Tag Archives: purulia lok sabha election

Road Accident: ছাগল-মানুষে একাকার, গাড়ি উল্টে পাঁচজনের মৃত্যু! কার ঘাড়ে দায় চাপালেন সাংসদ?

পুরুলিয়া: প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে জেলায়। ‌আবারও একটি বড়সড়পথ দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। এই ঘটনায় প্রাণ হারান পাঁচজন। ‌ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাগল বোঝাই একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ছুটছিল। শেষে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। আর তাতেই গুরুতর আহত হয়ে মৃত্যু হয় পাঁচজনের, আহত হয়েছেন আরও কয়েকজন।

জানা গিয়েছে, জয়পুর থানার চৈতনডি থেকে একটি পিকাপ ভ্যানে করে ছাগল নিয়ে পুরুলিয়া হাটে বিক্রি করতে যাচ্ছিলেন বিক্রেতারা। মফস্বল থানার আইমুনডি এলাকায় গাড়িটির চাকা ফেটে গিয়ে উলটে যায়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

আর‌ও পড়ুন: দু’জন সিভিক ভলেন্টিয়ার নিয়ে চলছে পুলিশ ফাঁড়ি!

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তথা আহতরা জানান, তাঁরা ছাগল বিক্রি করার জন্য পুরুলিয়া যাচ্ছিল। গাড়িতে প্রায় ২০-২৫ জন ছিলেন। প্রথমে গাড়িটির টায়ার পাংচার হয়ে যায়। সেই পাংচার সারিয়ে পুনরায় গাড়ি নিয়ে পুরুলিয়ায় যাচ্ছিলেন তাঁরা। শেষে টায়ার ফেটে গিয়ে গাড়িটি উল্টে যায়। তার ফলেই এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুরুলিয়ার সাংসদ জ্যেতির্ময় সিং মাহাত। এই বিষয়ে তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা খুবই মর্মান্তিক। কিন্তু কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা দরকার। ‌ প্রশাসনের চোখের সামনে দিয়ে কীভাবে প্রতিনিয়ত পিকআপ ভ্যান বোঝাই জীবজন্তু ও মানুষ একসঙ্গে আসছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই বিষয়ে পুলিশ প্রশাসনের গাফিলতির দিকে ইঙ্গিত করেন তিনি। সেইসঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার ও আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন সাংসদ।

শর্মিষ্ঠা ব্যানার্জি

West Bengal Election Result 2024: মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে, পুরুলিয়ায় কুড়মিদের একের পর এক চমক

পুরুলিয়া: দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে এক্সিট পোলকে ভ্রান্ত প্রমাণ করে দিয়ে এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিরোধীরা। তারই ছোঁয়া এই বাংলার পুরুলিয়া কেন্দ্রে। এখানে কখনও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত এগিয়ে যাচ্ছেন, আবার কখনও তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত এগিয়ে থাকছেন। তবে এই কেন্দ্রে এবার অন্যতম নির্ণায়ক বলে মনে করা হচ্ছে কুড়মি সমাজের নেতা তথা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাত’কে।

সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে পুরুলিয়া লোকসভার ভোট গণনার কাজ। প্রচার পর্বে এই কেন্দ্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন কুড়মিদের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাত। প্রথম থেকেই অনেকখানি আত্মবিশ্বাসী ছিলেন তিনি। ‌প্রচারেও অভিনবত্বের ছাপ রেখেছিলেন তিনি। কুড়মি দল বরাবরই আদিবাসী জনজাতির অধিকার আদায়ের কথা বলে থাকে। তাই ভোটেও তাদের একই দাবি ছিল‌। গণনার দিনেও আদিবাসী কুড়মি সমাজের নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস দেখা গিয়েছে। সেই প্রসঙ্গেই একটি উল্লেখযোগ্য তথ্য সামনে উঠে এসেছে। মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে হাজির হয়েছেন অজিত মাহাতর কাউন্টিং এজেন্টরা। ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল এই মাড় ভাত‌।

আর‌ও পড়ুন: পাইপলাইনের কাজে বছরভর রাস্তা খোঁড়াখুঁড়ি, নাজেহাল আমজনতা

এই বিষয়ে কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাত বলেন, ভোটের রেজাল্ট যাই হোক না কেন আদিবাসী কুড়মি সমাজের লড়াই আগামী দিনেও চলবে। এদিকে পুরুলিয়া কেন্দ্রে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও তাঁরা ভাল রকম ছাপ রাখতে সফল হবেন বলে আশা করছেন অজিত মাহাতর অনুগামীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি