Tag Archives: Criminal

North Dinajpur News: রায়গঞ্জ সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি! তদন্তে পুলিশ

উত্তর দিনাজপুর: সংশোধনাগার থেকে পালিয়ে গেল যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক বন্দী। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের। এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। রায়গঞ্জ থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। সংশোধনাগার সূত্রের খবর, পলাতক ঐ বন্দির নাম প্রেমচাঁদ বর্মন। বাড়ি কোচবিহারের মাথাভাঙায়। বেশ কয়েকবছর আগে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় তার। দীর্ঘ সময় ছিলেন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে ভাল আচরণের জন্য চলতি বছর জানুয়ারিতে রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারে থাকার সুযোগ পায়।

আরও পড়ুনঃ জন্মাষ্টমী উপলক্ষে যা করলেন এই শিল্পী…! ধন্য ধন্য করছে কোচবিহারবাসী

মুক্ত সংশোধনাগারে সেইসব বন্দিরাই আসতে পারে, যাদের আচার ব্যবহার ভাল থাকে। এখানে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত হাতেগোনা কয়েকজন বন্দি তথা আবাসিকেরা থাকে সংশোধনাগারেরই একটি ভবনে। সকাল ৬টায় তারা সংশোধনাগার থেকে ছাড়া পান। এই সময়টা কেউ কোনও কাজ করতে পারে বা বাড়ি যেতে পারে। তবে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকারই নিয়ম এবং রাত ৮টায় তাদের ফের সংশোধনাগারে ফিরে আসার কথা। কিন্তু রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারের এই আবাসিক প্রেমচাঁদ শনিবার রাতে নির্ধারিত সময়ে আর ফিরে আসেনি। পরে আবাসিক সংখ্যা মেলাতে গিয়ে সংশোধনগার কর্তৃপক্ষ বুঝতে পারে উধাও হয়েছে ঐ আবাসিক। তার মোবাইলেও ফোন করে খোঁজ নেওয়া হয়। কিন্তু ফোন কেউ ধরেনি।

শেষপর্যন্ত ওই রাতেই শুরু হয় খোঁজখবর। রায়গঞ্জে বাইপাসের ধার থেকে তার মোবাইল ফোনটি উদ্ধার হয়। এরপর বন্দি পালানোর বিষয়টি রায়গঞ্জ থানাতেও অভিযোগ জানানো হয়, বলে জানিয়েছেন রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট জেলার শশাঙ্ক শেখর মণ্ডল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ সংশোধনাগারে।

Bangla Video: জেলা পরিষদের বাজার এখন সমাজ বিরোধীদের আখড়া, আতঙ্কে স্থানীয়রা

উত্তর দিনাজপুর: জেলা পরিষদের অর্ধ নির্মিত বাজার এখন সমাজ বিরোধীদের আখড়া। চারিদিকে আগাছা ও জঙ্গলে ভর্তি। আচমকা দেখলে কোন‌ও পরিত্যক্ত বাড়ি বলে মনে হবে। যদিও এটা বাড়ি নয়। গত প্রায় ১৩-১৪ বছর ধরে অর্ধ নির্মিত অবস্থায় পড়ে থাকা জেলা পরিষদের নির্মিত বাজার।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বস্তাপট্টিতে অবস্থিত জেলা পরিষদের এই অর্ধ নির্মিত বাজারটি। এলাকার মানুষের সুবিধার্থে এই বাজারটি নির্মিত করা হয়েছিল বহু বছর আগে। কারণ সেই এলাকায় কোন‌ও বাজার ছিল না।

আর‌ও পড়ুন: রাম মন্দির রাখি বাজার কাঁপাচ্ছে, কত দাম জানেন?

দূর দূরান্তে গিয়ে বাজার করতে হিমশিম খেতে হত এলাকার বাসিন্দাদের। অবশেষে ২০১১ সালে সেই বাজারটি নির্মাণ করা শুরু হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাজারটি গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু কোন‌ও এক অজ্ঞাত কারণে অর্ধ নির্মিত অবস্থায় বাজারটি ফেলে রাখা হয়। পরিত্যাক্ত অবস্থায় বহু বছর ধরে পড়ে থাকায় বর্তমানে সেটি সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে। ঝোপ জঙ্গলের আড়ালে অর্ধ নির্মিত সেই বাজারে চলছে মদ গাঁজা ও জুয়ার ঠেক। এলাকার মানুষ বহুবার অভিযোগ জানিয়েছে পার্শ্ববর্তী বিডিও অফিস ও পঞ্চায়েত অফিসে। কিন্তু লাভের লাভ খুব কিছু হয়নি।

তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাজারটিকে সংস্কার করার কাজ শুরু হবে। সংস্কার শেষে এই বাজারটি অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য।

পিয়া গুপ্তা

Four Criminals Arrested: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা! পুলিশের জালে চার দুষ্কৃতী

হুগলি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে সুপারী ব্যবসায়ীকে অপহরের চেষ্টা! এই অভিযোগে চারজনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের চুঁচুড়া স্টেশনের রেল লাইনের ধার থেকে আটক করা হয়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

স্থানিয় সূত্রে খবর, চুঁচুড়া পল্লীশ্রীর বাসিন্দা মৃণাল সাহার পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। সেখান থেকে গত ৩১ মার্চ তিনি স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। সুগন্ধার অমরপুরের কাছে বাইক নিয়ে ওই ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাঁকে নিজেদের বাইকে তোলার চেষ্টা করে। টানাটানির সময় রাস্তায় পরে গিয়ে পা ভাঙে ব্যবসায়ীর। এই দৃশ্য দেখে আশেপাশের লোক ছুটে আসতেই ব্যবসায়ীকে ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: সব কলা শেষ! ভারী বৃষ্টির মধ্যেই বেড়েছে হাতির উপদ্রব, অসহায় গ্রামবাসীরা

এই ঘটনার পর চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ব্যবসায়ী। এদিকে অভিযোগ পেয়ে পোলবা থানার পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গত মে মাসের ৬ তারিখে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আরও চারজনকে গ্রেফতার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে ধৃতরা চুঁচুড়া রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের বিরোধী বাবু পালের গোষ্ঠীর লোক। এক সময় টোটোনের গ্রুপেই ছিল বাবু পাল। এখন তারা একে অপরের শত্রু।

রাহী হালদার