Tag Archives: Janmashtami 2024

Krishna Janmasthami : জন্মাষ্টমীতে ‘মনমোহক’ রূপ রাধাকৃষ্ণের! প্রসাদে রয়েছে ১০১১০৮ লাড্ডু

সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমীতে বড় আয়োজন করেছে দুর্গাপুর মন্দির কর্তৃপক্ষও।
সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সব জায়গায় মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমীতে বড় আয়োজন করেছে দুর্গাপুর মন্দির কর্তৃপক্ষও।
জন্মাষ্টমীর মত পূণ্যলগ্নে অপরূপ বেশে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। ইসকন কর্তৃপক্ষ ফুলের মালা, পোশাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ।
জন্মাষ্টমীর মত পূণ্যলগ্নে অপরূপ বেশে দেখা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। ইসকন কর্তৃপক্ষ ফুলের মালা, পোশাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ।
জন্মাষ্টমীতে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। একই সঙ্গে সেজে উঠেছেন মন্দিরে থাকা জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা।
জন্মাষ্টমীতে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। একই সঙ্গে সেজে উঠেছেন মন্দিরে থাকা জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা।
জন্মাষ্টমী উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু। যে কাজ চলেছে বিগত পাঁচ দিন ধরে।
জন্মাষ্টমী উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু। যে কাজ চলেছে বিগত পাঁচ দিন ধরে।
জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ মঙ্গলবার ইসকন মন্দিরেই পালিত হবে নন্দোৎসব। সেদিনেও ভক্তদের হাতে প্রসার তুলে দেওয়া হবে। নন্দোৎসবের দিন ভক্তদের দেওয়া হবে খিচুড়ি প্রসাদ।
জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ মঙ্গলবার ইসকন মন্দিরেই পালিত হবে নন্দোৎসব। সেদিনেও ভক্তদের হাতে প্রসার তুলে দেওয়া হবে। নন্দোৎসবের দিন ভক্তদের দেওয়া হবে খিচুড়ি প্রসাদ।

Janmashtami 2024: বছরে মাত্র ২৪ ঘণ্টার জন্য ১০০ কোটি টাকার গয়নায় সাজেন শ্রীকৃষ্ণ, দেখে নিন জন্মাষ্টমীর সেই সাজের ফটো

: জন্মাষ্টমী তিথিতে সারা দেশেই  শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মদিনের উদযাপন চলছে৷  মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় পুরোদমে চলছে জন্মাষ্টমী। সিন্ধিয়াদের গোয়ালিয়রের ১০৩ বছরের পুরনো গোপাল মন্দিরে রাধা কৃষ্ণকে ১০০ কোটি টাকার গহনা দিয়ে সাজানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যাঙ্ক লকার থেকে গয়নাগুলি আনা হয়েছিল।
: জন্মাষ্টমী তিথিতে সারা দেশেই  শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মদিনের উদযাপন চলছে৷  মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় পুরোদমে চলছে জন্মাষ্টমী। সিন্ধিয়াদের গোয়ালিয়রের ১০৩ বছরের পুরনো গোপাল মন্দিরে রাধা কৃষ্ণকে ১০০ কোটি টাকার গহনা দিয়ে সাজানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যাঙ্ক লকার থেকে গয়নাগুলি আনা হয়েছিল।
শ্রীকৃষ্ণের শৃঙ্গারের পর মহা আরতি হয়। দুপুর ১২টা কর্পোরেশন কমিশনার প্রভুকে সজ্জিত ও আরতি করেন। এতে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন। মন্দিরে ২৪ ঘণ্টা সজ্জিত রূপে দেখা যাবে ভগবান রাধা কৃষ্ণকে। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
শ্রীকৃষ্ণের শৃঙ্গারের পর মহা আরতি হয়। দুপুর ১২টা কর্পোরেশন কমিশনার প্রভুকে সজ্জিত ও আরতি করেন। এতে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন। মন্দিরে ২৪ ঘণ্টা সজ্জিত রূপে দেখা যাবে ভগবান রাধা কৃষ্ণকে। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
গোপাল মন্দিরটি ১৯২১ সালে গোয়ালিয়র রাজ্যের তৎকালীন শাসক মাধবরাও প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সিন্ধিয়া রাজারা রাধা-কৃষ্ণের পুজার জন্য রূপার পাত্র তৈরি করেছিলেন।
গোপাল মন্দিরটি ১৯২১ সালে গোয়ালিয়র রাজ্যের তৎকালীন শাসক মাধবরাও প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সিন্ধিয়া রাজারা রাধা-কৃষ্ণের পুজার জন্য রূপার পাত্র তৈরি করেছিলেন।
রাধা-গোবিন্দকে শোভিত করার জন্য রত্ন দিয়ে জড়ানো সোনার গয়না অর্থাৎ জড়োয়ার তৈরি করা হয়েছিল। এই অলঙ্কারগুলির মধ্যে রয়েছে হিরে এবং রত্নখচিত সোনার মুকুট, পান্না এবং সোনার একটি সাত স্ট্র্যান্ডের নেকলেস, ২৪৯টি খাঁটি মুক্তার নেকলেস রয়েছে৷
রাধা-গোবিন্দকে শোভিত করার জন্য রত্ন দিয়ে জড়ানো সোনার গয়না অর্থাৎ জড়োয়ার তৈরি করা হয়েছিল। এই অলঙ্কারগুলির মধ্যে রয়েছে হিরে এবং রত্নখচিত সোনার মুকুট, পান্না এবং সোনার একটি সাত স্ট্র্যান্ডের নেকলেস, ২৪৯টি খাঁটি মুক্তার নেকলেস রয়েছে৷
এছাড়াও হিরে জড়ানো ব্রেসলেট, হিরে এবং সোনার একটি বাঁশি, মূর্তির একটি বিশাল রুপোলি ছাতা, ৫০ কেজি রূপার পাত্র, ভগবান শিবের কানের দুল, সোনার নাকের আংটি, কাঁথি, শ্রী কৃষ্ণ ও রাধার চুড়ি এবং চুড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে। রাধা-কৃষ্ণ এই গয়না দেখা যাবে ২৪ ঘণ্টা।
এছাড়াও হিরে জড়ানো ব্রেসলেট, হিরে এবং সোনার একটি বাঁশি, মূর্তির একটি বিশাল রুপোলি ছাতা, ৫০ কেজি রূপার পাত্র, ভগবান শিবের কানের দুল, সোনার নাকের আংটি, কাঁথি, শ্রী কৃষ্ণ ও রাধার চুড়ি এবং চুড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে। রাধা-কৃষ্ণ এই গয়না দেখা যাবে ২৪ ঘণ্টা।
এই রূপ দেখার জন্য ভক্তরা সারা বছর অপেক্ষা করেন। এ কারণেই দর্শনার্থীদের ভিড় জমেছে। ভক্তরা বলেন, অলঙ্কারে সুশোভিত রাধা কৃষ্ণের দরবারে গেলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়।  রাজার রাজত্বকালে ভগবান রাধা কৃষ্ণ সবসময়েই এই বিপুল পরিমাণে অলঙ্কারে সজ্জিত ছিলেন।
এই রূপ দেখার জন্য ভক্তরা সারা বছর অপেক্ষা করেন। এ কারণেই দর্শনার্থীদের ভিড় জমেছে। ভক্তরা বলেন, অলঙ্কারে সুশোভিত রাধা কৃষ্ণের দরবারে গেলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়।  রাজার রাজত্বকালে ভগবান রাধা কৃষ্ণ সবসময়েই এই বিপুল পরিমাণে অলঙ্কারে সজ্জিত ছিলেন।
স্বাধীনতার পরে, ১৯৫৬ সালে যখন মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল, তখন এই প্রাচীন অলঙ্কারগুলি ব্যাঙ্ক লকারে রাখা হয়েছিল। পঞ্চাশ বছর ধরে ব্যাঙ্কের লকারে গয়নাগুলি সুরক্ষিত ছিল।
স্বাধীনতার পরে, ১৯৫৬ সালে যখন মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল, তখন এই প্রাচীন অলঙ্কারগুলি ব্যাঙ্ক লকারে রাখা হয়েছিল। পঞ্চাশ বছর ধরে ব্যাঙ্কের লকারে গয়নাগুলি সুরক্ষিত ছিল।
২০০৭ সালে তৎকালীন মেয়র সরকারের সঙ্গে কথা বলে বছরে একবার জন্মাষ্টমীতে এই অলঙ্কার দিয়ে ভগবানকে সাজানোর দাবি জানান। সরকারের সম্মতির পর প্রতি বছর জন্মাষ্টমীর দিন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যাঙ্ক থেকে এই বিপুল পরিমাণে গয়না বাইরে আনা হয় এবং শ্রীকৃষ্ণের শৃঙ্গার করানো হয়৷
২০০৭ সালে তৎকালীন মেয়র সরকারের সঙ্গে কথা বলে বছরে একবার জন্মাষ্টমীতে এই অলঙ্কার দিয়ে ভগবানকে সাজানোর দাবি জানান। সরকারের সম্মতির পর প্রতি বছর জন্মাষ্টমীর দিন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যাঙ্ক থেকে এই বিপুল পরিমাণে গয়না বাইরে আনা হয় এবং শ্রীকৃষ্ণের শৃঙ্গার করানো হয়৷

Baba Lokenath Brahmachari Puja on Janmashtami 2024: আজ জন্মাষ্টমীতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি, জানুন এই তিথিতে তাঁর পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত

সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই পুণ্যতিথিতে উদযাপিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথিও।
সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই পুণ্যতিথিতে উদযাপিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথিও।

 

জন্মাষ্টমীর দিনভর বাবা লোকনাথের আবির্ভাব তিথি উপলক্ষে পুজো অর্চনা চলবে। তবে আছে কিছু নির্দিষ্ট শুভ মুহূর্তও।
জন্মাষ্টমীর দিনভর বাবা লোকনাথের আবির্ভাব তিথি উপলক্ষে পুজো অর্চনা চলবে। তবে আছে কিছু নির্দিষ্ট শুভ মুহূর্তও।

 

সোমবার সকাল ৭.৫২ মিনিট গতে এবং সকাল ১০.১৯ মিনিটের মধ্যে বাবা লোকনাথের পুজো করার শুভ সময়।
সোমবার সকাল ৭.৫২ মিনিট গতে এবং সকাল ১০.১৯ মিনিটের মধ্যে বাবা লোকনাথের পুজো করার শুভ সময়।

 

এর পর দুপুর ১২.৪৬ মিনিট গতে এবং দুপুর ২.২৫ মিনিটের মধ্যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর সর্বোত্তম শ্রেষ্ঠ সময়।
এর পর দুপুর ১২.৪৬ মিনিট গতে এবং দুপুর ২.২৫ মিনিটের মধ্যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর সর্বোত্তম শ্রেষ্ঠ সময়।

 

ভক্তদের প্রচলিত বিশ্বাস, জন্মাষ্টমীতে আবির্ভাব তিথিতে বাবা লোকনাথের পুজো করলে জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর হয়।
ভক্তদের প্রচলিত বিশ্বাস, জন্মাষ্টমীতে আবির্ভাব তিথিতে বাবা লোকনাথের পুজো করলে জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর হয়।

Janmashtami 2024 Timing: আজ পঞ্জিকামতে কখন শুরু জন্মাষ্টমী? কতক্ষণ থাকবে এই পুণ্যতিথি? জানুন অমৃতযোগ, মাহেন্দ্রযোগ, বারবেলার সময়

ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সোমবার দেশজুড়ে পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত।
ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সোমবার দেশজুড়ে পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত।

 

বিশ্ুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে রবিবার, ২৫ অগাস্ট রাত ৩.৪১ মিনিটে। থাকবে সোমবার, ২৬ অগাস্ট রাত ২.২০ মিনিট পর্যন্ত।
বিশ্ুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে রবিবার, ২৫ অগাস্ট রাত ৩.৪১ মিনিটে। থাকবে সোমবার, ২৬ অগাস্ট রাত ২.২০ মিনিট পর্যন্ত।

 

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিট ২৩ সেকেন্ডে। থাকবে মঙ্গলবার, ২৭ অগাস্ট সকাল ৬টা ৪৭ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিট ২৩ সেকেন্ডে। থাকবে মঙ্গলবার, ২৭ অগাস্ট সকাল ৬টা ৪৭ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত।

 

দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমৃতযোগ সকাল ৭.০১-এর মধ্যে। ফের ১০-২২ গতে ১২.৫৩ মধ্যে। ফের এই যোগ রাত্রি ৬.৪০ গতে ৮.৫৭-র মধ্যে। এবং রাত ১১.১৪ গতে রাত ২.১৮-র মধ্যে।
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমৃতযোগ সকাল ৭.০১-এর মধ্যে। ফের ১০-২২ গতে ১২.৫৩ মধ্যে। ফের এই যোগ রাত্রি ৬.৪০ গতে ৮.৫৭-র মধ্যে। এবং রাত ১১.১৪ গতে রাত ২.১৮-র মধ্যে।

 

দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী মাহেন্দ্রযোগ দুপুর ৩.২৪ গতে বিকেল ৫.০৪ মধ্যে। বারবেলা সকাল ৬.৫৫ গতে ৮.২৯-এর মধ্যে। এবং ২.৪৭ গতে বিকেল ৪.২২-এর মধ্যে।
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী মাহেন্দ্রযোগ দুপুর ৩.২৪ গতে বিকেল ৫.০৪ মধ্যে। বারবেলা সকাল ৬.৫৫ গতে ৮.২৯-এর মধ্যে। এবং ২.৪৭ গতে বিকেল ৪.২২-এর মধ্যে।

 

অন্য পঞ্জিকা অনুযায়ী, অমৃতযোগ সকাল ৬.৫৯-এর মধ্যে এবং ১০-২২ গতে ১২-৫৪ মধ্যে। ফের রাত্রি ৬.৪৩ গতে ৮.৫৯-এর মধ্যে এবং ১১.১৫ গতে ২.০৬-এর মধ্যে।
অন্য পঞ্জিকা অনুযায়ী, অমৃতযোগ সকাল ৬.৫৯-এর মধ্যে এবং ১০-২২ গতে ১২-৫৪ মধ্যে। ফের রাত্রি ৬.৪৩ গতে ৮.৫৯-এর মধ্যে এবং ১১.১৫ গতে ২.০৬-এর মধ্যে।

 

অন্য পঞ্জিকা অনুযায়ী, মাহেন্দ্রযোগ দুপুর ৩.২৬ গতে ৫.০৭-এর মধ্যে। বারবেলা পড়েছে দুপুর ২.৪৮ গতে বিকেল ৪.২৩-এর মধ্যে।
অন্য পঞ্জিকা অনুযায়ী, মাহেন্দ্রযোগ দুপুর ৩.২৬ গতে ৫.০৭-এর মধ্যে। বারবেলা পড়েছে দুপুর ২.৪৮ গতে বিকেল ৪.২৩-এর মধ্যে।

Bank Holiday: আজ ব্যাঙ্ক খোলা আছে না কি বন্ধ? দেখে নিন RBI-এর তালিকা

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মদিন। এ বছর জন্মাষ্টমী পড়ছে আগামী সোমবার অর্থাৎ ২৬ অগাস্ট। অনেকে একে গোপাষ্টমী বা গোকুলাষ্টমীও বলেন। শ্রী কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলে মানা হয়। তাই এই দিনে আড়ম্বরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তরা।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মদিন। এ বছর জন্মাষ্টমী পড়ছে আগামী সোমবার অর্থাৎ ২৬ অগাস্ট। অনেকে একে গোপাষ্টমী বা গোকুলাষ্টমীও বলেন। শ্রী কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলে মানা হয়। তাই এই দিনে আড়ম্বরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তরা।
জন্মাষ্টমীর দিন স্কুল, কলেজ এবং অধিকাংশ সরকারি অফিসে ছুটি থাকে। এই পরিস্থিতিতে অনেকের মনের প্রশ্ন জাগে, এই দিন ব্যাঙ্কে ছুটি থাকবে কি না? আরবিআই জানিয়েছে, সোমবার কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে। কিছু রাজ্যে থাকবে ছুটি।
জন্মাষ্টমীর দিন স্কুল, কলেজ এবং অধিকাংশ সরকারি অফিসে ছুটি থাকে। এই পরিস্থিতিতে অনেকের মনের প্রশ্ন জাগে, এই দিন ব্যাঙ্কে ছুটি থাকবে কি না? আরবিআই জানিয়েছে, সোমবার কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে। কিছু রাজ্যে থাকবে ছুটি।
জন্মাষ্টমীর দিন এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে: আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, কেরল, নাগাল্যান্ড, নয়াদিল্লি এবং গোয়াতে সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে।
জন্মাষ্টমীর দিন এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে: আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, কেরল, নাগাল্যান্ড, নয়াদিল্লি এবং গোয়াতে সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে।
জন্মাষ্টমীর দিন এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে: জন্মাষ্টমীর দিন গুজরাত, ওড়িশা, চণ্ডীগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয় এবং হিমাচল প্রদেশে ছুটি থাকবে।
জন্মাষ্টমীর দিন এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে: জন্মাষ্টমীর দিন গুজরাত, ওড়িশা, চণ্ডীগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয় এবং হিমাচল প্রদেশে ছুটি থাকবে।
এই রাজ্যগুলিতে জন্মাষ্টমীর দিন ব্যাঙ্ক থাকার কারণে টানা তিনদিন ছুটি পেয়েছেন কর্মীরা। কারণ মাসের চতুর্থ শনিবারের ছুটি ছিল। তার পর দিন রবিবারের ছুটি। আর সোমবার জন্মাষ্টমীর ছুটি। ফলে টানা তিনদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। সমস্ত কাজ ফের শুরু হবে মঙ্গলবার থেকে।
এই রাজ্যগুলিতে জন্মাষ্টমীর দিন ব্যাঙ্ক থাকার কারণে টানা তিনদিন ছুটি পেয়েছেন কর্মীরা। কারণ মাসের চতুর্থ শনিবারের ছুটি ছিল। তার পর দিন রবিবারের ছুটি। আর সোমবার জন্মাষ্টমীর ছুটি। ফলে টানা তিনদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। সমস্ত কাজ ফের শুরু হবে মঙ্গলবার থেকে।
ব্যাঙ্কের সমস্ত কাজ চলবে অনলাইনে: টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। তবে এখন অনলাইনের যুগ। তাই ব্যাঙ্ক বন্ধ থাকলেও ঘরে বসেই ব্যাঙ্কের সব কাজ করতে পারবেন গ্রাহকরা।
ব্যাঙ্কের সমস্ত কাজ চলবে অনলাইনে: টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। তবে এখন অনলাইনের যুগ। তাই ব্যাঙ্ক বন্ধ থাকলেও ঘরে বসেই ব্যাঙ্কের সব কাজ করতে পারবেন গ্রাহকরা।
এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে। ছুটির দিনে নগদ তোলার জন্য খোলা থাকবে এটিএমও। ফলে লেনদেনে কোনও অসুবিধা হবে না। তাছাড়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এবং এসএমএস ব্যাঙ্কিংও চালু থাকবে। তবে কোনও কাজে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়লে মঙ্গলবারের জন্য অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে। ছুটির দিনে নগদ তোলার জন্য খোলা থাকবে এটিএমও। ফলে লেনদেনে কোনও অসুবিধা হবে না। তাছাড়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং এবং এসএমএস ব্যাঙ্কিংও চালু থাকবে। তবে কোনও কাজে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়লে মঙ্গলবারের জন্য অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

Tips to buy Ripe Palm: তালের বড়া ছাড়া আজ জন্মাষ্টমীর আয়োজন অসম্পূর্ণ, বাজার থেকে ভাল পাকা তাল কেনার টিপস জানুন, একটুও তিতকুটে হবে না স্বাদ

সোমবার জন্মাষ্টমী৷ দেশজুড়ে পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি৷ জন্মাষ্টমীর পুজো এবং আয়োজন তালের বড়া, তালক্ষীর, তালের পাটিসাপটা-সহ নানা পদ ছাড়া অসম্পূর্ণ৷
সোমবার জন্মাষ্টমী৷ দেশজুড়ে পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি৷ জন্মাষ্টমীর পুজো এবং আয়োজন তালের বড়া, তালক্ষীর, তালের পাটিসাপটা-সহ নানা পদ ছাড়া অসম্পূর্ণ৷

 

কিন্তু তাল ভাল না হলে সব রান্নাই মাটি। তাই সবার আগে বাজার থেকে ভাল তাল কিনতে হবে। তালের তিতকুটে স্বাদ হলে সব রান্নার স্বাদই মাঠে মারা যাবে।
কিন্তু তাল ভাল না হলে সব রান্নাই মাটি। তাই সবার আগে বাজার থেকে ভাল তাল কিনতে হবে। তালের তিতকুটে স্বাদ হলে সব রান্নার স্বাদই মাঠে মারা যাবে।

 

বাজার থেকে ভাল তাল কেনার কিছু টিপস আছে। সেগুলি জেনে নিন। মিশমিশে কালো তাল খুব মিষ্টি হয়। তাই ঘোর কালো রঙের তাল কিনুন।
বাজার থেকে ভাল তাল কেনার কিছু টিপস আছে। সেগুলি জেনে নিন। মিশমিশে কালো তাল খুব মিষ্টি হয়। তাই ঘোর কালো রঙের তাল কিনুন।

 

তালের গা অমসৃণ বা খসখসে হবে। কালো রঙের গায়ে হাল্কা সাদা সাদা লম্বা দাগ থাকবে। তালের রং কালো না হলে, গা যদি খুব মসৃণ হয় তাহলে কিন্তু সেই তালের স্বাদ তিতো হবে।
তালের গা অমসৃণ বা খসখসে হবে। কালো রঙের গায়ে হাল্কা সাদা সাদা লম্বা দাগ থাকবে। তালের রং কালো না হলে, গা যদি খুব মসৃণ হয় তাহলে কিন্তু সেই তালের স্বাদ তিতো হবে।

 

তালের পিছন দিকে দেখবেন সোনালি, গেরুয়া বা কমলা রং আছে কিনা। যদি থাকে, তাহলে সেই তালের স্বাদ ভাল হওয়ার কথা।
তালের পিছন দিকে দেখবেন সোনালি, গেরুয়া বা কমলা রং আছে কিনা। যদি থাকে, তাহলে সেই তালের স্বাদ ভাল হওয়ার কথা।

 

বাজার থেকে আস্ত তাল কিনুন। ফাটা তাল কিনবেন না। নিটোল গোল আকার দেখে পাকা তাল কিনে আনুন।
বাজার থেকে আস্ত তাল কিনুন। ফাটা তাল কিনবেন না। নিটোল গোল আকার দেখে পাকা তাল কিনে আনুন।

Krishna Janmashtami 2024: কৃষ্ণের ৫২৫১-তম জন্মদিনে বিরল রাজযোগ, ‘এই’ ৪৫ মিনিটের মধ্যে পুজো করলেই কপাল ফিরবে, জন্মাষ্টমীতে এই প্রথমবার ঘটছে অবিশ্বাস্য দুর্লভ ঘটনা…!

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব সারা দেশ জুড়ে পালিত হচ্ছে৷ আজ সোমবার, ২৬ অগাস্ট অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। জ্যোতিষীর মতে, এবার কৃষ্ণের ৫২৫১-তম জন্মদিন জন্মাষ্টমীতে দ্বাপরের মতো কাকতালীয়ভাবে পালিত হবে। এই শুভ কাকতালীয় ৪৫ মিনিট স্থায়ী হবে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব সারা দেশ জুড়ে পালিত হচ্ছে৷ আজ সোমবার, ২৬ অগাস্ট অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। জ্যোতিষীর মতে, এবার কৃষ্ণের ৫২৫১-তম জন্মদিন জন্মাষ্টমীতে দ্বাপরের মতো কাকতালীয়ভাবে পালিত হবে। এই শুভ কাকতালীয় ৪৫ মিনিট স্থায়ী হবে।
 ২৬ আগস্ট মধ্যরাতে ১২টা ০১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই সন্ধিক্ষণে পুজো করলে ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ হবে। ২০২৪ সালের কৃষ্ণ জন্মাষ্টমীতে কোন যোগ তৈরি হচ্ছে? শুভ সময় কখন? কোন যুগে এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল? প্রতাপ বিহার গাজিয়াবাদের জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন৷
২৬ আগস্ট মধ্যরাতে ১২টা ০১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই সন্ধিক্ষণে পুজো করলে ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ হবে। ২০২৪ সালের কৃষ্ণ জন্মাষ্টমীতে কোন যোগ তৈরি হচ্ছে? শুভ সময় কখন? কোন যুগে এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল? প্রতাপ বিহার গাজিয়াবাদের জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ রাকেশ চতুর্বেদী এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন৷
জ্যোতিষী বলছেন, এবার জন্মাষ্টমীতে বৃহস্পতি চন্দ্র ও বৃষ রাশির মিলনে গজকেশরী যোগ তৈরি করছে। এই যোগ অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে জয়ন্তী যোগ, বাব করণ, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্রের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের সংমিশ্রণ কৃষ্ণ জন্মাষ্টমীকে আরও বিশেষ করে তুলছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় একই রকম কাকতালীয় ঘটনা ঘটেছিল।
জ্যোতিষী বলছেন, এবার জন্মাষ্টমীতে বৃহস্পতি চন্দ্র ও বৃষ রাশির মিলনে গজকেশরী যোগ তৈরি করছে। এই যোগ অত্যন্ত শুভ। এমন পরিস্থিতিতে জয়ন্তী যোগ, বাব করণ, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্রের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের সংমিশ্রণ কৃষ্ণ জন্মাষ্টমীকে আরও বিশেষ করে তুলছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় একই রকম কাকতালীয় ঘটনা ঘটেছিল।
২৬ শে অগাস্ট সোমবার সপ্তমী তিথি রাত ৮:২০ মিনিটে শেষ হবে এবং অষ্টমী তিথি শুরু হবে এবং একই দিনে রোহিণী নক্ষত্র শুরু হবে। এভাবে অষ্টমী তিথি-রোহিণী নক্ষত্রে জয়ন্তী যোগ সৃষ্টি হচ্ছে।
২৬ শে অগাস্ট সোমবার সপ্তমী তিথি রাত ৮:২০ মিনিটে শেষ হবে এবং অষ্টমী তিথি শুরু হবে এবং একই দিনে রোহিণী নক্ষত্র শুরু হবে। এভাবে অষ্টমী তিথি-রোহিণী নক্ষত্রে জয়ন্তী যোগ সৃষ্টি হচ্ছে।
জ্যোতিষীর মতে, ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে বৃষ রাশির চন্দ্রে গভীর রাতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এ বছরও ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র ও বৃষ রাশিতে চন্দ্র রয়েছে।
জ্যোতিষীর মতে, ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে বৃষ রাশির চন্দ্রে গভীর রাতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এ বছরও ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র ও বৃষ রাশিতে চন্দ্র রয়েছে।
 এই কারণে আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ গঠিত হয়েছে। জয়ন্তী যোগ ছাড়াও, সর্বার্থ সিদ্ধি যোগ জন্মাষ্টমীতে গঠিত হয়। সর্বার্থ সিদ্ধি যোগ আগামীকাল বিকাল ৩:৫৫ থেকে ৫:৫৭ পর্যন্ত থাকবে।
এই কারণে আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ গঠিত হয়েছে। জয়ন্তী যোগ ছাড়াও, সর্বার্থ সিদ্ধি যোগ জন্মাষ্টমীতে গঠিত হয়। সর্বার্থ সিদ্ধি যোগ আগামীকাল বিকাল ৩:৫৫ থেকে ৫:৫৭ পর্যন্ত থাকবে।
জ্যোতিষী রাকেশ চতুর্বেদী জানিয়েছেন,  এ বছরও জন্মাষ্টমীর দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। এইভাবে, এই জন্মাষ্টমীতে ভগবান শ্রী কৃষ্ণ ৫২৫০ বছর পূর্ণ করে ৫২৫১-তম বছরে পদার্পণ করবেন।
জ্যোতিষী রাকেশ চতুর্বেদী জানিয়েছেন, এ বছরও জন্মাষ্টমীর দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। এইভাবে, এই জন্মাষ্টমীতে ভগবান শ্রী কৃষ্ণ ৫২৫০ বছর পূর্ণ করে ৫২৫১-তম বছরে পদার্পণ করবেন।

Janmashtami 2024: জন্মাষ্টমীতে বিরলের চেয়েও অতি বিরল যোগ! আজ ঠিক এই সময়ে করুন কৃষ্ণের পুজো, জীবনে সুখ-সমৃদ্ধির বন্যা

*ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের- জন্মোৎসব পালিত হয়। এ বছর তা পালিত হচ্ছে আজ ২৬ এবং আগামিকাল ২৭ অগাস্ট। আজ কৃষ্ণের ৫২৫১তম জন্মবার্ষিকী।
*ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের- জন্মোৎসব পালিত হয়। এ বছর তা পালিত হচ্ছে আজ ২৬ এবং আগামিকাল ২৭ অগাস্ট। আজ কৃষ্ণের ৫২৫১তম জন্মবার্ষিকী।
*বিশেষজ্ঞদের মতে, যারা গৃহস্থের ধর্ম পালন করেন তারা আজ জন্মাষ্টমী পালন করছেন। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ অবশ্য ২৭ অগাস্ট পালন করবেন।
*বিশেষজ্ঞদের মতে, যারা গৃহস্থের ধর্ম পালন করেন তারা আজ জন্মাষ্টমী পালন করছেন। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ অবশ্য ২৭ অগাস্ট পালন করবেন।
*এবারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী ২৬ অগাস্ট ভোর ৩.৩৯ মিনিট থেকে ২৭ অগাস্ট রাত ২টো ১৯ মিনিট পর্যন্ত থাকছে। গৃহস্থ লোকেরা ২৬ অগাস্ট জন্মাষ্টমী উদযাপন করবে। এই দিনে শ্রী কৃষ্ণের আরাধনার শুভ সময় হবে মধ্যরাত্রি  ১২টা থেকে ১২.৪৪ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে, শ্রী কৃষ্ণের জন্ম হবে এবং তার জন্মোৎসব পালিত হবে।
*এবারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী ২৬ অগাস্ট ভোর ৩.৩৯ মিনিট থেকে ২৭ অগাস্ট রাত ২টো ১৯ মিনিট পর্যন্ত থাকছে। গৃহস্থ লোকেরা ২৬ অগাস্ট জন্মাষ্টমী উদযাপন করবে। এই দিনে শ্রী কৃষ্ণের আরাধনার শুভ সময় হবে মধ্যরাত্রি  ১২টা থেকে ১২.৪৪ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে, শ্রী কৃষ্ণের জন্ম হবে এবং তার জন্মোৎসব পালিত হবে।
*জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর ব্রত বা উপাসনার সংকল্প নিন। সারাদিন জলাহার ও ফলাহার  করুন, সাত্ত্বিক থাকুন। মধ্যরাতে একটি শুভ সময়ে, একটি পাত্রে ভগবান কৃষ্ণের একটি ধাতব মূর্তি রাখুন এবং স্নান করান। প্রথমে দুধ, তারপর দই, তারপর মধু, এরপর চিনি এবং সবশেষে ঘি দিয়ে স্নান করান, একে পঞ্চামৃত স্নান বলে।
*জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর ব্রত বা উপাসনার সংকল্প নিন। সারাদিন জলাহার ও ফলাহার  করুন, সাত্ত্বিক থাকুন। মধ্যরাতে একটি শুভ সময়ে, একটি পাত্রে ভগবান কৃষ্ণের একটি ধাতব মূর্তি রাখুন এবং স্নান করান। প্রথমে দুধ, তারপর দই, তারপর মধু, এরপর চিনি এবং সবশেষে ঘি দিয়ে স্নান করান, একে পঞ্চামৃত স্নান বলে।
*ঠাকুরের স্নান সম্পন্ন হলে তাঁকে জল দিয়ে স্নান করান। মনে রাখবেন দুধ, দই, মধু, চিনি এবং ঘি...সবই শঙ্খের মধ্যে রেখে নিবেদন করতে হবে। এরপর পীতাম্বর, ফুল ও প্রসাদ নিবেদন করুন। এর পর দোলনায় বসিয়ে দোল দিন।
*ঠাকুরের স্নান সম্পন্ন হলে তাঁকে জল দিয়ে স্নান করান। মনে রাখবেন দুধ, দই, মধু, চিনি এবং ঘি…সবই শঙ্খের মধ্যে রেখে নিবেদন করতে হবে। এরপর পীতাম্বর, ফুল ও প্রসাদ নিবেদন করুন। এর পর দোলনায় বসিয়ে দোল দিন।
*ঈশ্বরের কাছে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য অনুরোধ করুন। এর পরে, আপনি "হরে কৃষ্ণ" মহামন্ত্রও জপ করতে পারেন। জীবনে প্রেম এবং সুখের জন্য "মধুরাষ্টক" পাঠ করুন। শ্রী কৃষ্ণকে গুরুরূপে পেতে হলে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করুন।
*ঈশ্বরের কাছে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য অনুরোধ করুন। এর পরে, আপনি “হরে কৃষ্ণ” মহামন্ত্রও জপ করতে পারেন। জীবনে প্রেম এবং সুখের জন্য “মধুরাষ্টক” পাঠ করুন। শ্রী কৃষ্ণকে গুরুরূপে পেতে হলে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করুন।
*কৃষ্ণ জন্মাষ্টমীর দিন মন্দিরে এবং বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। এই দিনে ব্রত রাখুন এবং মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন অর্পণ করুন। মন্দিরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে ভজন, কীর্তন এবং নাটক।
*কৃষ্ণ জন্মাষ্টমীর দিন মন্দিরে এবং বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। এই দিনে ব্রত রাখুন এবং মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন অর্পণ করুন। মন্দিরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে ভজন, কীর্তন এবং নাটক।
*এ দিন ফুল ও মালা দিয়ে ভগবান কৃষ্ণের মূর্তি সাজান। ভগবান কৃষ্ণকে তার প্রিয় যেমন মাখন, চিনি মিছরি এবং ফলগুলি অর্পণ করুন।
*এ দিন ফুল ও মালা দিয়ে ভগবান কৃষ্ণের মূর্তি সাজান। ভগবান কৃষ্ণকে তার প্রিয় যেমন মাখন, চিনি মিছরি এবং ফলগুলি অর্পণ করুন।

Krishna Janmashtami 2024: ৩০ বছর পর জন্মাষ্টমীতে ঘটছে বিরল কাকতালীয় ঘটনা…! দুর্লভ রাজযোগে করুন ‘এই’ কাজ, গোপালের কৃপায় ভাগ্যের বিরাট বদল, ধন-সম্পত্তি-সাফল্য তুঙ্গে

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। এবছর একটি বিরল কাকতালীয়ভাবে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হবে৷
প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। এবছর একটি বিরল কাকতালীয়ভাবে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হবে৷
জ্যোতিষশাস্ত্র অনুসারে, অনাদিকাল থেকে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মবার্ষিকী শুধুমাত্র দেশেই নয়, বিদেশে বসবাসকারী সনাতন ধর্মের লোকেরাও অত্যন্ত আড়ম্বর ও উৎসাহের সঙ্গে পালন করে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, অনাদিকাল থেকে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মবার্ষিকী শুধুমাত্র দেশেই নয়, বিদেশে বসবাসকারী সনাতন ধর্মের লোকেরাও অত্যন্ত আড়ম্বর ও উৎসাহের সঙ্গে পালন করে।
২০২৪ সালে একটি বিরল কাকতালীয়ভাবে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অষ্টমী তিথি শুরু হবে ২৬ অগাস্ট সকাল থেকে। দ্বাপর যুগে কৃষ্ণের জন্মের সময় যে নক্ষত্র ও যোগ গঠিত হয়েছিল, এ বছর কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হবে।
২০২৪ সালে একটি বিরল কাকতালীয়ভাবে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অষ্টমী তিথি শুরু হবে ২৬ অগাস্ট সকাল থেকে। দ্বাপর যুগে কৃষ্ণের জন্মের সময় যে নক্ষত্র ও যোগ গঠিত হয়েছিল, এ বছর কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হবে।
হরিদ্বারের পণ্ডিত জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ সময় সম্পর্কে  জানান যে কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জন্য, কৃষ্ণ ভক্তরা তাদের প্রস্তুতি মাস কয়েক আগে থেকেই শুরু করে।
হরিদ্বারের পণ্ডিত জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ সময় সম্পর্কে জানান যে কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জন্য, কৃষ্ণ ভক্তরা তাদের প্রস্তুতি মাস কয়েক আগে থেকেই শুরু করে।
সোমবার,২৬ অগাস্ট অষ্টমী তিথি সকাল ৮:২১  থেকে শুরু হবে, যা পরের দিন সকাল ৬:৩৪ পর্যন্ত চলবে। এরপর নবমী তিথি আসবে। জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেন, এ বছর কৃষ্ণ জন্মাষ্টমী রোহিণী যোগ ও জয়ন্তী যোগে পালিত হবে।
সোমবার,২৬ অগাস্ট অষ্টমী তিথি সকাল ৮:২১ থেকে শুরু হবে, যা পরের দিন সকাল ৬:৩৪ পর্যন্ত চলবে। এরপর নবমী তিথি আসবে। জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেন, এ বছর কৃষ্ণ জন্মাষ্টমী রোহিণী যোগ ও জয়ন্তী যোগে পালিত হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, উভয় যোগই বিরল এবং উৎকৃষ্ট। দ্বাপর যুগে, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তখন একই বিরল এবং চমৎকার যোগ উপস্থিত ছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে,ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, উভয় যোগই বিরল এবং উৎকৃষ্ট। দ্বাপর যুগে, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তখন একই বিরল এবং চমৎকার যোগ উপস্থিত ছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে,ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে।
কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ হল একটি বিশেষ ধরণের যোগ যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়ে গেলে গঠিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাজযোগ ও গুরু চন্দ্র মিলনের কারণে গজকেশরী যোগও তৈরি হচ্ছে।
কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ হল একটি বিশেষ ধরণের যোগ যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়ে গেলে গঠিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাজযোগ ও গুরু চন্দ্র মিলনের কারণে গজকেশরী যোগও তৈরি হচ্ছে।
জন্মাষ্টমীর দিন কারোর নামে সমালোচনা করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দিনটি ঈশ্বরকে স্মরণ করে কাটান এবং যতটা সম্ভব ভগবান কৃষ্ণের প্রতি মনোনিবেশ করুন।
জন্মাষ্টমীর দিন কারোর নামে সমালোচনা করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দিনটি ঈশ্বরকে স্মরণ করে কাটান এবং যতটা সম্ভব ভগবান কৃষ্ণের প্রতি মনোনিবেশ করুন।

Janmashtami 2024: সাবধান…! জন্মাষ্টমীতে রাত ১২টায় ভুলেও করবেন না ‘এই’ কাজ, শ্রীকৃষ্ণ রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, উপবাসের আগে জানুন নিয়ম

ভগবান কৃষ্ণের আবির্ভাব দিবসের উৎসব অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী এবার ২৬ অগাস্ট সোমবার খুব আড়ম্বরে পালিত হয়। হিন্দু ধর্মে এটিই একমাত্র উৎসব যা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশু রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই ভক্তরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করেন।
ভগবান কৃষ্ণের আবির্ভাব দিবসের উৎসব অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী এবার ২৬ অগাস্ট সোমবার খুব আড়ম্বরে পালিত হয়। হিন্দু ধর্মে এটিই একমাত্র উৎসব যা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশু রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই ভক্তরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করেন।
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ  সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷
বিশ্বাস অনুসারে, এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীরা এই দিনে উপবাস রাখেন এবং সারাদিন উপবাস করে ভগবান শ্রী কৃষ্ণের পূজা করেন। রাত ১২:০০ টায় প্রভুর জন্ম হলেই উপবাস ভঙ্গ হয়।
বিশ্বাস অনুসারে, এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীরা এই দিনে উপবাস রাখেন এবং সারাদিন উপবাস করে ভগবান শ্রী কৃষ্ণের পূজা করেন। রাত ১২:০০ টায় প্রভুর জন্ম হলেই উপবাস ভঙ্গ হয়।
পণ্ডিত হরিমোহন শর্মা যদি এই দিনে ভক্তি সহকারে ভগবান শ্রী কৃষ্ণকে খুশি করতে চান তবে উপবাসের পাশাপাশি নাম জপ করুন।
পণ্ডিত হরিমোহন শর্মা যদি এই দিনে ভক্তি সহকারে ভগবান শ্রী কৃষ্ণকে খুশি করতে চান তবে উপবাসের পাশাপাশি নাম জপ করুন।
জন্মাষ্টমীর দিন কারোর নামে সমালোচনা করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দিনটি ঈশ্বরকে স্মরণ করে কাটান এবং যতটা সম্ভব ভগবান কৃষ্ণের প্রতি মনোনিবেশ করুন।
জন্মাষ্টমীর দিন কারোর নামে সমালোচনা করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দিনটি ঈশ্বরকে স্মরণ করে কাটান এবং যতটা সম্ভব ভগবান কৃষ্ণের প্রতি মনোনিবেশ করুন।
ভগবান শ্রী কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় চাঁদ বৃষ রাশিতে বসেছিলেন। একই রকম কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এ বছরও জন্মাষ্টমীর দিনে। এবছর জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। গোপালের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ হবে৷
ভগবান শ্রী কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় চাঁদ বৃষ রাশিতে বসেছিলেন। একই রকম কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এ বছরও জন্মাষ্টমীর দিনে। এবছর জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। গোপালের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ হবে৷