Tag Archives: Civic Police

Police Outpost: দু’জন সিভিক ভলেন্টিয়ার নিয়ে চলছে পুলিশ ফাঁড়ি!

দক্ষিণ দিনাজপুর: উদ্দেশ্য মহৎ হলেও কার্যক্ষেত্রে ঠিক তার উলটো ছবি দেখা গেল। মাত্র দুজন সিভিক ভলেন্টিয়ার নিয়ে চলছে একটি আস্ত পুলিশ ফাঁড়ি! নেই কোন পুলিশ অফিসার। এমনি বেহাল দৃশ্য দেখা গেল বুনিয়াদপুর পুলিশ ফাঁড়িতে।

দিনেরবেলা ফাঁড়ির বাইরে থেকে মেন গেট বন্ধ থাকে। ভেতরে অফিসার রুম, অফিস রুম ও স্টাফ রুম আছে। তিনটি ঘরে দরজাই ভেজানো। ভেতরে মাত্র দু’জন সিভিক ভলান্টিয়ার বসে থাকেন। কোনও পুলিশ আধিকারিক না থাকায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুলিশ ফাঁড়িতে এসে আমজনতা লিখিত অভিযোগ দায়ের করতে পারে না। তিনটি শিফটে দু’জন সিভিক আসছেন, সময় শেষ হলে বাড়ি ফিরছেন।

আর‌ও পড়ুন: মহাপ্রভুর নির্দেশে আজও দই-চিঁড়ে বিতরণ হচ্ছে! দণ্ড মহোৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা রাত-বিরেতে সমস্যায় পড়লে শহর থেকে ৩ কিলোমিটার পথ উজিয়ে বংশীহারি থানায় যাচ্ছেন অভিযোগ জানাতে। শহরে চুরি, ছিনতাই ও দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়াও আশেপাশের দুটি পঞ্চায়েত এলাকা থেকে কম সময়ে অভিযোগ জানানোর জন্য তৈরি হয়েছিল পুলিশ ফাঁড়ি। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

এদিকে বুনিয়াদপুর শহর থেকে বংশীহারি থানার দূরত্ব অনেকটা হওয়ায় রাতে অভিযোগ জানাতে সমস্যা হচ্ছে। এছাড়াও বুনিয়াদপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘটনা ঘটলে বংশীহারি থেকে পুলিশের পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকায় একটি পুলিশ ফাঁড়ি করার। সেটা বাস্তবায়িত হলেও কাজের কাজ কিছু হচ্ছে না।

এই প্রসঙ্গে বংশীহারী থানার আইসি অসীম গোপ বলেন, নির্বাচনের কারণে বুনিয়াদপুর ফাঁড়ি থেকে ফোর্স উঠিয়ে নেওয়া হয়েছিল। এর জন্য সাময়িক সমস্যা হয়েছিল। নির্বাচন শেষ হয়েছে, খুব শীঘ্রই পুলিশ ফাঁড়িতে আগের মত কাজ চালু হবে। প্রসঙ্গত, এলাকাবাসীদের দাবি মেনে শহরে ৪ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় ঝাঁ চকচকে পুলিশ ফাঁড়ি। গত ৭ অগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়িটির উদ্বোধন হয়। সেইসময় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার রাহুল দে প্রমুখ। উদ্বোধনের পর থেকে সেখানে পুলিশ অফিসার বসতেন। কিন্তু কিছুদিন পর থেকে সেখানে আর কোনও পুলিশ অফিসারকে দেখা না গেলেও দু’জন সিভিক ভলান্টিয়ারই সর্বক্ষণ থাকছেন।

এলাকাবাসীদের এখন একটাই প্রার্থনা দ্রুত আবার পূর্ণ ছন্দে ফিরে আসুক বুনিয়াদপুর পুলিশ ফাঁড়ি।

সুস্মিতা গোস্বামী

GK Police Full Form: POLICE শব্দটা যে সংক্ষিপ্ত রূপ, তা জানতেন? পুলিশ-এর এক মস্ত ফুলফর্ম আছে, যার সম্পর্কে ধারণাই নেই ৯৯ শতাংশের!

সবাই পুলিশ শব্দটি সম্পর্কে অবগত এবং সবাই এটি কথ্য ভাষায় ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ লোকই জানে না যে পুলিশ সম্পূর্ণ শব্দ নয়, এটি একটি সংক্ষিপ্ত রূপ। পুলিশের ফুল ফর্মও হয়। আজ জেনে নিন পুলিশ শব্দের অর্থ কী এবং ফুল ফর্ম কী।
সবাই পুলিশ শব্দটি সম্পর্কে অবগত এবং সবাই এটি কথ্য ভাষায় ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ লোকই জানে না যে পুলিশ সম্পূর্ণ শব্দ নয়, এটি একটি সংক্ষিপ্ত রূপ। পুলিশের ফুল ফর্মও হয়। আজ জেনে নিন পুলিশ শব্দের অর্থ কী এবং ফুল ফর্ম কী।
পুলিশ যে কোনও দেশ বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। পুলিশের প্রধান কাজ, সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখা এবং জনগণকে আইন মানতে শেখানো। পুলিশ না থাকলে অপরাধ সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ যে কোনও দেশ বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। পুলিশের প্রধান কাজ, সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখা এবং জনগণকে আইন মানতে শেখানো। পুলিশ না থাকলে অপরাধ সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের দেশে পুলিশের বিভিন্ন পদে বিভিন্নভাবে নিয়োগ হয়। প্রতিটি রাজ্যে, কনস্টেবল, সাব ইন্সপেক্টরের মতো পদগুলির জন্য সময়ে সময়ে নিয়োগ করা হয়।
আমাদের দেশে পুলিশের বিভিন্ন পদে বিভিন্নভাবে নিয়োগ হয়। প্রতিটি রাজ্যে, কনস্টেবল, সাব ইন্সপেক্টরের মতো পদগুলির জন্য সময়ে সময়ে নিয়োগ করা হয়।
প্রার্থীরা নিয়োগের অধীনে নির্ধারিত পরীক্ষা এবং শারীরিক ক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে চাকরি পেতে পারেন। একই সময়ে পুলিশ বিভাগে উচ্চ পদে নিয়োগ করা হয় রাষ্ট্রীয় পরিষেবা পরীক্ষা এবং সিভিল পরিষেবা পরীক্ষার মাধ্যমে।
প্রার্থীরা নিয়োগের অধীনে নির্ধারিত পরীক্ষা এবং শারীরিক ক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে চাকরি পেতে পারেন। একই সময়ে পুলিশ বিভাগে উচ্চ পদে নিয়োগ করা হয় রাষ্ট্রীয় পরিষেবা পরীক্ষা এবং সিভিল পরিষেবা পরীক্ষার মাধ্যমে।
পুলিশের ফুলফর্ম কী? অধিকাংশ মানুষই জানেন না পুলিশ ফুলফর্ম কী। পুলিশের POLICE-এর ফুলফর্ম হল, Public Officer for Legal Investigations and Criminal Emergencies. বাংলায় যার অর্থ, ‘আইনি তদন্ত এবং ফৌজদারি আপৎকালীন পরিস্থিতির জন্য পাবলিক অফিসার।’
পুলিশের ফুলফর্ম কী? অধিকাংশ মানুষই জানেন না পুলিশ ফুলফর্ম কী। পুলিশের POLICE-এর ফুলফর্ম হল, Public Officer for Legal Investigations and Criminal Emergencies. বাংলায় যার অর্থ, ‘আইনি তদন্ত এবং ফৌজদারি আপৎকালীন পরিস্থিতির জন্য পাবলিক অফিসার।’
ব্রিটিশরা ভারতে পুলিশ বিভাগের ভিত্তি স্থাপন করে। বর্তমানে পুলিশ বিভাগ কেন্দ্রীয় এবং সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
ব্রিটিশরা ভারতে পুলিশ বিভাগের ভিত্তি স্থাপন করে। বর্তমানে পুলিশ বিভাগ কেন্দ্রীয় এবং সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।