Tag Archives: Kuwait

Kuwait Fire: বাড়ি ফিরতে বাকি ছিল আর কদিন, পুড়ে ছাই হয়ে গেল সব! কুয়েত থেকে ফিরছে দ্বারিকেশের দেহ

পশ্চিম মেদিনীপুর: প্রায় কুড়ি বছর ধরে চাকরি করছেন কুয়েতে। বছরে একবার ফিরতেন দেশে। বাড়িতে সকলের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার ফিরে যেতেন নিজের কাজে। প্রায় এক বছর হলতিনি আসেনি। দুর্গাপুজোর অষ্টমীর দিন মেয়ের জন্মদিন। তখনই বাড়ি ফেরার কথা ছিল তার। একদিকে মেয়ের জন্মদিন পালন আর অন্যদিকে দুর্গাপুজোয় হইহুল্লোড় করতেন তিনি। তবে তিনি আর ফিরবেন না। কফিনবন্দি হয়ে ফিরবে তাঁর নিথর দেহ। তারমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। ভেঙে পড়েছেন সকলে। কুয়েতে মৃত্যু হয়েছে দ্বারিকেশ পট্টনায়ক নামে প্রায় বছর পঞ্চাশের এক ব্যক্তির।

জানা যায়, বুধবার ভোর ৪ টে ৩০ মিনিট নাগাদ দক্ষিণ কুয়েতের একটি বহুতলে আগুন লেগেছিল। নির্মাণকারী সংস্থা এনবিটিসি গ্রুপের তরফে সেই বহুতল ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে ওই সংস্থায় কর্মরত ১৯৫ জন থাকতেন। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয় ছিলেন। কুয়েত সরকারের তরফে জানানো হয়েছে, ৪৫ জন ভারতীয়ের মৃতদেহ চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের রয়েছেন।মৃত্যু হয়েছে দ্বারিকেশ পট্টনায়েক নামের এই ব্যক্তির।

আরও পড়ুন: সে কী! সমুদ্রের ঢেউ চৌকো! দেখেছেন কখনও? হয় কিন্তু! নিয়ে আসে ভয়ঙ্কর ইঙ্গিত!

প্রসঙ্গত, দ্বারিকেশের আদি বাড়ি দাঁতনের তুরকার খন্ডরুইতে। তবে বছর পাঁচেক আগে তিনি মেদিনীপুর শহরের শরৎপল্লীতে নিজে জমি কিনে বাড়ি তৈরি করেন । স্ত্রী ও মেয়েকে নিয়ে ছিল তাঁর সংসার ৷ মেয়ে উচ্চমাধ্যমিক পড়ুয়া ৷ বছর খানেক আগে শেষবারের মতমেদিনীপুর এসেছিলেন দ্বারিকেশ । কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন তিনি ।

কথা ছিল, এই বছর দুর্গা পুজো ও মেয়ের জন্মদিন উপলক্ষে একেবারে সেপ্টেম্বরে কুয়েত থেকে মেদিনীপুরে ফিরবেন দ্বারিকেশ পট্টনায়েক।কুয়েতে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল মেদিনীপুরের পরিযায়ী শ্রমিকের ৷ ফিরবে কফিনবন্দি দেহ।শোকের ছায়া পরিবারে।

—–  রঞ্জন চন্দ

Kuwait Fire: হাহাকার…! কত মায়ের কোল খালি, কত স্ত্রীর বুকফাটা কান্না… ভারতে এসে পৌঁছল ৪৫ শ্রমিকের নিথর দেহ

কোচি: কুয়েতের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪৫ ভারতীয় শ্রমিকের। শুক্রবার সকালে তাঁদের মৃতদেহ নিয়ে কোচিতে অবতরণ করল ভারতীয় এয়ার ফোর্সের বিমান। সকাল সাড়ে দশটায় কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তাঁর তত্ত্বাবধানেই দেহ পাঠানো হচ্ছে বিভিন্ন রাজ্যে।

৪৫ মৃতদেহের কাস্টমস, ইমিগ্রেশন ও বিমানবন্দর হেলথ অফিসের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকে পাঠানো হচ্ছে ৩১টি দেহ। বাকি ১৪টি দেহ ঘরোয়া বিমানে পাঠানো হবে দিল্লিতে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, অন্যান্য মন্ত্রী এবং বিরোধী নেতারা কেরলের মৃত শ্রমিকদের দেহ গ্রহণ করবেন। কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কেন্দ্রীয় সরকার এবং এমআইএ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখেছে। কুয়েতে সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। আজ মৃতদেহ আসছে। গতকাল সন্ধ্যাতেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা মৃতদের বাড়িতে যাব। পরিবারকে সমবেদনা জানাব”।

কুয়েতের ভারতীয় মিশন আগের এক বিবৃতিতে বলেছে, “মৃতদের মধ্যে কেরল (২৩) তামিলনাড়ু (৭), অন্ধ্র প্রদেশ (৩), ইউপি (৩), ওডিশা (২), বিহার (১), পঞ্জাব (১), কর্ণাটক (১), মহারাষ্ট্র (১), পশ্চিমবঙ্গ (১), ঝাড়খণ্ড (১) ও হরিয়ানা (১)-র বাসিন্দা রয়েছেন। কোচি ও দিল্লিতে রাজ্য সরকারের প্রতিনিধিদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে”।

আরও পড়ুন: ‘রেকর্ড’ গড়েছে তাঁর ম্যাজিক, এবার নিজের ‘মডেল’ নিয়ে বড় পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কুয়েতি কর্তৃপক্ষ নিহতদের মধ্যে ৪৫ জন ভারতীয় এবং ৩ ফিলিপিনো নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে অন্তর ৪৯ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৫০ জন। আবাসনের ১৭৬ জন ভারতীয়ের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে, ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকিরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করে কুয়েত সরকার। কুয়েতের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুন লাগে আবাসনে।

দুর্ঘটনার পর বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বৃহস্পতিবার একদিনের জন্য কুয়েত গিয়েছিলেন। বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহিয়া, আল-সাবাহ এবং স্বাস্থ্যমন্ত্রী আহমেদ আবদেলওয়াহাব আহমেদ আল-আওয়াদির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি। কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী আল-ইয়াহিয়া চিকিৎসা সেবা, মৃতদেহের দ্রুত প্রত্যাবর্তন এবং ঘটনার তদন্ত সহ পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

Kuwait Fire: কুয়েতে পুড়ে সব শেষ! বাংলায় ফিরছে দ্বারিকেশের দেহ! শোকে পাথর স্ত্রী-কন্যা

মেদিনীপুর: কুয়েতের একটি সংস্থার বহুতলে আগুনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দ্বারিকেশ পট্টনায়েক (৫২)। বৃহস্পতিবার দুপুরে খবর এসে পৌঁছায় মেদিনীপুর শহরের শরৎপল্লি এলাকার বাড়িতে। বাড়িতে রয়েছেন স্ত্রী অন্তরা পট্টনায়েক ও এক মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী।

মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে কুয়েতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। যে বহুতলে আগুন লাগে, সেখানেই থাকতেন তিনি। ঘটনার খবর পেয়ে বুধবার ফোনে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন‌ পরিজনেরা। জানতে পারেন, দ্বারিকেশ গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার দুপুরে তাঁদের মৃত্যু সংবাদ দেওয়া হয়।

আরও পড়ুন: ফের ‘মিশন’ দোভাল! গুরুদায়িত্ব পড়ল অজিতের কাঁধে! এবার কোন ‘অপারেশন’?

অন্তরার ভাই সায়ন্তন পট্টনায়েক বলেন, “বৃহস্পতিবার ওই কোম্পানির তরফে জানানো হয়েছে যে, জামাইবাবু মারা গিয়েছেন।” শুক্রবার মৃতদেহ বাড়িতে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন মৃতের শ্যালক সায়ন্তন পট্টনায়েক। মৃত ব্যক্তির দেশের বাড়ি দাঁতন ব্লকের খন্ডরুই গ্রামে।

কুয়েতের বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় হত ৪৫ জন ভারতীয়ের দেহ ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে দেশে। শুক্রবার ভোরে বায়ুসেনার একটি বিমান কুয়েত থেকে কেরলের উদ্দেশে রওনা দিয়েছে। সকাল ১১টা নাগাদ বিমানটির কোচি বিমানবন্দরে অবতরণ করার কথা। তার পর বিমানটির দিল্লির উদ্দেশে যাওয়ার কথা। বিমানে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংও।

Kuwait fire: সর্বগ্রাসী আগুন কাড়ল ৪৫ ভারতীয়র প্রাণ! কুয়েতের জতুগৃহে পুড়ে মৃত্যু বাংলার এক শ্রমিকেরও

কুয়েত: কুয়েতে আগুন লাগার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ‍্যা। সূত্রের খবর অনুযায়ী, মৃতদের মধ‍্যে ৪৫ জন ভারতীয়। মৃতের তালিকায় একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত বাঙালি যুবকের নাম দ্বারিকেশ পট্টনায়েক। সূত্রের খবর অনুযায়ী মৃত বাংলার শ্রমিক মেদিনীপুরের বাসিন্দা।

মৃত ৪৫ জন ভারতীয়ের মধ‍্যে ২৩ জন কেরালার বাসিন্দা, ৭ জন তামিলনাড়ু, ৩ জন অন্ধ্র প্রদেশ, ৩ জন উত্তর প্রদেশ, ২ জন ওড়িশা, ১ জন হরিয়াণা, ১ জন বিহারের, ১ জন পশ্চিমবঙ্গ, ১ জন মহারাষ্ট্র, ১ জন ঝাড়খণ্ড, ১ জন পাঞ্জাব এবং ১ জন কর্ণাটকের বাসিন্দা বলেই সূত্রের খবর।

আরও পড়ুুন: রাজভবনে ঢুকতে পারলেন না শুভেন্দু! রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের

মৃত বাঙালি শ্রমিকের মরদেহ আগামীকাল সকালে আনা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, কুয়েতের মাঙ্গাফ থেকে কোচি হয়ে বিমানে দিল্লি আসবে। তারপর দিল্লি থেকে কলকাতা ফেরানো হবে মৃতদেহ।

বুধবার কুয়েতের মনগফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলে বসবাস করেন প্রায় ১৬০ জন শ্রমিক। প্রথমে বহুতলটির একটি রান্নাঘরে আগুন লাগে, পরে তা গোটা বহুতলে ছড়িয়ে পড়ে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য তিনি নির্মাণ ব্যবসায়ীদের লোভকেই দায়ী করেছেন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এক্স হ্যান্ডলে সমবেদনা জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ও। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদির নির্দেশে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কুয়েত রওনা দেবেন যাতে আহতদের প্রয়োজনীয় সাহায্য করা যায়, এবং যাঁরা মারা গিয়েছেন তাঁদের দেহাবশেষ যাতে দ্রুত ভারতে ফিরিয়ে আনা যায়।

আরও পড়ুন: আসছে বর্ষা, ভিজলেই দফারফা ফোনের! ২ টিপস্ মনে রাখুন, মোবাইল হয়ে যাবে ওয়াটার প্রুফ

এই ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডলে এস জয়শঙ্কর লিখেছেন, “কুয়েতের ঘটনায় শোকাহত। ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি, ৫০ জন হাসপাতালে ভর্তি। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিচ্ছেন”।

Kuwait fire: কুয়েতে মর্মান্তিক পরিণতি বাঙালি শ্রমিকদেরও, ভস্মীভূত দেহাবশেষ ফিরছে দেশে, কোলশূন্য মায়েদের বুকভাঙা কান্না

নয়াদিল্লি: কুয়েতের অগ্নিকাণ্ডে বাংলার বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু। বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে আজ মৃতদেহ ভারতে আনা হবে। কুয়েত থেকে দিল্লি, সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হবে শ্রমিকদের দেহ। অন্তত ৪০ জন ভারতীয় শ্রমিকের মৃত্য হয়েছে এই ঘটনা। তাঁদের মধ্যে কতজন বাঙালি, তা এখনও জানাতে পারেনি বিদেশ মন্ত্রক। গতকাল, বুধবার রাতেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কুয়েতের ঘটনায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার শ্রমিকদের খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন। বিদেশ মন্ত্রক, মুখ্যসচিব এবং রেসিডেন্ট কমিশনারকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকবার্তা জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কুয়েতের বহুতলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়

গতকাল, বুধবার কুয়েতের মনগফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলে বসবাস করতেন প্রায় ১৬০ জন শ্রমিক। প্রথমে বহুতলটির একটি রান্নাঘরে আগুন লাগে, পরে তা গোটা বহুতলে ছড়িয়ে পড়ে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য তিনি নির্মাণ ব্যবসায়ীদের লোভকেই দায়ী করেছেন।

ভস্মীভূত বহুতলেই ছিল ভারতীয় লেবার ক্যাম্প। সেখানে ভারতীয় মৃতের সংখ্যা ৪০।  ৫০ জন আরও আহত। ৪০ জনের মধ্যে বাঙালিরা কতজন ছিলেন, সে বিষয়ে এখনই কোনও নিশ্চিত তথ্য আসেনি।

Kuwait fire: কুয়েতের বহুতলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়

কুয়েত: কুয়েতের বহুতলে আগুন লাগার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়।

বুধবার কুয়েতের মনগফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলে বসবাস করেন প্রায় ১৬০ জন শ্রমিক। প্রথমে বহুতলটির একটি রান্নাঘরে আগুন লাগে, পরে তা গোটা বহুতলে ছড়িয়ে পড়ে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য তিনি নির্মাণ ব্যবসায়ীদের লোভকেই দায়ী করেছেন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এক্স হ্যান্ডলে সমবেদনা জানিয়েছেন মমতাও। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদির নির্দেশে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কুয়েত রওনা দেবেন যাতে আহতদের প্রয়োজনীয় সাহায্য করা যায়, এবং যাঁরা মারা গিয়েছেন তাঁদের দেহাবশেষ যাতে দ্রুত ভারতে ফিরিয়ে আনা যায়।

আরও পড়ুন: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে কারণও জানালেন তৃণমূলের সেনাপতি

এই ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডলে এস জয়শঙ্কর লিখেছেন, “কুয়েতের ঘটনায় শোকাহত। ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি, ৫০ জন হাসপাতালে ভর্তি। আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিচ্ছেন”।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনায় মৃতদের মধ্যে কেরালার মানুষও রয়েছেন। আগুন লাগার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দুর্ঘটনায় আক্রান্তদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে কুয়েতের ভারতীয় দূতাবাস (+965-65505246)। কুয়েতে ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি আক্রান্তদের সঙ্গে দেখা করেন।

Kuwait fire: কুয়েতে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ৩৫ জনের, মৃতদের মধ্যে ৫ ভারতীয়

কুয়েত: কুয়েতের মনগফ জেলায় এক বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল ৩৫ জনের৷ কুয়েতের সরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷ বুধবার খুব ভোরে এই ঘটনা ঘটে৷ গোটা বহুতল ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ ভোরের আগুন ধীরে ধীরে বেলার দিকে গোটা বহুতলে ছড়িয়ে পড়ে, আটকে পড়েন অনেকে৷

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫ কেরলের বাসিন্দা রয়েছেন মৃতদের মধ্যে৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন৷ সে দেশের ভারতীয় রাষ্ট্রদূত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন৷ ট্যুইটারে এস জয়শঙ্কর পোস্ট করে লিখেছেন, কুয়েতের ঘটনাটিতে চমকে গিয়েছি৷ মনে করা হচ্ছে, ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে, ৫০ জন ভর্তি রয়েছেন হাসপাতালে৷ আমাদের রাষ্ট্রদূত ঘটনাস্থলে গিয়েছেন৷ আমরা আরও খবরের অপেক্ষা করছি৷’

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ তবে কী কারণে এখানে আগুন লেগেছে, সেটি এখনও স্পষ্ট নয়৷ যে বাড়িটিতে আগুন লেগেছে, সেখানে বিভিন্ন গৃহ পরিচারিকারা থাকতেন৷ অনেক মানুষকে আগুন থেকে উদ্ধার করা হয়েছে৷ তবে অনেকেই উদ্ধার করা হয়েছে৷ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন বলে খবর৷’

Kuwait: প্রবাসীদের জন্য অ্যামনেস্টি স্কিম ঘোষণা কুয়েত সরকারের; তারপর থেকেই তুঙ্গে উঠেছে ভারতীয় দূতাবাসের ব্যস্ততা

কুয়েত সিটি: সম্প্রতি অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা স্কিমের কথা ঘোষণা করেছে কুয়েত সরকার। এরপর থেকেই অসংখ্য অনুসন্ধান সংক্রান্ত আবেদন জমা পড়তে থাকে কুয়েতের ভারতীয় দূতাবাসে। সোমবারই দূতাবাসের তরফে বলা হয়েছে যে, অন্যান্য কনস্যুলার পরিষেবাগুলি বজায় রাখার পাশাপাশি জরুরি শংসাপত্র এবং পাসপোর্ট ইস্যু করার বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট করে দূতাবাস জানিয়েছে যে, “অন্যান্য কনস্যুলার পরিষেবাগুলি পরিচালনা করার পাশাপাশি জরুরিকালীন সার্টিফিকেট এবং পাসপোর্ট ইস্যু করার বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে। ভ্রমণ নথি প্রদানের প্রক্রিয়ায় পরিবর্তনের ক্ষেত্রে পরামর্শ জারি করা হবে। এখানেই শেষ নয়, দু’টো নম্বরও দেওয়া হয়েছে, যার মাধ্যমে সাহায্য চাইতে পারবেন ভারতীয়রা। আর সেই নম্বর দু’টি হল +965 65501767 এবং +965 65501769।

আরও পড়ুন– গলির সরু দোকান থেকে মশলা জগতের সম্রাট; বছরে ৩৭০ কোটি প্যাকেট বিক্রি, বিজ্ঞাপন করেন অমিতাভ-শাহরুখ

আসলে কুয়েতে বসবাসকারী আইন লঙ্ঘনকারীদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রক। সেই অ্যামনেস্টি স্কিমের আওতায় দেশে বেআইনি ভাবে বসবাসকারী প্রবাসীরা এখন জরিমানা প্রদান করে এবং নতুন বাসস্থান গ্রহণ করে কিংবা জরিমানা ছাড়াই দেশ ছেড়ে চলে যাওয়ার মাধ্যমে নিজেদের অবস্থা সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন– গমের ক্ষেতে রাতারাতি গজিয়ে উঠল পাহাড় ! বিশ্বের কাছে গোপন করেছিল জাপান, কীভাবে সামনে এল?

এই স্কিম কার্যকর হয়েছে গত ১৭ মার্চ থেকে। আর তা জারি থাকবে আগামী ১৭ জুন পর্যন্ত। যাঁরা বেআইনি ভাবে কুয়েতে বসবাস করছেন, তাঁরা প্রতিদিন ২ কেডি (কুয়েতি দিনার) সর্বাধিক ৬০০ কেডি জরিমানা দিয়ে নিজেদের স্টেটাস রেগুলারাইজ করতে পারেন।

তবে যাঁরা এই জরিমানা প্রদান করতে পারবেন না, তাঁরা কোনও জরিমানা ছাড়াই যে কোনও একজিট পয়েন্ট দিয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। তবে ফের ওই দেশে ফেরার ক্ষেত্রে তাঁদের নতুন কিছু নিয়ম মানতে হবে। কুয়েত সরকার জানিয়েছে যে, এই সমস্ত নির্দেশ না মানলে আইনি শাস্তি এবং নির্বাসনের মুখে পড়তে হবে। যেসব বাসিন্দারা প্রশাসনিক বাধা-বিপত্তি অথবা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তাঁরা পর্যালোচনার জন্য রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আবেদন জানাতে পারেন।