Tag Archives: Barasat

North 24 Parganas News: হঠাৎ কয়েক মিনিটের ঝড়, এলাকায় যেন চলল তাণ্ডব! লণ্ডভন্ড সবকিছু

উত্তর ২৪ পরগনা: হঠাৎ কয়েক মিনিটের ব্যাপক ঝরে লন্ডভন্ড বারাসাত-ব্যারাকপুর রোড। জেলার নানা প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আর পূর্বাভাস মত উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু জায়গায় সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর মেলে। সবথেকে খারাপ পরিস্থিতি হয় বারাসাতের সঙ্গে ব্যারাকপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার।

ঝড়ের সময় গাছ পড়ে গাড়ি চলাচল স্তব্ধ হয়ে যায় এমনকি বাইক চলাচলও বন্ধ রাখা হয়। অ্যাডামাস বেসরকারি কলেজের সামনে একটি বৃহৎ আকৃতির গাছ হঠাৎই রাস্তার উপর উল্টে পড়তেই তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। হঠাৎ ঘটা এই বিপত্তিতে রীতিমতো সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। অবশেষে স্থানীয় বাসিন্দা ও যান চালকদের সহায়তায় রাস্তা গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন দেশ পায়ে হেঁটে এক দিনে ঘোরা যায়? উত্তর জানলে চমকে যাবেন

অন্যদিকে,বেলঘড়িয়া ফিডার রোডে ২৩৪ বাসস্ট্যান্ডের কাছে অল্প হাওয়াতেই বিরাট গাছ পড়ে ফিডার রোডের যান চলাচলও বন্ধ হয়ে যায় বলে খবর। এরপরেই, বেলঘড়িয়া থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় গাছ কেটে সারায়। আকস্মিক এই ঝড়ে কয়ের ঘণ্টার দুর্ভোগ হয় যাত্রীদের। যদিও পুলিশ-প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Rudra Narayan Roy

বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ট্রাক, শাটার খুলতেই হতবাক বিএসএফ জওয়ানরা, ধৃত ৩

বারাসাত, উত্তর ২৪ পরগনা: শত চেষ্টার পরেও ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না। সীমান্ত এলাকার সর্বত্র কাঁটাতার নেই। কিছু জায়গা জঙ্গল এবং পাহাড়ে ঘেরা। ঘন জঙ্গলের কারণে নিরাপত্তা বাহিনী একটানা টহল দিতে পারে না। তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য পথও খোলা রয়েছে।

সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রাক এবং সাধারণ যানবাহন যাতায়াত করে। কড়া নজর রাখে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সীমান্তে নিষিদ্ধ বা বেআইনি পণ্য প্রবেশ রুখতে নিয়মিত তল্লাশি চালায় বিএসএফ। সম্প্রতি টহলের সময় একটি ট্রাক এবং গাড়ি থামিয়েছিল তারা। তল্লাশির জন্য শাটার খুলতেই চক্ষু চড়কগাছ।

আরও পড়ুন– অয়েল-ফ্রি এই পুরি খেলে আর চিন্তা থাকবে না ক্যালোরির; ভারতী সিংয়ের মতো একবার চেষ্টা করে দেখবেন না কি?

উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্ত থেকে ২.২৫ কোটি টাকার সোনা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর এক কর্তা এ কথা জানিয়েছেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই আধিকারিক জানিয়েছেন, ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে তল্লাশির সময় একটি ট্রাক থেকে ১.৫৮ কোটি টাকা মূল্যের ২.৫ কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বিএসএফ।

ট্রাক থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর বিএসএফ নজরদারি বাড়ায়। কিছুক্ষণ পর আরও একটি গাড়ি ধরা পড়ে। বিএসএফ আধিকারিক জানিয়েছেন, তল্লাশির সময় ওই গাড়ি থেকে ১ কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। দুটি গাড়ি মিলিয়ে প্রায় ২.৫ কোটি টাকার সোনা উদ্ধার হয়। বাজেয়াপ্ত সোনা এবং ধৃতদের কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

আরও পড়ুন– রাশিফল ১৯ ফেব্রুয়ারি-২৫ ফেব্রুয়ারি; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

১০২ কেজি গাঁজা বাজেয়াপ্ত: সীমান্তে সোনার পাশাপাশি হাওড়া থেকে ১০২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ শনিবার হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে হানা দেয়। ওড়িশা থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পূর্ণ বদলে যানে বারাসাত স্টেশন! আধুনিকীকরণের সিদ্ধান্ত রেলের

বদলে যাবে জেলার সদর শহর বারাসাতের স্টেশন চত্বর। অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যেই জেলার বেশ কয়েকটি স্টেশন আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। তার মধ্যে বারাসাত ও মধ্যমগ্রাম এর নাম না থাকলেও পরবর্তীতে বিশেষ বিবেচনার মধ্যে দিয়ে বারাসাত ও মধ্যমগ্রাম স্টেশনকে আধুনিক করার চিন্তাভাবনা গ্রহণ করা হয়েছে রেলের তরফ থেকে।

North 24 Parganas News: বিমানবন্দরের ধাঁচে হবে বারাসাত মডেল স্টেশন, বদলে যাবে চেনা ছবি 

উত্তর ২৪ পরগনা: বদলে যাবে জেলার সদর শহর বারাসাতের স্টেশন চত্বর। অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যেই জেলার বেশ কয়েকটি স্টেশন আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। তার মধ্যে বারাসাত ও মধ্যমগ্রাম এর নাম না থাকলেও পরবর্তীতে বিশেষ বিবেচনার মধ্যে দিয়ে বারাসাত ও মধ্যমগ্রাম স্টেশনকে আধুনিক করার চিন্তাভাবনা গ্রহণ করা হয়েছে রেলের তরফ থেকে। আর তাই এদিন ডিআরএম দীপক কুমার নিগম এজিএম সুমিত সরকার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা আসলেন বারাসাত স্টেশন পরিদর্শনে।

আরও পড়ুন: শেষ চিঠিতে জমে থাকা মন খারাপ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম সিদ্ধান্ত যুবকের! কেন মৃত্যু?

ইতিমধ্যেই ১৭টি স্টেশনকে অত্যাধুনিক মডেল স্টেশনের রূপ দেওয়ার ঘোষণা করা হয়েছে। বারাসাত স্টেশন ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ও অত্যাধুনিক নানা বিষয়ে খতিয়ে দেখে আধুনিক থেকে আধুনিকতর করে তোলা হচ্ছে জেলা সদর শহর বারাসাত জংশন স্টেশন। গুরুত্বপূর্ণ স্টেশনে থেকে বসিরহাট এবং সীমান্ত শহর বনগাঁও শাখা ট্রেন লাইনে ও বিশেষ নজর দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে।

আরও পড়ুন: অষ্টম শ্রেণির ছাত্রী না দক্ষ পটুয়া বোঝা মুশকিল! সুন্দরবনের চমক রিঙ্কির বাগদেবী

বারাসাত স্টেশনে বসানো হয়েছে এস্কেলেটর চওড়া করা হয়েছে স্টেশন। তবে মডেল স্টেশনে আরও আধুনিক করে তোলা হবে বলেই রেলের তরফ থেকে জানা গিয়েছে। সে ক্ষেত্রে পার্কিং এরিয়া থেকে শুরু করে লিফট সহ নানা আধুনিক পরিষেবা দেওয়া হবে যাত্রীদের সুবিধার্থে। স্টেশন চত্বরে হকার সহ বিভিন্ন ব্যবসায়ীদের বিষয় নিয়ে নানা অভিযোগ ও রেলে জমা পড়েছে এদিন সে বিষয়টিও ঘুরে দেখেন রেলের এই উচ্চ পদে অধিকারীকেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যান্য স্টেশনগুলি মডেল স্টেশন রূপে কাজ শুরু হলেও, আগামী কয়েক মাসের মধ্যেই বারাসাত এবং মধ্যমগ্রাম স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হবে বলেই এদিন জানালেন রেল কর্তারা।

Rudra Narayan Roy

North 24 Parganas News: বারাসাতে চালু হল স্মার্ট ক্লাস, থাকছে ডিজিটাল ক্লাসরুম সহ উপস্থিতির এসএমএস

উত্তর ২৪ পরগনা: সন্তান স্কুলে প্রবেশ করলেই এসএমএস এ অ্যালার্ট পৌঁছে যাবে অভিভাবকের কাছে। ছুটির পরও এই একই রকম ভাবে অভিভাবকদের সময় জানিয়ে দেবে স্কুল কর্তৃপক্ষ। বারাসাত পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শুরু হল ডিজিটাল স্মার্ট ক্লাসের সুবিধা। ক্লাসের একঘেয়েমি কাটাতে স্কুলকে আধুনিক করার এই উদ্যোগ গ্রহণ করলেন স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড এলাকার জনপ্রতিনিধি ডঃ সুমিত সাহা।

আরও পড়ুন:  গাড়ি থামিয়ে ধোঁয়া ওঠা চা এগিয়ে দিল পুলিশ! গভীর রাতে যশোর রোডে ব্যাপারটা কী

ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাতে উদ্বোধন হয়েছে এই স্মার্ট স্কুলের। স্কুলের তরফ থেকে জানা গিয়েছে, এখানে ডিজিটাল ক্লাসরুম, পরিশ্রুত পানীয় জল, স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি নির্ধারণ থেকে বাতানুকুল ক্লাসরুমের ব্যাবস্থা এমনকি এসএমএসের মাধ্যমে অভিভাবকদের ছাত্রদের স্কুলে প্রবেশ এবং স্কুল ছুটির সময়ও এলার্ট করা হবে। ফলে অত্যাধুনিক এই ক্লাস রুমে আসার আগ্রহ বাড়বে খুদে ছাত্র-ছাত্রীদের মধ্যে। অত্যাধুনিক স্মার্ট ক্লাসের সুবিধা মেলায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অন্যান্য স্কুলেও এই সুবিধা চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
Rudra Narayan Roy

Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল…

জয়নগর: দক্ষিণ বারাসতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বোলেরো পিকআপ ভ্যান।রবিবার কলকাতা থেকে জয়নগরগামী একটি বোলেরো পিকআপ ভ্যান দক্ষিণ বারাশত সাহা পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে একটি হাই টেনশান বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা মারে।

জোরালো আওয়াজ পেয়েই বেরিয়ে আসে এলাকার মানুষজন। পিকআপ ভ্যানের মধ্য থেকে চালককে উদ্ধার করে তারা। এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তা ভাল হওয়ার পর থেকেই গাড়ির গতি বাড়ায় এই জায়গায় বারংবার দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন-        শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

আরও পড়ুন-         ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ‘উস্তাদ’! ফিরে দেখা ‘রাশিদ খান’-এর বর্ণময় জীবন

আজ ও সকালে রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে থাকলে প্রাণে মারা যেত। তাই তাদের দাবি গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় স্পিড ব্রেকার বসানো হোক।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং গাড়ির চালককে আটক করে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে।

সুমন সাহা