Tag Archives: Gautam Gambhir

IPL 2024: আইপিএলের মেগা খেলায় এঁরা ধামাকা তোলেন, কিন্তু এত্ত বড় তারকার এইটা নেই!

IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷
IPL-র বাজার জমে উঠেছে৷ ব্যাট বলের লড়াই৷ ম্যাচ জুড়ে তীব্র উত্তেজনা৷ মাঠে বাজির খেলা, চিয়ার লিডারদের নাচ সব মিলিয়ে আনন্দের ডবল ডোজ৷ এত এত রান ক্রিকেটাররা কী করতে পারেন চোখ কচলেও মানুষ বিশ্বাস করতে পারেন না৷
কখনও আন্দ্রে রাসেল, কখনও মহেন্দ্র সিং ধোনি, দর্শকদের মনোরঞ্জন করছেন৷ কিন্তু জানেন কি একাধিক ধামাকা ক্রিকেটার রয়েছেন যাঁরা চার -ছয় মারার নজির গড়লেও আইপিএলে শতরান করতে পারেননি৷
কখনও আন্দ্রে রাসেল, কখনও মহেন্দ্র সিং ধোনি, দর্শকদের মনোরঞ্জন করছেন৷ কিন্তু জানেন কি একাধিক ধামাকা ক্রিকেটার রয়েছেন যাঁরা চার -ছয় মারার নজির গড়লেও আইপিএলে শতরান করতে পারেননি৷
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছেন৷ কিন্তু তাঁর কোনও শতরান নেই৷ তাঁর সবচেয়ে বেশি রান ৮৪৷
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলেছেন৷ কিন্তু তাঁর কোনও শতরান নেই৷ তাঁর সবচেয়ে বেশি রান ৮৪৷
গৌতম গম্ভীর ১৫৪ ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু তাঁরও কোনও শতরান নেই৷ তাঁর সর্বোচ্চ রান ৯৩৷
গৌতম গম্ভীর ১৫৪ ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু তাঁরও কোনও শতরান নেই৷ তাঁর সর্বোচ্চ রান ৯৩৷
১৮৯ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড৷ তাঁরও নেই শতরান৷ ৮৭ রান তাঁর আইপিএলে সর্বোচ্চ স্কোর৷
১৮৯ ম্যাচ খেলেছেন কায়রন পোলার্ড৷ তাঁরও নেই শতরান৷ ৮৭ রান তাঁর আইপিএলে সর্বোচ্চ স্কোর৷
রবিন উথাপ্পা ২০৫ ম্যাচ খেলেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷ তাই তাঁরও আইপিএলে কোনও শতরান নেই৷
রবিন উথাপ্পা ২০৫ ম্যাচ খেলেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷ তাই তাঁরও আইপিএলে কোনও শতরান নেই৷
৯৯ সর্বোচ্চ রানেই থমকে গেছেন ইশান কিষাণ৷ তরুণ তুর্কি ধামাকা এই ব্যাটারের নেই শতরান৷
৯৯ সর্বোচ্চ রানেই থমকে গেছেন ইশান কিষাণ৷ তরুণ তুর্কি ধামাকা এই ব্যাটারের নেই শতরান৷
ধামাকা ব্যাটিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত গ্লেন ম্যাক্সওয়েল৷  ৯৫ রান তাঁর সর্বোচ্চ স্কোর৷
ধামাকা ব্যাটিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত গ্লেন ম্যাক্সওয়েল৷  ৯৫ রান তাঁর সর্বোচ্চ স্কোর৷
হার্দিক পান্ডিয়ার ধামাকা ইনিংসে কুপোকাত হন দর্শকরা৷ কিন্তু তাঁরও ঝোলায় আইপিএল শতরান নেই৷ তাঁর সেরা রান ৯১৷
হার্দিক পান্ডিয়ার ধামাকা ইনিংসে কুপোকাত হন দর্শকরা৷ কিন্তু তাঁরও ঝোলায় আইপিএল শতরান নেই৷ তাঁর সেরা রান ৯১৷
কেকেআরের আন্দ্রে রাসেলেরও নেই আইপিএল সেঞ্চুরি৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷
কেকেআরের আন্দ্রে রাসেলেরও নেই আইপিএল সেঞ্চুরি৷ তাঁর সর্বোচ্চ রান ৮৮ ৷
আইপিএল ২০২৪ এ কেকেআর অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারও ৯৬ রান করতে পেরেছেন৷ কিন্তু শতরান তাঁরও অধরা৷
আইপিএল ২০২৪ এ কেকেআর অধিনায়ক৷ শ্রেয়স আইয়ারও ৯৬ রান করতে পেরেছেন৷ কিন্তু শতরান তাঁরও অধরা৷
তালিকায় রয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও৷ তাঁর ঝোলাতেও শতরান নেই৷ তাঁর সেরা স্কোর ৯৬ ৷
তালিকায় রয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও৷ তাঁর ঝোলাতেও শতরান নেই৷ তাঁর সেরা স্কোর ৯৬ ৷

 

IPL 2024 KKR Player: সর্বনাশ! KKR-এর জয়ের নায়ক পেল বড় শাস্তি! চরম ক্ষুব্ধ গাভাসকারও! কী ঘটল রাতের ইডেনে?

কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।

ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।

KKR News: কে থাকবে দলে আর কে পড়বে বাদ! প্রথম ম্যাচেই কেকেআর একাদশে চমক দিতে পারেন গম্ভীর

বিগত বছরগুলির ব্যর্থতা সব অতীত। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।
বিগত বছরগুলির ব্যর্থতা সব অতীত। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।
নাইটদর ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর কর ফিরিয়ে এনেছে কেকেআর। যেই দলকে একসময় খাদের কিনারা থেকে টেনে তুলে ২বার চ্যাম্পিয়ন করেছিলেন, সেই চ্যালেঞ্জ ফের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে।
নাইটদর ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর কর ফিরিয়ে এনেছে কেকেআর। যেই দলকে একসময় খাদের কিনারা থেকে টেনে তুলে ২বার চ্যাম্পিয়ন করেছিলেন, সেই চ্যালেঞ্জ ফের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে।
এছাড়া নিলামে ২৫.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মত তারকা পেসারকে নিয়ে চমক দিয়েছে কেকেআর। সঙ্গে রয়েছে ফিল সল্টদের মত টি-২০ স্পেশালিস্ট ব্যাটারদের অন্তর্ভুক্তি। এছাড়া রানা,রিঙ্কু, শ্রেয়স,ভেঙ্কটেশ,রাসেল, নারিন মত তারকারা তো রয়েইছে।
এছাড়া নিলামে ২৫.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মত তারকা পেসারকে নিয়ে চমক দিয়েছে কেকেআর। সঙ্গে রয়েছে ফিল সল্টদের মত টি-২০ স্পেশালিস্ট ব্যাটারদের অন্তর্ভুক্তি। এছাড়া রানা,রিঙ্কু, শ্রেয়স,ভেঙ্কটেশ,রাসেল, নারিন মত তারকারা তো রয়েইছে।
এত কিছুর পরেও শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। তবে ঘরের মাঠে প্যাট কামিন্সের হায়দরবাদকে হারাতে যে পুরোপুরি তৈরি কেকেআর, তা স্পষ্ট।
এত কিছুর পরেও শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। তবে ঘরের মাঠে প্যাট কামিন্সের হায়দরবাদকে হারাতে যে পুরোপুরি তৈরি কেকেআর, তা স্পষ্ট।
এক ঝলকে দেখে নিন প্রথম ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।
এক ঝলকে দেখে নিন প্রথম ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।
অপরদিকে, অন্যান্যবারে তুলনায় অনেক বেশি শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নেতৃত্ব দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে এসআরএইচ। ট্রেভিস হেডের দলে আসা ব্যাটিং শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। বোলিংয়েও রয়েছে ভারসাম্য।
অপরদিকে, অন্যান্যবারে তুলনায় অনেক বেশি শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নেতৃত্ব দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে এসআরএইচ। ট্রেভিস হেডের দলে আসা ব্যাটিং শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। বোলিংয়েও রয়েছে ভারসাম্য।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে।

KKR News: কেকেআরের ৫ সমস্যা! কী হবে প্রথম ম্যাচে? সমাধান করতেই হবে গম্ভীরকে

শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করলে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে এই ৫ সমস্যার সমাধান করতই হবে গৌতম গম্ভীরকে।
শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করলে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে এই ৫ সমস্যার সমাধান করতই হবে গৌতম গম্ভীরকে।
শ্রেয়স আইয়রের ফিটনেস নিয়ে ধোঁয়াশা: আইপিএলের প্রথম ম্যাচের আগেও কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র পুরোপুরি ফিট কিনা, প্রথম ম্য়াচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নীতিশ রানা জানিয়েছেন, শ্রেয়স মোটামুটি ফিট। প্রয়োজনে তিনি অধিনায়কত্ব করতে রাজি। ফলে শ্রেয়স না পাওয়া গেলে সমস্যা হতে পারে কেকেআরের।
শ্রেয়স আইয়রের ফিটনেস নিয়ে ধোঁয়াশা: আইপিএলের প্রথম ম্যাচের আগেও কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র পুরোপুরি ফিট কিনা, প্রথম ম্য়াচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নীতিশ রানা জানিয়েছেন, শ্রেয়স মোটামুটি ফিট। প্রয়োজনে তিনি অধিনায়কত্ব করতে রাজি। ফলে শ্রেয়স না পাওয়া গেলে সমস্যা হতে পারে কেকেআরের।
ওপেনিং জুটির সমস্যা: সেট ওপেনিং জুটি দলের সাফল্যে জন্য খুবই দরকার। কিন্তু কেকেআরে বরাবর কোনও নির্দিষ্ট ওপেনিং জুটি দেখা যায়নি। তবে এবার গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, ফিল সল্টদের মত তারকারা রয়েছে। এবার দেখার এরমধ্যে কারা ক্লিক করে।
ওপেনিং জুটির সমস্যা: সেট ওপেনিং জুটি দলের সাফল্যে জন্য খুবই দরকার। কিন্তু কেকেআরে বরাবর কোনও নির্দিষ্ট ওপেনিং জুটি দেখা যায়নি। তবে এবার গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, ফিল সল্টদের মত তারকারা রয়েছে। এবার দেখার এরমধ্যে কারা ক্লিক করে।
অতিরিক্ত রাসেল নির্ভরতা: ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল একদিকে যেমন দলের শক্তি তিনি। ঠিক তেমনই তার উপর এতটা নির্ভরশীল হয়ে পরে কেকেআর যে সেটা সবসময় দলের পক্ষে যায় না। ফলে রাসেল নির্ভরতা কমিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে এবার।
অতিরিক্ত রাসেল নির্ভরতা: ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল একদিকে যেমন দলের শক্তি তিনি। ঠিক তেমনই তার উপর এতটা নির্ভরশীল হয়ে পরে কেকেআর যে সেটা সবসময় দলের পক্ষে যায় না। ফলে রাসেল নির্ভরতা কমিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে এবার।
ধারাবাহিকতার অভাব: কেকেআরের সবথেকে প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। ব্যাটিং লাইনে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়র হোক আর বোলিং অ্যাটাকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে নাইটরা। এবার নতুন মেন্টর গৌতম গম্ভীর সেই সমস্যার সমাধান  করতে পারেন কিনা সেটাই দেখার।
ধারাবাহিকতার অভাব: কেকেআরের সবথেকে প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। ব্যাটিং লাইনে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়র হোক আর বোলিং অ্যাটাকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে নাইটরা। এবার নতুন মেন্টর গৌতম গম্ভীর সেই সমস্যার সমাধান করতে পারেন কিনা সেটাই দেখার।
ডেথ ওভারে বোলারের অভাব: কেকেআর দলের আরও একটি প্রধান সমস্যা হল ডেথ ওভারে বোলারের অভাব। পেস অ্যাটাকে এবার মিচেল স্টার্কের মত তারকার সংযোজন সেই সমস্যা কতটা কাটাতে পারে সেটাই দেখার। স্পিন অ্যাটাকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরও ফর্ম ওঠা-নামা করে। একমাত্র রাসেল ডেথ ওভারে কিছুটা ভরসা দিয়ে থাকেন।
ডেথ ওভারে বোলারের অভাব: কেকেআর দলের আরও একটি প্রধান সমস্যা হল ডেথ ওভারে বোলারের অভাব। পেস অ্যাটাকে এবার মিচেল স্টার্কের মত তারকার সংযোজন সেই সমস্যা কতটা কাটাতে পারে সেটাই দেখার। স্পিন অ্যাটাকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরও ফর্ম ওঠা-নামা করে। একমাত্র রাসেল ডেথ ওভারে কিছুটা ভরসা দিয়ে থাকেন।

KKR News: কেকেআরের ওপেনিংয়ে মহাচমক! মাস্টারস্ট্রোক গৌতম গম্ভীরের! জেনে নিন বিস্তারিত

শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করলে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে ওপেনিংয়ে চমক দিতে পারে কেকেআর।
শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করলে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে ওপেনিংয়ে চমক দিতে পারে কেকেআর।
ওপেনিং নিয়ে বিগত কয়েক মরশুমে বারবার ভুগতে হয়েছে কেকেআরকে। কোনও স্থায়ী ওপেনিং জুটি তৈরি করতে পারেনি নাইট টিম ম্যানেজমেন্ট। এবার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গম্ভীর। নিজে একজন ওপেনার হওয়ায় ওপেনিং নিয়ে আলাদা পরিকল্পা রয়েছে গম্ভীরের।
ওপেনিং নিয়ে বিগত কয়েক মরশুমে বারবার ভুগতে হয়েছে কেকেআরকে। কোনও স্থায়ী ওপেনিং জুটি তৈরি করতে পারেনি নাইট টিম ম্যানেজমেন্ট। এবার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গম্ভীর। নিজে একজন ওপেনার হওয়ায় ওপেনিং নিয়ে আলাদা পরিকল্পা রয়েছে গম্ভীরের।
নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। টিম গোল্ড বনাম টিম পার্পল। টিম গোল্ডের ওপেনার ফিল সল্ট বিধ্বংসী হাফসেঞ্চুরি করেন। যা দেখে খুশি গম্ভীর। ফলে ওপেনিংয়ে ফিল সল্টকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। টিম গোল্ড বনাম টিম পার্পল। টিম গোল্ডের ওপেনার ফিল সল্ট বিধ্বংসী হাফসেঞ্চুরি করেন। যা দেখে খুশি গম্ভীর। ফলে ওপেনিংয়ে ফিল সল্টকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এবার কেকেআরের হাতে একাধিক ওপনিংয়ের অপশন রয়েছে। ভারতের ভেঙ্কটেশ আইয়ার ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ আগে থেকেই ছিল। জেসন রয় এবার আইপিএল থেকে নাম তুলে নেওয়ায় সেই জায়গায় দলে এসেছেন ফিল সল্ট। এছাড়া এছাড়া পাওয়ার প্লে-তে ঝোড়ো ব্য়াটিং করতে সুনীল নারিনও বহুবার ওপেন  করেছেন।
এবার কেকেআরের হাতে একাধিক ওপনিংয়ের অপশন রয়েছে। ভারতের ভেঙ্কটেশ আইয়ার ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ আগে থেকেই ছিল। জেসন রয় এবার আইপিএল থেকে নাম তুলে নেওয়ায় সেই জায়গায় দলে এসেছেন ফিল সল্ট। এছাড়া এছাড়া পাওয়ার প্লে-তে ঝোড়ো ব্য়াটিং করতে সুনীল নারিনও বহুবার ওপেন করেছেন।
তবে এবার কোন দুজন ক্রিকেটার প্রথম ম্যাচে কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন তা নিয়ে চলছে জল্পনা। প্রাথমিকভাবে কেকেআর সূত্রে যেটুকু জানা যাচ্ছে, ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়রের নাম পাকা। অপর জায়গা নিয়ে চলছে লড়াই।
তবে এবার কোন দুজন ক্রিকেটার প্রথম ম্যাচে কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন তা নিয়ে চলছে জল্পনা। প্রাথমিকভাবে কেকেআর সূত্রে যেটুকু জানা যাচ্ছে, ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়রের নাম পাকা। অপর জায়গা নিয়ে চলছে লড়াই।
লড়াইয়ে রয়েছেন দুজন ক্রিকেটার। রহমানউল্লাহ গুরবাজ ও ফিল সল্ট। কেকেআরের হয়ে গতবার কিছু ম্যাচে ওপেন করেছিলেন গুরবাজ। নজরও কেড়েছিলেন। ফলে সেই নিরিখে গুরবাজ এগিয়ে থাকলেও ফিল সল্ট বিগ হিটিংয়ের দিক থেকে এগিয়ে।
লড়াইয়ে রয়েছেন দুজন ক্রিকেটার। রহমানউল্লাহ গুরবাজ ও ফিল সল্ট। কেকেআরের হয়ে গতবার কিছু ম্যাচে ওপেন করেছিলেন গুরবাজ। নজরও কেড়েছিলেন। ফলে সেই নিরিখে গুরবাজ এগিয়ে থাকলেও ফিল সল্ট বিগ হিটিংয়ের দিক থেকে এগিয়ে।
এছাড়া গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন নারিনকে নামিয়ে ওপেনিংয়ে ঝুঁকি নিতেন। যা বেশ কয়েকবার কাজও করে যেত। ওপেনিংয়ে বেশ কিছু বিধ্বংসী ইনিংসও রয়েছে  নারিনের। ফলে শেষ পর্যন্ত ওপেনিংয়ে কী মাস্টারস্ট্রোক দেন গম্ভীর সেটাই দেখার।
এছাড়া গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন নারিনকে নামিয়ে ওপেনিংয়ে ঝুঁকি নিতেন। যা বেশ কয়েকবার কাজও করে যেত। ওপেনিংয়ে বেশ কিছু বিধ্বংসী ইনিংসও রয়েছে নারিনের। ফলে শেষ পর্যন্ত ওপেনিংয়ে কী মাস্টারস্ট্রোক দেন গম্ভীর সেটাই দেখার।

KKR News: কেকেআরের পাঁচ ‘ব্রহ্মাস্ত্র’, যা নাইটদের এনে দিতে পারে তৃতীয় আইপিএল ট্রফি

কলকাতা: ২২ তারিখ আইপিএলের ঢাকে কাঠি। ২৩ মার্চ মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে ইডেনে জোর কদমে প্রস্তুতি সারছে নাইটরা। নতুন মেন্টর গৌতম গম্ভীর কেকেআরের সোনালী দিন ফেরাতে বদ্ধপরিকর। তাঁর অধিনায়কত্বেই ২০১২ ও ২০১৪ সালে ২ বার আইপিএল জিতেছিল কলকাতা।

নতুন মরশুম শুরুর আগে দলে বেশকিছু রদবদল করা হয়েছে। একদিকে মিচেল স্টার্কের মত তারকা পেসার যেমন দলে এসেছেন। ঠিক তেমনই অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও পাচ্ছে দল। যোগ দিয়েছেন ইংল্যান্ডের মারকাটারি ব্যাটাক ফিল সল্ট। এছাড়া রয়েছেন নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের মত তারকারা। এবার কেকেআরের দলের এমন ৫ শক্তি রয়েছে যা নাইটদের তৃতীয় ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারে।

কেকেআরের শক্তি-
মিডল অর্ডারের শক্তি: কেকেআরের মিডল অর্ডার এবারের আইপিএল দলগুলির মধ্যে অন্যতম সেরা। মিডল অর্ডারে রয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডেদের মত নাম। এরা সকলেই অভিজ্ঞ। ঠাণ্ডা মাথায় ব্যাট করার পাশাপাশি এমন মিডল অর্ডার ফর্মে থাকলে যে কোনও প্রতিপক্ষের কপালে দুর্ভোগ রয়েছে তা বলাই যায়।

ম্যাচ ফিনিশার আন্দ্রে রাসেল: কেকেরআরের এখনও সবথেকে বড় ম্যাচ উইনারের নাম আন্দ্রে রাসেল। একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তিনি। কেকেআরের বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। দলকে আরও একবার ট্রফি এনে দিতে মুখিয়ে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। ফ্যানেরাও রাসেলের মাসেল পাওয়ার দেখার অপেক্ষায়।

দুই মিস্ট্রি স্পিনার: কেকেআর বোলিং লাইনআপে দুই বড় শক্তি হল সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। দুই মিস্ট্রি স্পিনার ফর্মে থাকলে প্রতিপক্ষের সমস্যা অনেকখানি বেড়ে যায়। বর্তমানে এই ২ জনের সঙ্গে যুক্ত হয়েছেন সূয়াশ শর্মা। এবার ৩ জন একসঙ্গে ভেলকি দেখাতে প্রস্তুত।

পেস অ্যাটাকে মিচেল স্টার্ক: এবার কেকেআরের পেস অ্যাটাকে সবথেকে বড় অস্ত্রের নাম হল মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকায় অজি স্পিড স্টারকে দলে নিয়েছে নাইটরা। আইপিএলের ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার হয়েছেন স্টার্ক। ৯ বছর পর আইপিএলে ফেরে আগুন ঝরাতে মুখিয়ে রয়েছেন স্টার্কও। তারকে পেসারকে দলের প্রধান এক্স ফ্যাক্টর মানছেন মেন্টর গৌতম গম্ভীরও।

আরও পড়ুনঃ IPL 2024 Trophy Price: আইপিএল ট্রফিটির দাম কত? এতে কতটা সোনা রয়েছে? জানলে চমকে যাবেন

মেন্টর গৌতম গম্ভীর: ডাগআউটে গৌতম গম্ভীরের মত একজন চরিত্র থাকা কেকেআরের জন্য তুরুপের তাস হতে পারে। এর আগেও এই দলকে হাতাশার জায়গা থেকে তুলে এনে ২ বার ট্রফি দিয়েছিলেন গৌতি। এবার ফের তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। গম্ভীরের স্ট্র্য়াটেজি কেকেআরের খেলা অনেকটাই পাল্টে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা

KKR News: এবার আইপিএলে কী রয়েছে কেকেআরের ভাগ্যে? ‘ভবিষ্যদ্বাণী’ গৌতম গম্ভীরের! জানুন বিস্তারিত

২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে শেষ আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক। ট্রফি আসেনি নাইটদের ঘরে। তাই কেকেআরের সোনালী দিন ফেরাতে ফের গম্ভীরকেই মেন্টর করে ফিরিয়েছে কেকেআর।
২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে শেষ আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক। ট্রফি আসেনি নাইটদের ঘরে। তাই কেকেআরের সোনালী দিন ফেরাতে ফের গম্ভীরকেই মেন্টর করে ফিরিয়েছে কেকেআর।
কিন্তু কীভাবে গৌতম গম্ভীরকে কেকেআরের মেন্টর হয়ে ফেরার জন্য রাজি করায় কেকেআর? নাইটদের নতুন মরশুমের জার্সির প্রকাশের মঞ্চে জানালেন গম্ভীর। স্বয়ং শাহরুখ খান ফোন করেছিলেন বলে জানান গৌতি।
কিন্তু কীভাবে গৌতম গম্ভীরকে কেকেআরের মেন্টর হয়ে ফেরার জন্য রাজি করায় কেকেআর? নাইটদের নতুন মরশুমের জার্সির প্রকাশের মঞ্চে জানালেন গম্ভীর। স্বয়ং শাহরুখ খান ফোন করেছিলেন বলে জানান গৌতি।
কেকেআরের জার্সি প্রকাশের মঞ্চে গৌতম গম্ভীর বলেন,"আমাকে এসআরকে স্বয়ং ফনো করেছিলেন। এসআরকে বলেছিল, ভাঙো বা গড়ো, দল তোমারই। তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। শাহরুখের কথা ফেলতে পারিনি।"
কেকেআরের জার্সি প্রকাশের মঞ্চে গৌতম গম্ভীর বলেন,”আমাকে এসআরকে স্বয়ং ফনো করেছিলেন। এসআরকে বলেছিল, ভাঙো বা গড়ো, দল তোমারই। তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। শাহরুখের কথা ফেলতে পারিনি।”
এছাড়া কেকেআরের নতুন মেন্টর একপ্রকার ভবিষ্যদ্বাণীও করেন। তিনি বলেন,"আমি থাকাকালীন কী কী সাফল্য আসবে, তা তো বলা যায় না। কিন্তু কথা দিলাম, দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে যাব। আশা করি, মরসুম শেষে আমাদের শিবিরেই ট্রফি ঢুকবে।"
এছাড়া কেকেআরের নতুন মেন্টর একপ্রকার ভবিষ্যদ্বাণীও করেন। তিনি বলেন,”আমি থাকাকালীন কী কী সাফল্য আসবে, তা তো বলা যায় না। কিন্তু কথা দিলাম, দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে যাব। আশা করি, মরসুম শেষে আমাদের শিবিরেই ট্রফি ঢুকবে।”
এছাড়া কেকেআর ফ্র্যাঞ্চাইজির ভূয়সী প্রশংসা শোনা যায় গৌতম গম্ভীরের গলায়। তিনি বলেন,"কেকেআর আমাকে নেতা বানিয়েছে। কেকেআর আমাকে সাফল্য দিয়েছে। আমি কেকেআরকে সফল করিনি। এই দলের থেকে আমি অনেক কিছু শিখেছি। আশা করি মরশুম শেষে আমাদের মুখে হাসি থাকবে।"
এছাড়া কেকেআর ফ্র্যাঞ্চাইজির ভূয়সী প্রশংসা শোনা যায় গৌতম গম্ভীরের গলায়। তিনি বলেন,”কেকেআর আমাকে নেতা বানিয়েছে। কেকেআর আমাকে সাফল্য দিয়েছে। আমি কেকেআরকে সফল করিনি। এই দলের থেকে আমি অনেক কিছু শিখেছি। আশা করি মরশুম শেষে আমাদের মুখে হাসি থাকবে।”
প্রসঙ্গত, ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। ২৩ তারিখ কেকেআরের প্রথম ম্যাচ। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। প্রিয় দলের জয় দেখার অপেক্ষায় ফ্যানেরা।
প্রসঙ্গত, ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। ২৩ তারিখ কেকেআরের প্রথম ম্যাচ। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। প্রিয় দলের জয় দেখার অপেক্ষায় ফ্যানেরা।

KKR News: কেকেআরের নতুন ওপেনারের ‘ভয়ঙ্কর রূপ’, তৈরি প্রতিপক্ষের ঘুম ওড়াতে! মুখে হাসি গম্ভীরের

২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। ২৩ তারিখ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। ২৩ তারিখ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
নতুন মরশুম শুরুর আগে ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। একে একে শিবিরে যোগ দিয়েছে সকল তারকারা। কেকেআরের সোনালী দিন ফেরাতে মরিয়া মেন্টর গৌতম গম্ভীর।
নতুন মরশুম শুরুর আগে ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। একে একে শিবিরে যোগ দিয়েছে সকল তারকারা। কেকেআরের সোনালী দিন ফেরাতে মরিয়া মেন্টর গৌতম গম্ভীর।
আর মরশুম শুরুর আগে গৌতম গম্ভীরের ওপেনিং নিয়ে চিন্তা কিছুটা কমালে ফিল সল্ট। জেসন রয়ের পরিবর্তে শেষ মুহূর্তে ফিল সল্টকে দলে নেয় কেকেআর। সেই সল্টই প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেললেন।
আর মরশুম শুরুর আগে গৌতম গম্ভীরের ওপেনিং নিয়ে চিন্তা কিছুটা কমালে ফিল সল্ট। জেসন রয়ের পরিবর্তে শেষ মুহূর্তে ফিল সল্টকে দলে নেয় কেকেআর। সেই সল্টই প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেললেন।
গত মরসুমেই আইপিএল অভিষেক হয়েছিল সল্টের। দিল্লি ক্যাপিটালসে নজর কাড়তে পারেননি। দিল্লি তাঁকে এবার ছেড়ে দেয়। রবিবার নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। টিম গোল্ড বনাম টিম পার্পল। টিম গোল্ডের ওপেনার ফিল সল্ট বিধ্বংসী হাফসেঞ্চুরি করেন। যা দেখে খুশি গম্ভীর।
গত মরসুমেই আইপিএল অভিষেক হয়েছিল সল্টের। দিল্লি ক্যাপিটালসে নজর কাড়তে পারেননি। দিল্লি তাঁকে এবার ছেড়ে দেয়। রবিবার নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। টিম গোল্ড বনাম টিম পার্পল। টিম গোল্ডের ওপেনার ফিল সল্ট বিধ্বংসী হাফসেঞ্চুরি করেন। যা দেখে খুশি গম্ভীর।
কেকেআরের ওপেনিংয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, ফিল সল্ট। ফলে গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। তবে সুযোগ পেলে কেকেআরের ইনিংসের শুরুটাই বদলে দিতে চান সল্ট।
কেকেআরের ওপেনিংয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, ফিল সল্ট। ফলে গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। তবে সুযোগ পেলে কেকেআরের ইনিংসের শুরুটাই বদলে দিতে চান সল্ট।
তিনি বলেছেন,"খুব কম সময়ের নোটিসে কেকেআর মত দলে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বের অন্যতম সেরা মাঠ ইডেনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। দলকে জেতাতে চাই। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।"
তিনি বলেছেন,”খুব কম সময়ের নোটিসে কেকেআর মত দলে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বের অন্যতম সেরা মাঠ ইডেনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। টপ অর্ডারে ব্যাট করে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। দলকে জেতাতে চাই। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।”

KKR News: শুরুতেই ‘ডাকাবুকো’ গম্ভীর, প্লেয়ারদের ৩ শর্ত দিলেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

নতুন চ্যালেঞ্জ নিয়ে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন গৌতম গম্ভীর। তাঁর অধিনায়কত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। সেই সোনীল দিন ফেরানোই লক্ষ্য গম্ভীরের।  (ছবি সৌ: সংগৃহীত)
নতুন চ্যালেঞ্জ নিয়ে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন গৌতম গম্ভীর। তাঁর অধিনায়কত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। সেই সোনীল দিন ফেরানোই লক্ষ্য গম্ভীরের। (ছবি সৌ: সংগৃহীত)
১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির। রাসেল, নারিন, রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়াররা যোগ দিয়েছেন শিবির। সঙ্গে আরও এক ঝাঁক নামি-অনামি দেশি-বিদেশী ক্রিকেটার। (ছবি সৌ: সংগৃহীত)
১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির। রাসেল, নারিন, রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়াররা যোগ দিয়েছেন শিবির। সঙ্গে আরও এক ঝাঁক নামি-অনামি দেশি-বিদেশী ক্রিকেটার। (ছবি সৌ: সংগৃহীত)
নিজের ক্রিকেট জীবন হোক আর মেন্টর হিসেবে এলএসডি ডাগ আউটে হোক, বরাবর ডাকাবুকো স্বভাবের গম্ভীর। জড়িয়েছেন নানা বিতর্কেও। এবার কেকেআরের তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে ৩টি শর্ত দিলেন কেকেআর ক্রিকেটারদের।   (ছবি সৌ: সংগৃহীত)
নিজের ক্রিকেট জীবন হোক আর মেন্টর হিসেবে এলএসডি ডাগ আউটে হোক, বরাবর ডাকাবুকো স্বভাবের গম্ভীর। জড়িয়েছেন নানা বিতর্কেও। এবার কেকেআরের তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে ৩টি শর্ত দিলেন কেকেআর ক্রিকেটারদের। (ছবি সৌ: সংগৃহীত)
প্রস্তুতি শিবিরে কথা বলার সময় কেকেআর ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে গম্ভীর বলেছেন,"কেকেআর আইপিএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি। তোমাদের দলে পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রয়োজনে সকলে পরামর্শ দাও। এখানে কোনও সিনিয়র জুনিয়র নেই। সকলকে শুধু শারীরিক ও মানসীকভাবে নিজেদের সেরাটা দিতে হবে।"  (ছবি সৌ: সংগৃহীত)
প্রস্তুতি শিবিরে কথা বলার সময় কেকেআর ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে গম্ভীর বলেছেন,”কেকেআর আইপিএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি। তোমাদের দলে পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রয়োজনে সকলে পরামর্শ দাও। এখানে কোনও সিনিয়র জুনিয়র নেই। সকলকে শুধু শারীরিক ও মানসীকভাবে নিজেদের সেরাটা দিতে হবে।” (ছবি সৌ: সংগৃহীত)
এছাড়াও গৌতম গম্ভীর বলেছেন,"অনুশীলন ও পরিকল্পনায় কোনও খামতি রাখা যাবে না। যে ভাবে তোমরা অনুশীলন করবে, প্রস্তুতি নেবে, ঠিক সে ভাবেই খেলবে— এটা নিশ্চিত করতে হবে। মাঠে নেমে একই মানসিকতা ধরে রাখতে হবে। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"   (ছবি সৌ: সংগৃহীত)
এছাড়াও গৌতম গম্ভীর বলেছেন,”অনুশীলন ও পরিকল্পনায় কোনও খামতি রাখা যাবে না। যে ভাবে তোমরা অনুশীলন করবে, প্রস্তুতি নেবে, ঠিক সে ভাবেই খেলবে— এটা নিশ্চিত করতে হবে। মাঠে নেমে একই মানসিকতা ধরে রাখতে হবে। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” (ছবি সৌ: সংগৃহীত)
এখন থেকেই যে ফাইনালের কথা ভাবছেন গৌতম গম্ভীর সেই কথাও শুরুতেই দলকে জানিয়ে দিয়েছেন। বলেছেন,"আমাদের একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সবাইকে একটা সহজ পথ অনুসরণ করতে হবে। ২৬ মে আমাদের সবার মাঠে থাকা উচিত। তার জন্য যা যা সম্ভব সব দিতে হবে আমাদের। সেই কাজটা এখন থেকেই শুরু করতে হবে।"    (ছবি সৌ: সংগৃহীত)
এখন থেকেই যে ফাইনালের কথা ভাবছেন গৌতম গম্ভীর সেই কথাও শুরুতেই দলকে জানিয়ে দিয়েছেন। বলেছেন,”আমাদের একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সবাইকে একটা সহজ পথ অনুসরণ করতে হবে। ২৬ মে আমাদের সবার মাঠে থাকা উচিত। তার জন্য যা যা সম্ভব সব দিতে হবে আমাদের। সেই কাজটা এখন থেকেই শুরু করতে হবে।” (ছবি সৌ: সংগৃহীত)

KKR News: এবার আইপিএলে কে হতে চলেছে কেকেআরের এক্স ফ্যাক্টর, জানিয়ে দিলেন গৌতম গম্ভীর

কলকাতা: আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁ হাতি তারকা পেসার দীর্ঘ দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার বর্তমানে স্টার্ক। তবে একজন বোলারের জন্য এত টাকা খরচ করার কেকেআরে সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার কলকাতায় পা রেখেই স্টার্কের হয়ে ব্য়াট ধরলেন দলের মেন্টর গৌতম গম্ভীর।

২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর থেকে আর সাফল্য আসেনি। তাই এবার দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মেন্টর করে ফেরানো হয়েছে গৌতম গম্ভীরকে। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছে কেকেআর প্লেয়াররা। পৌছে গিয়েছেন মেন্টর গৌতম গম্ভীরও। ১৫ মার্চ থেকেই ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির শুরু করবে নাইটরা। কলকাতায় এসে স্টার্ককে এবার কেকেআরের এক্স ফ্যাক্টর বলে দিলেন গৌতম গম্ভীর।

কেকেআর মেন্টর বলেন,”কলকাতা নাইট রাইডার্স দলের জন্য এক্স-ফ্যাক্টর হতে চলেছেন মিচেল স্টার্ক। আমি শুধু আশা করি অস্ট্রেলিয়া হয়ে ও যে ভাবে বল করে, কলকাতার হয়েও সেটা করুক। এর বাইরে বেশি কিছু করার দরকার নেই।” একইসঙ্গে এত টাকায় বিক্রি হওয়ায় স্টার্কের উপর বাড়তি কোনও চাপ থাকবে বলেও মনে করেন না গৌতম গম্ভীর।

আরও পড়ুনঃ KKR News: আইপিএলের আগে বড় ভবিষ্যদ্বাণী! স্বপ্নপূরণের নায়ক পেয়ে গিয়েছে কেকেআর

প্রসঙ্গত, ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। আরসিবির হয়ে ২টি মরশুম খেলে ৩৪ উইকেট নিয়েছিলেন অসি পেসার। এর আগে ২০১৮ সালেও স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সেবার খেলতে পারেননি তিনি। এবার কেকেআরের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে অজি পেসার।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা