Tag Archives: Extortion

Nadia News: তোলা না দেওয়ার জের! ভরদুপুরে কৃষ্ণনগরের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করার অভিযোগ

কৃষ্ণনগর: তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ী বাজারে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়, একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যক্তি। জানা গিয়েছে আহত ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করে।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

সূত্র মারফত জানা যায় আজ সকালে গোয়ারী বাজারে আরতে মাছ কিনতে যায়। তখন তার কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজি টাকা দাবি করে। সে টাকা দিতে রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি তার পায়ে লাগে। তাঁর দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি করে বলে অভিযোগ। যদিও গুলি তার গায়ে লাগেনি এরপর তাকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনার পর ওই অভিযুক্তরা পলাতক। তার খোঁজে সন্ধ্যান চালাচ্ছে পুলিশ।

Howrah Station: হাওড়া স্টেশনে তোলাবাজি, যাত্রীকে মারধর! কনট্রাকটরকে ২৫ হাজার ফাইন রেলের

হাওড়াঃ হাওড়া স্টেশনেও তোলাবাজি। নিঃশুল্ক শৌচালয় থেকে টাকা নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করতেই মহিলা যাত্রীকে মারধর। অভিযোগ জানাতেই ব্যবস্থা রেলের। রেল মেনে নিল তাদের গাফিলতি। কনট্রাকটরকে ২৫ হাজার ফাইন। আইন অনুযায়ী ব্যবস্থা।

আরও পড়ুনঃ খুলল না দরজা, মিলল না কচ্ছপ! জামালের বাড়িতে বনদফতর, তবে ফিরতে হল খালি হাতে!

এক বছর আগে এই তোলাবাজির খবর নজরে আনে নিউজ ১৮ বাংলা।সাময়িকভাবে বন্ধ হয় এই ঘটনা। পুনরায় ফের চালু হয়েছে। হাজার হাজার টাকা প্রতিদিন উঠছে এই ভাবে। অভিযোগকারী মহিলা শক্তিরুপা সাঁধুখা জানিয়েছেন, ‘হাওড়া স্টেশনের শৌচাগারে প্রস্রাব নিঃশুল্ক তবুও এর জন্য ৫ টাকা করে নেওয়া হয়, প্রতিবাদ করায় রেলের শৌচাগারের কর্তব্যরত এক কর্মচারী আমার গায়ে হাত তোলেন ও আঁচড়ে দেন। আমি ভিডিও প্রমাণ সহ স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জমা দিই।’

এর পরেই নড়েচড়ে বসে রেল। অভিযোগের সত্যতা খতিয়ে দেখেন তাঁরা। শেষমেষ যে বেসরকারি সংস্থা এর দায়িত্বে আছে তাদের ২৫ হাজার টাকা ফাইন করে।