Tag Archives: Dam

South 24 Parganas News: নুরপুরের শ্রীফলবেড়িয়া নতুন বাঁধ নির্মাণ, প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: নুরপুরের শ্রীফলবেড়িয়ায় নির্মিত হল নতুন বাঁধ। যার ফলে প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা। খুশি সকলেই।

রাজ্য সরকারের উদ্যোগে ডায়মন্ড হারবারের হুগলি নদীর বাঁধ কংক্রিটের তৈরি করা হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের নুরপুরের শ্রীফলবেড়িয়া এলাকার শান্তিধাম থেকে হাটখোলা পর্যন্ত প্রায় ৯০০ মিটার স্থায়ীভাবে কংক্রিটের নদী বাঁধ গড়ে তোলা হয়। যার ফলে উপকৃত হবেন নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা। কারণ, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নদীর জল ফুলেফেঁপে উঠে মাটির বাঁধ উপছে বা ভেঙে প্লাবিত হত এলাকা।

আরও পড়ুন: গরমকালে ‘এই’ সুস্বাদু ফলেই যেন আরাম, কিন্তু খুব সাবধান! ভয়ানক ক্ষতি হতে পারে শরীরে, কী কী সতর্কতা অবলম্বন করবেন!

এই কংক্রিটের বাঁধ নির্মাণের ফলে প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন এলাকার ৫০টিরও বেশি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এই কাজের জন্য রাজ্য সরকারের সেচ ও জলপথ দফতরের পক্ষ থেকে প্রায় ৭ কোটি ৬৪ লক্ষেরও বেশি টাকা ব্যয় করা হয়েছে।

নতুন এই বাঁধ নির্মাণের ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষায় এই বাঁধ এলাকাবাসীদের উপর আশীর্বাদ হয়ে আসবে, এমনই মনে করছেন সকলে।

নবাব মল্লিক

Bengal Tourism: ভয়ঙ্কর সুন্দর! বাঁধ থেকে ৩০০০ কিউসেক জল ছাড়ার দৃশ্য দেখে মুগ্ধ মুকুটমনিপুরে আসা পর্যটকরা

বাঁকুড়া: ‘ঝর ঝর ঝর্ণা…’
মুকুটমনিপুর বাঁধ থেকে ছাড়া জল দেখে এমনই উচ্ছ্বল হয়ে উঠল পর্যটকদের মন। সেক অনিন্দ্য সুন্দর দৃশ্য। মুকুটমনিপুর জলাধার থেকে ৩০০০ কিউসেক জল ছাড়া হল কংসাবতী নদীতে। পর্যটনের অফ সিজনে এমন দৃশ্য দেখে খুশি পর্যটকরা।

আরও পড়ুন: বাবাই আবিরের বিরাট চাহিদা, গ্রামে গ্রামে দেদার বিক্রি

সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে জলাধারের ভিতর প্রয়োজনীয় মেরামতির কাজের জন্য জলাধার থেকে জল ছাড়া হয়েছে। না হলে এমন সময়ে এতটা জল ছাড়ার কথা নয়। বর্তমানে মুকুটমণিপুর জলাধারের জলস্তরের উচ্চতা ৪১৩ ফুট। তবে কংসাবতী নদীতে জল ছাড়ার ফলে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে।

এদিকে জলাধার থেকে জল ছাড়ার কারণে দুর্ঘটনা এড়াতে নদী তীরবর্তী এলাকাগুলিত প্রশাসনের তরফে মাইকিং করা হয়। জলাধারের মেন গেট দিয়ে কংসাবতী নদীতে জল ছাড়ার সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখার জন্য জলাধারের পাড়ে ভিড় করেন পর্যটকরা। মুকুটমনিপুরের পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এসে জল ছাড়া দৃশ্য দেখতে পাওয়া যেন বাড়তি পাওনা বলে মনে করছেন পর্যটকরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মূলত এই সময়ে পর্যটকেরা পলাশ ফুল দেখতে বাঁকুড়ায় পাড়ি দেন। বাঁকুড়ার মুকুটমনিপুরেও দেখা যায় পলাশ ফুলের সম্ভার। যদিও এই বছর পলাশ ফুল একটু দেরিতে দেখা যাচ্ছে। তবুও পলাশের সন্ধানে বাঁকুড়ার রানি মুকুটমনিপুরে এসে বাড়তি পাওনা হল জল ছাড়ার দৃশ্য, এমনটাই বলছেন পর্যটকরা। কলকাতা থেকে মুকুটমনিপুরে ঘুরতে আসা পর্যটক চুমকি ঘোষ এই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন।

নীলাঞ্জন ব্যানার্জী