Tag Archives: Health Workers

Dengue Prevention: এই জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোমর বেঁধে নামল প্রশাসন

মালদহ: বর্ষাকাল শুরু হতেই জেলায় তরতরিয়ে বাড়ছে ডেঙ্গা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মশা সহ অন্যান্য পতঙ্গবাহিত রোগ থেকে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল প্রশাসন। মালদহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

চলতি মরশুমে মালদহ জেলায় ব্যাপক হারে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। আগামী অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শুধুমাত্র শহরে নয়, এই বছর মালদহ জেলার গ্রামীণ এলাকাতেও ব্যাপক হারে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই শহরের পাশাপাশি এই বছর গ্রামীণ এলাকাতেও ডেঙ্গি সচেতনতায় একাধিক উদ্যোগ গ্রহণ করছে জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষকে পতঙ্গ বাহিত রোগ সম্বন্ধে সচেতন করছেন।

আরও পড়ুন: রাতের রাস্তায় মেয়েদের সাহস জোগাবে পুলিশের শক্তি বাহিনী

প্রশাসনের এই উদ্যোগ প্রসঙ্গে ভিসিটি কর্মী গীতা ঘোষ বলেন, আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করছি। কোথাও যেন জল না জমে থাকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে। পাশাপাশি কীটনাশক ছাড়ানো হচ্ছে। পতঙ্গ বাহিত রোগ নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

মালদহের গাজোল ব্লকেও ডেঙ্গি প্রতিরোধে একাধিক কর্মসূচি চলছে। ভিসিটি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ডেঙ্গি থেকে কীভাবে বাঁচা যায় সেই বিষয় নিয়ে সচেতন করছেন গ্রামবাসীদের। পাশাপাশি যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে বা নোংরা আবর্জনা রয়েছে সেই জায়গাগুলিতে চলছে মশার লার্ভা নিধনকারী স্প্রে করার কাজ। স্থানীয় গ্রামের বাসিন্দা রামপদ মহন্ত বলেন, স্বাস্থ্য কর্মীরা আমাদের ডেঙ্গি নিয়ে সচেতন করে গিয়েছেন। কোথাও যেন জল না জমে থাকে, আবর্জনা যেন জমে না থাকে তা প‌ইপই করে বুঝিয়ে গিয়েছেন।

হরষিত সিংহ

Bangla Video: ভাল স্বাস্থ্য পরিষেবা দিলেই সুন্দরবনে মিলছে পুরস্কার

উত্তর ২৪ পরগনা: সীমান্ত থেকে সুন্দরবন, ভাল স্বাস্থ্য পরিষেবায় বসিরহাটে মিলছে পুরস্কার। স্বাস্থ্য কেন্দ্রে ভাল পরিষেবা দিলেই পাবে পুরস্কার। সুন্দরবন লাগোয়া এই মহকুমা এলাকার স্বাস্থ্য ব্যবস্থা এর ফলে আরও বেশি উন্নত হয়ে উঠবে বলে এলাকাবাসীর ধারণা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাতৃত্বকালীন একাধিক পরিষেবার মান আরও উন্নত করতে বসিরহাট স্বাস্থ্য জেলা নানান উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অন্যতম হল ভাল পরিষেবা দিলেই মিলবে পুরস্কার। বসিরহাট স্বাস্থ্য জেলার সুন্দরবন লাগোয়া দুর্গম এলাকা থেকে সীমান্তের বেড়াজালের মত সংরক্ষিত এলাকায় ভাল স্বাস্থ্য পরিষেবার ভিত্তিতে এদিন বসিরহাট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গ্রামীণ হাসপাতাল সহ স্বাস্থ্যকেন্দ্রে মাতৃত্বকালীন পরিষেবার একাধিক বিষয়ে ভাল পরিষেবা দেওয়ার জন্য পুরস্কার তুলে দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের হাতে।

আরও পড়ুন: হকার বিক্ষোভে তপ্ত ব্যান্ডেল, আরপিএফের বিরুদ্ধে মাল আটকে রাখার অভিযোগ

যেখানে একদিকে সুন্দরবন এলাকার সন্দেশখালি, হিন্দলগঞ্জ, মিনাখাঁ সহ দুর্গম নদী পথ অতিক্রম করে স্বাস্থ্য পরিসেষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর স্বাস্থ্যকর্মীরা। অপরদিকে সীমান্তের বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর সহ একাধিক জায়গায় স্বাস্থ্যপরিষেবা আরও ভালভাবে পৌঁছে দিতে স্বাস্থ্য কর্মীদেরই কাজের ভিত্তিতে একাধিক বিষয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। বসিরহাট স্বাস্থ্য জেলার স্বাস্থ্য আধিকারিক-৩ শ্যামল কুমার বিশ্বাসের তত্বাবধানে সীমান্ত থেকে সুন্দরবনের কয়েক শত স্বাস্থ্য কর্মীরা উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন, বসিরহাট স্বাস্থ্য জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ অনুপম ভট্টাচার্য সহ একাধিক স্বাস্থ্য কর্তা। ‌

জুলফিকার মোল্যা