Tag Archives: CBI

Polygraph Test in RG Kar Case: মিথ্যে বলছে না তো? সঞ্জয়ের পর এবার সন্দীপ, সঙ্গে আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ পরীক্ষার প্রস্তুতি CBI-এর

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পলিগ্রাফ পরীক্ষা করাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইযের। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে যায় সিবিআই। তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

সন্দীপ ছাড়াও আরও পাঁচ জনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাঁদের মধ্যে রয়েছেন আরজি কর হাসপাতালের চার জন চিকিৎসক পড়ুয়া, যাঁরা সেই রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন বলে দাবি। এ ছাড়া, আরজি কর-কাণ্ডে ধৃতের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষাও করতে চেয়েছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: ‘১৫ দিনে শাস্তি’! আরজি কর-কাণ্ডের মধ্যেই মোদির কাছে বিশেষ আইনের দাবি মমতার, পাঠালেন চিঠি

বৃহস্পতিবারই সন্দীপ ঘোষ-সহ ওই চার জন পড়ুযা চিকিৎসকের গোপন জবানবন্দিরও আবেদন করে সিবিআই। শিয়ালদহ আদালত সেই আবেদনও মঞ্জুর করে নেয়। এবার মঞ্জুর হল পরিগ্রাফ পরীক্ষার আবেদনও। এর আগে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়েরও পলিগ্রাফ পরীক্ষার আবেদন মেনে নিয়েছে আদালত।

আরও পড়ুন: ওই রাতে হাসপাতালে ঠিক কী হয়েছিল? নিহত ডাক্তারের সঙ্গে ডিনার করা ৪ জনের গোপন জবানবন্দি CBI-এর

পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকটর পরীক্ষা হল সন্দেহভাজনের বলা কথা কতটা সত্যি বা মিথ্যা, তা ধরার একটি পরীক্ষা। এই টেস্টে চার থেকে ছয়টি সেন্সর ব্যবহার করা হয়। পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়। সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয়।

অর্পিতা হাজরা

অভিযোগ জানাতে কেন দেরি, সিবিআইকে কী যুক্তি দিলেন সন্দীপ? দেখুন ভিডিও

নির্দেশের অপেক্ষায় ছিলেন৷ তাই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও কেন পুলিশে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছিল৷ আরজি কর কাণ্ডে পুলিশে অভিযোগ দায়ের করতে হাসপাতালের অধ্যক্ষ হিসেবে তিনি কেন এত দেরি করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে সিবিআই-এর সামনে এমনই দাবি করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ কার নির্দেশের অপেক্ষায় ছিলেন, সেই প্রশ্নেরই জবাব খুঁজতে এখন মরিয়া সিবিআই-এর তদন্তকারীরা৷

Sanjay Roy’s Polygraph Test: কেন দেরি হচ্ছে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে? কারণ জানলে বিস্মিত হবেন

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার এই নিয়ে সুপ্রিম কোর্টে স্যাটাস রিপোর্টও দিতে হবে সিবিআইকে। রহস্য সমাধানের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে জেরার পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়ে আদালত। কিন্তু আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের।

অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজি কর হত্যাকাণ্ডের কোনও সূত্র পাওয়া যেতে পারে। সেই মতোই শিয়ালদহ আদালত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতিও দেয়। মঙ্গলবার অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু স্থগিত করে দেওয়া হয় সেই পলিগ্রাফ টেস্ট।

আরও পড়ুন: আরজি করের রেশ না মিটতেই কলকাতার রাস্তায় নার্সকে হেনস্থা! কুকীর্তির অভিযোগে ধৃত যুবক

মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনও আইনজীবী ছিল না। সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউই মামলা লড়তে রাজি হননি। পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যারা অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলি সম্পর্কে বিস্তারিত বোঝাবে। এরপরে সঞ্জয়ের অনুমতি পেলেই করা যাবে পলিগ্রাফ টেস্ট।

আরও পড়ুন: সন্তানজন্মের পরে পেটব্যাথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল

আরজি কর নিয়ে এখনও উত্তাল গোটা দেশ। বুধবারই সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেছেন চিকিৎসকরা। তাই আরজি কর কাণ্ড নিয়ে চাপ বাড়ছে সিবিআইয়ের উপরেও।

RG Kar Doctor Murder Case: ‘সিবিআই আমাদের আশ্বস্ত করেছে…বিচার দেবে’ আদালতকে ধন্যবাদ জ্ঞাপন নির্যাতিতার বাবা-মায়ের

সুবীর দে,পানিহাটী: রাজ্য, দেশ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে ধন্যবাদ জানালেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা জানালেন, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। সব সময়ের জন্য ডিপার্টমেন্ট দায়ী। তাঁদের কথায়, “আমরা সিবিআইকে সমস্ত তথ্য দিয়েছি। রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছে। রাজ্যপাল বলেছেন বিচার আমরা পাব। সিবিআই আমাদেরকে আশ্বস্ত করেছে। দোষীরা ধরা পড়বে আর তারা আমাদের মেয়ের মৃত্যুর বিচার দেবে…”

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে এই ঘটনায় তদন্ত শেষ করে মূল অভিযুক্তকে চরম শাস্তি দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তদন্তে নেমে বেশ কয়েকজনকে সিবিআই জেরা করলেও রবিবার পর্যন্ত তারা নতুন কাউকে গ্রেফতার করেনি।

আরও পড়ুন- ২৩ বছরের দাম্পত্যে ২৪ সন্তানের মা…! মহিলার কীর্তি ফাঁস হতে তাজ্জব সকলেই

শুধুমাত্র কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে যে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল, তাকেই নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সুয়োমোটো মামলা গ্রহণ করেছে। রাখি পূর্ণিমা উপলক্ষে সোমবার ছিল সরকারি ছুটি। এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।

আইনজ্ঞদের একাংশের মত, তদন্তের গতিপ্রকৃতি থেকে শুরু করে সার্বিক ভাবে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এ দিনই আবার পুলিশ-প্রশাসনের একাংশের বিরুদ্ধে সরাসরি প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা-মা। বিষয়টি তাঁরা সিবিআইয়ের কাছেও জানাবেন বলে দাবি করেছেন।

আরও পড়ুন- আমাশা কিংবা প্রস্রাবে জ্বালা? সর্বরোগহরা এই শাকেই জব্দ হবে রোগ

নিহত তরুণী চিকিৎসক যে নিয়মিত ডায়েরি লিখতেন এবং আরজি করের সেমিনার রুমের কাছেই যে সেই ডায়েরিটি পাওয়া গিয়েছিল— শনিবারই তা জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল সেই ডায়েরিটি তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। ওই ডায়েরির তিন-চারটি পাতা ছেঁড়া ছিল বলেও জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। রবিবার মৃত তরুণীর বাবা বলেন, ‘মেয়ের ডায়েরি লেখার অভ্যাস ছিল ক্লাস নাইন থেকেই। কখন বাড়ি আসবে, কখন কী বিষয় নিয়ে পড়াশোনা করছে— সবকিছুই লিখে রাখত। ওই ডায়েরির তিন-চারটি পাতা নেই।’

এতে তাঁদের সন্দেহ, কেউ ইচ্ছাকৃত ভাবে সেটা ছিঁড়ে ফেলতে পারে। তবে ওই ছেঁড়া পাতার একটির ছবি তাঁদের কাছে রয়েছে বলে এ দিন জানিয়েছেন তরুণীর বাবা। সেটা তাঁরা কী ভাবে পেলেন, তা অবশ্য তাঁরা স্পষ্ট করেননি। তরুণীর মায়ের অভিযোগ, ‘একটা কথা শুনেছি, মেয়ের দেহ যে অবস্থায় পড়েছিল আর যেটা আমাদের বলা হয়েছে, সেটা এক নয়। প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে আমাদের সন্দেহ। সেটা আমরা সিবিআইকে জানাব।’ তাঁর সংযোজন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডকে যারা প্রথমে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, তা-ও কম বড় অপরাধ নয়। আমরা চাই, তারও তদন্ত হোক।’

RG Kar Case CBI: কেন ‘সেমিনার হলে’ ঘুমোতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক…? CBI তদন্তে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: আরজি কর কাণ্ডে সিবিআই সূত্রে এবার উঠে আসছে একাধিক তথ্য। ওই তরুণী চিকিৎসক কেন সেমিনার হলে ঘটনার রাতে ঘুমোতে গিয়েছিলেন? উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এল সম্ভাব্য কারণ। কি সেই কারণ?

জানা যাচ্ছে ঘটনার রাতে স্লিপিং ওয়ার্ডে (স্লিপ এপনিয়া রোগী যেখানে থাকে) বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন। সেখানে রোগীকে ঘুমন্ত অবস্থায় অবসেরভেশনে রাখতে হয়। সাধারণত ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলে দায়িত্বে থাকা এই চিকিৎসকরা ওখানেই এমনি দিনে রোজই ঘুমোতেন বা রেস্ট করতেন। কিন্তু ঘটনার রাতে ওই ওয়ার্ডে রোগী থাকায় তরুণী চিকিৎসক ঘুমোতে যান সেমিনার হলে।

আরও পড়ুন: ‘সকালে খুন হয়েছে…, আর রাত ১১:৪৫-এ FIR!’ আরজি কর মামলায় বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

এদিকে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি পেয়েছে সিবিআই। এই আর্জি জানিয়ে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থ হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করল সিবিআই। অনুমতি পাওয়ার পর মঙ্গলবার বেলা ১১টায় পলিগ্রাফ টেস্টের জন‍্য সঞ্জয় রাইকে কোর্টে নিয়ে যাওয়া হয়।

RG Kar Murder Case Sanjay Rai: সত্যি বলছে না ধৃত সঞ্জয়? পলিগ্রাফ টেস্ট চেয়ে আদালতে CBI, দেখুন

আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিল সিবিআই। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থও হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করল সিবিআই। এদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি বলে সিবিআই সূত্রে খবর। আর সেই কারণেই তাঁরও পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে পারে সিবিআই। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত সিবিআইয়ের! এবার পলিগ্রাফ টেস্ট? মোড় ঘুরে যাবে আরজি করে কাণ্ডের?

কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি বলে সিবিআই সূত্রে খবর। আর সেই কারণেই পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে চলেছে সিবিআই। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ান অনুসারে একাধিক তথ্যে অসঙ্গতি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছিল, তার তথ্যে অমিল রয়েছে। নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান রেকর্ড করার জন্যই সোদপুরের নির্যাতিতার বাড়িতে এদিন যায় সিবিআই টিম।

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

সিবিআই সূত্রে খবর, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং মিলিয়ে দেখা হবে। পাশাপাশি যে সমস্ত তথ্য এখনও অধরা বা অমিল, সেই সমস্ত তথ্য আবারও খতিয়ে দেখা হবে।

CBI RG Kar: CBI-এর চাপে সব ‘ফাঁস’ করলেন সন্দীপ ঘোষ? আরজি কর কাণ্ডে রহস্যে নতুন মোড়

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। CBI স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ৩ দিন ধরে সন্দীপকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বয়ানে অসঙ্গতি রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর আজ। অভিযুক্তকে আড়ালের চেষ্টা করেন প্রাক্তন অধ্যক্ষ? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে পরবর্তী পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক CBI-এর।

CBI: কিছু লুকোচ্ছেন সন্দীপ ঘোষ? বয়ানে কী কী সন্দেহজনক? গভীর রাতে বৈঠকে সিবিআই

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে গিয়েছে তিন দিন অতিক্রান্ত। এই পরিস্থিতিতে সিবিআইয়ের স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দিল্লির সিবিআই টিমের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ধোঁয়াশার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি ও ধোঁয়াশা রয়েছে বলে খবর। আরজি করের ঘটনায় অভিযুক্তকে আড়ালের চেষ্টা করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ? এই নিয়েই প্রশ্ন উঠেছে চারিদিকে। আর সেই সূত্রেই তদন্তের গতিপ্রকৃতি, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বৈঠক চলে শনিবার গভীর রাত পর্যন্ত।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, রাজ্যগুলিকে বড় নির্দেশ দিল কেন্দ্র! দু’ঘণ্টা অন্তর রিপোর্ট

গত দুদিনের মতো রবিবারও তৃতীয়বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপকে। দিল্লির সিবিআই টিমের সঙ্গে কলকাতার স্পেশ্যাল ব্রাঞ্চের অধিকারীকদের মধ্যে হয় সেই বৈঠক। এই ঘটনায় হাসপাতালের ভূমিকা সংশয়পূর্ণ বলে মনে করছে সিবিআই।