Tag Archives: kanchan mallick

Kanchan Mullick gets Slammed on RG Kar Issue: ‘একেবারে অচেনা হয়ে গেলি’…কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা

কলকাতা: ইন্ডাস্ট্রির অন্দরে এবং বাইরে লাগাতার চরম নিন্দার মুখে কা‍ঞ্চন মল্লিক। সোমবার রাতেই ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন বটে অভিনেতা তথা বিধায়ক। কিন্তু তাতে ছবিটা বদলায়নি। তাঁর সহ-অভিনেতাদের নিশানায় এখনও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তাঁর ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি খুঁজে পেয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কা‍ঞ্চন প্রশ্ন করেছিলেন, আরজি কর কাণ্ডে যে ডাক্তাররা আন্দোলন করছেন তাঁরা সরকারের কাছ থেকে বেতন এবং পুজোর বোনাস নেবেন তো? যাঁরা সরকারি উপাধি ও পুরস্কার পেয়েছেন তাঁদেরও ছাড়েননি কাঞ্চন। ভিডিওতে প্রশ্ন তুলেছিলেন, তাঁরা সে সব ফিরিয়ে দেবেন তো? এর পরই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের পোস্টে মনে করিয়ে দেন যে সরকারি বেতন বা যে কোনও পারিশ্রমিকই হয় করদাতাদের করের টাকায়। দিনভর নিন্দিত হয়ে কাঞ্চন অবশেষে নতিস্বীকার করেন। ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেন, তিনি ধর্নামঞ্চে কিছু মন্তব্য করে ফেলেছেন। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।

 

ভিডিওতে কাঞ্চন জানান তাঁর বাড়িতেও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দেন তিনি। কিন্তু তাঁর ধৈর্যচ্যুতির কারণ অন্যত্র। বলেন, তাঁর ভ্রাতৃসম এক বন্ধুর মা মৃতপ্রায় ছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণে।

 

কা‍ঞ্চনের অভিযোগ, ডাক্তারদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। সে দিনই তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তবে কা‍ঞ্চন এও সংযোজন করেন যে ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা নিয়ে কোনও খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। সকলে অশান্ত পরিস্থিতির চাপে। তিনিও আন্তরিক ভাবে ন্যায়বিচার চাইছেন নিহত তরুণী ডাক্তারের জন্য। ভিডিওর শেষে তিনি ফের সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।

আরও পড়ুন : যৌন লাঞ্ছনা থেকে নৃশংস নারীঘাতক–বার বার মেয়েদের উপর হওয়া অপরাধের প্রতিবাদের হাতিয়ার ‘রিক্লেম দ্য নাইট’

কা‍ঞ্চনের এই মন্তব্যেই রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি! একেবারে অচেনা হয়ে গেলি!’ চেনা বন্ধুর কাছ থেকে এহেন মন্তব্য পেয়ে বাকরুদ্ধ সুদীপ্তা চক্রবর্তী। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী Kanchan Mullick, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব,বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।’

Dev ৷৷ Kanchan Mullick: গাড়ি থেকে নামিয়েছিলেন কল্যাণ, সেই কাঞ্চনকে নিয়ে প্রচারে দেব! দেখুন ভিডিও

কয়েকদিন আগেই স্থানীয় মহিলাদের বিরূপ প্রতিক্রিয়ার অজুহাতে দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিককে নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে, কাঞ্চন যে এলাকার বিধায়ক, সেই উত্তরপাড়াও পড়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই৷ দলের বিধায়ককে নিয়ে কল্যাণের এই আচরণে তৃণমূলের অন্দরেই বিতর্ক তৈরি হয়৷ যদিও যে কাঞ্চন মল্লিককে নিয়ে আপত্তি ছিল কল্যাণের, তাঁকেই নিজের প্রচারে ডেকে নিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ এ দিন ঘাটালে দেবের সঙ্গে প্রচারে অংশ নেন কাঞ্চন৷ দেব আগের থেকেও বেশি ভোটে জয়ী হবেন বলে দাবিও করেছেন কাঞ্চন৷

Kalyan Banerjee-Kanchan Mallick: কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ! কারণ বললেন, ‘মহিলারা ভাল ভাবে নিচ্ছেন না’!

রানা কর্মকার, কোন্নগর: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিককে। বৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারের কর্মসূচি ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রচারের শুরুতে হুডখোলা গাড়িতে কল্যাণের সঙ্গে কাঞ্চন মল্লিক ছিলেন। কাঞ্চনকে দেখে কল্যাণ গাড়ি থেকে নেমে যেতে বলেন বলে অভিযোগ। কারণ হিসেবে কল্যাণ বলেন, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তাঁর সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভাল ভাবে নিচ্ছে না। তাই তাকে আসতে বারণ করেছিলেন কল্যাণ। এরপর কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান।

পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ”উনি মনক্ষুণ্ণ হয়েছেন, কী হননি, আমি জানি না। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন, গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছে। আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছেন? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে। সেখানে তো করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না। কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য।”

আরও পড়ুন: SSC কাণ্ডের মধ্যেই প্রাথমিক নিয়োগ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! ৮৬৭ শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ

এ বিষয়ে কাঞ্চন মল্লিক কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি কলকাতা ফিরে গিয়েছেন বলে খবর তৃণমূল সূত্রের। প্রসঙ্গত, স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। যা নিয়ে উত্তরপাড়ায় তাঁর বিধানসভা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিনেতার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধিও, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলারা ভীষন রিয়্যাক্ট করছে। এই বিষয়ে তৃণমূল নেতা আচ্ছালাল যাদব ক্ষোভ প্রকাশ করে বলেন, ”একজন বিধায়ককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া ঠিক হয়নি। দল এটা ভালোভাবে মেনে নেবে না।”