Tag Archives: Election Result

Election Result 2024: প্রসূনের ব্যবধান বাড়তেই মহিলাদের উচ্ছ্বাস, হাওড়ায় চলছে ডিজে বাজিয়ে নাচ

হাওড়া: জয়ের আভাস পেতেই উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূলের মহিলা সমর্থকরা। হাওড়ায় সবুজ আবির, ঢাকঢোল নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তবে মহিলাদের মধ্যে উৎসাহ বেশি দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই মনে করছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবারেও তৃণমূলের জয়ের অন্যতম চাবিকাঠি হিসেবে উঠে এসেছে।

এবারের লোকসভা নির্বাচনে হাওড়া সদর আসনটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু এদিন গণনার শুরু থেকেই বাকি বিরোধীদের পিছনে ফেলে ক্রমশই এগিয়ে যেতে থাকেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন ৩০ হাজার ভোটে এই প্রাক্তন জাতীয় ফুটবলার এগিয়ে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবিরের রঙিন হয়ে যায় চারিপাশ। প্রসঙ্গে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায় মহিলা সমর্থকদের।

আর‌ও পড়ুন: মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে, পুরুলিয়ায় কুড়মিদের একের পর এক চমক

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর হাওড়াতে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর মাঝে ১৯৯৯ এবং ২০০৪ সালে সেখানে বাম প্রার্থী জয়ী হলেও ২০০৯ থেকে টানা চারটি লোকসভা ভোটে সেখানে তৃণমূলের জয়জয়কার। তার মধ্যে তিনবার প্রতিপক্ষকে ‘গোল’ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার‌ও কি তিনি সংসদে যাবেন? আজকের ভোট গণনার ফলাফল শেষে সেই উত্তর পাওয়া যাবে। তবে আপাতত যা ইঙ্গিত তাতে প্রসূনের জয়ের রথ মসৃণ গতিতেই এগিয়ে চলেছে।

ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। এসে হাজির হয়েছে ব্যান্ড পার্টি উঠেছেন। দেদার উড়ছে সবুজ আবির। এই বিষয়ে হাওড়া সদর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, এবার দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন প্রসূন।

রাকেশ মাইতি

West Bengal Election Result 2024: মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে, পুরুলিয়ায় কুড়মিদের একের পর এক চমক

পুরুলিয়া: দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে এক্সিট পোলকে ভ্রান্ত প্রমাণ করে দিয়ে এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিরোধীরা। তারই ছোঁয়া এই বাংলার পুরুলিয়া কেন্দ্রে। এখানে কখনও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত এগিয়ে যাচ্ছেন, আবার কখনও তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত এগিয়ে থাকছেন। তবে এই কেন্দ্রে এবার অন্যতম নির্ণায়ক বলে মনে করা হচ্ছে কুড়মি সমাজের নেতা তথা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাত’কে।

সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে পুরুলিয়া লোকসভার ভোট গণনার কাজ। প্রচার পর্বে এই কেন্দ্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন কুড়মিদের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাত। প্রথম থেকেই অনেকখানি আত্মবিশ্বাসী ছিলেন তিনি। ‌প্রচারেও অভিনবত্বের ছাপ রেখেছিলেন তিনি। কুড়মি দল বরাবরই আদিবাসী জনজাতির অধিকার আদায়ের কথা বলে থাকে। তাই ভোটেও তাদের একই দাবি ছিল‌। গণনার দিনেও আদিবাসী কুড়মি সমাজের নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস দেখা গিয়েছে। সেই প্রসঙ্গেই একটি উল্লেখযোগ্য তথ্য সামনে উঠে এসেছে। মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে হাজির হয়েছেন অজিত মাহাতর কাউন্টিং এজেন্টরা। ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল এই মাড় ভাত‌।

আর‌ও পড়ুন: পাইপলাইনের কাজে বছরভর রাস্তা খোঁড়াখুঁড়ি, নাজেহাল আমজনতা

এই বিষয়ে কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাত বলেন, ভোটের রেজাল্ট যাই হোক না কেন আদিবাসী কুড়মি সমাজের লড়াই আগামী দিনেও চলবে। এদিকে পুরুলিয়া কেন্দ্রে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও তাঁরা ভাল রকম ছাপ রাখতে সফল হবেন বলে আশা করছেন অজিত মাহাতর অনুগামীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি