Tag Archives: Barasat

Lok Sabha Election 2024: বারাসত লোকসভার প্রার্থী কাকলিকে অপহরণ? ভোটের আগে মারাত্মক কাণ্ড, কী হবে এবার?

উত্তর ২৪ পরগনা: বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলিকে করা হল অপহরণ! ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যায়, রাত দুটো নাগাদ ১০-১৫ জনের বাইক বাহিনী-সহ একটি চার চাকা গাড়ি করে দুষ্কৃতীরা এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষকে।

এদিনই তিনি নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা করেছিলেন জেলাশাসকের দফতরে। বছর ৩৫-এর কাকলি ঘোষের ইচ্ছা ছিল নির্বাচনী লড়াই করার, সেই জায়গা থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেন হাবরা থানা এলাকার বামিহাটি ছাতিমতলার বাসিন্দা কাকলি ঘোষ। তারপর থেকেই নানা জায়গা থেকে হুমকির ফোন আসতে থাকে নির্দল এই প্রার্থীর কাছে।

আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস

অপহরণ করা হয় প্রার্থীর স্বামী বছর ৪০-এর সঞ্জীব ঘোষকেও। প্রার্থীকে খুঁজে না পেয়ে, এদিন হাবরা থানায় প্রার্থী অপহরণের লিখিত অভিযোগ জানায় কাকলি দেবীর নির্বাচনী এজেন্ট দিলীপ দাস। তাঁর দাবি, ‘বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার-এর নামের সঙ্গে মিল থাকার কারণেই ভোট কাটাকাটির ভয়ে নির্দল প্রার্থী কাকলি ঘোষকে অপহরণ করা হয়েছে তৃণমূলের তরফে’।

আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল

গতকাল জেলাশাসকের দফতরে নমিনেশন জমা দেন কাকলি। প্রার্থীর নির্বাচনী এজেন্ট জানান, সম্ভবত তাঁদের চিহ্ন হতে পারে টর্চ। এমনকী তিনি অভিযোগ করেন, অপহরণের ঘটনার পর থেকেই তৃণমূলের তরফে রীতিমতো প্রার্থীর বাড়ি পাহারাও দেওয়া হচ্ছে। ফোনের সুইচ অফ থাকায় প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কোনও ভাবেই।

নির্দল প্রার্থী কাকলি দেবীর দুই ছেলে, স্বামী ও বৃদ্ধ বাবা মা নিয়ে সংসার। নির্বাচনী এজেন্ট দিলীপ দাস এদিন প্রার্থী অপহরণের এই ঘটনায় কাকলি ঘোষের প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন। গোটা ঘটনার লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে হাবরা থানায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রার্থী অপহরণের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Rudra Narayan Roy

Barasat nursing home: ছাদে মিলল কিশোরীর দেহ, নার্সিংহোমের নামে কী চলত বারাসতে? গ্রেফতার চিকিৎসক সহ ২

জিয়াউল আলম, বারাসত: বারাসতে নার্সিংহোমে এক কিশোরীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য৷ ওই কিশোরীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহত কিশোরীর মায়ের৷ ঘটনায় মূল অভিযোগ রেজ্জাক মোল্লা নামে এক চিকিৎসক সহ দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি ওই নার্সিং হোমের মালিকও৷

গত বুধবার বারাসতের কাজিপাড়া এলাকার ওই নার্সিংহোমের ছাদ থেকে প্রথমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধরে নিয়েই তদন্ত শুরু করে পুলিশ৷ তদন্তকারীরা জানতে পারেন, ওই কিশোরী উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার বাসুদেবপুরের বাসিন্দা৷ বাড়িতে তার মা এবং এক দাদা রয়েছে৷ বারাসতের ওই নার্সিংহোমের মালিক চিকিৎসক রেজ্জাক মোল্লার বাড়িতে থেকেই পড়াশোনা করত সে৷

আরও পড়ুন: বিয়েবাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! পুরুলিয়ায় টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫

কিশোরীর দেহ উদ্ধারের কথা জানাজানি হওয়ার পর গতকাল ওই নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, ওই নার্সিংহোমে অতীতেও একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে৷ নার্সিং হোমের মালিক রেজ্জাক মোল্লার গ্রেফতারির দাবি করেন স্থানীয়রা৷ তাঁদের অভিযোগ, গ্রাম থেকে গরিব মেয়েদের নিয়ে এসে ওই নার্সিংহোমে অবৈধ কাজ করাতে বাধ্য করা হত৷ নিহত কিশোরীর মা নিজেও রেজ্জাক মোল্লা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন৷ তাঁরও অভিযোগ, শারীরিক নির্যাতন করেই তাঁর মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়৷ এর পরেই ওই চিকিৎসক সহ দু জনকে গ্রেফতার করে পুলিশ৷

যদিও গ্রেফতারির আগে রেজ্জাক মোল্লা নামে অভিযুক্ত চিকিৎসক দাবি করেন, মেয়েটি এখানে থেকেই পড়াশোনা করত৷ ওরা খুবই গরিব বলে ওর মা আমাদের এখানে রেখে গিয়েছিল৷ নির্যাতন সহ যা যা অভিযোগ উঠছে পুলিশ তদন্ত করে দেখুক৷ আমি নিজেই তো পুলিশকে খবর দিয়েছি৷ যদি আমি নিজে অথবা অন্য কেউ অভিযুক্ত হন তাহলে তার অবশ্যই শাস্তি হবে৷

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর দেহের গতকালই ময়নাতদন্ত হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷ আজ অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হবে৷

Death News: এক মুহূর্তে জীবনটা শেষ! কাঠফাটা গরমে প্ল্যাটফর্মেই মৃত্যু যাত্রীর! স্টেশনেই ঘটল অমানবিক কাণ্ড!

উত্তর ২৪ পরগনা: জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে আগেই, হাওয়া অফিস জানাচ্ছে প্রখর দাবদাহ চলবে আরও বেশ কয়েকদিন। আর এই তাপপ্রবাহের মাঝেই এক অমানবিক ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার বামনগাছি স্টেশনে।

অসুস্থ হয়ে ঘন্টা দেড়েক স্টেশনেই পড়ে রইলেন এক প্রৌঢ়। মনে করা হচ্ছে এই অস্বস্তিকর গরমের জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সাহায্যের জন্য এগিয়ে এলেন না স্টেশনে থাকা অন্যান্য যাত্রী থেকে রেল কতৃপক্ষ কেউই। অবশেষে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় ওই প্রৌঢ়ের।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এই চরম অমানবিকতার ছবি দেখল শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি। স্টেশনের দোকানদারেরা জানান, এদিন বনগাঁ মাঝেরহাট লোকালে অসুস্থতা বোধ করায় সহযাত্রীরা ওই ব্যক্তিকে বামনগাছি স্টেশনে নামিয়ে দেন। স্টেশনে নেমে একটি লাড্ডু ও জল খাওয়ার পরই তিনি শুয়ে পড়েন। প্রায় দেড় ঘন্টা এই গরমে স্টেশনে পড়ে থাকলেও রেল কতৃপক্ষ এমনকি কোনও ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসেনি।

এমনকি স্থানীয় দোকানদাররাও ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগ নেননি বলেই অভিযোগ। স্টেশনে রেল কতৃপক্ষের এই চরম উদাসীনতার কারনেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলেই দাবি এলাকার মানুষের। পরে আরপিএফ এসে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। মৃত প্রৌঢ়ের নাম ঠিকানা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে এই ঘটনার নিন্দা শুরু হয়েছে।

Rudra Narayan Roy

North 24 Parganas News: নিরাপত্তা নিয়ে চিন্তা? ভাড়াটে বসানোর আগে সাবধান! বিপদে পড়ার আগে পরামর্শ দিলেন পুলিশ

উত্তর ২৪ পরগনা: বারাসাত পুলিশ জেলার তরফ থেকে বারাসাত মধ্যমগ্রাম সহ জেলার নাগরিকদের একরকম সচেতনতার বার্তা পাশাপাশি নিজেদের নিরাপত্তা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা জানালেন এসডিপিও বারাসাত বিদ্যাগর আজিঙ্কে আনান্দ। বারাসাত মধ্যমগ্রাম সহ আশপাশের এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে নানা অপরাধমূলক কাজকর্ম এমনকি বড় বড় চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার তিনজন দুষ্কৃতী। আর এই গোটা ঘটনার তদন্তে নেমে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে জানায় পুলিশ।

অপরাধীরা চুরির আগে সেই এলাকায় ঘর ভাড়া নিয়ে থেকে রেইকি চালাতেন। আর তারপরেই অপারেশন করে চম্পট দিতেন সেখান থেকে। ফলে তাদের ধরা দুষ্কর হয়ে পড়েছিল তদন্তকারী দলের কাছে। আর অবশেষে বারাসাত থানার পুলিশের জালে দুষ্কৃতীরা ধরা পড়তেই, তা সাফল্যের রূপ নিয়েছে। বারাসাত থানার পুলিশের এমন তৎপরতায় রীতিমতো খুশি স্থানীয় নাগরিকরাও। অভিযুক্তদের একজন ব্যারাকপুরের অর্জুন সিং ওরফে বাবু ও সমর বিশ্বাস ওরফে সুবোধ সহ আরও এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া সামগ্রীয় উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!

আরও নানা কেসের সঙ্গেও এই তিনজনের যোগ রয়েছে এমনটা অনুমান করেই তদন্তকারী অফিসাররা সব দিক খতিয়ে দেখছেন। তবে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ নাগরিক ও বসবাসকারী মানুষদের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন

সেক্ষেত্রে আপনার বাড়িতেও যেমন সিসিটিভি লাগাতে পারেন তেমন কয়েক জন মিলে এ্যাপার্টমেন্ট বা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও তা লাগানো যেতে পারে। ফলে এমন কোন পরিস্থিতি তৈরি হলে অপরাধীদের ধরতে যাতে পুলিশের সাহায্য হয় সেই কথা মাথায় রেখেই এমন প্রস্তাব। পাশাপাশি ভাড়াটে বসানোর ক্ষেত্রেও খোঁজ খবর নিয়ে তবে এগোনোর পরামর্শ দিচ্ছে প্রশাসন। না হলেই পড়তে হতে পারে চরম বিপদে।

Rudra Nrayan Roy

Digha: স্টেশনে ট্রেন আসতেই ছুটল যাত্রীরা! তবে, কি চালু হল দীঘা-বারাসাতের রুটের পরিষেবা?

উত্তর ২৪ পরগনা: বেশ কিছুদিন আগে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বনগাঁ থেকে দীঘা ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোর জল্পনা তৈরি হয়, বনগাঁ দীঘা ট্রেন চালানো নিয়ে। এমনকী, বনগাঁ থেকে দীঘা যাবার জন্য বিশেষ বন্দে ভারত ট্রেন চালানো হবে বলেও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টও ভাইরাল হতে দেখা যায়। গরমের ছুটি হোক বা অবসর সময় জেলা থেকে বহু মানুষ সারা বছরই পাড়ি দেন সমুদ্র সৈকত দিঘায়।

আরও পড়ুনঃ সাদা জুতো খুব নোংরা? এই ৫ উপায়ে ঝকঝক করবে নতুনের মতো! ‘ছোট্ট’ এই ম্যাজিকেই কেল্লাফতে

তবে সে ক্ষেত্রে যাতায়াতের জন্য বাস অথবা ট্রেনে যাওয়ার ক্ষেত্রে হাওড়ায় গিয়ে তবে মেলে রেল পরিষেবা। আর তাই জেলার থেকে দীঘা ট্রেন পরিষেবা চালু হলে তাতে বিশেষ সুবিধা মিলবে বলেই মত সাধারণ মানুষের। ফলে সে ক্ষেত্রে আর যাতায়াতের জন্য বাড়তি ঝক্কি সামলাতে হবে না পর্যটকদের। আর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনসভা উপলক্ষে আশা দীঘা বারাসাত স্পেশ‍্যাল ট্রেন যাত্রীদের মধ্যে আরও যেন উন্মাদনা বহু অংশে বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই দীঘা বারাসাত বিশেষ ট্রেনের কথা। অনেকেই আবার ভাবছেন প্রধানমন্ত্রী হয়তো নতুন এই রুটে ট্রেন চলাচলের ঘোষণা করেছেন। তাই কবে থেকে, কীভাবে এই ট্রেন পরিষেবা মিলবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেট পাড়ায়।

তবে, রেলের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সভা উপলক্ষেই এই বিশেষ ট্রেন চালানো হয়েছে। তবে এদিন যেন সেই অসম্ভবকেই সম্ভব করেছে রেল। দীঘা থেকে এই বিশেষ ট্রেন বারাসাত আসতেই সাধারণ যাত্রীরা এখন চাইছেন নিয়ম করে চালানো হোক এই ট্রেন। ফলে সপ্তাহান্তে ছুটি কাটাতেই হোক আর প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রেও বাড়তি সুবিধা মিলবে দীঘা থেকে জেলায় এই ট্রেন চলাচলের ফলে। তবে, রেলের তরফ থেকে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে সকলে।

এদিন বারাসাত থেকে রেলপথ ব্যবহার করা এক নিত্যযাত্রী বাসুদেব সরকার জানান, “দীঘা স্পেশ‍্যাল ট্রেন বারাসাতে দাঁড়িয়ে আছে দেখে ভাবলাম নতুন রেল পথের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিষয়টি এখনও পরিষ্কার নয়, বারাসাত দীঘা ট্রেন চালু হল নাকি জনসভায় আসার জন্যই ওই ট্রেন। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে নানা কৌতুহল তৈরি হয়েছে। তবে এই ট্রেন চলাচল করলে অনেক মানুষেরই সুবিধা হবে বলে আমার মনে হয়।” ফলে জেলার অনেক যাত্রীদের তরফ থেকেই আবেদন জানানো হচ্ছে রেলের কাছে, জেলার থেকে যাতে দীঘা যাতায়াতের রেলপথ ঘোষণা করা হয়। তাতে বহু অংশে সুবিধা হবে পর্যটকদের, লাভবান হবে রেলও।

Rudra Narayan Roy

Modi on Sandeshkhali: চমক ছিল বক্তৃতার পর, মঞ্চের পিছনে মোদির কাছে ওঁরা পাঁচ! কারা? কী এমন ঘটল?

বারাসত: বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় হাজির হয়েছিলেন সন্দেশখালির মহিলাদের কয়েকজন। বারাসতের কাছাড়ি ময়দানে নারী শক্তি বন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকালেই বারাসতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মহিলারা। নারী নির্যাতনের অভিযোগ তুলে ধরতেই তাঁরা এই সভায় হাজির হয়েছেন বলে জানান মহিলারা। আর কাছাড়ি ময়দানের সভায় বক্তব্য শেষ করেই মঞ্চের পিছনে গিয়ে সন্দেশখালির পাঁচ মহিলার জন্য কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের অভিযোগও তিনি মন দিয়ে শোনেন।

এ দিন বারাসতে বিজেপির ‘নারীশক্তি সম্মান সমাবেশ’-এর মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘যখন মোদির কোনও কষ্ট হয়, তখন এই মা-বোনেরাই কবজ হয়ে মোদির রক্ষা করেন৷ আমার জন্য বাংলার মা-বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়৷ দেশের মানুষ আজ নিজেদের মোদির পরিবার ভাবে৷ দেশের কৃষক, যুবক, মা, বোনেরা বলছেন, আমি মোদির পরিবার৷’

আরও পড়ুন: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়! কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, সিদ্ধান্ত প্রায় পাকা

বারাসতের সভা থেকে প্রত্যাশিত ভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ রাজ্য সরকার কোনওদিনই মহিলাদের নিরাপত্তার কথা ভাবেনি বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ বেটি বচাও, বেটি পড়াও, উজ্জ্বলা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের মতো প্রকল্পগুলির বাস্তবায়নেও তৃণমূল সহ বিভিন্ন রাজ্যের অবিজেপি সরকারগুলি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন: ‘কোনওদিন বলিনি, আজ বলব!’ পরিবার নিয়ে জবাব দিতে গিয়ে বারাসতে কী বললেন মোদি?

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে মোট ৮-১০ টা বাস করে বারাসতে মোদির সভায় যোগ দিতে এসেছিলেন অনেকেই। লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে রাজ্যের দুই জায়গায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার আরামবাগ এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে সভা করেন তিনি। তৃতীয়বারের জন্য ফের মঙ্গলবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিন মোদীর জনসভা নিয়ে বিজেপি কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

North 24 Parganas News: বারাসাত কাছারি ময়দানে হঠাৎই অসময়ে খুঁটিপূজো, কারণ জানলে অবাক হবেন

উত্তর ২৪ পরগনা: দুর্গা পুজো হোক বা কালীপুজো, জেলার মানুষজন পূজোর প্যান্ডেল তৈরির আগে খুঁটি পুজোর বিষয়টি জেনে এসেছেন এতদিন। তবে এবার হঠাৎই এই অসময়ে বারাসতের কাছারি ময়দানে কেন করা হচ্ছে খুঁটি পুজো! কারণ হিসাবে জানা গেল, এই খুঁটি পুজো করা হচ্ছে, বিশেষ এক রাজনৈতিক দলের তরফে। দেশের প্রধানমন্ত্রী পা রাখবেন জেলা সদর শহর বারাসাতে।  কাছারি ময়দানে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। সেই সভার প্রস্তুতি শুরুর আগেই এদিন তাই করা হল খুঁটিপুজো।

আরও পড়ুন: মাটি ফুঁড়ে বেরিয়ে এলেন কে, এ যেন অলৌকিক কাণ্ড! ছুটে এলেন মহিলারা

রাজনৈতিক দলের সভার জন্য এমন খুঁটিপুজো ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছে জোর চর্চা। সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই প্রধানমন্ত্রীর এই জেলা সফর ঘিরে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে রাজ্যের বিরোধী দল তথা বিজেপি নেতাকর্মীদের মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ভিড় জমবে কাছারি ময়দানে, আর তাই সভার প্রস্তুতিতেই খুঁটি পূজার মধ্যে দিয়ে এই শুভ সূচনা করলেন জেলার বিজেপি নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের আগে মোদীজির এই জনসভা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলবে এমনটাই দাবি জেলা বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন: কাকলির সাংসদ তহবিলের টাকায় বারাসতে মাতৃসদন

বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ক্লাসটারের দায়িত্বে থাকা কৃষ্ণেন্দু মুখার্জি সহ জেলা নেতৃত্বেরা এইদিনের খুঁটিপূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্র উচ্চারণ ও পুজোর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরির কাজ শুরু হল এদিন থেকেই। পাশাপাশি প্রধানমন্ত্রীর সভার জন্য বারাসাত কাছারি ময়দান সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে, বোম স্কোয়াড দিয়ে নানা প্রান্তে তল্লাশি চালানো হয়। এদিন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও সভাস্থল ঘুরে দেখেন নিরাপত্তার বিষয়ের জন্য। ‌
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ছয় তারিখ প্রধানমন্ত্রীর সভা ঘিরে তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সভা মঞ্চ তৈরির কাজ।
Rudra Nrayan Roy

Local News: কাকলির সাংসদ তহবিলের টাকায় বারাসতে মাতৃসদন

উত্তর ২৪ পরগনা: বারাসত পুর এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য অত্যাধুনিক রূপে নতুন করে চালু হল মাতৃসদন। রাতে সন্তান প্রসব থেকে এমার্জেন্সি পরিষেবা সবই আমদানি পাওয়া যাবে এই হাসপাতালে।

আরও পড়ুন: স্কুলে এসেও সর্বক্ষণ নেশার পিছনে ছোটা, এই শিক্ষকের কথা শুনলে অবাক হবেন

বারাসত নবপল্লি বয়েজ স্কুল সংলগ্ন সুস্বাস্থ্য কেন্দ্রের তৃতীয় এবং চতুর্থ তলায় তৈরি করা হয়েছে এই পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদন। ইতিমধ্যেই সিস্টার নিবেদিতা পলিক্লিনিক সেন্টার এবং মাতৃসদনের উদ্বোধন করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সাংসদ তহবিলের টাকায় মাতৃসদন এবং পলিক্লিনিক সেন্টার তৈরি হয়েছে বলে জানান তিনি। বারাসত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নবপল্লি বয়েজ স্কুলের সামনে বাম আমল থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ঘর বিশিষ্ট একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল। পরিত্যক্ত হওয়ায় সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছিল সেটি। ২০১০ সালে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে ন্যাশনাল আরবান হেলথ মিশনের মাধ্যমে ওখানে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। কিন্তু জেলা সদরের পূর্বদিকে কোনও মাতৃসদন ছিল না এত দিন। এবার সাংসদ তহবিলের টাকায় সেই অভাব দূর হল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর পরিষেবার পর বিকেল ৩ টে থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত চালু থাকবে পলিক্লিনিক। খুব শীঘ্রই ৩৫ শয্যা বিশিষ্ট মাতৃসদনও চালু হবে বলে জানা গিয়েছে। ফলে উপকৃত হবেন আশপাশের বেশ কয়েকটি ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। আগামী দিনে এখানে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান করারও ভাবনা-চিন্তা রয়েছে পুরসভার তরফে বলে জানান কাউন্সিলর।

রুদ্রনারায়ণ রায়

North 24 Parganas News: খালি পায়ে সাইকেলে বারাসাতের রাস্তায় অযোধ্যার যুবক, কারণ জানলে অবাক হবেন 

উত্তর ২৪ পরগনা: হঠাৎই জেলা সদর শহর বারাসাতের রাস্তায় দেখা মিলল খালি পায়ে সাইকেল চালাচ্ছেন এক যুবক। সাইকেলের সামনে উড়ছে ভারতের পতাকা। স্থানীয় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে জল পান করতেই, তাকে ঘিরে বেশ কিছু উৎসাহি মানুষের ভিড় লক্ষ্য করা গেল। খালি পায়ে কেন এভাবে সাইকেল চালাচ্ছেন যুবক! খোঁজ নিতেই জানা গেল সুদূর অযোধ্যা থেকে খালি পায়ে সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন দিনকার দাস। রামলালার জন্মভূমি অযোধ্যার বাসিন্দা হয়েও রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকেননি এই যুবক, তার পেছনেও রয়েছে অবাক করা কারণ।সাইকেলে খালি পায়ে গত এক বছর ধরে দেশের নানা প্রান্ত ঘুরে অবশেষে বাংলায় এসেছে সে। এই ভ্রমণের মাঝেই ১২ টি জ্যোতির্লিঙ্গ ও চারধাম দর্শন রয়েছে।

আরও পড়ুন: ইছামতীর তীরে ভ্রমণের নতুন সন্ধান! কম বাজেটে ঘুরে আসুন দক্ষিণ হাওয়া রিসর্ট

ভিন রাজ্যের যুবক দিনকরের সঙ্গে কথা বলে জানা যায়, বহু সংস্কৃতির মানুষের বাস এই দেশে। আর ভারত ভ্রমণের মধ্যে দিয়েই সেই সংস্কৃতির ছোঁয়া মেলে। এই ধারণা থেকেই খালি পায়ে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার উদ্দেশেবেরিয়েছেন তিনি। ভারত ভ্রমণের মধ্যে দিয়ে দেশের নানা সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে তাদের সংস্কৃতির ছোঁয়া নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে যুবকের এমন উদ্যোগ রীতিমত নজর কাড়ছে পথ চলতি মানুষদের মধ্যে। এছাড়াও চলার পথে বিভিন্ন স্কুল বিদ্যালয়ে দাঁড়িয়ে যুবক প্রচার করছেন নেশা মুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি গাছ রক্ষা করে ও নতুন ভাবে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার। প্রায় এক বছরের কাছাকাছি খালি পায়ে সাইকেল যাত্রা করলেও যুবকের দাবী, এখনও পর্যন্ত কোন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে। এমনকি কোন প্রকার ওষুধও খেতে হয়নি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারত ভ্রমণ করা যুবকের এই তরুণের।

আরও পড়ুন: ডিমের গায়ে এত কিছু লিখলেন শিল্পী! করলেন রেকর্ডও

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি, ওড়িশা হয়ে যুবক এসেছেন বাংলায়। এদিন বারাসাতের কাছেই দেখা মিলল ভিন রাজ্যের খালি পায়ে সাইকেল চালিয়ে ভারতযাত্রা করা এই যুবকের। এরপর ঝাড়খন্ড হয়ে জম্বু কাশ্মীরের দিকে যাত্রা করবেন বলেও জানান এই অযোধ্যা বাসী যুবক। পথে বিভিন্ন মন্দির, পেট্রোল পাম্পে ও অনেক সময় বিভিন্ন পথ চলতি মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে এই ভারত ভ্রমণযাত্রা করছেন দিনকর দাস। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে উপস্থিত না থাকতে পারলেও যুবকের দাবী রাম জন্মভূমিতে জন্মেও তার বিন্দুমাত্র আক্ষেপ নেই রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকতে না পারার। কারণ, রামও দীর্ঘ সময় বনবাসে কাটিয়েছিলেন। তার মধ্য দিয়েই মানুষের সেবায়, মানুষের পাশে থেকে কাজ করেছেন সঙ্গেবিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই যুক্তিকে সামনে রেখেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় অযোধ্যা বাসী দিনকর তখন খালি পায়ে ভারত ভ্রমণে ব্যস্ত। যুবক এখন পথ চলতি সকলকেই বার্তা দিচ্ছেন জীবনে অন্তত একবার সকলকেই ভারত ভ্রমন করার।
Rudra Nrayan Roy

North 24 Parganas News: ভয় ধরাচ্ছে যশোর রোড, বৃষ্টি হলেই ঘটছে এই কান্ড 

উত্তর ২৪ পরগনা: ভয় ধরাচ্ছে রাতের যশোর রোড! ঘটছে একের পর এক ছোট বড় পথ দুর্ঘটনা। রাস্তায় বৃষ্টির জল পড়লেই হয়ে উঠছে ভয়ংকর। এদিন যশোর রোডে ঘটা পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হল উত্তেজনা। মৃত্যু হয় এক বাইক আরোহী যুবকের। জানা যায়, বারাসাত থানার অন্তর্গত শিশির কুঞ্জের সামনে যশোর রোডের উপর বাইকের চাকা পিছলে লরির তলায় চলে গিয়েই মৃত্যু হয় ওই যুবকের।

আরও পড়ুন:  ১৭ বছর ধরে নিজের প্রাপ্য ৫০০ টাকা জেতার লড়াইয়ে ৭৭ বছরের বৃদ্ধ! ক্ষোভ সরকারের উপর

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দফায় দফায় ভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল আর রাস্তায় পরে থাকা কাদা মিশে বিপজ্জনক হয়ে উঠেছে শিশির কুঞ্জের সামনে যশোর রোডের কয়েক মিটার রাস্তা। তার ফলে গত কয়েক দিনের বৃষ্টিতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। তবে এদিন এই পিচ্ছিল রাস্তায় কলকাতা থেকে বারাসাতের দিকে আসা এক বাইক আরোহী চলন্ত ট্রাকটিকে দ্রুত পাশ কাটাতে যেতে গিয়েই ঘটে বিপত্তি। পিছলে যায় বাইক এবং লরির চাকার তলায় চলে যায় যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে জমা দেওয়া টাকা নয়ছয়, কিছুই জানত না ব্যাঙ্ক!

ঘটনার পরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। যশোর রোডের বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ জন। তড়িঘড়ি বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠায়। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বৃষ্টির জলে যশোর রোড দুর্ঘটনা প্রবণ হয়ে ওঠার এই বিপদ এখন কিভাবে কাটানো যায় তা নিয়েই চিন্তা ভাবনা শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Rudra Nrayan Roy