কিন্তু লাভ তো দুরের কথা, লোকসান দেখে ভেঙ্গে পড়েছেন ডোমকলের চাষিরা।

চাষিদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক থেকে ঋন নিয়েছেন। কেউ তো আবার অন্যের জমি লিজ নিয়ে কলার চাষ শুরু করে ছিলেন। কিন্তু গত শুক্রবার, নিম্নচাপের শুরুতেই এই রকম ক্ষতি হবে ভাবতে পারেননি কলা চাষিরা।

চাষি জাহাঙ্গীর সেখ, মনিরুল সেখ-সহ আরও অনেকের কলা বাগান নষ্ট হয়েছে। রাইপুর এলাকাতেই প্রায় ১০০ বিঘার উপরে কলা বাগান নষ্ট হয়েছে বলে দাবি কলা চাষিদের। এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

কৌশিক অধিকারী

Benefit of Tree: ডায়াবেটিসর যম! অতি পরিচিত এই গাছের ফেলা যায় না কিছুই! ৯৯% মানুষই জানেন না, একমাত্র বুদ্ধিমান হলেই বলতে পারবেন

একটি গাছ যা আমাদের শরীরে বিভিন্ন পুষ্টিকর খাবারের উৎস। এই গাছ বাড়ির যে কোন জায়গায় জন্মায়। এই গাছের জন্য আলাদা করে সেভাবে খরচ করতে হয় না। কম খরচে সারা বছর ফল পাওয়া যায়। (সুমন সাহা)
একটি গাছ যা আমাদের শরীরে বিভিন্ন পুষ্টিকর খাবারের উৎস। এই গাছ বাড়ির যে কোন জায়গায় জন্মায়। এই গাছের জন্য আলাদা করে সেভাবে খরচ করতে হয় না। কম খরচে সারা বছর ফল পাওয়া যায়। (সুমন সাহা)
এ গাছ হল কলা গাছ। কলা গাছের শুধু ফল কলা নয় এর ফুল পাতা কাণ্ড সবই মানুষের খাওয়ার কাজে বা ব্যবহারে লাগে। শরীরের বিভিন্ন রোগ থেকে নিরাময় করতে পারে। বিশেষজ্ঞদের মতে কলাগাছ ভিটামিনে ভরপুর কলাতে রয়েছে পটাশিয়াম এবং কলার কাণ্ড থোর ডাইবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। ‌
এ গাছ হল কলা গাছ। কলা গাছের শুধু ফল কলা নয় এর ফুল পাতা কাণ্ড সবই মানুষের খাওয়ার কাজে বা ব্যবহারে লাগে। শরীরের বিভিন্ন রোগ থেকে নিরাময় করতে পারে। বিশেষজ্ঞদের মতে কলাগাছ ভিটামিনে ভরপুর কলাতে রয়েছে পটাশিয়াম এবং কলার কাণ্ড থোর ডাইবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। ‌
কলা গাছের ফুল মোচা শরীরের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভোগেন এই মোচা নিয়মিত খেলে শরীরের বিভিন্ন বিষাক্ত উপাদান গুলি দূর করতে বিশেষভাবে সাহায্য করে।
কলা গাছের ফুল মোচা শরীরের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভোগেন এই মোচা নিয়মিত খেলে শরীরের বিভিন্ন বিষাক্ত উপাদান গুলি দূর করতে বিশেষভাবে সাহায্য করে।
চিকিৎসকদের মতে কলা গাছের কাণ্ড থোর কিডনিতে পাথর জমা তাছাড়া যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম তাই এই কলা গাছের থোর খেলে এই সমস্ত রোগের বাধা দিতে পারে এবং নিরাময়ের অনেকটাই কাজে আসে মানবদেহের।
চিকিৎসকদের মতে কলা গাছের কাণ্ড থোর কিডনিতে পাথর জমা তাছাড়া যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম তাই এই কলা গাছের থোর খেলে এই সমস্ত রোগের বাধা দিতে পারে এবং নিরাময়ের অনেকটাই কাজে আসে মানবদেহের।
এই কাছে কোন কিছুই ফেলা যায় না বর্তমানে এই কলা গাছের আঁশ দিয়েই আবারও তৈরি হচ্ছে সুতো। সবকিছুই ব্যবহার করার পর ফেলে দেয়া কলা গাছের আঁশ দিয়েই এই সুতো বাজারে পরিবেশবান্ধব সুতো হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এই কাছে কোন কিছুই ফেলা যায় না বর্তমানে এই কলা গাছের আঁশ দিয়েই আবারও তৈরি হচ্ছে সুতো। সবকিছুই ব্যবহার করার পর ফেলে দেয়া কলা গাছের আঁশ দিয়েই এই সুতো বাজারে পরিবেশবান্ধব সুতো হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Knowledge Story: উফ! এই গরমে গাছই বাঁচাবে, বলুন তো পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গাছ আছে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি

বিজ্ঞানীরা গাছকে মানব জাতির সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে বর্ণনা করেন। অথচ উপকারীর উপযুক্ত মর্যাদা দেয়নি মানবকুল। নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকেই একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে।
বিজ্ঞানীরা গাছকে মানব জাতির সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে বর্ণনা করেন। অথচ উপকারীর উপযুক্ত মর্যাদা দেয়নি মানবকুল। নির্বিচারে গাছ ও বনাঞ্চল ধ্বংস আজ গোটা পৃথিবীকেই একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে।
পরিবেশের প্রত্যাঘাতে আজ বিশ্বের কোথাও নাভিশ্বাস ওঠা গরম আবার কোথাও প্রবল বন্যা। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে আরও বেশী পরিবেশ বান্ধব হওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা।
পরিবেশের প্রত্যাঘাতে আজ বিশ্বের কোথাও নাভিশ্বাস ওঠা গরম আবার কোথাও প্রবল বন্যা। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে আরও বেশী পরিবেশ বান্ধব হওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা।
পরিবেশ সুরক্ষায় আরও বেশী করে বৃক্ষ রোপণ প্রয়োজন বলে জানাচ্ছেন তাঁরা। এই প্রেক্ষিতেই জেনে নেওয়া যাক পৃথিবীতে বনাঞ্চল আছে কতটা? সবচেয়ে বেশি গাছ আছেই বা কোন দেশে?
পরিবেশ সুরক্ষায় আরও বেশী করে বৃক্ষ রোপণ প্রয়োজন বলে জানাচ্ছেন তাঁরা। এই প্রেক্ষিতেই জেনে নেওয়া যাক পৃথিবীতে বনাঞ্চল আছে কতটা? সবচেয়ে বেশি গাছ আছেই বা কোন দেশে?
ভূবিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীর প্রায় ১৯% অনুর্বর ভূমি এবং ১০% হিমবাহ দ্বারা ঢাকা। এর মধ্যে রয়েছে বালির টিলা, মরুভূমি,পাথুরে জমি এবং শুকনো লবণের অঞ্চল। বিশ্বের মোট বাসযোগ্য ভূপৃষ্ঠের প্রায় ৩৮% জুড়ে রয়েছে বনভূমি। এটি মোট ভূমি ভাগের ২৬% (আবাসের অযোগ্য এবং বাসযোগ্য এলাকা) এর সমান।
ভূবিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীর প্রায় ১৯% অনুর্বর ভূমি এবং ১০% হিমবাহ দ্বারা ঢাকা। এর মধ্যে রয়েছে বালির টিলা, মরুভূমি,পাথুরে জমি এবং শুকনো লবণের অঞ্চল। বিশ্বের মোট বাসযোগ্য ভূপৃষ্ঠের প্রায় ৩৮% জুড়ে রয়েছে বনভূমি। এটি মোট ভূমি ভাগের ২৬% (আবাসের অযোগ্য এবং বাসযোগ্য এলাকা) এর সমান।
ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হল রাশিয়া। বিশ্বের বন মানচিত্র হল পৃথিবীর বিভিন্ন অংশের মোট বনভূমির একটি নীলনকশা। যে দেশে বনাঞ্চল যত বেশি, সে দেশে গাছ তত বেশি। রাশিয়ায় প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে, এটিই হল পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ।
ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হল রাশিয়া। বিশ্বের বন মানচিত্র হল পৃথিবীর বিভিন্ন অংশের মোট বনভূমির একটি নীলনকশা। যে দেশে বনাঞ্চল যত বেশি, সে দেশে গাছ তত বেশি। রাশিয়ায় প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে, এটিই হল পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ।
কিন্তু পৃথিবীতে কত গাছ আছে? বিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীতে বর্তমানে প্রায় ৩.০৪ ট্রিলিয়ন গাছ রয়েছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্ট প্রায় ৯.৮ মিলিয়ন বর্গ কিমি এলাকা নিয়ে রয়েছে।
কিন্তু পৃথিবীতে কত গাছ আছে? বিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীতে বর্তমানে প্রায় ৩.০৪ ট্রিলিয়ন গাছ রয়েছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্ট প্রায় ৯.৮ মিলিয়ন বর্গ কিমি এলাকা নিয়ে রয়েছে।
এটিই বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য। এটি বিশ্বের মোট রেইনফরেস্টের এক তৃতীয়াংশ দখল করে আছে।
এটিই বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য। এটি বিশ্বের মোট রেইনফরেস্টের এক তৃতীয়াংশ দখল করে আছে।
এই রেইনফরেস্ট কলম্বিয়া, পেরু এবং ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার ন’টি দেশে সমানভাবে বিস্তৃত। গবেষণায় দেখা গেছে যে, প্রাণী, গাছপালা এবং অন্যান্য জীবন্ত প্রাণী সহ পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় ১০%ই রয়েছে আমাজন রেইনফরেস্টে।
এই রেইনফরেস্ট কলম্বিয়া, পেরু এবং ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার ন’টি দেশে সমানভাবে বিস্তৃত। গবেষণায় দেখা গেছে যে, প্রাণী, গাছপালা এবং অন্যান্য জীবন্ত প্রাণী সহ পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় ১০%ই রয়েছে আমাজন রেইনফরেস্টে।