Tag Archives: Dhanteras 2024


Dhanteras Astro Tips 2024: ১০ টাকার এই ছোট্ট জিনিস! ধনতেরাসে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে ভাগ্যের চাকা

ধনতেরাসের দিন বাসনপত্র, সোনা, রুপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অনেকে আবার ঝাঁটাও কেনেন। কিন্তু সবার আর্থিক পরিস্থিতি সমান হয় না। কিন্তু আরও একটি জিনিস রয়েছে। যার প্রভাবে আপনার ভাগ্য ফিরবে।
ধনতেরাসের দিন বাসনপত্র, সোনা, রুপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অনেকে আবার ঝাঁটাও কেনেন। কিন্তু সবার আর্থিক পরিস্থিতি সমান হয় না। কিন্তু আরও একটি জিনিস রয়েছে। যার প্রভাবে আপনার ভাগ্য ফিরবে।
এই দিন মাত্র ১০ টাকা খরচ করেও আপনি ভাগ্য ফেরাতে পারেন। কারণ এই দশ টাকায় আপনি কিনে আনতে পারেন এক প্যাকেট গোটা ধনে। যা ধনতেরাসের দিন কিনে আনা খুব শুভ বলে জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ পরান গোস্বামী।
এই দিন মাত্র ১০ টাকা খরচ করেও আপনি ভাগ্য ফেরাতে পারেন। কারণ এই দশ টাকায় আপনি কিনে আনতে পারেন এক প্যাকেট গোটা ধনে। যা ধনতেরাসের দিন কিনে আনা খুব শুভ বলে জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ পরান গোস্বামী।
তিনি বলছেন, এদিন এক প্যাকেট গোটা ধনে কিনে এনে তা দেবী লক্ষ্মীর সামনে অর্পণ করা উচিত। বিশ্বাস করা হয়, দেবী লক্ষ্মীকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। তার কৃপা পাওয়া যায়। গোটা ধনে তাঁর সামনে রেখে নিজের মনস্কামনা জানানো উচিত।
তিনি বলছেন, এদিন এক প্যাকেট গোটা ধনে কিনে এনে তা দেবী লক্ষ্মীর সামনে অর্পণ করা উচিত। বিশ্বাস করা হয়, দেবী লক্ষ্মীকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। তার কৃপা পাওয়া যায়। গোটা ধনে তাঁর সামনে রেখে নিজের মনস্কামনা জানানো উচিত।
পরানবাবু জানিয়েছেন, পুজো হয়ে গেলে এই গোটা ধনে বাড়ির কোনও টবে পুঁতে দিতে হয়। কিছুটা ধনে লাল কাপড়ের মুড়ে বাড়ির টাকা-পয়সা জায়গার রাখার জায়গায় রাখতে হয়। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরে অর্থ সম্পত্তির বৃদ্ধি হয়। রোপন করা ধনে থেকে গাছ বেরোলে সুখ-সমৃদ্ধি আসে।
পরানবাবু জানিয়েছেন, পুজো হয়ে গেলে এই গোটা ধনে বাড়ির কোনও টবে পুঁতে দিতে হয়। কিছুটা ধনে লাল কাপড়ের মুড়ে বাড়ির টাকা-পয়সা জায়গার রাখার জায়গায় রাখতে হয়। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরে অর্থ সম্পত্তির বৃদ্ধি হয়। রোপন করা ধনে থেকে গাছ বেরোলে সুখ-সমৃদ্ধি আসে।
পরান বাবু জানিয়ে দিয়েছেন, এই টোটকা করার আগে অবশ্যই ভাল গোটা ধনে কিনে আনতে হবে। কারণ যদি ওই ধনে থেকে গাছ না বের হয়, তাহলে তা আর্থিক ক্ষতির সংকেত দেয়।
পরান বাবু জানিয়ে দিয়েছেন, এই টোটকা করার আগে অবশ্যই ভাল গোটা ধনে কিনে আনতে হবে। কারণ যদি ওই ধনে থেকে গাছ না বের হয়, তাহলে তা আর্থিক ক্ষতির সংকেত দেয়।

Dhanteras 2024: সাবধান! ধনতেরাসে ভুলেও কিনবেন না এই জিনিস! সংসারে আসবে ঘোর অনর্থ ও চরম বিপদ

ধনতেরস পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা করে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। যুগ যুগ ধরে ধনতেরসে নতুন জিনিস কেনার ঐতিহ্য চলে আসছে। কথিত রয়েছে যে ধনতেরসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবে ভাগ্যবান হওয়ার জন্য সংশ্লিষ্ট শুভ দিনে কী কিনতে হবে জানা যেমন জরুরি, তেমনই কোন জিনিসগুলি আমাদের এড়িয়ে চলতে হবে তাও জানা উচিত
ধনতেরস পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের সূচনা করে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। যুগ যুগ ধরে ধনতেরসে নতুন জিনিস কেনার ঐতিহ্য চলে আসছে। কথিত রয়েছে যে ধনতেরসে মূল্যবান কিছু নতুন জিনিস কিনলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর এই ধারণা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবে ভাগ্যবান হওয়ার জন্য সংশ্লিষ্ট শুভ দিনে কী কিনতে হবে জানা যেমন জরুরি, তেমনই কোন জিনিসগুলি আমাদের এড়িয়ে চলতে হবে তাও জানা উচিত
ধনতেরসে আমাদের যা যা কেনার আগে ভেবে দেখা উচিত: লোহা - লোহা বা লোহার তৈরি জিনিস কেনার জন্য ধরতেরস মোটেও আদর্শ দিন নয়। তাই এই জাতীয় জিনিস কিনতে হলে কিছু দিন অপেক্ষা করে উৎসবের পরে কেনাই উচিত। পরিবর্তে এই সময় কিছু অ্যালুমিনিয়ামের জিনিস কেনা যায়।
ধনতেরসে আমাদের যা যা কেনার আগে ভেবে দেখা উচিত: লোহা – লোহা বা লোহার তৈরি জিনিস কেনার জন্য ধরতেরস মোটেও আদর্শ দিন নয়। তাই এই জাতীয় জিনিস কিনতে হলে কিছু দিন অপেক্ষা করে উৎসবের পরে কেনাই উচিত। পরিবর্তে এই সময় কিছু অ্যালুমিনিয়ামের জিনিস কেনা যায়।
স্টিল - ধনতেরসে স্টিলের পাত্র কেনার প্রথা রয়েছে। কিন্তু আদতে স্টিলের তৈরি পাত্র কেনা উচিত নয়। কারণ স্টিল লোহার সঙ্কর ধাতু। কাজেই এই শুভদিনে পিতল, ব্রোঞ্জ বা তামার মতো অন্যান্য ধাতু কেনাই শ্রেয়।
স্টিল – ধনতেরসে স্টিলের পাত্র কেনার প্রথা রয়েছে। কিন্তু আদতে স্টিলের তৈরি পাত্র কেনা উচিত নয়। কারণ স্টিল লোহার সঙ্কর ধাতু। কাজেই এই শুভদিনে পিতল, ব্রোঞ্জ বা তামার মতো অন্যান্য ধাতু কেনাই শ্রেয়।
খালি কলসি - ধনতেরসে ধাতুর তৈরি কলসি কিনলে সেটি জল বা কিছু দিয়ে ভরে তবেই বাড়িতে নিয়ে আসা উচিত। তবে শুধুমাত্র উৎসবের জন্যই নয়, এক্ষেত্রে সব সময়ের জন্যই এটি মানতে হবে।
খালি কলসি – ধনতেরসে ধাতুর তৈরি কলসি কিনলে সেটি জল বা কিছু দিয়ে ভরে তবেই বাড়িতে নিয়ে আসা উচিত। তবে শুধুমাত্র উৎসবের জন্যই নয়, এক্ষেত্রে সব সময়ের জন্যই এটি মানতে হবে।
ধারালো বস্তু - আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ধনতেরসে যে কোনও ধাতু কিনলেই তা জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এক্ষেত্রে যদি ছুরি বা কাঁচির মতো জিনিস কিনতেই হয়, তাহলে তা উৎসবের আগে বা পরে কেনার চেষ্টা করাটাই উচিত হবে।
ধারালো বস্তু – আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ধনতেরসে যে কোনও ধাতু কিনলেই তা জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এক্ষেত্রে যদি ছুরি বা কাঁচির মতো জিনিস কিনতেই হয়, তাহলে তা উৎসবের আগে বা পরে কেনার চেষ্টা করাটাই উচিত হবে।
তেল - উৎসবের আগে বাড়িতে যথেষ্ট পরিমাণে তেল আছে কি না দেখে নেওয়া দরকার। কারণ ধরতেরসের সময়ে তেল কেনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
তেল – উৎসবের আগে বাড়িতে যথেষ্ট পরিমাণে তেল আছে কি না দেখে নেওয়া দরকার। কারণ ধরতেরসের সময়ে তেল কেনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
কালো পোশাক - এতে তেমন অবাক হওয়ার কিছু নেই যে হিন্দু ধর্মে কালো রঙকে অশুভ বলে গণ্য করা হয়। তাই দীপাবলির মতো হিন্দুদের সব চেয়ে বড় উৎসবে কোনও কালো পোশাক কেনা বা পড়া উচিত নয়।
কালো পোশাক – এতে তেমন অবাক হওয়ার কিছু নেই যে হিন্দু ধর্মে কালো রঙকে অশুভ বলে গণ্য করা হয়। তাই দীপাবলির মতো হিন্দুদের সব চেয়ে বড় উৎসবে কোনও কালো পোশাক কেনা বা পড়া উচিত নয়।
কাচের জিনিস - কাচের সঙ্গে রাহুর সংযোগ রয়েছে তাই ধনতেরসে কাচ কেনা বা উপহার দেওয়া এড়িয়ে যাওয়া উচিত। একই সঙ্গে, কাচের ল্যাম্প বা ককটেল গ্লাস কেনাও এই উৎসবের কেনাকাটার তালিকায় না থাকাই শ্রেয়।
কাচের জিনিস – কাচের সঙ্গে রাহুর সংযোগ রয়েছে তাই ধনতেরসে কাচ কেনা বা উপহার দেওয়া এড়িয়ে যাওয়া উচিত। একই সঙ্গে, কাচের ল্যাম্প বা ককটেল গ্লাস কেনাও এই উৎসবের কেনাকাটার তালিকায় না থাকাই শ্রেয়।
উপহার - আমরা দীপাবলিতে (diwali 2021) উপহার দিতে পারি কিন্তু ধনতেরসে কারও জন্য উপহার কেনা উচিত নয়। কারণ এদিন কাউকে টাকা অথবা সোনার মতো মূল্যবান ধাতু দেওয়াকে অশুভ বলে গণ্য করা হয়।
উপহার – আমরা দীপাবলিতে (diwali 2021) উপহার দিতে পারি কিন্তু ধনতেরসে কারও জন্য উপহার কেনা উচিত নয়। কারণ এদিন কাউকে টাকা অথবা সোনার মতো মূল্যবান ধাতু দেওয়াকে অশুভ বলে গণ্য করা হয়।
নকল সোনা - ধনতেরসে নকল সোনা কেনা একেবারেই উচিত নয়। কারণ সোনা কেনা ধনতেরসে যতটা শুভ বলে মানা হয়, ঠিক ততটাই দীপাববলিতে নকল সোনার ক্র‍য় অশুভ হয়।
নকল সোনা – ধনতেরসে নকল সোনা কেনা একেবারেই উচিত নয়। কারণ সোনা কেনা ধনতেরসে যতটা শুভ বলে মানা হয়, ঠিক ততটাই দীপাববলিতে নকল সোনার ক্র‍য় অশুভ হয়।
পাশাপাশি ধনতেরসে দুর্ভাগ্যের শিকার হতে না চাইলে এদিন কারও থেকে ঋণ নেওয়া বা দেওয়া অথবা আগের কোনও বিল মেটানো থেকেও দূরে থাকতে পারলে ভালো হয়।
পাশাপাশি ধনতেরসে দুর্ভাগ্যের শিকার হতে না চাইলে এদিন কারও থেকে ঋণ নেওয়া বা দেওয়া অথবা আগের কোনও বিল মেটানো থেকেও দূরে থাকতে পারলে ভালো হয়।
ধনতেরাসের দিনে লক্ষ্মীর অবস্থান রয়েছে এমন জিনিস কেনাকাটা করা অবশ্যই ভাল। জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, "এমন কিছু জিনিস রয়েছে যা সংসারের জন্য অন্য যে কোনও দিন কেনা গেলেও ধনতেরসের দিনে নৈব নৈব চঃ। এর ফলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। জীবনে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য এসে যেতে পারে।"
ধনতেরাসের দিনে লক্ষ্মীর অবস্থান রয়েছে এমন জিনিস কেনাকাটা করা অবশ্যই ভাল। জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, “এমন কিছু জিনিস রয়েছে যা সংসারের জন্য অন্য যে কোনও দিন কেনা গেলেও ধনতেরসের দিনে নৈব নৈব চঃ। এর ফলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। জীবনে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য এসে যেতে পারে।”

Dhanteras 2024: ধনতেরসে শুধু এই ভুলগুলো শুধরে নিন, টাকার অভাব হবে না কোনও দিন

সামনেই ধনতেরস। সমৃদ্ধির উৎসব। এই সময়কে বিনিয়োগের জন্য শুভ মনে করা হয়। অনেকেই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তবে বিনিয়োগ করতে গিয়ে কিছু আর্থিক ভুলও হয়ে যায়। তার মাশুল গুণতে হয় পরে। এই ধনতেরসে লক্ষ্য হোক, সবদিক বুঝেশুনে বিনিয়োগ।
সামনেই ধনতেরস। সমৃদ্ধির উৎসব। এই সময়কে বিনিয়োগের জন্য শুভ মনে করা হয়। অনেকেই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তবে বিনিয়োগ করতে গিয়ে কিছু আর্থিক ভুলও হয়ে যায়। তার মাশুল গুণতে হয় পরে। এই ধনতেরসে লক্ষ্য হোক, সবদিক বুঝেশুনে বিনিয়োগ।
চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছিল ২,০৫৮ ডলার। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২,৭৪০ ডলার। এক আউন্স মানে প্রায় ২৮ গ্রাম। ভারতে ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ৭৯,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। এই বছর সোনা থেকে প্রায় ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছিল ২,০৫৮ ডলার। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২,৭৪০ ডলার। এক আউন্স মানে প্রায় ২৮ গ্রাম। ভারতে ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ৭৯,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। এই বছর সোনা থেকে প্রায় ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
৫০:৩০:২০ রুল-কে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হল, প্রয়োজন। দ্বিতীয় ভাগ হল, চাহিদা। আর তৃতীয় ভাগে থাকছে, সঞ্চয়। মাসিক আয় এবং কোথায় কত টাকা খরচ হয়, তা হিসাব করে এই রুলকে কাজে লাগাতে হবে।
৫০:৩০:২০ রুল-কে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হল, প্রয়োজন। দ্বিতীয় ভাগ হল, চাহিদা। আর তৃতীয় ভাগে থাকছে, সঞ্চয়। মাসিক আয় এবং কোথায় কত টাকা খরচ হয়, তা হিসাব করে এই রুলকে কাজে লাগাতে হবে।
প্রয়োজনীয় খরচ: প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আয়ের ৫০ শতাংশ সরিয়ে রাখতে হবে। অর্থাৎ যেগুলো ছাড়া জীবনযাপন সম্ভব নয়। যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, শিশুদের পড়াশোনা, রেশন ইত্যাদি।
প্রয়োজনীয় খরচ: প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আয়ের ৫০ শতাংশ সরিয়ে রাখতে হবে। অর্থাৎ যেগুলো ছাড়া জীবনযাপন সম্ভব নয়। যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, শিশুদের পড়াশোনা, রেশন ইত্যাদি।
চাহিদা মেটাতে খরচ: চাহিদা মেটাতে বেতনের ৩০ শতাংশ খরচ করা যায়। এগুলো এমন খরচ যা প্রয়োজনে এড়িয়ে যাওয়াও যায়। সোজা কথায় যা মানুষ আনন্দের জন্য করে। যেমন সিনেমা দেখা, উইকএন্ডে ঘুরতে যাওয়া, রেস্তোরাঁয় খাওয়াদাওয়া ইত্যাদি।
চাহিদা মেটাতে খরচ: চাহিদা মেটাতে বেতনের ৩০ শতাংশ খরচ করা যায়। এগুলো এমন খরচ যা প্রয়োজনে এড়িয়ে যাওয়াও যায়। সোজা কথায় যা মানুষ আনন্দের জন্য করে। যেমন সিনেমা দেখা, উইকএন্ডে ঘুরতে যাওয়া, রেস্তোরাঁয় খাওয়াদাওয়া ইত্যাদি।
এবার সঞ্চয়: প্রয়োজন এবং চাহিদা মেটানোর পর বেতনের ২০ শতাংশ অর্থ পড়ে থাকে। এই টাকাকেই সঞ্চয় বা বিনিয়োগের জন্য লাগাতে হয়। অবসর জীবন, শিশুদের উচ্চশিক্ষা, বিবাহ বা জরুরী প্রয়োজনের জন্য।
এবার সঞ্চয়: প্রয়োজন এবং চাহিদা মেটানোর পর বেতনের ২০ শতাংশ অর্থ পড়ে থাকে। এই টাকাকেই সঞ্চয় বা বিনিয়োগের জন্য লাগাতে হয়। অবসর জীবন, শিশুদের উচ্চশিক্ষা, বিবাহ বা জরুরী প্রয়োজনের জন্য।
ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি প্রতি মাসে ৫০ হাজার টাকা উপার্জন করেন। এখন ৫০:৩০:২০ রুল অনুযায়ী তিনি ৫০ শতাংশ অর্থাৎ ২৫ হাজার টাকা প্রয়োজনীয় জিনিসের জন্য খরচ করবেন। এর মধ্যে বাড়ি ভাড়া, বিদ্যুৎ ও জলের বিল, মুদিখানা ইত্যাদি থাকবে।
ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি প্রতি মাসে ৫০ হাজার টাকা উপার্জন করেন। এখন ৫০:৩০:২০ রুল অনুযায়ী তিনি ৫০ শতাংশ অর্থাৎ ২৫ হাজার টাকা প্রয়োজনীয় জিনিসের জন্য খরচ করবেন। এর মধ্যে বাড়ি ভাড়া, বিদ্যুৎ ও জলের বিল, মুদিখানা ইত্যাদি থাকবে।
এরপর ৩০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টাকা দিয়ে নিজের শখ-আহ্লাদ পূরণ করবেন তিনি। এই টাকায় তিনি কোথাও ঘুরতে যেতে পারেন। কিংবা সিনেমা দেখা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া কিংবা কেনাকাটার জন্যও ব্যয় করতে পারেন।
এরপর ৩০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টাকা দিয়ে নিজের শখ-আহ্লাদ পূরণ করবেন তিনি। এই টাকায় তিনি কোথাও ঘুরতে যেতে পারেন। কিংবা সিনেমা দেখা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া কিংবা কেনাকাটার জন্যও ব্যয় করতে পারেন।
বাকি পড়ে থাকছে ১০ হাজার টাকা। এই পুরো টাকাটা তাঁকে বিনিয়োগ করতে হবে। সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে, এনপিএস হতে পারে কিংবা মিউচুয়াল ফান্ড। যাঁরা শেয়ার বাজার সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরা স্টকেও বিনিয়োগ করতে পারেন।
বাকি পড়ে থাকছে ১০ হাজার টাকা। এই পুরো টাকাটা তাঁকে বিনিয়োগ করতে হবে। সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে, এনপিএস হতে পারে কিংবা মিউচুয়াল ফান্ড। যাঁরা শেয়ার বাজার সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরা স্টকেও বিনিয়োগ করতে পারেন।

Dhanteras 2024 Lucky Zodiac Signs: ধনতেরসে লক্ষ্মী নারায়ণ যোগে হাতে টাকার পাহাড়! প্রোমোশন! সুখী দাম্পত্য! সৌভাগ্যের বৃষ্টি উপচে পড়বে ৫ রাশির কপালে

আসছে দীপাবলি এবং ধনতেরস। এই দুই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই দুই শুভ তিথি জীবনে মঙ্গল বয়ে আনে। লক্ষ্মী নারায়ণ যোগে কিছু রাশির কপাল পাল্টে আসতে চলেছে সুবর্ণসুযোগ। বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম।
আসছে দীপাবলি এবং ধনতেরস। এই দুই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই দুই শুভ তিথি জীবনে মঙ্গল বয়ে আনে। লক্ষ্মী নারায়ণ যোগে কিছু রাশির কপাল পাল্টে আসতে চলেছে সুবর্ণসুযোগ। বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম।

 

বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ যোগ বয়ে আনছে লক্ষ্মী নারায়ণ যোগ। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনে ধনদৌলত আসবে। উপার্জনের নতুন পথ প্রশস্ত হবে।
বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ যোগ বয়ে আনছে লক্ষ্মী নারায়ণ যোগ। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনে ধনদৌলত আসবে। উপার্জনের নতুন পথ প্রশস্ত হবে।

 

মিথুনরাশির জাতক জাতিকাদের জীবনে উচ্চ উপার্জনের সুযোগ এবং মুহূর্ত বয়ে আনবে ধনতেরস। ব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের সামনে নতুন পথ খুলে যাবে। কেরিয়ারে বড় সাফল্য আসবে। উপার্জন হবে আকাশছোঁয়া।
মিথুনরাশির জাতক জাতিকাদের জীবনে উচ্চ উপার্জনের সুযোগ এবং মুহূর্ত বয়ে আনবে ধনতেরস। ব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের সামনে নতুন পথ খুলে যাবে। কেরিয়ারে বড় সাফল্য আসবে। উপার্জন হবে আকাশছোঁয়া।

 

কর্কটরাশির জাতক জাতিকাদের ধনত্রয়োদশীতে আর্থিক লাভ হবে। এই রাশির ধন সংযোগ প্রবল। চাকরিতে আসবে সুযোগ। সমাজে বাড়বে মান সম্মান।
কর্কটরাশির জাতক জাতিকাদের ধনত্রয়োদশীতে আর্থিক লাভ হবে। এই রাশির ধন সংযোগ প্রবল। চাকরিতে আসবে সুযোগ। সমাজে বাড়বে মান সম্মান।

 

ধনত্রয়োদশীতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ বাড়বে। লক্ষ্মী নারায়ণ যোগে বাড়বে উপার্জন। তাঁদের জন্য সোনা কেনাও অত্যন্ত শুভ।
ধনত্রয়োদশীতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ বাড়বে। লক্ষ্মী নারায়ণ যোগে বাড়বে উপার্জন। তাঁদের জন্য সোনা কেনাও অত্যন্ত শুভ।

 

ধনতেরসে মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। ব্যবসায়ে শুভ যোগ আসবে। ব্যবসায়ে শুভ সংযোগ আসবে। সফরে যাত্রা লাভদায়ী হবে। সব সমস্যা থেকে মুক্তি পাবেন।
ধনতেরসে মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। ব্যবসায়ে শুভ যোগ আসবে। ব্যবসায়ে শুভ সংযোগ আসবে। সফরে যাত্রা লাভদায়ী হবে। সব সমস্যা থেকে মুক্তি পাবেন।

Dhanteras 2024: ১০০ বছর পর ধনতেরাসে আসছে সেই মাহেন্দ্রক্ষণ! এই শুভ সময়ে করুন পুজো, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটি দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজোর জন্য বিশেষ। এবার ধনতেরাসের মহা উৎসব ২৯শে অক্টোবর এবং এই দিনে বহু গ্রহের এক অপূর্ব মিলন ঘটছে।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটি দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজোর জন্য বিশেষ। এবার ধনতেরাসের মহা উৎসব ২৯শে অক্টোবর এবং এই দিনে বহু গ্রহের এক অপূর্ব মিলন ঘটছে।
কাশীর জ্যোতিষীদের দাবি, ১০০ বছর পর ধনতেরাসে এমন কাকতালীয় ঘটনা ঘটছে, যা এই দিনটিকে আরও বেশি শুভ করে তুলছে। জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ জানান, এবার ধনতেরাসের দিনে পাঁচটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।
কাশীর জ্যোতিষীদের দাবি, ১০০ বছর পর ধনতেরাসে এমন কাকতালীয় ঘটনা ঘটছে, যা এই দিনটিকে আরও বেশি শুভ করে তুলছে। জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ জানান, এবার ধনতেরাসের দিনে পাঁচটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।
 ২৯ অক্টোবর, ধনতেরাসের দিনে, ইন্দ্র যোগ, ত্রিপুষ্কর যোগ, বৈধৃতি যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের সঙ্গে ফাল্গুনী নক্ষত্রের একটি দুর্দান্ত মহামিলন তৈরি হচ্ছে। ১০০ বছর পরে, এই সমস্ত কাকতালীয় ঘটনা ঘটেছে ধনতেরাসের দিনে। এমন পরিস্থিতিতে, দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং তাঁর আশীর্বাদ পেতে এই দিনটি আরও বেশি বিশেষ হয়ে ওঠে।
২৯ অক্টোবর, ধনতেরাসের দিনে, ইন্দ্র যোগ, ত্রিপুষ্কর যোগ, বৈধৃতি যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের সঙ্গে ফাল্গুনী নক্ষত্রের একটি দুর্দান্ত মহামিলনA তৈরি হচ্ছে। ১০০ বছর পরে, এই সমস্ত কাকতালীয় ঘটনা ঘটেছে ধনতেরাসের দিনে। এমন পরিস্থিতিতে, দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং তাঁর আশীর্বাদ পেতে এই দিনটি আরও বেশি বিশেষ হয়ে ওঠে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ইন্দ্র যোগ ২৯অক্টোবর সকাল ৭.৪৮ টা পর্যন্ত। এছাড়াও এদিন সকাল ১০.৩১টা পর্যন্ত ত্রিপুষ্কর যোগ রয়েছে। ধনতেরাসের দিন শুক্র এবং বুধ বৃশ্চিক রাশিতে একত্রে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছেন, যা অত্যন্ত শুভ।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ইন্দ্র যোগ ২৯অক্টোবর সকাল ৭.৪৮ টা পর্যন্ত। এছাড়াও এদিন সকাল ১০.৩১টা পর্যন্ত ত্রিপুষ্কর যোগ রয়েছে। ধনতেরাসের দিন শুক্র এবং বুধ বৃশ্চিক রাশিতে একত্রে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছেন, যা অত্যন্ত শুভ।
স্বামী কানহাইয়া মহারাজ জানান, এই দিনে বাড়িতে যদি বিকাল ৫.৪৮ থেকে ৭.৫৪ মিনিটের মধ্যে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, তাহলে সারা বছর ভক্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষিত হতে থাকবে।
স্বামী কানহাইয়া মহারাজ জানান, এই দিনে বাড়িতে যদি বিকাল ৫.৪৮ থেকে ৭.৫৪ মিনিটের মধ্যে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, তাহলে সারা বছর ভক্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষিত হতে থাকবে।
ধনতেরাসের দিন সোনা এবং রূপার সঙ্গে তামার পাত্র কেনার একটি নিজস্ব তাৎপর্য রয়েছে যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে।
ধনতেরাসের দিন সোনা এবং রূপার সঙ্গে তামার পাত্র কেনার একটি নিজস্ব তাৎপর্য রয়েছে যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে।

Dhanteras 2024: ধনতেরাস শতগুণে শক্তিশালী! একটি জিনিস কিনলেই ১৩ গুণ টাকা পয়সা বাড়বে

কার্তিক মাসের ত্রয়োদশীর কৃষ্ণপক্ষে ধনদেবীর উৎসবের দিন ধনতেরাস নামে পরিচিত ৷ ধনতেরাসের তিথি বা ত্রয়োদশী তিথিকে ধন্বন্তরী ত্রয়োদশী বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
কার্তিক মাসের ত্রয়োদশীর কৃষ্ণপক্ষে ধনদেবীর উৎসবের দিন ধনতেরাস নামে পরিচিত ৷ ধনতেরাসের তিথি বা ত্রয়োদশী তিথিকে ধন্বন্তরী ত্রয়োদশী বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
ধনতেরাসে পাঁচ দেবতা সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পুজো হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
ধনতেরাসে পাঁচ দেবতা সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পুজো হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
মনে করা হয়ে থাকে সমুদ্রমন্থনের সময়ে মা লক্ষ্মীর আবিভার্ব হয়েছিল এই প্রতীক অনুসারে ঐশ্বর্য বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধির জন্য বাসনপত্র কেনার রীতিনীতি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
মনে করা হয়ে থাকে সমুদ্রমন্থনের সময়ে মা লক্ষ্মীর আবিভার্ব হয়েছিল এই প্রতীক অনুসারে ঐশ্বর্য বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধির জন্য বাসনপত্র কেনার রীতিনীতি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
আগামী ২৯ অক্টোবর ধনতেরাসের দিন, জ্যোতিষাচার্য অনীষ ব্যাস সূত্রে জানতে পারা গিয়েছে ভগবান ধন্বন্তরী জয়ন্তি ধনতেরাস নামেই পরিচিত ৷ প্রতীকী ছবি ৷

আগামী ২৯ অক্টোবর ধনতেরাসের দিন, জ্যোতিষাচার্য অনীষ ব্যাস সূত্রে জানতে পারা গিয়েছে ভগবান ধন্বন্তরী জয়ন্তি ধনতেরাস নামেই পরিচিত ৷ প্রতীকী ছবি ৷
এই পর্ব আগামী ২৯ অক্টোবর ২০২৪ পালিত হবে ৷ সমুদ্র মন্থনের সময়ে ধন্বন্তরী ও মা লক্ষ্মীর জন্ম হয় ৷ এই কারণেই ধনতেরাসের দিনে ভগবান ধন্বন্তরী মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এই পর্ব আগামী ২৯ অক্টোবর ২০২৪ পালিত হবে ৷ সমুদ্র মন্থনের সময়ে ধন্বন্তরী ও মা লক্ষ্মীর জন্ম হয় ৷ এই কারণেই ধনতেরাসের দিনে ভগবান ধন্বন্তরী মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনসম্পদের দেবীর উৎসব শুরু হয়ে থাকে ৷ এটিই ধনতেরাস নামে পরিচিত ৷ প্রতীকী ছবি ৷
পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনসম্পদের দেবীর উৎসব শুরু হয়ে থাকে ৷ এটিই ধনতেরাস নামে পরিচিত ৷ প্রতীকী ছবি ৷
দীপাবলির আগে ধনতেরাস পালিত হয়ে থাকে ৷ সমুদ্র মন্থনের সময়ে কলসির সঙ্গে মা লক্ষ্মীর আগমন হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
দীপাবলির আগে ধনতেরাস পালিত হয়ে থাকে ৷ সমুদ্র মন্থনের সময়ে কলসির সঙ্গে মা লক্ষ্মীর আগমন হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
এইদিন কোনও নতুন সামগ্রী কিনলে টাকা পয়সা বাড়বে ১৩ গুণ ৷ প্রতীকী ছবি ৷
এইদিন কোনও নতুন সামগ্রী কিনলে টাকা পয়সা বাড়বে ১৩ গুণ ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Dhanteras 2024: ধনতেরাসের দিন কেবল সোনা রুপো নয়, রান্নাঘরের ১টা সাদা জিনিস রাখুন, পরিবারে ঝামেলা থাকবে না, ধন-সম্পদের বৃষ্টি হবে

২৯ অক্টোবর, ধনতেরাস৷ শুভ মূহুর্তে সোনা, রুপো কেনার ধুম পড়ে যায়৷ যাদের সামর্থ্য থাকে না, তাঁরা ঝাঁটা কিনে আনেন৷ কিন্তু আরও একটা বস্তু আছে৷ এই দিন যা অবশ্যই কেনা উচিত৷
২৯ অক্টোবর, ধনতেরাস৷ শুভ মূহুর্তে সোনা, রুপো কেনার ধুম পড়ে যায়৷ যাদের সামর্থ্য থাকে না, তাঁরা ঝাঁটা কিনে আনেন৷ কিন্তু আরও একটা বস্তু আছে৷ এই দিন যা অবশ্যই কেনা উচিত৷
রান্নাঘরে অতি আবশ্যক এই বস্তুটি অনেকের ঘরেই থাকে৷ না জানার কারণে, এই দিন কেনা হয় না৷ অথচ এর ব্যবহার না করলে, জ্যোতিষমতে সোনা, রুপো সবকিছুই ব্যর্থ৷
রান্নাঘরে অতি আবশ্যক এই বস্তুটি অনেকের ঘরেই থাকে৷ না জানার কারণে, এই দিন কেনা হয় না৷ অথচ এর ব্যবহার না করলে, জ্যোতিষমতে সোনা, রুপো সবকিছুই ব্যর্থ৷
জ্যোতিষী ডাঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন যে ধর্মীয় এবং পৌরাণিক বিশ্বাস অনুসারে, আপনার ধনতেরাসের দিন এক প্যাকেট লবণ কেনা উচিত। এটি শুভ বলে মনে করা হয়। তবে মাথায় রাখবেন ধার করে নয়, নগদ টাকায় এই নুন কিনবেন৷ অন্য কারওর কাছেও চেয়ে নেবেন না৷
জ্যোতিষী ডাঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন যে ধর্মীয় এবং পৌরাণিক বিশ্বাস অনুসারে, আপনার ধনতেরাসের দিন এক প্যাকেট লবণ কেনা উচিত। এটি শুভ বলে মনে করা হয়। তবে মাথায় রাখবেন ধার করে নয়, নগদ টাকায় এই নুন কিনবেন৷ অন্য কারওর কাছেও চেয়ে নেবেন না৷
ধনতেরাসে নুন নিয়ে বেশ কিছু প্রতিকার রয়েছে৷ ওই দিন জলে কিছুটা নুন মেশান৷ তারপর ওই জল দিয়ে ঘর মুছুন৷ এতে পারিবারিক কলহ, মারামারি, কলহ দূর হবে৷
ধনতেরাসে নুন নিয়ে বেশ কিছু প্রতিকার রয়েছে৷ ওই দিন জলে কিছুটা নুন মেশান৷ তারপর ওই জল দিয়ে ঘর মুছুন৷ এতে পারিবারিক কলহ, মারামারি, কলহ দূর হবে৷
নুন দিয়ে ঘর মুছলে নেতিবাচক শক্তি দূর হয়৷ ইতিবাচক শক্তি ঘরে আসে৷
নুন দিয়ে ঘর মুছলে নেতিবাচক শক্তি দূর হয়৷ ইতিবাচক শক্তি ঘরে আসে৷
একটা কাচের পাত্রে নুন রাখুন৷ তারপর তা, বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন৷ বিশ্বাস করা হয়, এর ফলে সম্পদের বৃদ্ধি হয়৷
একটা কাচের পাত্রে নুন রাখুন৷ তারপর তা, বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন৷ বিশ্বাস করা হয়, এর ফলে সম্পদের বৃদ্ধি হয়৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷

Dhanteras 2024 Lucky Zodiac Signs: ১০০ বছর পর আসছে বিরল মুহূর্ত…! রাজযোগে ত্রিভুবন কাঁপাবে ৩ রাশি, ধনতেরাসে ঘুরবে ভাগ্যের চাকা, যা হাত দেবে তাই সোনা!

 প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হবে। এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর।
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হবে। এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর।
আর মাত্র কয়েকদিনের পর সারা দেশ জুড়ে দীপাবলির উৎসব পালিত হবে, এবং তার ঠিক আগেই পালিত হয় ধনতেরাস। তবে এবারের ধনতেরাস উৎসব আরও বেশি গুরুত্বপূর্ণ৷ কারণ ১০০ বছর পর ধনতেরাসে বিরল ৫ রাজযোগ গঠিত হয়েছে৷
আর মাত্র কয়েকদিনের পর সারা দেশ জুড়ে দীপাবলির উৎসব পালিত হবে, এবং তার ঠিক আগেই পালিত হয় ধনতেরাস। তবে এবারের ধনতেরাস উৎসব আরও বেশি গুরুত্বপূর্ণ৷ কারণ ১০০ বছর পর ধনতেরাসে বিরল ৫ রাজযোগ গঠিত হয়েছে৷
এই ধনতেরাসের দিনে কিছু কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি দেবী লক্ষ্মীকে খুব খুশি করে এবং সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়, তবে কেনাকাটা শুধুমাত্র শুভ সময়ে করা উচিত।
এই ধনতেরাসের দিনে কিছু কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি দেবী লক্ষ্মীকে খুব খুশি করে এবং সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়, তবে কেনাকাটা শুধুমাত্র শুভ সময়ে করা উচিত।
১০০ বছর পর এবছর ধনতেরাসে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ ও শশ মহাপুরুষ রাজযোগের সম্বন্বয় ঘটছে৷ যা এই দিনটার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে৷ যা তিনটি রাশির উপর শুভ প্রভাব ফেলবে৷
১০০ বছর পর এবছর ধনতেরাসে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ ও শশ মহাপুরুষ রাজযোগের সম্বন্বয় ঘটছে৷ যা এই দিনটার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে৷ যা তিনটি রাশির উপর শুভ প্রভাব ফেলবে৷
ধনতেরাসে পাঁচ বিরল যোগ কর্কট রাশির জন্য বিরাট লাভজনক হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন।  রাতারাতি অর্থপ্রাপ্তি হওয়ারও বিশাল যোগ রয়েছে। শুধু তাই নয়, যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। পরিবারেও শান্তি ও সুখ বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়৷ লাভের মুখ দেখতে পারেন৷
ধনতেরাসে পাঁচ বিরল যোগ কর্কট রাশির জন্য বিরাট লাভজনক হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন। রাতারাতি অর্থপ্রাপ্তি হওয়ারও বিশাল যোগ রয়েছে। শুধু তাই নয়, যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। পরিবারেও শান্তি ও সুখ বজায় থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়৷ লাভের মুখ দেখতে পারেন৷
ধনতেরাসের এই সময়টি  তুলা রাশির জন্য খুবই ভাল । এই বিরল সংমিশ্রণের ফলে তুলা রাশির জন্য শুভ যোগ তৈরি হবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে পারেন। জমি, সম্পত্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন।
ধনতেরাসের এই সময়টি তুলা রাশির জন্য খুবই ভাল । এই বিরল সংমিশ্রণের ফলে তুলা রাশির জন্য শুভ যোগ তৈরি হবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করতে পারেন। জমি, সম্পত্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন।
ধনু রাশির জন্য ধনতেরাসের এই সময়টা খুবই শুভ । এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে এবং ব্যয় কমবে, ফলে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। এবং আয়ের নতুন উৎস খুলতে পারে। দেশ-বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। সংসারে আর্থিক অনটন মিটতে পারে। এছাড়াও নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।
ধনু রাশির জন্য ধনতেরাসের এই সময়টা খুবই শুভ । এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে এবং ব্যয় কমবে, ফলে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। এবং আয়ের নতুন উৎস খুলতে পারে। দেশ-বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। সংসারে আর্থিক অনটন মিটতে পারে। এছাড়াও নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

Dhanteras 2024: ১০০ বছর পর ধনতেরাসে দুর্লভ ৫ রাজযোগ…! বিরল মুহূর্তে করুন এই ছোট্ট কাজ, লাগবে লটারি, পাবেন কুবেরের ধন, সাফল্য পায়ে চুমু খাবে

কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে দীপাবলির উৎসব পালিত হবে, তবে তার আগেই পালিত হয় ধনতেরাস। তবে এবারের ধনতেরাস উৎসব আরও বেশি গুরুত্বপূর্ণ৷ কারণ ১০০ বছর পর ধনতেরাসে বিরল ৫ রাজযোগ গঠিত হয়েছে৷
কয়েকদিনের মধ্যেই দেশ জুড়ে দীপাবলির উৎসব পালিত হবে, তবে তার আগেই পালিত হয় ধনতেরাস। তবে এবারের ধনতেরাস উৎসব আরও বেশি গুরুত্বপূর্ণ৷ কারণ ১০০ বছর পর ধনতেরাসে বিরল ৫ রাজযোগ গঠিত হয়েছে৷
 প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হবে। এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর।
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হবে। এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর।
১০০ বছর পর ধনতেরাসে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ ও শশ মহাপুরুষ রাজযোগের সম্বন্বয় ঘটছে৷ যা এই দিনটার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে৷
১০০ বছর পর ধনতেরাসে ত্রিগ্রহী যোগ, ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ, লক্ষ্মী-নারায়ণ যোগ ও শশ মহাপুরুষ রাজযোগের সম্বন্বয় ঘটছে৷ যা এই দিনটার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে৷
এই ধনতেরাসের দিনে কিছু কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি দেবী লক্ষ্মীকে খুব খুশি করে এবং সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়, তবে কেনাকাটা শুধুমাত্র শুভ সময়ে করা উচিত।
এই ধনতেরাসের দিনে কিছু কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি দেবী লক্ষ্মীকে খুব খুশি করে এবং সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়, তবে কেনাকাটা শুধুমাত্র শুভ সময়ে করা উচিত।
ধনতেরাসের দিনে তিনটি শুভ সময় রয়েছে। যেখানে লোকেরা সোনা, রূপা, গহনা, বাসনপত্র, রিয়েল এস্টেট ইত্যাদি কিনতে পারে।
ধনতেরাসের দিনে তিনটি শুভ সময় রয়েছে। যেখানে লোকেরা সোনা, রূপা, গহনা, বাসনপত্র, রিয়েল এস্টেট ইত্যাদি কিনতে পারে।
প্রথম শুভ সময় সকাল ০৭.৫০ থেকে ১০.০০ টা পর্যন্ত। এই সময়টি বৃশ্চিক রাশির যা স্থিতিশীল এবং খুব শুভ বলে মনে করা হয়।
প্রথম শুভ সময় সকাল ০৭.৫০ থেকে ১০.০০ টা পর্যন্ত। এই সময়টি বৃশ্চিক রাশির যা স্থিতিশীল এবং খুব শুভ বলে মনে করা হয়।
দ্বিতীয় শুভ সময় হল কুম্ভ রাশির জাতকদের জন্য, এটি খুব স্থিতিশীল এবং শুভ বলেও বিবেচিত হয়, এটি দুপুর ০২:০০ থেকে ০৩:৩০ পর্যন্ত স্থায়ী হবে।
দ্বিতীয় শুভ সময় হল কুম্ভ রাশির জাতকদের জন্য, এটি খুব স্থিতিশীল এবং শুভ বলেও বিবেচিত হয়, এটি দুপুর ০২:০০ থেকে ০৩:৩০ পর্যন্ত স্থায়ী হবে।
তৃতীয় শুভ সময় হল প্রদোষ কালের শুভ সময় যা সন্ধ্যা ৬:৩৬ থেকে রাত ০৮:৩২ পর্যন্ত চলবে। এই শুভ সময়টি তিনটির মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে শুভ। শুভ সময়ে কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়।
তৃতীয় শুভ সময় হল প্রদোষ কালের শুভ সময় যা সন্ধ্যা ৬:৩৬ থেকে রাত ০৮:৩২ পর্যন্ত চলবে। এই শুভ সময়টি তিনটির মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে শুভ। শুভ সময়ে কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়।

Dhanteras Astro Tips: ধনতেরাসের দিন রান্না করুন এই ৩ সব্জি, পাবেন ধনকুবেরের আশীর্বাদ, বাড়িতে সুখ-সমৃদ্ধির বৃষ্টি হবে

মাত্র পাঁচ দিন৷ তারপরই ২৯ অক্টোবর ধনতেরাসের উৎসব৷ অনেকেই মনে করেন এই সময় পুুজো করলে বাড়ির সমৃদ্ধি কয়েকগুণ বৃদ্ধি পাবে৷ এই দিন অনেকেই সোনা-রুপো কেনেন৷ যাঁদের সামর্থ্য থাকে না, তারা কম পক্ষে ঝাটা কেনেন৷
মাত্র পাঁচ দিন৷ তারপরই ২৯ অক্টোবর ধনতেরাসের উৎসব৷ অনেকেই মনে করেন এই সময় পুুজো করলে বাড়ির সমৃদ্ধি কয়েকগুণ বৃদ্ধি পাবে৷ এই দিন অনেকেই সোনা-রুপো কেনেন৷ যাঁদের সামর্থ্য থাকে না, তারা কম পক্ষে ঝাটা কেনেন৷
কিন্তু অনেকেই জানেন না বাড়িতে এই কটা সব্জি কিনলেো সুখ-সমৃদ্ধি উপচে পড়ে৷ তাই পুজোর ভোগ হোক বা বাড়ির রান্না কয়েকটা সব্জি অবশ্যই রাখুন৷
কিন্তু অনেকেই জানেন না বাড়িতে এই কটা সব্জি কিনলেো সুখ-সমৃদ্ধি উপচে পড়ে৷ তাই পুজোর ভোগ হোক বা বাড়ির রান্না কয়েকটা সব্জি অবশ্যই রাখুন৷
কুমড়ো: এই দিন অবশ্যই রান্নায় কুমড়ো ব্যবহার করুন৷ যে কোনও ধরনের রান্নাই করতে পারেন৷ তবে চেষ্টা করুন কুমড়ো দিয়ে একটু মিষ্টি জাতীয় কোনও রান্না করতে৷ কথিত আছে, এতে পারিবারিক সম্পর্কে মিষ্টতা বাড়ে৷ ভাল ফলও পাওয়া যায়৷
কুমড়ো: এই দিন অবশ্যই রান্নায় কুমড়ো ব্যবহার করুন৷ যে কোনও ধরনের রান্নাই করতে পারেন৷ তবে চেষ্টা করুন কুমড়ো দিয়ে একটু মিষ্টি জাতীয় কোনও রান্না করতে৷ কথিত আছে, এতে পারিবারিক সম্পর্কে মিষ্টতা বাড়ে৷ ভাল ফলও পাওয়া যায়৷
আলু: আলু যেন এই দিনের যে কোনও রান্নায় অবশ্যই থাকে। আলু দিয়ে আপনাদের পছন্দের যে কোনও পদ রান্না করতে পারেন। এতে পারিবারিক সুখ-সমৃদ্ধি বজায় থাকে৷
আলু: আলু যেন এই দিনের যে কোনও রান্নায় অবশ্যই থাকে। আলু দিয়ে আপনাদের পছন্দের যে কোনও পদ রান্না করতে পারেন। এতে পারিবারিক সুখ-সমৃদ্ধি বজায় থাকে৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
ফুলকপি: চেষ্টা করুন তরকারি হোক বা ভোগের খিচুড়ি যে কোনও ভাবেই ফুলকপিকে রাখা৷ এতে মনে করা হয় ধনকুবের অত্যন্ত সন্তুষ্ট হয়৷
ফুলকপি: চেষ্টা করুন তরকারি হোক বা ভোগের খিচুড়ি যে কোনও ভাবেই ফুলকপিকে রাখা৷ এতে মনে করা হয় ধনকুবের অত্যন্ত সন্তুষ্ট হয়৷
রান্নায় যদি সবকটা সব্জি ব্যবহার করতে না পারেন, চেষ্টা করুন অন্তত একটা সব্জি অন্তত ব্যবহার করতে৷
রান্নায় যদি সবকটা সব্জি ব্যবহার করতে না পারেন, চেষ্টা করুন অন্তত একটা সব্জি অন্তত ব্যবহার করতে৷