Tag Archives: Kolkata News

শহর কলকাতার খবর (Kolkata News) ৷ প্রতিদিন শহরে কী কী ঘটছে, তার প্রতিনিয়ত আপডেট জানতে চোখ রাখুন নিউজ18 বাংলার (News18 Bangla) ওয়েবসাইটে ৷ আবহাওয়ার খবর থেকে শুরু করে রাজনীতি, খেলা, শিক্ষা সংক্রান্ত কলকাতার সব খবরই পাবেন এখানে ৷ দেশ-বিদেশে কী ঘটছে, জানার যেমন প্রয়োজন রয়েছে ৷ তেমনি নিজের শহর কলকাতার প্রতি মুহূর্তের আপডেট (Latest Kolkata News) জানাও অত্যন্ত প্রয়োজন ৷

রাজনীতির খবর থেকে শুরু করে শহরে কোথায় কী ঘটছে ৷ সব জানা যাবে এখানেই ৷ থাকছে আবহাওয়া, খেলা এবং ক্রাইম সংক্রান্ত খবরও ৷ কোনও খুনের ঘটনার রহস্যের কিনারা হল কী না, বাংলার রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কখন কী করছেন, সব জানতে অবশ্যই পড়তে হবে নিউজ18 বাংলার ওয়েবসাইট ৷

আভিজাত্য এবং বনেদিয়ানা বজায় রাখার সিংহভাগ আজও বজায় করে চলেছে উত্তর কলকাতা। এখানকার সাবেকি আমলের বাড়ি, ট্রাম, হাতে টানা রিকশা সব মিলিয়ে কোথায় যেন আস্ত কলকাতা শহরের গন্ধটা অনুভব করা যায় ৷ অপরদিকে দক্ষিণ কলকাতা বজায় রেখেছে আধুনিকতার ছোঁয়া। নিত্যনতুন সাজে কলকাতাকে সাজিয়ে তুলেছে। সব মিলিয়ে নতুন-পুরোনোর রঙে-ঢং-এ এবং সাবেকিয়ানা ও আধুনিকতার আভিজাত্য মেশানো স্মৃতিবিধুর কলকাতা আমাদের প্রাণের শহর তিলোত্তমা। এই শহরের সব খবর তাই না জানলেই নয় ৷ যা প্রতিনিয়ত পাওয়া যাবে নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷

Brigade Rally: একটা ঘটনাই আগাম বলে দিচ্ছে, বামেদের ব্রিগেড ‘হিট’! কী সেই ঘটনা? চমকে উঠবেন

সুন্দরবন, অনুপম সাহা: সুন্দরবন থেকে নৌকায় করে এসে ব্রিগ্রেডের উদ্দেশ্যে রওনা বামপন্থীদের। ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়ের জনসভা। আর সেই জনসভায় যোগদান দেওয়ার জন্য রাতের অন্ধকার থাকতে নৌকায় করে পাড়ি দিলেন সুন্দরবন এলাকার বামপন্থীরা। তারা নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দেবেন।

রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস, বসিরহাটের সরবেড়িয়ায় শাহাজান শেখের যে দুর্নীতি, সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কী বার্তা দেন মীনাক্ষী সহ বামফ্রন্টের নেতৃত্ব সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী বুথ স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করতে যাচ্ছেন সুন্দরবন এলাকার বামপন্থীরা।

আরও পড়ুন: বাংলাদেশের জনসংখ্যা কত? বেকারই বা কত? সংখ্যা শুনলে মাথায় হাত পড়ে যাবে

এদিকে, ঠান্ডা উপেক্ষা করেই DYFI এর ব্রিগেড সমাবেশে রাত থেকেই লোক যাওয়া শুরু হয় ঝাড়গ্রাম জেলা থেকে। সন্ধ্যার ট্রেনে
বেলপাহাড়ি ব্লক এবং সংলগ্ন এলাকার সদস্যরা রাতেই রওনা হয়ে যান কলকাতার উদ্দেশ্যে। নেতৃত্বের বক্তব্য এবারে সমাবেশে ঝাড়গ্রাম থেকে কয়েক হাজার ছাত্র যুব যোগ দেবে ব্রিগেডে। ঝাড়গ্রাম জেলা থেকে ১৯ টি বাস, ২২ টি পিক আপ ভ্যান এবং আরও ছোট গাড়ি ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।

আরও পড়ুন: বাংলাদেশে আজ ভোট, কত আসনে? সরকার গঠনেই বা কত সিট প্রয়োজন? হাসিনার বড় চ্যালেঞ্জ

সন্ধ্যার লোকাল থেকে সকাল বেলা স্টিল এক্সপ্রেস পর্যন্ত সারা রাত এবং সকাল মিলে প্রায় পাঁচটি ট্রেনেও কর্মীরা রওনা হবেন ব্রিগেডের উদ্দেশ্যে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমাবেশে এত লোক এই প্রথম। ঝাড়গ্রাম স্টেশনে মিছিল করে তার রওনা দেন। বাম কর্মীদের ব্রিগেডকে ঘিরে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

Kolkata Death: জানলায় ভনভন করছে মাছি, কলকাতার ফ্ল্যাটে বাবা-মা-ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার!

কলকাতা: গড়িয়া স্টেশন এলাকার একটি আবাসনের ঘর ৩ দিন বন্ধ রয়েছে। ওই বাড়িতে স্বামী স্ত্রী এবং ছেলে থাকে। স্বপন মৈত্র ৭৫, অপর্ণা মৈত্র ৬৯ ও ৩৯ বছরের ছেলে। তাদের আত্মীয়রা ফোন করে তাদের কোনও ভাবে পাচ্ছিলেন না। ইতিমধ্যে ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। জানালার নেটে মাছি লেগে গেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বেল দিয়েও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। বাড়ির কর্তা স্বপনবাবু আগে একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়র ছিলেন।

আরও পড়ুন: ডিয়ার লটারির টিকিট কাটেন? যা ঘটল, আর টিকিট কাটতে ভয় পাবেন! কারণ নতুন নিয়ম

কিছুদিন আগে থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন। বছর দেড়েক আগে তাঁর হার্টের বাইপাস সার্জারি হয়। তিনি যে রকম অসুস্থ ছিলেন সঙ্গে তাঁর স্ত্রী অপর্না দেবীও অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন ধরে পরিবারটি আর্থিক অনটনে ভুগছিল বলে জানা গিয়েছে। ছেলে সেরকম ভাবে কিছু কাজকর্ম করত না।

আরও পড়ুন: ‘সবাইকে হেফাজতে নেওয়া উচিত’, বিচারপতির প্রবল তাচ্ছিল্য! হাইকোর্টে শোরগোল

যার ফলে সংসারে আর্থিক অভাব ছিল। সংসারের পেছনে বেশ খানিকটা সাহায্য করতেন অপর্না দেবীর ভাই দেবাশীষ ঘোষ। দেবাশীষ বাবু তিন দিন আগে বেড়াতে গিয়েছিলেন। দু-থেকে তিন দিন দেবাশীষ বাবু কোনও ভাবে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না ওদের সঙ্গে।

আজ সকালে দেবাশীষ বাবু ঘটনাস্থলে আসেন। এসে দেখেন ফ্ল্যাটের ভেতর থেকে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। তারপর পুলিশে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। আর্থিক অনটনে আত্মহত্যা বলে অনুমান করছেন প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকার উত্তর বালিয়ার একটি আবাসনে।

Water Transportation: জলপথে চমক! বসছে স্মার্ট কার্ড গেট, ন’টি অত্যাধুনিক জেটি, আর কী কী থাকছে

পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে জলপথ৷ তাই একাধিক আধুনিক জলযান ইতিমধ্যেই নামানো হয়েছে৷ পাশাপাশি সেজে উঠছে ঘাট। এম ভি সরস্বতী, সংগীত, আত্রেয়ী, রঙ্গিত, সঙ্গী, শীলাবতী, চাকাচাকি, বিয়াস, মোহনচূড়া – ন’টি নদীর নামে রাখা হয়েছে ন’টি জলযানের নাম। নতুন জলযানগুলি মূলত ৮০ ও ১০০ আসনের। গঙ্গা এপার-ওপার করবে ভেসেলগুলি । স্থানীয় সংস্কৃতির কথা মাথায় রেখে নদীর নামে ভেসেলগুলির নামকরণ করেছেন মুখ‌্যমন্ত্রী। ইতিমধ্যেই ন’টি অত‌্যাধুনিক জেটিও চালু হয়েছে।

সড়ক পরিবহণের পাশাপাশি জল পরিবহণকে সাজানোর উপরও জোর দিয়েছে রাজ‌্য সরকার। হচ্ছে জেটির আধুনিকীকরণ, নামছে নতুন ভেসেল। জল পরিবহণের প্রতি মানুষের নির্ভরশীলতা বাড়লে রাস্তায় গাড়ির সংখ‌্যাও কমবে। সে ক্ষেত্রে কমবে দূষণও। সে দিকে লক্ষ‌ রেখে ভবিষ‌্যতে ই-ভেসেল বা বৈদ্যুতিক জলযান নামানোরও কথা দফতরের। পরিবহণ দফতর সূত্রে খবর, নতুন এই ভেসেলগুলিতে থাকছে বায়ো টয়লেট ।

এমনভাবে এগুলি বানানো হয়েছে যে, কোনওভাবেই জল দূষিত  হবে না। যাবতীয় বর্জ‌্য জমা হবে একটি জায়গায়। ঘাটে এসে তা পরিষ্কার করা যাবে।বিশ্বব‌্যাংকের  আর্থিক সহায়তায় জল পরিবহণ ব্যবস্থাকে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। এই জলযানগুলি কেনা তারই অঙ্গ। এছাড়া সাজছে জেটিও। ইতিমধ্যে গৌরহাটি, রাসমণি ঘাট, গাদিয়াড়া, আউট্রাম ঘাট, বাঁশবেড়িয়া, দেবীতলার মতো জেটিগুলো নতুন ভাবে তৈরি হয়েছে। লেগেছে আলো। বসেছে স্মার্ট কার্ড গেট, বানানো হয়েছে শৌচালয়ও।

আরও পড়ুন: পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রেস্তোরাঁতে সাহেবিয়ানা , জিভে জল আসবে আপনারও!

আরও পড়ুন: ধান্যকুড়িয়াকে নিয়ে বিশেষ ভাবনা হেরিটেজ কমিশনের, পর্যটক টানতে উদ্যোগ

দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, হুগলির ত্রিবেণী থেকে দক্ষিণ ২৪ পরগনার নূরপুরের মধ্যে ভেসেলগুলি বিভিন্ন ঘাটের মধ্যে চলাচল করবে।একেকটি জলযান কিনতে খরচ পড়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। মোট ২০০ কোটি টাকা এই খাতে খরচ করা হবে বলে জানান দফতরের কর্তারা। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘নতুন এই জলযানগুলির নামকরণ করেছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। বিভিন্ন নদীর নামে নাম রেখেছেন তিনি। জল পরিবহণকে আরও উন্নত করতে একাধিক পরিকল্পনা রয়েছে।’’

Real vs Fake Honey: বাজার থেকে কেনা মধু আদৌ ভাল? ভেজাল না খাঁটি, বোঝায় উপায় কি, বিশেষজ্ঞ যা বলছেন

শীতকালে মধুর চাহিদা একটু বেড়ে যায়। কারণ মধুতে যে পরিমাণে প্রাকৃতিক উপাদান রয়েছে , তা মানুষের শরীরে পুষ্টি এবং শক্তি জোগাতে সাহায্য করে। যার ফলে মধুর চাহিদা বেশি। কিন্তু মধু নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায়। তাই বাজারে ব্র্যান্ডেড মধুর উপর মানুষের ভরসা বেশি। তা হলে আসল মধু পাওয়ার উপায় কি?

২০২০ সালে ‘সেন্টার ফর সাইন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’ নামে একটি সংস্থা বাজারের প্রখ্যাত প্যাকেটজাত মধুর উপর রিসার্চ চালিয়ে দাবি করেছিল, বেশিরভাগ মধু ভেজাল। যদিও সে সময় বেশিরভাগ মধু বিক্রি করা সংস্থাগুলো CSE’র দাবি মানেনি। বিশেষজ্ঞদের মতে, দেশে আসল মধু পরীক্ষার যে পদ্ধতি রয়েছে ,তাতেই গলদ থেকে যাচ্ছে।

যেখানে ১:১ অনুপাতে গ্লুকোজ এবং ফ্রুকটোজ দেখেই মধু ছাড়পত্র পায়। যার ফলে বাজারে প্রচুর ভেজাল মধু বিক্রি হচ্ছে। ভেজাল মধু তৈরি করতে গিয়ে কারবারিরা চিনির রসের সঙ্গে কর্ন সিরাপ মিশিয়ে কিছুটা আসল মধু দিয়ে, রং এবং গন্ধ মিলিয়ে বানিয়ে ফেলছে ভেজাল মধু। কর্ন-সিরাপ ফ্রুকটোজের পরিমাণ মধুতে গ্লুকোজের সমান নিয়ে চলে আসছে। যার ফলে ভেজাল ধরে ফেলাটা বড় কঠিন।

আরও পড়ুন: ডিমের কুসুম শরীরের জন্য ভাল না খারাপ? খাওয়ার আগে জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ

আরও পড়ুন: চায়ের সঙ্গে মিশিয়ে নিন এই জিনিস! ছুঁতে পারবে না সর্দিকাশি, সব খাবার হবে হজম

ভেজাল মধু সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, “NRM পদ্ধতিতে বর্তমান মধু পরীক্ষা করা হচ্ছে। যদিও এইভাবে মধু পরীক্ষা করার সুবিধা  ভারতবর্ষে খুব বেশি নেই। তাই ভেজাল মধু ধরা মুশকিল হচ্ছে। ভেজাল মধু কিনে সাধারণ মানুষ মূলত প্রতারিত হচ্ছে। মধু ফুল থেকে মৌমাছি চয়ন করে। সেই মধুতে প্রচুর পরিমাণে মিনারেল ,ভিটামিন ইত্যাদি থাকে। যা মানুষের শরীরে অনেক বড় উপকারে লাগে। অন্য দিকে ভেজাল মধুর সঙ্গে মেশানো, কৃত্রিম রং এবং গন্ধ মানুষের শরীরে ভয়ংকর ক্ষতি করছে। এই ভেজালের অভ্যাস অতি দ্রুত আইনত বন্ধ হওয়া উচিত।”