Tag Archives: Justice Abhijit Gangopadhyay

Lok Sabha Election 2024: অভিজিতের সমর্থনে প্রচারে আসছেন মোদি, তমলুকে ঝড় তুলতে চায় বিজেপি

পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। ২০ তারিখ পঞ্চম দফার ভোটগ্রহণ। আর ২৫ মে ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন কাঁথি ও তমলুকে ভোট গ্রহণ হবে। সেই উপলক্ষে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে হলদিয়ার হলিপ্যাড ময়দানে বিজয় সংকল্প সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির বিজয় সংকল্প সভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের সামনে বড় টার্গেট বেঁধে দিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা তথা ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: পুলিশের ঘরণী নার্স, বিবাহ বার্ষিকীকে স্মরণীয় করতে জুটিতে যা কাণ্ডটা করলেন…

লোকসভা ভোটের প্রচারে এর আগেও রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ মে ব্যারাকপুর, উলুবেড়িয়া, আরামবাগ ও হুগলি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করে গিয়েছেন তিনি। ১২ মে-র পর আবারও মাসের ২০ তারিখ দলীয় প্রার্থীর সমর্থনে রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী।

বুধবার সন্ধেয় হলদিয়ার চৈতন্যপুর থেকে একটি পথসভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, হলদিয়ার হালিপ্যাড ময়দানে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি নামবেন দুপুর আড়াইটার সময়। আমরা সবাই দুপুর একটা থেকে উপস্থিত থাকব। আর ওই সভায় তিন লক্ষ মানুষের জমায়েত হবে। দেশের প্রধানমন্ত্রী আসছেন এটুকুই মানুষের জমায়েতের জন্য যথেষ্ট। মোদি আছে তাই সব মুশকিল আসান। তমলুকের দলীয় প্রার্থীর সমর্থনই চৈতন্যপুরের ওই পথসভা থেকে রাজ্যের শাসকদলেরকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

সৈকত শী

Bjp Candidate Abhijit Ganguly: নিশানায় দেবাংশু নয়, তাহলে? অভিজিতের অন্য ‘প্ল্যানে’ খেলা ঘুরবে তমলুকে?

তমলুক: লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্র। সম্প্রতি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপি থেকে মনোনীত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম ঘোষণার পর তিনি তমলুকে আসেন। আর সেখানে লোকসভা ভোটের প্রচারে ব্যক্তিগত আক্রমণে যেতে নারাজ তিনি।

২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী ও অন্যান্য দল তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন।রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঘোষণা করেছে এবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বামেদের হয়ে এবারে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে লড়ছেন হাইকোর্টের আইনজীবী তথা বামেদের যুব সারির নেতা সায়ন ব্যানার্জি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যকে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের মহাপ্রভূ মন্দিরে পুজো দিতে আসেন।

প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই প্রচারে ঝড় তুলতে মরিয়া সব দলই। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। ২৬ মার্চ বিকেলে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই তিনি মন্তব্য করেন লোকসভার নির্বাচনের এই উৎসবে কোনও ব্যক্তিগত আক্রমণ না রাজনৈতিক ইস্যুতেই ভোটের প্রচার হোক। রাজনৈতিক মান বজায় থাকুক।

প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনও রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। আগে থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ভেসে উঠেছিল। আর তাতে সিলমোহর পড়তেই তমলুকে মহাপ্রভু মন্দিরে পুজো দিলেন তিনি।

Abhijit Ganguly BJP Candidate: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা: বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তার সঙ্গে সঙ্গেই গত কয়েকদিন ধরে তৈরি হওয়া জল্পনাতেই কার্যত পড়ল সিলমোহর। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিজেপির হয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি মাসেই কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। যোগ দেন বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলিগুড়ির জনসভার মঞ্চেও দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

এ মাসেই বিচারপতি পদ থেকে সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তমলুকের বিভিন্ন জায়গায় তাঁর নামে শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনাই সত্যি হল।

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ভুঁড়ি কমানোর পরামর্শ, কাকে ফিট থাকতে বললেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ?

ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণার আগেই নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের হরিপুরে দেওয়াল লিখনও শুরু হয়। রবিবার প্রার্থীতালিকায় সবটাই স্পষ্ট করে দিল বিজেপি। তমলুকে বিজেপির পার্থী প্রাক্তন বিচারপতি। প্রতিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য।