Tag Archives: India Alliance

Lok Sabha election results: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

নয়াদিল্লি: সব বুথ ফেরত সমীক্ষাই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে৷ তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন, সেই দাবিই করা হয়েছে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতে৷ সেই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, তা অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি অবশ্য এখনই হাল ছাড়ছেন না৷ বুথ ফেরত সমীক্ষা নিয়ে তাঁর মতামত জানতে চাইলে সনিয়ার সংক্ষিপ্ত জবাব, আমাদের তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷ তবে আমি খুবই আশাবাদী, বুথ ফেরত সমীক্ষায় যা দাবি করা হয়েছে, ফলাফল তার উল্টো হবে৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

শেষ দফার ভোটের শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোট শরিকদের নিয়ে বৈঠকের পর দাবি করেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও ওই দিনই প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার থেকেও অনেক বেশি আসন পেয়ে একার জোরেই সরকার তৈরি করার জায়গায় থাকবে বিজেপি৷ এনডিএ জোট ৪০০ পারের লক্ষ্যপূরণ না করতে পারলেও তাদের আসন সংখ্যা ৩৫০ ছুঁয়ে ফেলবে বলেও একাধিক সমীক্ষায় দাবি করা হয়৷

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়া জোট খুব বেশি হলে দে়ড়শোর কাছাকাছি আসন পেতে পারে৷ বুথ ফেরত সমীক্ষার এই দাবি অবশ্য স্বভাবতই মানছেন না বিরোধী শিবিরের নেতারা৷ বুথ ফেরত সমীক্ষার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা৷

Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়

নয়াদিল্লি: দক্ষিণের তিনটি বড় রাজ্যে কেমন হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কর্ণাটক

কর্ণাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের জোট সরকার৷ কর্ণাটকে লোকসভার মোট আসন সংখ্যা ২৮৷ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে দুর্দান্ত ফল করতে পারে বিজেপিই৷ এই সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৫টি আসন৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷

আরও পড়ুন: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

তামিলনাড়ু

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে অবশ্য ডিএমকে-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৩৩ থেকে ৩৭টি আসন পেতে পারে৷ তবে এই সমীক্ষাতেই দাবি করা হয়েছে, তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি৷ ২ থেকে ৪টি আসন পেতে পারে এনডিএ জোট৷ এআইডিএমকে পেতে পারে ০-২টি আসন৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কেরল

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কেরলও খাতা খুলতে পারে বিজেপি৷ কেরলে এনডিএ ২ থেকে ৩টি আসন পেতে পারে৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ১৭ থেকে ১৮টি আসন৷ তবে বাম গণতান্ত্রিক জোট সর্বাধিক একটি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে৷

Mallikarjun Kharge: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি: অন্তত ২৯৫টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, সাধারণ মানুষের থেকে ইন্ডিয়া জোটের নেতারা যে তথ্য পেয়েছেন, তার ভিত্তিতেই এই দাবি করছেন তাঁরা৷

মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷ আমাদের জোটের সব নেতাদের সঙ্গে কথা বলেই আমরা এই দাবি করছি৷’

এ দিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা৷ যদিও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনও প্রতিনিধি৷

আরও পড়ুন: শেষ দফার ভোটে উত্তপ্ত সন্দেশখালি, জ্বলল আগুন! বিজেপি-বাহিনী সংঘর্ষ, ইটবৃষ্টি

কংগ্রেস সভাপতি অবশ্য আরও দাবি করেছেন, ইন্ডিয়া জোটের সব শরিক দল ঐক্যবদ্ধই রয়েছে৷ খাড়গের কথায়, ‘আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব৷ আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না৷’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ‘সব জায়গা থেকে তথ্য নিয়েই বলছি, ইন্ডিয়া জোট ২৯৫-এর বেশি আসন পাবে৷ বিজেপি ২২০-র কাছাকাছি আসন পেতে পারে, এনডিএ ২৩৫টির মতো আসন পাবে৷ ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়তে চলেছে৷’

মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও এ দিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, শরদ পাওয়ারের মতো বিরোধী জোটের শরিক দলগুলির গুরুত্বপূর্ণ নেতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়েছিলেন, ১ জুন পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট থাকায় তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে পারবেন না৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, সনিয়া গান্ধিও৷

বৈঠক শেষে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘আমরা ২৯৫-এর বেশি আসনে জিতছি৷ বিজেপি-র চারশোর বেশি আসনে জয়ী হওয়ার যে সিনেমা, সেটা প্রথম দফার ভোটের পরই ফ্লপ হয়ে গিয়েছে৷’

India Meeting: শেষ দফা ভোটের দিনই বৈঠকে ‘ইন্ডিয়া’, দিল্লিতে মহাচমক! কী সিদ্ধান্ত আজ, তুঙ্গে জল্পনা

নয়াদিল্লি: দেশে চলছে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। এই নির্বাচনী আবহে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান বারবারই স্পষ্ট করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে জোট নেই, তবে দিল্লিতে জোট আছে। এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে বসছে ইন্ডিয়া জোটের বৈঠক। কিন্তু সেই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠায়নি তৃণমূল। যদিও এই বৈঠকে যে তৃণমূলের কেউ উপস্থিত থাকবেন না, তা আগেই স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ দফা ভোটের আগেই মমতা জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না তিনি।

তিনি বলেছিলেন, “আমি জানিয়ে দিয়েছি ১ তারিখ যেতে পারব না। ওই দিন এখানে অনেকগুলো আসনে ভোট আছে। সব শেষ হতে রাত ১০ টা বেজে যাবে। আমি সব ছেড়ে কী করে যাব!” ভোটের পাশাপাশি রাজ্যে সদ্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। সেই কারণেও রাজ্য ছেড়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন মমতা। শুধু তিনি নন, তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন না সেখানে।

আরও পড়ুন: ভয়াবহ ঘটনা পুরুলিয়ায়! বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেসে, রক্তে ভাসল চারিদিক

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন, বাংলায় কোনও জোট নেই, তবে জাতীয় স্তরে তিনি বা তাঁর দল ইন্ডিয়া জোটের সদস্য। সেই জোটই ভোট শেষের দিন বৈঠক করতে চলেছে, অথচ তিনি গেলেন না। মমতার কথায়, ”আমি বলেই দিয়েছি ১ তারিখ আমি যেতে পারব না। ওইদিন এখানে অনেক আসনে ভোট আছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশেও তো ভোট। আর ভোটের পুরো প্রক্রিয়া শেষ হতে রাত ১০টা বেজে যায়। তাহলে আমি কীভাবে সব ছেড়ে চলে যাব?” এই পরিস্থিতিতে শুরু হচ্ছে ইন্ডিয়ার বৈঠক। এক্সিট পোলের দিনই এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই এখন দেখার।

এক নজরে দেখে নিন আজকের বৈঠকে কে কে উপস্থিত রয়েছেন —

কংগ্রেসের তরফে, মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কেসি বেনুগোপাল, সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদব, এনসিপি-র তরফে শরদ পাওয়ার, এনসিপি জিতেন্দ্র আহওয়াদ, AAP-এর তরফে অরবিন্দ কেজরিওয়াল, ভগবান্ত মান ও সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, ডিএমকে-র তরফে টি.আর বালু, আরজেডি-র তরফে তেজস্বী যাদব ও সঞ্জয় যাদব, জেএমএম-এর তরফে চম্পাই সোরেন ও কল্পনা সোরেন, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের তরফে ফারুখ আবদুল্লা, সিপিআই-এর তরফে ডি রাজা, সিপিআইএম-এর তরফে সীতারাম ইয়েচুরি, শিবসেনা ইউবিটি-র তরফে অনিল দেশাই, সিপিআই (এমএল)-এর তরফে দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ।

Mamata Banerjee: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি, সিবিআই নিয়ে বড় সিদ্ধান্ত! কী ঘোষণা মমতার?

: ইন্ডিয়া জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূলনেত্রী৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, ইন্ডিয়া জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে ইন্ডিয়া জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূলনেত্রী৷

আরও পড়ুন:মমতার বিরোধিতা করে কংগ্রেসেই কোণঠাসা অধীর? সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড, কড়া বার্তা খাড়গের

এ দিন কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও জোট নেই।কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ইন্ডিয়াটা আমার দেওয়া নাম। যার জন্য মোদিবাবু ইন্ডিয়া নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ইডি-র অত্যাচার,সিবিআই- এর অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।’ প্রসঙ্গত, বিরোধীদের হেনস্থা করতেই মোদি সরকার ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে, দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে তৃণমূল সহ বিরোধী দলগুলি৷

বিজেপি যে এবারও মোদি হাওয়ায় ভর করেই ক্ষমতায় ফিরতে চাইছে, তা তাদের প্রচার কৌশল থেকেই স্পষ্ট৷ মমতা বন্দ্যোরপাধ্যায় অবশ্য এ দিন দাবি করেছেন, ‘মোদি হাওয়া উধাও৷ এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না। বাংলায় ভুল করেও কংগ্রেস, সিপিআইএমকে ভোট দেবেন না।ইন্ডিয়া জোট এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আমরা একাই একশো। ভোট কাটাকাটি হলে বিজেপির লাভ।’

বাংলায় আসন রফা না হলেও ইন্ডিয়া জোট যে তৃণমূলের সমর্থনের দিকেই তাকিয়ে আছে, তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য নস্যাৎ করে কংগ্রেস সভাপতি ইন্ডিয়া জোটকে সমর্থন নিয়ে মমতার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন৷ কামারপুকুরের পর বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেও তিনি ঘোষণা করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সিএএ এবং এনআরসি বাতিল করা হবে৷