Tag Archives: CBI

RG Kar Case: কার ঘরে থাকতেন সঞ্জয়? সেই রাতে কি ফোনে কথা কারও সঙ্গে? যা জানতে পারল সিবিআই…

কলকাতা: আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাই ঘনিষ্ঠ এক এএসআই-এর বয়ান রেকর্ড করল সিবিআই। সূত্রের খবর, ফোর্থ ব্যাটেলিয়নে ওই পুলিশ কর্মীর ঘরেই থাকতেন সঞ্জয়। ঘটনার আগে ও পরে সঞ্জয়ের গতিবিধি ও বডি ল্যাঙ্গোয়েজ জানতেই ওই পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

কী ভাবে একজন সিভিক হয়ে ব্যাটেলিয়নের ব্যারাকে থাকার অনুমতি পেয়েছিলেন সঞ্জয়? খোঁজ নিয়েছে সিবিআই। কেন ওই পুলিশ কর্মী অভিযুক্তকে ঘরে থাকতে দিয়েছিলেন? তাও জানতে চেয়েছে সিবিআই। ঘটনার আগে ও পরে সঞ্জয়ের সঙ্গে ওই পুলিশ কর্মীর সাক্ষাৎ নিয়েও প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে দুজনের ফোনে কথা হয়েছিল কিনা, কল ডিটেলস রেকর্ড থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: এখনও খুলল না আরজি কর রহস্যের জট, সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত! তলব জবাবও

এদিকে, আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসককে খুন এবং ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয়ের মনস্তত্ব পরীক্ষা করতে দিল্লি থেকে কলকাতায় সিবিআইয়ের বিশেষ দল। সূত্রের খবর, অভিযুক্তের মনস্তত্ব জানতে চায় সিবিআই, তাই এই বিশেষ দলকে আনা হচ্ছে। এই বিশেষ দল কলকাতায় এসে সঞ্জয়ের ব্যবহার এবং অভ্যাস পরীক্ষা করবে এবং সেই সঙ্গে পরীক্ষা করবে সঞ্জয়ের মনস্তত্ব।

সিবিআই সূত্রে খবর, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগে সঞ্জয় ছাড়াও, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নির্যাতিতার সহকর্মী, সেই দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরও। ঘটনার তদন্ত করতে শনিবার সঞ্জয়কে নিয়ে তার নিজের বাড়ি এবং পুলিশের ব্যারাকেও গিয়েছিল সিবিআই। এবার দিল্লি থেকে মনস্তস্ববিদদের একটি দলকে আনা হচ্ছে।

আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন এবং ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার এক দিনের মধ্যেই গ্রেফতার হয় আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত। আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ছিল যে, নৃশংস ভাবে খুন করা হয়েছে জুনিয়র চিকিৎসককে। তাই সঞ্জয়ের কোনও মানসিক বিকৃতি আছে কি না তাও মনস্তত্ববিদরা খুঁজে বার করতে পারেন বলে মত বিশষজ্ঞদের।

CBI on R G Kar Case: নিগৃহীতার বাড়ির উদ্দেশে রওনা দিল সিবিআইয়ের বিশাল টিম! বিশেষ নজর ভাঙচুর কাণ্ডের দিকেও

কলকাতা:  সকালেই মিলেছিল সিবিআই তৎপরতার ইঙ্গিত৷ বেলা গড়াতে না গড়াতেই বিশাল দল নিয়ে উত্তর ২৪ পরগনায় নিগৃহীতার বাড়ির উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা৷ গোটা ঘটনাক প্রেক্ষিতে নির্যাতিতার পরিবারের সদস্যদের কী বক্তব্য? কী বয়ান তাঁর মা-বাবার, সূত্রের খবর, সেটাই জানতে চায় সিবিআই৷ এ বিষয়ে নির্যাতিতার মা-বাবার পূর্ণাঙ্গ বয়ানও রেকর্ড করা হয়ে পারে বলে জানা গিয়েছে৷

গত বুধবার রাতে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির মাঝেই তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনার অকুস্থল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ পুলিশের ব্যারিকেড ভেঙে লাঠি-রড হাতে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বহিরাগতরা৷ তুমুল তাণ্ডব, ভাঙচুর চলে জরুরি বিভাগের একাংশ৷ প্রসঙ্গত, এই জরুরি বিভাগের চার তলার সেমিনার হ’লেই উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ৷ যদিও পরে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ক্রাইম সিন অর্থাৎ, সেমিনার হ’লে গত বুধবার রাতে কোনও ভাঙচুর চালানো হয়নি৷

আরও পড়ুন:  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মোদির মুখে নারী সুরক্ষা প্রসঙ্গ! লাল কেল্লা থেকে বার্তা রাজ্য সরকারদের

ইতিমধ্যেই টালা থানার কাছে সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট তলব করেছে সিবিআউ৷ বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি সহ বিশেষ টিম৷

নিগৃহীতার বাড়িতে সিবিআইয়ের যে দল যাচ্ছে, সূত্রের খবর, সেই দলে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর৷

আরও পড়ুন: দল না দেখে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করার আর্জি! আর জি কর ভাঙচুরে সিপি-র সঙ্গে কথা অভিষেকের

বৃহস্পতিবার মূলত কয়েকটা দলে ভাগ হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সিবিআই আধিকারিকদের। সিবিআই সূত্রে খবর, আর জি কর হাসপাতালে যেভাবে গত বুধবার রাতে সিবিআই বেরনোর পরে ভাঙচুর হয়েছে, তাতে প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুর কি না তা নিয়ে প্রশ্ন উঠছে? এছাড়া, এই ভাঙচুরের পিছনে মোটিভ কী? পুলিসের বদলে সিবিআই দিয়ে তদন্ত তা-ও কেন এমন অপ্রীতিকর পরিস্থিতি হল? সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন  সিবিআই কর্তারা৷ এবার তাঁরা তদন্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্দেশ দেবেন বলেও জানা গিয়েছে।

DNA profiling in RG Kar investigation: আরজি কর কাণ্ডের রহস্যভেদ করতে পারে ডিএনএ প্রোফাইলিং? কঠিন পরীক্ষায় সিবিআই

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পর আজ থেকেই আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখন সব থেকে বড় প্রশ্ন, এই ঘটনার সঙ্গে ধৃত সঞ্জয় রাই ছাড়া আর কেউ জড়িত কি না? ঘটনার প্রায় পাঁচ দিন পর তদন্ত শুরু করে এই প্রশ্নের উত্তর পাওয়াই এখন সিবিআই-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ৷ বিশেষজ্ঞদের মতে, আর জি কর কাণ্ডের জট এখন কাটাতে বড় ভূমিকা নিতে পারে ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফল৷

ডিএনএ প্রোফাইলিং পরীক্ষায় নির্যাতিতার শরীরে পাওয়া দেহরসের সঙ্গে ধৃত সঞ্জয় রাইয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে৷ পরীক্ষার ফল কী আসে, তার উপর ভিত্তি করেই তদন্তের মোড় ঘুরে যেতে পারে৷ ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফলে যদি সঞ্জয় ছাড়াও অন্য কারও দেহরসের উপস্থিতির প্রমাণ মেলে, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া আরও জটিল হতে পারে৷ সেক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ যেমন প্রমাণিত হবে, বাকি কারা এই নির্যাতন এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত, তাও খুঁজে বের করতে হবে সিবিআই তদন্তকারীদের৷

আরও পড়ুন: ‘আমার মেয়েটা তো ফিরে আসবে না!’ সিবিআই তদন্তের নির্দেশেও নিশ্চিন্ত নন নির্যাতিতার বাবা

এই ঘটনার শুরু থেকেই নিহত চিকিৎসকের বাবা মা এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছেন, নির্যাতিতাকে গণধর্ষণই করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্টে তরুণী চিকিৎসকের শরীরে যে সমস্ত মারাত্মক আঘাতের চিহ্ন মিলেছে, তার ভিত্তিতেই এই অভিযোগ করা হচ্ছে৷ সিবিআই-এর কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, তথ্যপ্রমাণ জোগাড় করে এই অভিযোগ প্রমাণ করা৷

আর জি কর হাসপাতালের যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল, সেখানেও যাওয়ার কথা সিবিআই-এর তদন্তকারীদের৷ কিন্তু ঘটনার প্রায় পাঁচদিন পরে অকুতস্থলে তথ্যপ্রমাণ আদৌ কিছু অক্ষত রয়েছে কি না, তা নিয়েই যথেষ্ট সংশয় থাকছে৷ তার উপর এই ঘটনায় প্রভাবশালীদের জড়িত থাকারও অভিযোগ উঠছে৷ তার উপরে দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনার দ্রুত রহস্যভেদ করার চাপ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে৷ আর এই রহস্যের জটিল জট কাটাতে সিবিআই-এর অস্ত্র হতে পারে ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফল৷ কলকাতা পুলিশ সূত্রে অবশ্য খবর, ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে৷

RG Kar Case: নির্যাতিতাতে কি ‘ফলো’ করত সঞ্জয়? তদন্ত শুরু CBI-এর! যে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে…

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এসে গিয়েছে সিবিআই-এর তদন্তকারী দল৷ সিবিআই-এর হাতে তুলেও দেওয়া হয়েছে গ্রেফতার হওয়া সঞ্জয় রাইকে। সিবিআই-এর দলে রয়েছে নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও। একদিকে যখন ধৃত সঞ্জয়কে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে, অপরদিকে, কলকাতা পুলিশের সিটের সদস্যদের সঙ্গেও বৈঠক করছেন সিবিআই আধিকারিকরা। শুরু থেকে কত দূর কীভাবে তদন্ত হয়েছে, সেই বিষয়ে জানতে চায় সিবিআই।

গ্রেফতার হওয়া ধৃত সঞ্জয় রাই গত একমাস ধরে ওই চিকিৎসককে ফলো করত কিনা, কোনও ফুটেজ আছে কিনা, যেখানে সঞ্জয় ফলো করছে এমন কিছু আছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। অর্থাৎ পূর্ব পরিকল্পিত ভাবে ধর্ষণ ও খুন? ষড়যন্ত্র করে খুন? সঞ্জয়ের বয়ান অনুসারে সেমিনার হলে আগে কখনও আসেনি সে, এই তথ্য সত্যি কিনা, তা যাচাই করবে সিবিআই।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়ের হচ্ছে মেডিক্যাল টেস্ট, আজই শুরু CBI জেরা! খুলে যাবে রহস্যের জট?

নির্যাতিতার মোবাইল ও সঞ্জয়ের মোবাইল কল লিস্ট, ডিলিট চ্যাট খতিয়ে দেখবে সিবিআই। সঞ্জয়কে নিয়ে মেডিক্যাল করানোর পর সেই নথি আদালতে পেশ করে হেফাজতে নেবে সিবিআই।

সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তৎপরতার সঙ্গে যে কাজগুলি করবে:

১.সঞ্জয়কে জেরা করে খুনের মোটিভ জানবে সিবিআই।

২.ঘটনাস্থলে সঞ্জয় একা নাকি আরও কেউ ছিল সঙ্গে?

৩.সিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।

৪.নির্যাতিতার পরিবারের বয়ান নেবে সিবিআই।

RG Kar Case: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়ের হচ্ছে মেডিক্যাল টেস্ট, আজই শুরু CBI জেরা! খুলে যাবে রহস্যের জট?

কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ এরপরই সিবিআই সঞ্জয় রায়কে নিয়ে যাচ্ছে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য। বুধবার সকালেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷

একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷

আরও পড়ুন: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

আরজি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেয়৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷

আরজি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বারবারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আরজি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

Sanjay Rai handed over to CBI: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ৷ কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷ একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷

আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর  সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেয়৷

আরও পড়ুন: ‘রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়!’ আর জি কর কাণ্ড ‘পিকিউলিয়ার’, বললেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই  মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷

আর জি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বার বারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আর জি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

CBI team in Kolkata: কলকাতায় পৌঁছল সিবিআই-এর তদন্তকারী দল! সঙ্গে রয়েছে মেডিক্যাল, ফরেন্সিক টিম

কলকাতা: আর জি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর ইতিমধ্যেই সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে৷ সেখান থেকেই তারা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং বাকি তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন৷

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ সকালের মধ্যেই বাকি তথ্যপ্রমাণ সিবিআই-এর হাতে তুলে দিতে হবে পুলিশকে৷

আরও পড়ুন: ছেলের নাম জড়িয়ে ‘কুৎসা’ ছড়াল দলেরই নেতারা? কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন

হাইকোর্টের নির্দেশের পরই গতকাল টালা থানায় গিয়ে আর জি কর কাণ্ডের এফআইআর-এর সার্টিফায়েড কপি সংগ্রহ করে সিবিআই৷ হাইকোর্টের নির্দেশেই এই মামলার সিবিআই তদন্ত চলবে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, তদন্তের কী অগ্রগতি হল, সে সম্পর্কে নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দিতে হবে সিবিআই-কে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন৷ রবিবারের মধ্যে কলকাতা পুলিশ রহস্যের কিনারা করতে না পারলে রাজ্য সরকারই তদন্ত ভার সিবিআই-কে দিয়ে দেবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগেই অবশ্য সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট৷

CBI on RG Kar case: বুধবারই আসছে সিবিআইয়ের টিম! আরজি কর কাণ্ডে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করার রায় দিয়েছে কলকাতা সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার এই রায় ঘোষণার পরই তদন্ত নিয়ে তত্‍পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিকেলে টালা থানায় এসেছিলেন সিবিআইয়ের দু’জন অফিসার। ইতিমধ‍্যেই এফআইআর দায়ের করছে সিবিআই। বুধবারই দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের টিম।

সূত্রের খবর অনুযায়ী, আরজি কর কেসে এফআইআর দায়ের করল সিবিআই। আগামিকাল বুধবার দিল্লি থেকে কলকাতা আসছে সিবিআইয়ের টিম। আসছে তাদের নিজস্ব ফরেন্সিক বিশেষজ্ঞ।

আরও পড়ুন: সন্দীপের কীর্তি ফাঁস! পড়ুয়াদের পাশ করানো থেকে হাসপাতালের জিনিসপত্র কেনা, লক্ষ লক্ষ টাকার কমিশন নেওয়ার গুরুতর অভিযোগ

মঙ্গলবার, আদালতের মধ্যেই আরজি করের জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তারপরেই টালা থানায় আসেন সিবিআইয়ের দু’জন অফিসার। সূত্রের দাবি, এফআইআর-এর সার্টিফায়েড কপি নিয়ে গেছেন তাঁরা এবং প্রাথমিক ভাবে কথাও বলেছেন৷

পাশাপাশি, তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআই-কে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই সঙ্গে আরও জানানো হয়েছিল, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথি সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে।

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

সূত্রের খবর, আর জি কর মামলার এফআইআর-এর সেই সার্টিফায়েড কপি টালা থানা থেকে সংগ্রহ করে দিল্লির সদর দফতরে পাঠাচ্ছে সিবিআই৷ শুধু তাই নয়, দিল্লির সিনিয়র অফিসার, লিগ্যাল সেল ও কলকাতার সিনিয়র অফিসারদের মধ্যে মঙ্গলবারই আর জি কর মামলা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে৷

CBI on RG Kar case: তদন্তভার হাতে নিয়েই তৎপর সিবিআই! একের পর এক মিটিং, রাতের মধ্যেই বড় পদক্ষেপ?

কলকাতা: মঙ্গলবারই আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করার রায় দিয়েছে কলকাতা সুপ্রিম কোর্ট৷ আদালতের মধ্যেই আরজি করের জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

পাশাপাশি, তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআই-কে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই সঙ্গে আরও জানানো হয়েছিল, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথি সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে।

আরও পড়ুন: সাময়িক হলেও স্বস্তি অভিষেক-রুজিরার! দিল্লিতে যাওয়া নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

তার পরেই মঙ্গলবার বিকেলে টালা থানায় এসেছিলেন সিবিআইয়ের দুজন অফিসার। সূত্রের দাবি, এফআইআর-এর সার্টিফায়েড কপি নিয়ে গেছেন তাঁরা এবং প্রাথমিক ভাবে কথাও বলেছেন৷

সূত্রের খবর, আর জি কর মামলার এফআইআর-এর সেই সার্টিফায়েড কপি টালা থানা থেকে সংগ্রহ করে দিল্লির সদর দফতরে পাঠাচ্ছে সিবিআই৷ শুধু তাই নয়, দিল্লির সিনিয়র অফিসার, লিগ্যাল সেল ও কলকাতার সিনিয়র অফিসারদের মধ্যে মঙ্গলবারই আর জি কর মামলা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: ‘কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি?,’ বিরোধীদের নিশানা করে কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

মামলার তদন্ত কারা করবে? অর্থাৎ, সিবিআইয়ের কোন ইউনিট ব্যবহার করা হবে, সে বিষয়েও এদিন সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর৷ মূলত, এই ধরনের মামলায় স্পেশাল ক্রাইম ব্র্যাঞ্চকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে মামলার গুরুত্ব বুঝে কোন ইউনিটের হাতে তদন্ত ভার দেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে আজই৷ সূত্রের দাবি, রাতেই এই মামলায় এফআইআর দায়ের করতে পারে সিবিআই৷

Calcutta High Court on RG Kar case: আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের! আদালতের নজরদারিতে হবে তদন্ত

কলকাতা: আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, হাই কোর্টের নজরদারিতে হবে সিবিআই তদন্ত।

আরজি কর মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, প্রশাসন কখনওই নিহত চিকিৎসকের পরিবারের পক্ষে ছিল না। সেই সঙ্গে আদালত আরও বলে, এই ঘটনা ব্যতিক্রমী।  এই মামলায় মৃতের পরিবারের মামলাকে মূল মামলা ধরে এগোনো হবে বলে মঙ্গলবার শুনানিতে জানায় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পরে, সেই সঙ্গে আদালতের নজদারিতেই হবে শুনানি।

আরও পড়ুন: আরজি করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক শেষ, কী বললেন সিপি?

এদিন হাই কোর্ট আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও প্রশ্ন তোলে। সন্দীপ ঘোষ পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার পরেও কেন স্বাস্থ্য দফতরের তরফে তাঁকে ছুটিতে পাঠিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হল না সেই নিয়েই প্রশ্ন তোলে আদালত। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, হাই কোর্টের অনুমতি ছাড়া অধ্যক্ষ পদে ফেরানো যাবে না সন্দীপ ঘোষকে, ছুটির আবেদনও মঞ্জুর করতে হবে সন্দীপ ঘোষের। অর্থাৎ এখনই ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে ফেরা হচ্ছে না সন্দীপ ঘোষের।

আরও পড়ুন: ছুটির আবেদন না করলেই অপসারণ! হাই কোর্টের পর্যবেক্ষণ শুনেই বড় পদক্ষেপ সন্দীপ ঘোষের

আদালতের মধ্যেই আরজি করের জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআইকে দিতে হবে কলকাতা পুলিশকে। সেই সঙ্গে আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথি সিবিআই চাইলে দিতে হবে।

রাজ্য প্রধান বিচারপতির শুনানিতে জানায়, সমাজমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। মূল আভিযুক্ত গ্রেফতার হয়েছে। জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ ইদুলজী হাই কোর্টে কামদুনি প্রসঙ্গ টেনে বিনীত গোয়েলকে সারানোর দাবি করেন। তিনি বলেন, “কামদুনি মামলা যেভাবে সাজানো হয়েছিল। একই কায়দায় এই কেস সাজানোর চেষ্টা চলছে। বিনীত গোয়েল কামদুনির সময় ছিলেন আইজি সিআইডি। কামদুনির সময় নির্যাতিতার স্ট্রেচ মার্ক যেভাবে দেখানো হয়, একই কায়দায় আর জি কর কেস সাজাচ্ছে বিনীত গোয়েল।”