Tag Archives: Father

Kolkata Police: কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! ছেলেকে স্ক্রু ড্রাইভার দিয়ে কুপিয়ে-কুপিয়ে খুন বাবার! তারপর যা ঘটল…

কলকাতা: কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! বেনিয়াপুকুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তেই পুলিশ জানতে পেরেছে, ছেলেটির বাবা নির্মমভাবে কুপিয়ে খুন করেছে ছেলেটিকে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ওই যুবকের।

সূত্রের খবর, ওই যুবকের নাম রোশন থাপা। বয়স ২৩ বছর। আর ওই যুবকের অভিযুক্ত বাবার নাম রমেশ থাপা। ঘটনার পর ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত রমেশ থাপা পলাতক।

আরও পড়ুন: বাঁক নিতে গিয়েই খাদে পড়ল বাস, ভয়ঙ্কর ঘটনা! একের পর এক মৃত্যু, চারিদিকে কেবল রক্ত

এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। এই নিয়ে বাবা-ছেলের অশান্তি ছিল রোজকার ব্যাপার। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ক্রু ড্রাইভার দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা। তারপর থেকেই পলাতক ওই ব্যক্তি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে, সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷

Local News: মেয়ের দুধ কেনার টাকায় মদ্যপান বাবার! জানতে পেরে পুলিশ এই শাস্তি দিল…

মুর্শিদাবাদ: বাড়ি থেকে ২০০ টাকা নিয়ে বেরিয়েছিলেন। ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুধ, হরলিক্স ও ফল কেনার কথা ছিল। কিন্তু মদ্যপ বাবার তখন যে নেশার টান পেয়েছে। তাই মেয়ের দুধ-হরলিক্স না কিনে সেই টাকায় খেয়ে নেন মদ। এমনই অবিবেচকের মত কাজ করে বসেন পেশায় গাড়ির চালক বাপন ঠাকুর। তারপর যা হল সে এক কাণ্ড বটে। দেখুন কী ঘটল!

আরও পড়ুন: ওজনে কম দিলে বেরোবে না বিল, রেশন দোকানে নয়া যন্ত্র! কীভাবে কাজ করবে দেখুন

মেয়ের খাবার না কিনে সেই টাকা দিয়ে মদ্যপান করে কান্দির জীবন্তি এলাকায় ঘুরছিলেন বাপন ঠাকুর। কান্দি থানার আইসি মৃণাল সিনহা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিষয়টি লক্ষ্য করেন। কারণ তাঁর গাড়ির সামনে এসে দুর্ঘটনার সম্মুখীন হন বাপন। এরপর তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কান্দি থানায়। সেখানে দিনভর বসিয়ে রাখা হয়। ওই মদ্যপ বাবার থেকে মেয়ের খাবার না কিনতে পারার কথা জানতে পেরে কান্দি থানার আইসি মৃণাল সিনহা তাঁর হাতে সন্তানের জন্য হরলিক্স ও ফল তুলে দেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কান্দির লাহাড়পাড়া এলাকার বাসিন্দা বাপন ঠাকুর। পরিবারে স্ত্রী ও মেয়ে আছে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। এদিকে বাপন ঠাকুর নিত্যদিন মদ্যপান করে বাড়ি ফিরে অশান্তি করেন বলে অভিযোগ। তাঁর নেশার কারণে মেয়ে পর্যন্ত ঠিক করে খেতে পায় না। তা জানতে পেরে কান্দি থানার পুলিশ কর্তাদের মন খারাপ হয়ে যায়। এরপরই বাপন ঠাকুরের হাতে তাঁরা মেয়ের জন্য খাবার তুলে দেন। পাশাপাশি পুলিশ তাঁকে দিয়ে অঙ্গীকার করিয়ে নেয় যে আর কোন‌ওদিন মদ্যপান করবেন না।

কৌশিক অধিকারী

রাফার ঘরে এল ‘জুনিয়র নাদাল’, পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী মেরি

কিংবদন্তী টেনিস তারকা রাফায়েল নাদাল ও তার স্ত্রী মেরি পেরোলোর জীবনে যে তৃতীয় কেউ আসতে চলেছে, সেই খুশি খবর আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু সেই মাহেন্দ্রক্ষণের। অবশেষে এল সেই সময়। বাবা-মা হলেন নাদাল ও মেরি। ঘর আলো করে তাদের পরিবারের এল এক ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। নতুন অতিথির আগমনে এখন শুধুই খুশি ও উৎসবের আবহ নাদালের পরিবারে।

চলতি বছরের জুনন মাসে জানা গিয়েছিল রাফায়েল নাদালের স্ত্রী মেরি পেরোলো অন্তঃস্বত্ত্বা। নাদাল দম্পতি এই খবরটি মিডিয়ার থেকে কিছুটা দূরেই রাখতে চেয়েছিলেন। কিন্তু বেশি দিন তা গোপন করে রাখতে পারেননি। প্রেগন্য়ান্সির সময় কিছু শারীরিক সমস্য়াও দেখা দিয়েছিল নাদালের স্ত্রীর। সেই কারণে গত অগস্টে বেসরাকারি ক্লিনিকেও ভর্তি হয়েছিল।

তবে খুব জটিল সমস্য়ার সম্মুখীন হতে হয়নি। তবে স্ত্রীর পাশে থাকের জন্য় ইউএস ওপেন ছাড়া অন্য় কোনও প্রতিযোগিতায় খেলেননি। স্পেনের শহর মালোরকার, পালমাতে এক নার্সিংহোমে জন্ম হয়েছে ‘জুনিয়র নাদালের।’ মা এবং সন্তান দুজনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সরকারিভাবে এই খবর নাদালের তরফ থেকে না জানানো হলেও, রিয়াল মাদ্রিদের তরফ থেকে সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে ।

প্রসঙ্গত, কেরিয়ারে এখনও পর্য়ন্ত মোট ২২টি গ্র্য়ান্ড স্ল্য়াম জিতেছেন রাফায়েল নাদাল। যা এখনও পর্যন্ত টেনিসা ইতিহাসে সর্বাধিক। স্ত্রীর পাশে থাকার জন্য় লেভার কাপে রজার ফেডেরারের সঙ্গে খেলে দেশে ফিরে যান রাফা। গ্র্য়ান্ডস্ল্য়াম জয়ের থেকেও এবার বড় আনন্দ পেলেন রাফায়েল নাদাল। সুখবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাফায়েল নাদাল ও তার স্ত্রী।

 

পিতৃহারা মিঠুন চক্রবর্তী, ট্যুইটারে শোকপ্রকাশ ঋতুপর্ণার

#কলকাতা: প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ৷ মঙ্গলবার সন্ধে নাগাদ মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৯৫ বছর ৷ তবে এই সময় বাবার কাছে থাকতে পারেননি তিনি ৷ সিনেমার শ্যুটিংয়ের কাজে বেঙ্গালুরু ছিলেন ৷ লকডাউনের ফলে সেখানেই আটকে যান অভিনেতা ৷

অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবার মৃত্যুর খবর পেয়ে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷