Tag Archives: Eden Gardens

Viral Video: হতাশা ও ক্ষোভ থেকে এ কী কাণ্ড ঘটালেন এক বাংলাদেশি ফ্যান, তুমুল ভাইরাল ভিডিও

কলকাতা: অনেক আশা নিয়ে এবার ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ভাল কিছু করে দেখাবে ‘টাইগার্সরা’ আশায় ছিল ফ্যানেরাও। বিশাল মাত্রায় বাংলাদেশী ফ্যান ভারতে এসেছে বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন করতে। কিন্তু শাকিবদের পারফরম্যান্সে একেবারে হতাশ ফ্যানেরা। প্রিয় তারকাদের প্রতি ক্ষোভও উগরে দিচ্ছেন তারা।

বিশ্বকাপে টানা ৫ ম্যাচ হেরে সেমি ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। ইডেনে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হার কিছুতেই মেনে নিতে পারছেন না ফ্যানেরা। নেদারল্যান্ডসের মত দুর্বল দলের বিরুদ্ধে অন্তত দল জিতবে ভেবেছিল সকলেই। কিন্তু ডাচদের বিরুদ্ধেও ৮৭ রানের লজ্জার হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। তারপরই হতাশা ও রাগ থেকে এক বাংলাদেশী ফ্যান ইডেনের গ্যালারিতে যে কাণ্ড ঘটালেন তা মুহূর্তে হল ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারের পর ইডেনের গ্যালারিতে ক্ষোভে ফেটে পড়েছেন এক বাংলাদেশী ফ্যান। দুঃখে, রাগে জুতো তুলে দেখান তিনি। রাগের বশে নিজের গালেই নিজে জুতো দিয়ে মারেন তিনি। নিজেকেই জুতোপেটা করে তিনি বলেন যে, ‘শাকিবদের বদলে আমি নিজেকেই জুতোপেটা করছি।’ হতাশা থেকে শাকিব, মুশফিকুরদের উদ্দেশ্যেও অনভিপ্রেত মন্তব্য করেন ওই বাংলাদেশী ফ্যান।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের, রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড

ইডেনে নেদারল্যান্ডসের দেওয়া ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪২-এ অল আউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারের পর শুধু ওই একজন বাংলাদেশী ফ্যানই নয়, ইডেনে প্রিয় দলের প্রতি ক্ষোভ উগড়ে দেন অন্যান্য ফ্যানেরাও। সকলের মন্তব্য একটাই, বড় দলের কাছে হারলে কিছু মনে হয় না। তবে নেদারল্যান্ডসের কাছেও হারতে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।

Dhoni: বিদায়বেলায় কলকাতাকে শেষ ধন্যবাদ ধোনির! কেকেআরের বেগুনি জার্সিতে মাঠে আসতে বললেন

কলকাতা: রবিবার হয়তো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শেষবার নিজের পেশাদার ক্রিকেট জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আজ শুধু তার জন্যই ইডেনের বেশিরভাগটা ছিল হলুদ জার্সিতে ভরা। ৮ থেকে ৮০ আজ বেশিরভাগ মানুষ মাঠে গিয়েছিলেন শুধুমাত্র ধোনিকে দেখতে শেষবার মাঠে খেলার জন্য।

জিতেই মাঠ ছাড়লেন চেন্নাই অধিনায়ক। শাহরুখ খানের কেকেআরকে দাপটের সঙ্গেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৪৯ রানে জয় সেটাই প্রমাণ করে। ম্যাচ শেষে ধোনি বলে গেলেন, ‘ কলকাতাকে ধন্যবাদ জানাব। আমার জন্য বেশিরভাগ মানুষ আজ হলুদ জার্সি পরে মাঠে এসেছেন। এটা দারুন ব্যাপার। তবে আমি তাদের অনুরোধ জানাব পরের বার কেকেআরের বেগুনি জার্সি পড়েও মাঠে আসতে।

আমি সত্যি মোহিত। কলকাতার মানুষদের মন থেকে ধন্যবাদ বলছি। আসলে মহেন্দ্র সিং ধোনি একটা আবেগের নাম। ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটে আইসিসি পুরস্কার জিতেছেন। শুধু পরিসংখ্যান দিয়ে তাকে মাপা যায় না। ধোনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানেই যান মানুষ এক অমোঘ আকর্ষনে তার পিছনে পিছনে যান।

এই ইডেনে অতীতে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচ খেলেছেন মাহি। আজ খেললেন আইপিএল জীবনের শেষ ম্যাচ। কলকাতার মানুষ তাকে সম্মান জানাবেন সেটাই স্বাভাবিক। দাদার শহরেও ধোনির ভালোবাসার মানুষের যে অভাব নেই। প্রমাণ করে দিয়েছে সুপার সানডের ইডেন।

KKR vs SRH: ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের, দেখে নিন প্রথম একাদশ

কলকাতা: ফের ক্রিকেট জ্বরে কাবু কলকাতা। টানা দুই জয়ের পর এবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হ্যাটট্রিকের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম হারের ক্ষত এখন অতীত। আরসিবি ও গুজরাটকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর নাইটরা। ইডেনে নিজামের শহরের দলকে হারিয়ে লিগ টেবিলে আরও ভালো জায়গায় যাওয়াই লক্ষ্য নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতের দলের। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স। ইডেনে কেকেআরকে লড়াই দিতে প্রস্তুত এইডেন মার্করামের দল।

ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নীতিশ রানা। রাতের খেলায় ডিউ সমস্যার কারণেই এই সিদ্ধান্ত। প্রথমে প্রেস উইকেটে বোলিং করে বোলার যাতে কিছুটা সুবিধা নিতে পারেও রাতের দিকে ডিউ সমস্যার সুবিধা ব্যাটাররা যাতে পায়, টস জিতে সেটাই জানান নীতিশ রানা। অপরদিকে, প্রথমে বোলিং করার কথা ভেবেছিল সানরাইজার্সও। টস হারলেও বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করতে চলেছে অরেঞ্জ আর্মি। এদিনের ম্যাচে কেকেআর দলে কোনও পরিবর্তন হয়নি। শেষ ম্যাচের উইনিং ইলেভেন খেলাচ্ছে নাইটরা। সানরাইজার্স দলে একটি পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় এসেছেন অভিষেক শর্মা।

কেকেআরের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার: ভেঙ্কটেশ আইয়র।

আরও পড়ুনঃ KKR vs SRH: এ কী কাণ্ড! ইডেনের সামনে রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন সুনীল নারিন? ব্যাপারটি কী

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), অভিষেক শর্মা, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: ফইজল ফারুকি, যশ ঠাকুর।

KKR vs RCB: এক ম্যাচ হেরেই দিশেহারা কেকেআর? আরসিবি ম্যাচে দলে হতে পারে বড় পরিবর্তন

কলকাতা: নতুন অধিনায়ক ও নতুন কোচের অধীনে জয় দিয়ে আইপিএল ২০২৩ মরসুম শুরু করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে ৭ রানে হারতে হয়েছে কেকেআরকে। তবে প্রথম ম্যাচ হারের পর নাইটদের ব্যাটিং-বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে অধিনায়ক নীতিশ রানার অধিনায়কত্ব। ফলে ৬ তারিখ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নামার আগে চাপে রয়েছে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দল।

এখনও পর্যন্ত যা খবর দ্বিতীয় ম্যাচের নামার আগে দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে তা নিয়ে সংশয়ে রয়েছে কেকেআর টিম ম্যানেজম্যান্ট। ইতিমধ্যেই প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে নারায়ণ জগদীশান অনুশীলনে একের পর এক বাউন্ডারি মারছেন। অবলীলায় খেলছেন পেসারদের। ভিডিও শেয়ার করে কেকেআরের তরফে ক্যাপশনে লেখা হয়েছে নারায়ণ জগদীশানের জন্য তৈরি থাকুন।

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না এন জগদীশান। যা নিয়ে প্রশ্নও উঠেছিল। কারণ গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন জগদীশান। টানা ৫টি শতরান করেছিলেন। এর আগে সিএসকেতে ছিলেন জগদীশান। কিন্তু খুব একটা সুযোগ পাননি। আইপিএল ২০২৩-এর নিলামে তাকে দলে নেয় কেকেআর। সুযোগ আসলে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন এন জগদীশান।

আরও পড়ুনঃ Indian Railways: ভারতে প্রথম ট্রেন যাত্রা কবে, কোন স্টেশনে থেকে কোথায় গিয়েছিল, যাত্রী ছিল কারা

প্রসঙ্গত, কলকাতা নাইটরাইডার্সের পরবর্তী ম্যাচ ৬ তারিখ। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেন গার্ডেন্সে দীর্ঘ দিন পর খেলবে কেকেআর। ২০১৯ সালের পর আর ইডেনে হয়নি আইপিএলে কেকেআের ম্যাচ। কেকেআর বনাম আরসিবি ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তবে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে কেকেআরের প্রথম একাদশ কী হয় সেটাই দেখার।

KKR: প্রায় শেষ দুটি মেগা ম্যাচের টিকিট! নাইটদের ঘিরে সেই চেনা উন্মাদনা ফিরছে ইডেনে

কলকাতা: মাঝের সময়টা অতিমারির জন্য সম্ভব হয়নি ঘরের মাঠে আইপিএল দেখা। তাই চেনা ক্রিকেট জ্বর ছিল না শহরে। এবার অবশ্য পুরনো নিয়মে আইপিএল ফিরে আসায় দর্শকরা মাঠ ভরাবেন এটাই বাস্তব ছিল। সেটাই হতে চলেছে আসন্ন আইপিএলে। স্পষ্ট ইঙ্গিত দেখেই বোঝা যাচ্ছে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা যথেষ্ট আছে।

শুধু ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা। ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ৬ এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। সোমবার থেকেই এই ম্যাচের অনলাইন টিকিট কাটতে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার দেখা গেল অ্যাপটিতে লিখে দেওয়া হয়েছে এই ম্যাচের টিকিট শেষ। আরসিবি মানেই বিরাট কোহলি।

আরও পড়ুন – Virat: দু, তিন পেগ পেটে পড়লেই! অনুষ্কার সঙ্গে নিজের যৌবনের গোপন কথা শেয়ার করলেন বিরাট

করোনা অতিমারির পর ইডেনে প্রথম খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে বিপক্ষ বিরাট। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। তাই ন’দিন আগেই অনলাইন টিকিট শেষ। সোমবার দেখা গিয়েছিল ৭৫০ টাকার টিকিট শেষ হলেও ১০০০ থেকে ৮০০০ টাকার টিকিট রয়েছে। যদিও সেগুলি কেনা যাচ্ছিল না। এছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে আরও একটি ম্যাচের টিকিট।

সেটি ২৩ এপ্রিলের। ইডেনে সেদিন কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনিকে খেলতে দেখার সুযোগ। অনেকেই মনে করছেন এটাই শেষ বার। আর হয়তো আইপিএল খেলবেন না ৪১ বছরের ধোনি। তাই ইডেনে ধোনিকে সামনে থেকে শেষ বার দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই।

সেই কারণে ম্যাচের ২৬ দিন আগেই অনলাইন টিকিট শেষ। এদিন নাইট রাইডার্স দলের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হল। সেই ছবি সিএবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে শহরে আইপিএল মানে শুধু ম্যাচ নয়। একটা শ্রেণীর মানুষের দু পয়সা রোজগারের সুযোগ। জার্সি, টুপি, পতাকা বিক্রি করে, গালে প্রিয় দলের রঙ লাগিয়ে বেঁচে থাকেন অনেক মানুষ। তাই তাদের আশা এবারের আইপিএল তাদের কিছু রোজগারের মুখ দেখাবে।

ইডেনে কদিনের মধ্যেই শুরু হবে কেকেআর অনুশীলন! রাসেল, নারিনদের দেখতে ভিড় জমবে মাঠে

কলকাতা: সেই ২০১৪ সালের পর থেকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। তার আগে ২০১২। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এই দুবারই দেশের সেরা হয়েছিল কেকেআর। দুবারই অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তারপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেতাব জিতলেও সেটাকে ধর্তব্যের মধ্যে ধরে না কলকাতার সমর্থকরা। ধরা উচিতও নয়।

এমনিতেই বাংলার ক্রিকেটার কেন কম কেকেআর দলে এই নিয়ে বিস্তার সমালোচনা শুনতে হয় ভেনকি মাইসোর এবং তার ম্যানেজমেন্টকে। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে শাহরুখ খান কেন নিজের দলে বাংলার ক্রিকেটারদের সুযোগ দিতে বলেন না এই নিয়েও খুব প্রকাশ করেছেন অনেকে।

আরও পড়ুন – আইপিএল আসতেই ফিট দীপক চাহার! দেশের জার্সিতে খেলার সময় শুধু চোট, খেলেন গালাগাল

অথচ ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, বরুণ চক্রবর্তীদের মতো ভিন রাজ্যের ক্রিকেটারদের থেকে বাংলার সুদীপ, আকাশ, মুকেশরা ঘরোয়া ক্রিকেটে সারা বছর অনেক বেশি ধারাবাহিক পারফর্ম করেন। যাই হোক সেই বিতর্ক থাকবেই। তবে সব কিছু ঠিকঠাক চললে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইডেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে প্রস্তুতি শুরু করবে কেকেআর।

ধীরে ধীরে সব ক্রিকেটাররা জড়ো হবেন। বাংলাদেশের শাকিব আল হাসান লিটন দাস চলে আসবেন। অধিনায়ক শ্রেয়স আইর যোগ দেবেন ২৩ মার্চের পর। ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে টুর্নামেন্ট শেষ হওয়ার পর। ইতিমধ্যেই অবশ্য মুম্বইতে ছোট করে অনুশীলন শুরু হয়েছে নাইটদের। তাতে রিঙ্কু, ভেঙ্কটেশ, রানা, চক্রবর্তীদের মতো কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছেন শুধু।

ইডেনে শাহরুখ খানের দলের প্রথম প্রতিপক্ষ বেঙ্গালুরু। নতুন কোচ করে আনা হয়েছে চন্দ্রকান্ত পন্ডিতকে। ঘরোয়া ক্রিকেটে তিনি দেশের সেরা গোল হিসেবে চিহ্নিত। বেশ কিছু নিজের পরিচিত ক্রিকেটার নিয়ে এসেছেন। এখন দেখার তারা কেকেআর জার্সিতে কতটা পারফর্ম করতে পারেন। তবে দীর্ঘদিন পর মাঠ ভর্তি দর্শক হবে ইডেনে। নিজেদের প্রিয় ক্রিকেটারদের আবার নিজেদের প্রিয় শহরের মাঠে খেলতে দেখার সুযোগ হাতছাড়া করবেন না শহরের ক্রিকেটপ্রেমীরা।

Jos Buttler, IPL : ইডেনে বাটলার ঝড় উঠলে কপাল পুড়তে পারে গুজরাতের! চলছে বিশেষ প্রস্তুতি

#কলকাতা: আন্দ্রে রাসেল, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল – আইপিএলের ইতিহাসে এসব বিধ্বংসী ব্যাটসম্যানদের নিয়ে যতটা আলোচনা হয়, ততটা হয়তো হয় না তাকে ঘিরে। কিন্তু তিনি বাকিদের থেকে কম নন, সেটা পরিসংখ্যান দেখলেই পরিষ্কার। মঙ্গলবার থেকে ইডেনে শুরু হচ্ছে এবারের আইপিএলের নক আউট পর্ব। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটানসের মুখোমুখি রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন – Wriddhiman Saha, IPL : নিয়মের বেড়াজালে মন খারাপ ঋদ্ধির! ভিডিও কলেই মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা

পর পর দুই ম্যাচ জিতে লিগ তালিকায় দুইয়ে শেষ করে প্রথমবার কোয়ালিফায়ার-১ খেলতে নামছে রাজস্থান। তবে তাঁর আগে দলের চিন্তার বিষয় জোস বাটলারের ফর্ম। অরেঞ্জ ক্যাপ’র মালিক জস বাটলার মরশুমের প্রথমার্ধে দারুণ ফর্মে ছিলেন। মরশুমে তিনটি শতরান ও তিনটি অর্ধশতরানসহ ১৪৭-র স্ট্রাইক রেটে ৬২৯ রান করেছেন বাটলার।

তবে বিগত কয়েক ম্যাচে একেবারেই চলেনি তাঁর ব্যাট। শেষ তিন ম্যাচে বাটলারের সংগ্রহ ২, ২ ও ৭ রান। মরশুমের ‘বিজনেস এন্ডে’ এসে ইংলিশ তারকার হঠাৎ করেই এই ফর্মের অভাব রাজস্থানের চিন্তার বড় কারণ। বাটলার নিজেও বিগত কয়েক ম্যাচে নিজের খেলায় হতাশ।

তবে প্লে-অফের আগে ফর্মে ফেরার পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আবার বড় রানের লক্ষ্যে মরশুমের প্রথম দিককার ইনিংসগুলি থেকেই আত্মবিশ্বাসের খোঁজে বাটলার। কোয়ালিফায়ার-১ নামার আগে দিন তিনি জানান, আমি এ বারের আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত হলেও, শেষ কয়েকটি ম্যাচ নিয়ে হতাশ। প্রথমার্ধে আমি সম্ভবত নিজের কেরিয়ারের সেরা ক্রিকেটটা খেলছিলাম।

প্লে-অফে নামার আগে সেই ইনিংসগুলির দিকে তাকিয়েই আমি আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সন্ধ্যাবেলায় ইডেনে যদি ঝড় বৃষ্টির জন্য খেলা বন্ধ না হয়, তাহলে দর্শকদের মনোরঞ্জন করার জন্য থাকতেই পারে বাটলার ঝড়। এই ঝড় কালবৈশাখীর থেকে কম নয়। না উঠলে গুজরাতের মঙ্গল। আর উঠলে হার্দিকদের কপাল পুড়তে পারে।

IND vs WI series revised venues: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজের বদলাল তারিখ, জেনে নিন

#কলকাতা: আগেই জানা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজে অনেক লড়াই করে তিনটি টি ২০ ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননে তিনটি ম্যাচ হওয়া নিয়ে সংশয় নেই। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি ৬টি শহরে নয়, হবে দুটি শহরে। আজ আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিল বিসিসিআই।

আরও পড়ুন – Gary Kirsten on Hardik : পারফরম্যান্স দিয়েই জবাব দিতে মুখিয়ে আছে হার্দিক, বলছেন গ্যারি কার্স্টেন

আইপিএলের নিলামের কথা মাথায় রেখে বদল হয়েছে ম্যাচের দিনক্ষণেও। ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে আমেদাবাদে পৌঁছাবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের সব ম্যাচ। প্রথম একদিনের আন্তর্জাতিকটি হবে রবিবার ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় একদিনের আন্তর্জাতিক হওয়ার কথা ছিল যথাক্রমে কানপুর ও কলকাতায়।

৯ ফেব্রুয়ারি কানপুরে খেলে কলকাতায় এসে তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি ইডেনে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির ১২ তারিখ। দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত দিনেই হবে আমেদাবাদে। ১২ তারিখ যেহেতু আইপিএল নিলাম রয়েছে, ফলে সিরিজের শেষ ম্যাচটি একদিন আগে এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি। আমেদাবাদ থেকে কলকাতায় টি ২০ সিরিজ খেলতে আসবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে হওয়ার কথা ছিল টি ২০ সিরিজের ম্যাচ গুলি যথাক্রমে ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। টি ২০ সিরিজ আগের ক্রীড়াসূচির পরিবর্তে একদিন পর অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি শুরু হবে। ১৮ ও ২০ তারিখের ম্যাচগুলিও হবে ইডেনে। বিমানযাত্রায় জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় দুটি শহরেই সাদা বলের সিরিজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিসিআই।

দুই দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকারী সংস্থা-সহ ম্যাচের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য, সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। উল্লেখ্য এর আগে জয় শাহ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের গুরুত্ব যথেষ্ট আছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে ভারত’।

মনে রাখতে হবে বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপ আছে। তার আগে যত সম্ভব টি ২০ খেলে দল তৈরি করে নিতে চায় ভারত। উল্লেখ্য রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কামব্যাক করতে চলেছেন।