Tag Archives: Israel Hamas War

Israel-Hamas War: হামাস প্রধান খুনের পরে ইজরায়েলের উপর ‘সরাসরি হামলা’র নির্দেশ খোমেইনির, পাল্টা হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরান: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এবার ইজরায়ালের উপর ‘সরাসরি হামলা’-এর নির্দেশ দিল ইরান। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পিছনে ইজরায়েলের গুপ্তচর সংস্থা ‘মোসাদ’ বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ। যদিও ইজরায়েল এখনও পর্যন্ত হত্যার দায় স্বীকার করেনি।

এবার ইসমাইলের হত্যার বদলা নিতে ইরান সরকারকে ইজরায়েলের উপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেইনি। তিন ইরানি আধিকারিকের উদ্ধৃতি দিয়ে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

হামাস প্রধান হানিয়ার মৃত্যুর খবর সামনে আসতেই বুধবার সকালে বৈঠকে বসেছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন খোমেইনিও। সেখানেই তিনি এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে। পাল্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, পৃথিবীর যে প্রান্ত থেকেই ইজরায়েলকে আক্রমণের চেষ্টা হোক না কেন, কড়ায় গণ্ডায় তার মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন: ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প! ‘ও ভারতীয় না কৃষ্ণাঙ্গ?,’ কমলা হ্যারিসকে নিয়ে এ কী কটাক্ষ

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে বুধবার বৈঠক বসেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদও। বৃহত্তর যুদ্ধের আশঙ্কার মধ্যেই কাউন্সিল এই অঞ্চলে শান্তি রক্ষার আহ্বান জানিয়েছে। বৈঠকে অপরের তীব্র নিন্দা করে ইরান এবং ইজরায়েল।

ইরানের রাষ্ট্রদূত আমির সইদ ইরাভানি বলেন, “এই আগ্রাসনের জন্য ইজরায়েলকে জবাব দিতে হবে। অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রয়োজন।’’ ইজরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সম্পদায় এমন কাজ সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরাভানি।

আরও পড়ুন: ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, এখনও আটকে বহু, আজ পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

ইজরায়েল এখনও পর্যন্ত হামাস প্রধানকে হত্যার দায় স্বীকার করেনি। তবে লেবাননের রাজধানী বেইরুটে বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, হিজবুল্লাহর সিনিয়র কম্যান্ডার ফুয়াদ সুকরকে খতম করেছে ইজরায়েলী সেনা। ইজরায়েলের ডেপুটি অ্যাম্বাসেডর জোনাথন মিলার কাউন্সিলকে বলেছেন, “এই অপারেশনের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমরা নিজেদের রক্ষা করব এবং যাঁরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানব।’’

এখানেই না থেমে ইরানের ‘উস্কানি’-এর বিরুদ্ধে সরব হয়েছেন জোনাথন। তাঁর অভিযোগ, হামাস ও হিজবুল্লাহ, উভয় জঙ্গি সংগঠনকেই অর্থ এবং অস্ত্র দেয় ইরান। এই নিয়ে ইরানকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলের কাছে আবেদন করেছেন তিনি।

Israel Rocket Attack: হিজবোল্লাকে ভারী মূল্য চোকাতে হবে, ইজরায়েলের উপর হামলার পরই চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর

ইজরায়েল: গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানো হয়৷ ইজরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবোল্লা গোষ্ঠীকে দায়ী করে৷

এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ‘‘ ওরা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে৷ আমরা এই ভয়াবহ হামলার উত্তর দেব৷’’

আরও পড়ুন: ‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

এবার এই প্রসঙ্গেই হিজবোল্লা গোষ্ঠীকে চরম হঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ তিনি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন৷ মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেবার সময় তিনি বলেন, ইজরায়েল তাঁর সীমান্ত রক্ষা করার জন্য যা করার সেটাই করবে৷ তারপরই এই হামলা৷

আরও পড়ুন: যুদ্ধ নয়, কুটনীতি ও আলোচনাই একমাত্র শান্তি স্থাপন করতে পারে, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এস জয়শঙ্কর

এই ঘটনায় মার্কিন সফর কাটছাট করে দেশের উদ্দেশ্যে পারি দিয়েছেন৷ তিনি বলেন,‘‘ইজরায়েল এই হত্যাকাণ্ডের উত্তর না দিয়ে থামবে না৷ হিজবোল্লাকে এর জন্য ব্যাপক মূল্য চোকাতে হবে, যা ওরা আগে কখনও ভাবেনি৷’’ যদিও হিজবোল্লার তরফ থেকে হামলার ঘটনা স্বীকার করা হয়নি৷

ইজরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবরের পর এটাই ইজরায়েলের উপর সবথেকে মারাত্মক হামলা৷ এই হামলার পর থেকেই লেবানন সীমান্তে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে৷

যদিও ইরান ইজরায়েলকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে লেবাননের উপর সামরিক আঘাত করতে তার ফল খুব খারাপ হবে৷

এই পরিস্থিতে বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে৷ এরফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷

Israel-Palestine War: ‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

গাজা: গাজা থেকে আরও প্রায় ১লক্ষ ৮০ হাজার বাসিন্দা ঠাঁই হারা হয়েছে৷ ইজরায়েল সরকার গাজার দক্ষিণসীমা খান ইউনিস থেকেও দূরে সরে যেতে বলেছে৷ তাঁদের আল-মাওয়াসির দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, ন মাস ধরে যুদ্ধতে গাজার বিস্তীর্ণ অঞ্চলকে জোড়পূর্বক ফাঁকা করে দেওয়া হয়েছে৷ তুলনামূলক ‘খান ইউনিস’ অঞ্চলকে নিরাপদ মনে করা হচ্ছিল৷

আরও পড়ুন: গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

কিন্তু ইজরায়েল সূত্রে খবর, এখান থেকে সম্প্রতি পাঁচজন ইজরায়েলি বন্দির দেহ পাওয়া গিয়েছে৷ এর পর থেকে এই অঞ্চলেও যুদ্ধের তীব্রতা বেড়েছে৷

ইজরায়েলি সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা ওই অঞ্চলে প্রায় ১০০ জন হামাসের জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে৷ সেন্ট্রাল গাজার একটা স্কুলে ইজরায়েলি বিমান হানায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছিল, এর মধ্যে অনেকে শিশুও রয়েছে৷

ইজরায়েলি সেনা নিজেই খান ইউনিসের কয়েকটা জায়গাকে ‘নিরাপদ স্থান’ বলে ঘোষণা করেছিল৷ এবার তাঁরা একটা বিবৃতিতে জানিয়েছে, ওই স্থানেও তাঁরা হামলা চালাবে৷

আরও পড়ুন: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

ইজরায়েলের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আমরা ওখানকার স্থানীয় সাধারণ মানুষকে আগাম সতর্ক করতে চাইছি৷ ওই অঞ্চল নিরাপদ অঞ্চল ছিল৷ কিন্তু হামাস ওই জায়গা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করছে৷ তাই আমরা ওখানে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব৷ ওখানকার সাধারণ মানুষদের আগে থেকেই যুদ্ধস্থান ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷’’

রাষ্ট্রপুঞ্জের সূত্রে জানা যাচ্ছে এর ফলে চারদিনে গাজার দক্ষিণে প্রায় ১ লক্ষ আশি হাজার বাসিন্দা ঠাঁই হারা হয়েছে৷ এমনিতেই শরণার্থী শিবির গুলো অপুষ্টি, চিকিৎসার অভাবে ধুঁকছে৷ সেখানে কেবল চলছে প্রাণটুকু বাঁচানোর নিরন্তন লড়াই৷ এবার ‘নিরাপদ স্থান গাজার দক্ষিণও আর নিরাপদ রইল না৷

গাজার স্বাস্থমন্ত্রকের হিসেব অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৩৯,১৭৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে

Gaza Suffering: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ওয়াশিংটনে হামাসের হাতে বন্দি থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মুক্তি প্রসঙ্গে বৈঠক করেন৷ সেখানে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে।

হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেছেন, আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিদের মুক্তি নিয়ে ভাবছি, তেমনই গাজায় ঘটে চলা সংঘর্ষ বন্ধ করাও আমাদের লক্ষ্য৷

আরও পড়ুন: চিনকে আটকাতে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাজেটে বরাদ্দ হতে পারে প্রায় ১০০০ মিলিয়ন ডলার


তিনি আরও বলেন, ‘‘আমি হামাসের হাতে বন্দি থাকা পরিবারের সঙ্গে একাধিকবার দেখা করেছি৷ আশ্বাস দিয়েছি তাঁরা একা নয়৷ আমি সব সময় তাঁদের পাশে আছি৷ আমি এবং আমাদের প্রেসিডেন্ট জন বাইডেন, আমরা সব রকম চেষ্টা করছি ওদের কোনওভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার৷’’

আরও পড়ুন: গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

এরই সঙ্গে তিনি গাজার নিরীহ মানুষদের সম্বন্ধে চিন্তা ব্যক্ত করলেন৷ সেখানে ইজরায়েল-হামাসের যুদ্ধে সেখানকার মৃত শিশুদের হৃদয়বিদারক দৃশ্য তাঁকে কষ্ট দিয়েছে, ‘‘ওখানের অবস্থা খুবই হৃদয়বিদারক৷ ওখানে প্রচুর নিরীহ ব্যক্তি মারা যাচ্ছে৷ প্রায় ২ মিলিয়নের মতো মানুষ ওখানে খাবার জলের অভাবে কষ্ট পাচ্ছেন৷

তিনি আরও বলেন, যে কোনও ধরনের ঘৃণা, হিংসাকে পশ্রয় দেওয়া উচিত নয়৷ আমাদের উচিত গাজায় শান্তি ফেরানোর উপরও নজর দেওয়া৷ আমি যে কোনও ধরনের হিংসা ও ঘৃণার বিরুদ্ধে৷

Israel-Palestine War:গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

গাজা: গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলা নিয়ে সারা পৃথিবী জুড়ে নিন্দিত হয়েছে৷ এমনকি বন্ধু রাষ্ট্র আমেরিকাও যে রাফাতে ইজরায়েলের আক্রমণে খুব একটা যে খুশি নয়,তাও বিভিন্ন বিবৃতিতে বোঝা যাচ্ছে৷ কিন্তু ইজরায়েলের তরফ থেকে আক্রমণ থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ তাঁর মধ্যেই ১৪ জুলাই দক্ষিণ গাজা ভূখন্ডে ইজরায়েল আবার হামলা চালায়

যদিও ইজরায়েলি শীর্ষকর্তা থেকে জানানো হয়েছে, খান ইউনিস তথা মোহাম্মদ দেইফই ছিল এই হামলার মূল লক্ষ ছিল৷ মনে করা হয়, ইনিই ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাস হামলার অন্যতম প্রধান স্থপতি৷

আরও পড়ুন:  শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়

এই হামলায় দক্ষিণ ইজরায়েলে প্রায় ১২০০ লোক নিহত হয়েছিল৷ এরপর থেকেই ইজরায়েল ও হামাসের যুদ্ধের সূত্রপাত হয়। তারপর থেকেই ইজরায়েল গাজার উপর লাগাতার হামলা চালায়৷ শিশু মৃত্যুর ঘটনা ক্রমাগত সামনে আসায় ইজরায়েলের বন্ধু দেশ আমেরিকাও নিন্দিত করেছে৷ শুধু তাই নয় এই নিয়ে ইজরায়েলকে সচেতনও করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

আরও পড়ুন: ছুরির আঘাতে জার্মানিতে নিজের বিলাসবহুল প্রাসাদে মৃত রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন

কিন্তু অনেকেই মনে করছেন আল মাওআসি অঞ্চলে ইজরায়েল যে বোমাবর্ষণ করেছিল সেই বোমা গুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি  হয়েছিল৷ এই নিয়ে ইতিমধ্যেই আরও এক প্রস্তর নিন্দার ঝড় উঠতে শুরু হয়েছে৷ যদিও বোমগুলো নিশ্চিত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেরই কি না, তা এখনও নিশ্চয় করে বলা যাচ্ছে না৷

‘সেফ জোন’ বলে চিহ্ণিত অঞ্চলেই ইজরায়েল এই হামলা করেছে৷ সেখানকার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই বোমাবর্ষণে প্রায় ৯২ জন নিহত হন৷ আহতের সংখ্যা তিনশোরও বেশি৷

গাজার স্বাস্থ্যমন্ত্রনালয়ের সূ্ত্র অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত প্রায় গাজায় ৩৮,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ আহতের সংখ্যা প্রায় ৮৮,০০০ এরও বেশি৷ গাজা ভূখন্ডে প্রায় ২.৩ মিলিয়ন মানুষ বাস করতেন৷ এই আগ্রাসনের ফলে তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষকে তাঁদের ঘর-বাড়ি ছেড়ে অস্থায়ী তাবুতে আশ্রয় নিতে হয়েছে৷

Israel-Palestine War: শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়

গাজা: গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলা নিয়ে সারা পৃথিবী জুড়ে নিন্দিত হয়েছে৷ এমনকি বন্ধু রাষ্ট্র আমেরিকাও যে রাফাতে ইসরায়েলের আক্রমণে খুব একটা যে খুশি নয়,তাও বিভিন্ন বিবৃতিতে বোঝা যাচ্ছে৷ কিন্তু ইজরায়েলের তরফ থেকে আক্রমণ থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷

এই প্রেক্ষাপটে শনিবার দক্ষিণ গাজা ভূখন্ডে ইজরায়েল আবার হামলা চালায়৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় প্রায় ৭১ জন মানুষ নিহত হয়েছে৷ তার মধ্যে অনেক শিশুও রয়েছে৷ আহতের সংখ্যাও অনেক৷

আরও পড়ুন:মোদি-পুতিনের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে কোন কোন সুবিধা পাচ্ছে ভারত?

যদিও ইজরায়েলি শীর্ষকর্তা থেকে জানানো হয়েছে, খান ইউনিস তথা মোহাম্মদ দেইফই ছিল এই হামলার মূল লক্ষ ছিল৷ মনে করা হয়, ইনিই ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাস হামলার অন্যতম প্রধান স্থপতি৷ এই হামলায় দক্ষিণ ইজরায়েলে প্রায় ১২০০ লোক নিহত হয়েছিল৷ এরপর থেকেই ইজরায়েল ও হামাসের যুদ্ধের সূত্রপাত হয়।

ইজরায়েলের এক কর্তা জানিয়েছেন, হামাসের আরও একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব মারফত জানা যাচ্ছে, রাফা সালামাও এই হামলাযর লক্ষ্যবস্তু ছিলেন৷ তবে দুজনকে হত্যা করা সম্ভব হয়েছে কি না সেই বিষয়ে ইজরায়েলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি৷

আরও পড়ুন: মস্কো সফরে মোদি পেলেন সর্বোচ্চ বেসরকারি সম্মান, তালিকায় আছে আরও অনেক কিছু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ২৮৯ জন আহত হয়েছে৷ তাঁদের অনেককে নিকটবর্তী নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে, অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা 40 টিরও বেশি মৃতদেহ দেখেছেন এবং তাঁদের মধ্যে অনেক প্রত্যক্ষদর্শীরাই হামলার বর্ণনা দিয়েছেন৷

ক্রমাগত ইজরায়েলি হামলায় প্রায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার সন্ধানে উপকূলীয় অঞ্চলে পালিয়ে গেছে৷ তাঁদের মধ্যে বেশিরভাগ জনই অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

গাজার স্বাস্থ্যমন্ত্রনালয়ের সূ্ত্র অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত প্রায় গাজায় ৩৮,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ আহতের সংখ্যা প্রায় ৮৮,০০০ এরও বেশি৷ গাজা ভূখন্ডে প্রায় ২.৩ মিলিয়ন মানুষ বাস করতেন৷ এই আগ্রাসনের ফলে তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষকে তাঁদের ঘর-বাড়ি ছেড়ে অস্থায়ী তাবুতে আশ্রয় নিতে হয়েছে৷ সঙ্গে নানা ধরনের রোগ ও ব্যাপক ক্ষুধা তাঁদের গ্রাস করে নিচ্ছে৷

Israel Palestine war: গাজায় শরণার্থী শিবিরে বিমান হামলা ইজরায়েলের, নিহত ৩৭ প্যালেস্তাইনি, ক্ষুব্ধ একাধিক দেশ

গাজা: এবার গাজার শরণার্থী শিবিরে আকাশপথে হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ গাজার উপকণ্ঠে রাফাহ শহরে বিমান হানা চালাচ্ছে ইজরায়েল। সেই হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩৭ জন। মৃতদের মধ্যে অধিকাংশই যুদ্ধ থেকে বাঁচতে তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছিলেন। দিনকয়েক আগেই বাস্তুহারা প্যালেস্তাইনিদের একটি শিবিরে বিমান হামলার কারণে বিধ্বংসী আগুন লেগে গিয়েছিল, আবারও সেই একই জায়গায় আঘাত হানল ইজরায়েল, জানানো হয়েছে প্রত্যক্ষদর্শী এবং হাসপাতালের আধিকারিকদের তরফে।

আর শরণার্থী শিবিরে আগুন লাগার এই ঘটনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক স্তরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি ইজরায়েলের ঘনিষ্ঠতম মিত্রপক্ষও রাফাহ-য় সামরিক বাহিনীর আক্রমণ সম্প্রসারণের জন্য তীব্র প্রতিবাদ করেছে। এদিকে বিশ্বমঞ্চে ইজরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার চিহ্ন হিসেবে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
ইজরায়েলি সেনার তরফে অবশ্য জানানো হয়েছে যে, সম্ভবত প্যালেস্তাইনি জঙ্গিদের অস্ত্র থেকেই গৌণ কোনও বিস্ফোরণের কারণে রবিবার ওই শরণার্থী শিবিরে আগুন লেগে থাকতে পারে। মঙ্গলবারের অগ্নিকাণ্ড নিয়ে প্রাথমিক তদন্ত করেছে ইজরায়েল। সে দেশের সেনার মুখপাত্র রিয়ার অ্যাডাম ড্যানিয়েল হাগারি বলেন, ওই আগুনের কারণ জানার জন্য এখনও তদন্ত চলছে।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

ওই বিমান হামলা কিংবা তার পরবর্তী অগ্নিকাণ্ডের কারণে শিবিরে থাকা জ্বালানি, রান্নার গ্যাস অথবা অন্যান্য কিছুর বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ওই আগুনের বলি হয়েছিলেন ৪৫ জন প্যালেস্তাইনি। এমনটাই জানিয়েছেন গাজার স্বাস্থ্য আধিকারিকরা। এ নিয়ে মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। তিনি বলেন, “অগ্নিকাণ্ড এক দুঃখজনক দুর্ঘটনা।”

গত ৬ মে নাগাদ ইজরায়েল হামলা চালিয়েছিল রাফাহ-র উপরে। যার ফলে প্রায় দশ লক্ষ মানুষ পালিয়েছিলেন শহর ছেড়ে। এঁদের মধ্যে অধিকাংশই মাত্র আট মাসে ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে একাধিক বার বাস্তুহারা হয়েছেন। ওই শহরের বাসিন্দারা এখন বিভিন্ন শরণার্থী শিবির এবং যুদ্ধবিদীর্ণ এলাকাগুলিতে ছড়িয়েছিটিয়ে রয়েছেন।

গত কয়েক দিন ধরে রাফাহ-র পশ্চিমে লাগাতার বিমান হামলা চলছে। অথচ সেনার তরফে ওই এলাকা খালি করার কোনও রকম নির্দেশ দেওয়া হয়নি। এদিকে আবার রাফাহ-র পূর্ব আর মধ্য প্রান্তে এবং গাজা-মিশর সীমান্ত বরাবর ইজরায়েলি স্থলসেনা এবং ট্যাঙ্ক হামলা চালাচ্ছে। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার ভোরের দিকে রাফাহ-র পশ্চিমে তেল আল-সুলতান জেলায় হামলা চালানো হয়। যার বলি হয়েছেন অন্তত ১৬ জন। এমনটাই জানিয়েছে প্যালেস্তাইনি সিভিল ডিফেন্স এবং প্যালেস্তাইনি রেড ক্রেসেন্ট। রবিবার রাতে যেখানে এয়ার স্ট্রাইক এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার থেকে মাত্র ২০০ মিটার দূরে রাষ্ট্রপুঞ্জের ফেসিলিটির পাশেই এক শিবিরে প্রাণ হারিয়েছেন ৭ জন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলি ইজরায়েলের এই আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে সাবধান করেছিল। এদিকে মঙ্গলবার দুপুরে রাফাহ-র পশ্চিমে ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর একটি হাসপাতালে ইজরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২১ জন।

Israel Palestine War: আলিয়া, প্রিয়াঙ্কা, করিনাদের পোস্টে ‘অল আইজ অন রাফা’, প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদে সরব বলিউড

দক্ষিণ গাজার রাফা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৪০ প্যালেস্তানীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম কয়েক ডজন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে একটি লাইন, “অল আইজ অন রাফা”, যার বাংলা করলে দাঁড়ায় “সব নজর রাফায়”।

আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, বরুণ ধাওয়ান, রশ্মিকা মন্দানা, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, রিচা চাড্ডা সহ বহু ভারতীয় সেলেব্রিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভাইরাল এই লাইন। প্যালেস্তানীয় নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘নাতাশার সঙ্গে থাকতে গেলে অনেক ধৈর্য্য রাখতে হয়’; বিচ্ছেদের জল্পনার মাঝেই এ কী বললেন হার্দিক পাণ্ড্য?

ইনস্টাগ্রাম পেজ ‘দ্য মাদারহুড হোম’-এর একটি পোস্ট শেয়ার করেছেন আলিয়া। সঙ্গে ‘অল আইজ অন রাফা’ হ্যাশট্যাগ। পোস্টের বিষয়বস্তু হল, বিশ্বের সমস্ত শিশুর ভালবাসা, নিরাপত্তা, শান্তি ও বেঁচে থাকার অধিকার রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়ার পরেও প্যালেস্তাইন নিয়ে নীরব থাকার অভিযোগ উঠেছে বারবার। তিনিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অল আইজ অন রাফা’ পোস্ট করেছেন। বরুণ, করিনা, রশ্মিকা, সোনাক্ষী, সামান্থা এবং তৃপ্তিও ইনস্টাগ্রাম পোস্টে অ্যাড করেছেন ভাইরাল টেমপ্লেট। আর যাঁরা এখনও ইজরায়েলকে সমর্থন করছেন, তাঁদের এই টেমপ্লেট পোস্ট করার আহ্বান জানিয়েছেন রিচা।

ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সুর্নিদিষ্ট খবরের ভিত্তিতে’ হামাসের উপর বিমান হামলা চালানো হয়েছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করে নিয়েছেন যে “দুঃখজনক ভুল” হয়ে গিয়েছে।

সোমবার ইজরায়েলের সংসদে নেতানিয়াহু বলেছেন, “নিরাপরাধ বেসামরিক মানুষদের যাতে কোনও ক্ষতি না হয়, আমরা তার সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু তারপরেও গতকাল রাতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে”। সঙ্গে তিনি যোগ করেন, “আমরা ঘটনার তদন্ত করছি। কীভাবে এমনটা ঘটল, সেটা আমরা খুঁজে বের করব, কারণ এটাই আমাদের নীতি”।

গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার রাতের হামলার পর সামরিক এবং বেসামরিক নাগরিক মিলিয়ে ৩৬ হাজার প্যালেস্তেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের একটি সঙ্গীত অনুষ্ঠানে হামলা চালিয়েছিল হামাস। ঘটনায় প্রায় ১২০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। অপহরণ করা হয় ২৫০ জনকে। তারপর থেকেই চলছে হামাস- ইজরায়েল যুদ্ধ।