Tag Archives: Elephants

Elephant: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা

জলপাইগুড়ি: গলা ভেজাতে গিয়ে তৃষ্ণার্ত হয়েই ফিরে আসতে হচ্ছে। জলের অভাবে গলা ভেজাতে পারছে না হাতির দল। ফলে হাতিরদের দলবেঁধে জলপানের প্রতি বিখ্যাত দৃশ্য দেখার সুযোগ হারাচ্ছেন পর্যটকরাও। স্বাভাবিকভাবে তাঁদেরও মন খারাপ।

এখন উত্তরবঙ্গেও তীব্র গরম। প্রবল তাপে বিভিন্ন জলাশয়, খালের জল বাষ্প হয়ে শুকিয়ে যাচ্ছে। ফলের সাধারণ মানুষের পাশাপাশি বন্যপ্রাণীরাও ব্যাপক সঙ্কটে পড়েছে৷ পান করার মত জলটুকু পাচ্ছে না তারা।

আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরিয়েছে, এখনও একাদশে ভর্তি শুরু হল না এই স্কুলে! কারণ জানলে…

কার্যত খরার চেহারা নিয়েছে ডুয়ার্স। তীব্র রোদে মরমর হয়ে যাচ্ছে গাছ, শুকিয়ে যাচ্ছে জলাশয়। জলপাইগুড়ির গাজলডোবার রাস্তার পাশের ক্যানেলের বর্তমান পরিস্থিতি এমনই। ফলে সেখানে জল পান করতে এসে শুকনো গলাতেই ফিরতে হচ্ছে হাতিদের। অথচ এক সময় হাতিদের অবাধ আনাগোনা ছিল এ‌ই ক্যানেলে। তৃষ্ণা মেটানোর পাশাপাশি এখানে স্নান করতেও দেখা যেত হাতিদের। কিন্তু গরম পড়তেই বন্ধ হয়েছে ক্যানেলের জল ছাড়া।

এদিকে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা হাতিদের বিভিন্ন অঙ্গভঙ্গি, দল বেঁধে জল পান, স্নান করার সময় লুটোপুটি খাওয়ার দৃশ্য দেখার জন্য গজলডোবার এই ক্যানেলের কাছে ভিড় করতেন। কিন্তু এবার আর সেই দৃশ্য দেখা যাচ্ছে না। ফলে অনেক আশা নিয়ে আসা পর্যটকরা কিছুটা হলেও মুষড়ে পড়ছেন। ফলে মুখ বেজার করেই ফিরতে হচ্ছে পর্যটকদের। এদিকে তীব্র জলকষ্টে ভুগছে হাতিরাও। অনাবৃষ্টিতে সমস্যার সম্মুখীন সকলেই। এখন চাতক পাখির মত বৃষ্টির আশায় দিন গুনছে জলপাইগুড়িবাসী।

সুরজিৎ দে

Jalpaiguri News: বনদফতরের বড় সাফল্য ডুয়ার্সে! ক্রেতা সেজে সিনেমার কায়দায় উদ্ধার করল হাতির দাঁত

জলপাইগুড়ি : বড়সড় সাফল্য ডুয়ার্সের বনদফতরের। বনদফতরের তদারকিতে ভেস্তে গেল চোরা শিকারীদের হাতির দাঁত পাচার করার ছক। সূত্রের খবর, প্রায় ৫ কেজি ওজনের দুটি হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলেন বন দফতরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া পাচারের খবর পেয়েই পাচার রুখতে তৎপর হয়ে পড়ে বনদফতরের কর্মীরা। সেই অনুযায়ী লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত ক্রেতা সেজে ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গি এলাকা থেকে ভুটান ও বক্সার বাসিন্দা ২ পাচারকারীকে গ্রেফতার করেন।

আরও পড়ুন : এই গরমে চটজলদি বানিয়ে নিন চিংড়ির রসা! মালাইকারির স্বাদকেও হার মানাবে, দেখে নিন রেসিপি

আরও পড়ুন : বিয়ের সাজে মালাবদল তাপসীর! তবে কি সাতপাকে বাঁধা পড়লেন, ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেটদুনিয়ায়

সিনেমার চেয়ে কোনও অংশে কম নয় এই ঘটনা। এ বিষয়ে জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, বনকর্মীরা ক্রেতা সেজে ওই পাচারকারীদের সঙ্গে ৭ লক্ষ টাকায় ডিল ফাইনাল করেছিলেন। এরপর ওই দুই পাচারকারী হাতির দাঁত দুটি বিক্রির উদ্দেশ্যে একটি স্কুটারে চেপে বক্সা থেকে রওনা দেয়। এরপরেই সময় নষ্ট না করে ঝাঁঝাঙ্গি থেকে হাতির দাঁত-সহ ওই দু’জনকে গ্রেফতার করে বন দফতর। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সুরজিৎ দে