Tag Archives: Kolkata News

শহর কলকাতার খবর (Kolkata News) ৷ প্রতিদিন শহরে কী কী ঘটছে, তার প্রতিনিয়ত আপডেট জানতে চোখ রাখুন নিউজ18 বাংলার (News18 Bangla) ওয়েবসাইটে ৷ আবহাওয়ার খবর থেকে শুরু করে রাজনীতি, খেলা, শিক্ষা সংক্রান্ত কলকাতার সব খবরই পাবেন এখানে ৷ দেশ-বিদেশে কী ঘটছে, জানার যেমন প্রয়োজন রয়েছে ৷ তেমনি নিজের শহর কলকাতার প্রতি মুহূর্তের আপডেট (Latest Kolkata News) জানাও অত্যন্ত প্রয়োজন ৷

রাজনীতির খবর থেকে শুরু করে শহরে কোথায় কী ঘটছে ৷ সব জানা যাবে এখানেই ৷ থাকছে আবহাওয়া, খেলা এবং ক্রাইম সংক্রান্ত খবরও ৷ কোনও খুনের ঘটনার রহস্যের কিনারা হল কী না, বাংলার রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কখন কী করছেন, সব জানতে অবশ্যই পড়তে হবে নিউজ18 বাংলার ওয়েবসাইট ৷

আভিজাত্য এবং বনেদিয়ানা বজায় রাখার সিংহভাগ আজও বজায় করে চলেছে উত্তর কলকাতা। এখানকার সাবেকি আমলের বাড়ি, ট্রাম, হাতে টানা রিকশা সব মিলিয়ে কোথায় যেন আস্ত কলকাতা শহরের গন্ধটা অনুভব করা যায় ৷ অপরদিকে দক্ষিণ কলকাতা বজায় রেখেছে আধুনিকতার ছোঁয়া। নিত্যনতুন সাজে কলকাতাকে সাজিয়ে তুলেছে। সব মিলিয়ে নতুন-পুরোনোর রঙে-ঢং-এ এবং সাবেকিয়ানা ও আধুনিকতার আভিজাত্য মেশানো স্মৃতিবিধুর কলকাতা আমাদের প্রাণের শহর তিলোত্তমা। এই শহরের সব খবর তাই না জানলেই নয় ৷ যা প্রতিনিয়ত পাওয়া যাবে নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷

Kolkata Hotels: ৫ হাজার হোটেল-রেস্তোরাঁ নিয়ে বড় সিদ্ধান্ত, বাজেটে বড় ঘোষণা রাজ্যের! কী হবে এর ফলে?

কলকাতা: বাজেটে চমক থাকবে। আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। বাজেট পেশের পর সেই চমক দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এর মধ্যে A টু Z সবাইকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তারই সূত্র ধরে দেখা যাচ্ছে, হোটেল-রেস্তরাঁর মালিকদেরকেও স্বস্তি দেওয়া হয়েছে বাজেটে। বকেয়া লাক্সারি কর মেটাতে ‘সেটেলমেন্ট অফ ডিসপিউট’ স্কিম চালু করছে রাজ্য সরকার। যেখানে শুধুমাত্র বকেয়া লাক্সারি কর নেওয়া হবে। তার উপর জরিমানা বা সুদ নেওয়া হবে না। এর ফলে প্রায় ৫ হাজার হোটেল-রেস্তরাঁ মালিক উপকৃত হবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কর ছাড় দেওয়া হয়েছে জমির দানপত্রের ক্ষেত্রেও। বর্তমান আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রে রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এ ধরনের দানপত্রে এই স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জেল থেকেই ভেসে উঠছেন ইমরান, নওয়াজের কাজ সহজ নয়! পাকিস্তানের মসনদে কে?

স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হবে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা। লাভ পাবেন জমি-বাড়ির মালিকরাও। তবে কর ছাড় দেওয়ায় রাজ্যের রাজস্ব খাতে বড় ক্ষতি হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।য়েছে, রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইম টাইম ট্যাক্স কার্যকর করার কথা বলা হয়েছে। ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রেও কম হারে ট্যাক্স কার্যকর করা হতে পারে।

আরও পড়ুন: ‘নির্বাচনী বক্তৃতা, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই ভোটমুখী বাজেট…’ কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

তবে কত শতাংশ হারে কর কার্যকর হবে, তার উল্লেখ নেই বাজেটেরাজ্যের এই ভূমিকাতে একদিকে যেমন স্বস্তি পাবেন রেস্তরাঁ, গাড়ির মালিকরা তেমনই রাজ্যের আয়েও টান পরতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, বাংলার সরকার দেখিয়ে দিল, কিভাবে এগিয়ে যেতে হয়। মানুষের কথা ভাবতে হয়। এত আর্থিক সংকটের মধ্যেও সরকার সব মানুষের সুবিধা হয় এমন বাজেট ঘোষণা হয়েছে। একই সাথে মমতা বন্দোপাধ্যায় বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, চিন্তা শক্তি থাকতে হয়। কুৎসা আর অপপ্রচার করে উন্নয়ন হয় না। আমি বলেছিলাম আপনাদের বাজেটে চমক দেব। সেই চমক দেওয়া হয়েছে।

Kolkata News: CNG সরবরাহের পাইপলাইন এবার আসবে কলকাতায়! শহরে চালু হচ্ছে CNG পাম্প লাইন

কেন্দ্রকে বারবার বলেও CNG সরবরাহের পাইপ লাইন মিলছে না। গেইল সঙ্গে মিটিং করেও সমস্যা মিটছে না।
কেন্দ্রকে বারবার বলেও CNG সরবরাহের পাইপ লাইন মিলছে না। গেইল সঙ্গে মিটিং করেও সমস্যা মিটছে না।
কলকাতা শহরে আপাতত ৮ CNG আউটলেট রয়েছে। সেই আউটলেট থেকেই কাজ হচ্ছে আপাতত।
কলকাতা শহরে আপাতত ৮ CNG আউটলেট রয়েছে। সেই আউটলেট থেকেই কাজ হচ্ছে আপাতত।
চেষ্টা হচ্ছে ১১ তারিখ থেকে আউটলেট সময়সীমা বাড়ানোর। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে মন্ত্রী কথা বলবেন।
চেষ্টা হচ্ছে ১১ তারিখ থেকে আউটলেট সময়সীমা বাড়ানোর। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে মন্ত্রী কথা বলবেন।
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, "বারবার বলেও গেইল কাজের গতি বাড়াচ্ছে না। আমরা পরিবেশবান্ধব গাড়িতে জোর দিচ্ছি। নানা সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু গ্যাস সরবরাহ যথাযথ করা হচ্ছে না।"
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, “বারবার বলেও গেইল কাজের গতি বাড়াচ্ছে না। আমরা পরিবেশবান্ধব গাড়িতে জোর দিচ্ছি। নানা সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু গ্যাস সরবরাহ যথাযথ করা হচ্ছে না।”
পরিবেশবান্ধব জ্বালানি, প্রাকৃতিক গ্যাস CNG আনার ব্যাপারে জোর তৎপরতা শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই যাতে পাইপলাইন বসানো যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছে নবান্ন। জমি জট দ্রুত কাটানোর ব্যাপারেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন।
পরিবেশবান্ধব জ্বালানি, প্রাকৃতিক গ্যাস CNG আনার ব্যাপারে জোর তৎপরতা শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই যাতে পাইপলাইন বসানো যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছে নবান্ন। জমি জট দ্রুত কাটানোর ব্যাপারেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন।
এদিকে ২০২২ সালের মধ্যে এই প্রকল্প চালু করার ব্যাপারে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল গেইল। তবে প্রশাসনের একাংশের ধারনা ছিল আগামী লোকসভা ভোট ২০২৪য়ের আগে এই কাজ শেষ করা সম্ভব নয়।
এদিকে ২০২২ সালের মধ্যে এই প্রকল্প চালু করার ব্যাপারে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল গেইল। তবে প্রশাসনের একাংশের ধারনা ছিল আগামী লোকসভা ভোট ২০২৪য়ের আগে এই কাজ শেষ করা সম্ভব নয়।
এদিকে ইতিমধ্যেই দুর্গাপুর পর্যন্ত এই পাইপলাইনের কাজ কিছুটা হয়েছে। কলকাতাতেও আসবে এই লাইন। শিলিগুড়ি হয়ে এই পাইপলাইন উত্তর-পূর্ব ভারত পর্যন্ত যাবে।
এদিকে ইতিমধ্যেই দুর্গাপুর পর্যন্ত এই পাইপলাইনের কাজ কিছুটা হয়েছে। কলকাতাতেও আসবে এই লাইন। শিলিগুড়ি হয়ে এই পাইপলাইন উত্তর-পূর্ব ভারত পর্যন্ত যাবে।
তবে এই পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস শুধু রান্নার গ্যাস হিসাবে নয়, যানবাহনের জ্বালানি হিসাবেও ব্যবহার করা যাবে। কলকাতায় CNG স্টেশন চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
তবে এই পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস শুধু রান্নার গ্যাস হিসাবে নয়, যানবাহনের জ্বালানি হিসাবেও ব্যবহার করা যাবে। কলকাতায় CNG স্টেশন চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

Record: অনন্য নজির! ৪ বছরে কলকাতার এই উড়ালপুলে দুর্ঘটনার সংখ্যা 0 ! কোন যাদুমন্ত্রে সম্ভব হল?

কলকাতা: এ এক অনন্য নজির। ৪ বছরে দুর্ঘটনা শূন্য উড়ালপথের নাম জানেন? কোলকাতা শহর লাগোয়া। খুব কাছেই। ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকায় রয়েছে এই উড়ালপুল। শ্যামবাজার ছাড়িয়ে যশোর রোড ধরে এগোতেই পড়ে এই উড়ালপথ। হ্যাঁ, নাগেরবাজার উড়ালপথের কথাই বলছি। ২০২০ সাল থেকে ২০২৪ সালের ৯ জানুয়ারি পর্যন্ত এই পথের দুর্ঘটনার সংখ্যা শূন্য। কীভাবে এমন অসাধ্য সাধন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ? কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে লিখিত আকারে নিজেদের অবস্থান স্পষ্ট করে সেই উত্তর দেওয়ার চেষ্টাই করেছে ব্যারাকপুর পুলিশ।

নাগেরবাজার থানার মধ্যে পড়ে এই উড়ালপথ। ৮৫০ মিটার দীর্ঘ এই উড়ালপথ ২০২০ থেকে রাতে বন্ধ। অর্থাৎ উড়াল পথ বন্ধ রেখে দুর্ঘটনা সংখ্যা শূন্যে নামিয়ে এনেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাতে নাগেরবাজার উড়ালপথ খোলা থাকবে জরুরি পরিষেবার জন্য।

আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে রাজ্যজুড়ে বড় অভিযানে বঙ্গ বিজেপি, ‘বিরাট’ সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর

২০২০- ২০২৪, ৪ বছর দুর্ঘটনার পরিসংখ্যান ‘শূন্য’। ব্যারাকপুর পুলিশের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে হাইকোর্ট মামলাটির নিষ্পত্তি করে দিয়েছে।
এখানেই আইনজীবীদের একাংশ বলছেন, দুর্ঘটনা রোধে যান নিয়ন্ত্রণ করে উড়ালপথ ব্যবহার করাতে সায় দিল আদালত। তবে একটা খটকা থেকেই যায়, ২০২১ সালের নভেম্বর মাসে চারচাকা গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষের ঘটনা কেন স্থান পেল না পুলিশের পরিসংখ্যানে। দিনের আলোয় ঘটা দুর্ঘটনা আর রাতে উড়ালপথের দুর্ঘটনা কী আলাদা। প্রশ্ন মামলাকারী আইনজীবী রোহন চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: আচমকা ইস্তফা দিলেন দেব, চিঠি জেলাশাসককে! কারণ ঘিরে তৃণমূলের অন্দরেও রহস্য

ফ্লাইওভার রাতে বন্ধ কেন? জনস্বার্থ মামলা করে হাই কোর্টে আবেদন রাখেন আইনজীবী সৌনক সর্বজনা। নাগেরবাজার উড়ালপুল রাতে চালু রাখার আবেদনে হয় জনস্বার্থ মামলা ছিল। মামলাকারীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ওই ফ্লাইওভার রাতে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। রাতে কোনও মেরামতও করা হয় না। এরফলে অনেক রোগীর গাড়ি হাসপাতালে যেতে অসুবিধায় পড়ে। ওই ফ্লাইওভার রাত বন্ধ হওয়ায় প্রচুর মানুষ সমস্যায় পড়েন, বিশেষ করে রোগীরা। অনেক রোগীকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। রাতে ওই রাস্তা দিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। রাতে অ্যাম্বুল্যান্সও যেতে দেওয়া হয় না।

মামলাকারীর বক্তব্য, রাতে ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ থাকে। ওই সময় ফ্লাইওভারের নীচ দিয়ে গাড়ি চলাচল করে। রাতে মালবাহী গাড়ি বেশি চলায় তীব্র যানজট তৈরি হয়। জট পেরোতে ঘণ্টাখানেক সময় লাগে। বিশেষ করে আম্র পল্লি থেকে নাগেরবাজার পর্যন্ত এলাকায় ওই পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে।

আদালতের কাছে মামলাকারীর আরও আবেদন ছিল, মা এবং উল্টোডাঙা ফ্লাইওভার রাতে খোলা থাকে। তাই নাগেরবাজারের ওই ফ্লাইওভারও খুলে দেওয়া হোক। ওই সময় ছোট গাড়ি যেতে দেওয়া হোক। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক। আইনজীবী রোহন চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘রাতে অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবায় যুক্ত গাড়ি নাগেরবাজার উড়ালপথে চলতে পারবে। পুলিশ সেই নিশ্চয়তা আদালতে দিয়েছে। পরিস্থিতি না বদল হলে ফের আদালতে যাব।’

Love: গঙ্গার পাড়ে দারুণ জায়গা, করা যায় রুম-বুকও! প্রেমের মাসে সঙ্গীনিকে নিয়ে ঘুরে আসুন এই পার্ক থেকে

প্রেমের মাসে সঙ্গিনীকে নিয়ে ঘুরতে যাবেন ভাবছেন। কিন্তু কাজের চাপে হাতে সময় খুব কম তাহলে আপনি ঘুরে আসতে পারেন পূজালির নেতাজি পার্ক থেকে।
প্রেমের মাসে সঙ্গিনীকে নিয়ে ঘুরতে যাবেন ভাবছেন। কিন্তু কাজের চাপে হাতে সময় খুব কম তাহলে আপনি ঘুরে আসতে পারেন পূজালির নেতাজি পার্ক থেকে।
কলকাতার উপকন্ঠে গঙ্গা পাড়ের এই জায়গা এখন নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই পার্কে প্রবেশমূল্য মাত্র ১০ টাকা।
কলকাতার উপকন্ঠে গঙ্গা পাড়ের এই জায়গা এখন নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই পার্কে প্রবেশমূল্য মাত্র ১০ টাকা।
পার্কে পাওয়া যাবে সমস্ত আধুনিক পরিষেবা। চাইলে আপনি এখানকার রুম বুক করতেও পারেন। রুম পাবেন মাত্র হাজার টাকা থেকে।
পার্কে পাওয়া যাবে সমস্ত আধুনিক পরিষেবা। চাইলে আপনি এখানকার রুম বুক করতেও পারেন। রুম পাবেন মাত্র হাজার টাকা থেকে।
এখানে রয়েছে দোলনা, গ্যালারি, নদীর তীরে কাপল ফ্রেন্ডলি বসার জায়গা সব কিছু পাবেন আপনি এখানে। সঙ্গে পাবেন মুক্ত পরিবেশ।
এখানে রয়েছে দোলনা, গ্যালারি, নদীর তীরে কাপল ফ্রেন্ডলি বসার জায়গা সব কিছু পাবেন আপনি এখানে। সঙ্গে পাবেন মুক্ত পরিবেশ।
পূজালির এই পার্ক ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফেব্রুয়ারি মাসে স্বভাবতই ভিড় বেশি থাকবে এখানে‌‌।
পূজালির এই পার্ক ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফেব্রুয়ারি মাসে স্বভাবতই ভিড় বেশি থাকবে এখানে‌‌।
সে জন্য আর দেরি না করে ঘুরে আসুন পূজালির এই পার্ক থেকে। অল্প সময়ের মধ্যে ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে।
সে জন্য আর দেরি না করে ঘুরে আসুন পূজালির এই পার্ক থেকে। অল্প সময়ের মধ্যে ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে।

শীতকালেও আগুন দাম সবজির! হাত পুড়ছে বাঙালির

শীতের মরশুম চললেও ফলে অগ্নিমূল্য বাজার দরে কার্যত নাভিশ্বাস সাধারণ মানুষের। এমন অবস্থায় ছোট এক ব্যাগ সবজি বাজার করতে গেলে পকেটে পড়ছে টান।

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের! চালক-সহ লরি বাজেয়াপ্ত পুলিশের

ফের মহেশতলায় দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। বজবজ ট্রাঙ্ক রোডে মৃত্যু দাদুর, আহত নাতি। তাকে সাইকেলে নিয়ে ফেরার পথে লরির ধাক্কা বৃদ্ধকে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু বৃদ্ধের । চালক-সহ লরি বাজেয়াপ্ত পুলিশের।

Death: টনসিল অপারেশন করাতে গিয়ে মারাত্মক কাণ্ড, আর ঘরে ফেরা হল না! মৃত্যু মীনাক্ষীর!  

উত্তর ২৪ পরগনা: টনসিল অপারেশন করাতে গিয়েই মৃত্যু হল রোগীর! ঘটনায় অভিযোগের আঙুল বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ওই রোগীর বলেই দাবি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে।

এমনকী ঘটনাস্থলে আসতে হয় বাগুইআটি থানার পুলিশকেও। জানা যায়, গলা ব্যথা নিয়ে ইএনটি স্পেশ্যালিস্ট ডক্টর রাহুল সরকারকে প্রথমে দেখিয়েছিলেন দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা বছর ১৯ এর মীনাক্ষী বৈরাগী সরকার। চিকিৎসক গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে ওটি করার পরামর্শ দেন। সেই অনুযায়ী ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে মীনাক্ষীকে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: কোমরের ব্যথায় কাবু হয়ে পড়ছেন? রোজ এই একটা কাজ করলেই খুব আরাম পাবেন, জানুন

সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রোগীর অপারেশন করেন। অস্ত্রোপচার শেষে চিকিৎসক রোগীর পরিবারকে জানায় সুস্থ রয়েছেন মীনাক্ষী, অপারেশন সফল হয়েছে। এরপর, রোগীর পরিবার যখন তাঁকে দেখতে যান, তখন রোগী নার্সিংহোমের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বলে অভিযোগ রোগীর পরিবারের। বিষয়টি জানাতেই রোগীকে আইসিইউতে শিফট করা হয়।

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

তার কিছুক্ষণ বাদেই রোগীর পরিবার জানতে পারেন মৃত্যু হয়েছে রোগী মীনাক্ষী বৈরাগী সরকারের। সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না বলেও দাবি রোগীর পরিবারের। এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন রোগীর আত্মীয় পরিজনেরা। গোটা ঘটনায় তদন্ত করে দেখা হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

Rudra Nrayan Roy

টনসিল অপারেশন করাতে গিয়ে মৃত্যু! কলকাতার নার্সিংহোমে রোগী মৃত্যুতে উত্তেজনা

টনসিল অপারেশন করাতে গিয়ে মৃত্যু। বাগুইআটির নার্সিংহোমে রোগী মৃত্যুতে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দার মৃত্যুতে উত্তেজনা। রবিবার দুপুরে টনসিল অপারেশন হয়। রাতে রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ পরিবারের।

Ayodhya Ram Mandir: কলকাতার গাঁদা ফুল দিয়েই তৈরি হল রাম মন্দিরের মূল গেট, প্রস্তুত অযোধ্যা!

কলকাতা: আর কয়েক ঘন্টাও বাকি নেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। সেজে উঠেছে অযোধ্যা নগরী। রামের বিভিন্ন কাহিনি নিয়ে ব্যানার পোস্টার সহ প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে গোটা রাস্তায় তুলে ধরা হয়েছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে রামের ছবি। রাম মন্দির সংলগ্ন প্রায় ৭ কিলোমিটার রাস্তা এই ভাবেই সাজিয়ে তোলা হয়েছে। তার মাঝেই রাম মন্দিরে মূল গেট প্রস্তুত করা হল ফুল দিয়ে। কলকাতা থেকে আনা গাঁদা ফুল ব্যবহার করেই রাম মন্দিরের মূল গেট সাজানো হল। রবিবার সকালেও কুইন্টাল কুইন্টাল গাঁদা ফুল কলকাতা থেকে এসে পৌঁছায় অযোধ্যায়। তারপর সেই ফুল দিয়েই রবিবার সকাল থেকেই চলে মূল গেট সাজানোর কাজ। গাঁদা ফুল দিয়েই রাম মন্দিরের মূল গেটে সব অতিথিদের স্বাগত জানানো হয়েছে।

রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates

গাঁদা ফুল দিয়েই লেখা হয়েছে অতিথিদের স্বাগত জানানোর বার্তা। তবে শুধু মূল গেট নয়, মোট তিনটি গেট ই সাজানো হয়েছে এই গাঁদা ফুল দিয়েই। মন্দিরের বাইরের পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকাও তোরণ করে সেখানেও ব্যবহার করা হয়েছে গাঁদা ফুল। লতা মঙ্গেশকার চক থেকে শুরু করে একদম রাম মন্দির পর্যন্ত একাধিক তোরণ করা হয়েছে রাস্তায়। সেই তোরণ গুলিতেই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। গাঁদা ফুল দিয়ে লেখা হয়েছে আবার “জয় শ্রী রাম”। রবিবার বিকেল পর্যন্ত সেই কাজ চলার পর অবশেষে প্রস্তুত হয় রাম মন্দিরের মূল গেট। সোমবার এই গেট দিয়েই মন্দির চত্বরে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে এক ঝাক অতিথিরা। তালিকায় আছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ভারতীয় দলের একাধিক খেলোয়াড়রা। তালিকায় রয়েছেন বিজ্ঞানীরা ও। রয়েছেন শিল্পপতিরাও।

আরও পড়ুন: কয়েক ঘণ্টা পরেই রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা, রবি-রাতে আলো ঝলমল ‘নয়নাভিরাম’ সরযূ নদীর পাড়, দেখুন

সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। সোমবার সন্ধ্যা পর্যন্তই কার্যত এই নিষেধাজ্ঞা চলবে বলেই মনে করা হচ্ছে। গোটা অযোধ্যা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে গোটা অযোধ্যা জুড়ে। একাধিক জায়গায় পুলিশ পিকেটিং করা হচ্ছে।

আরও পড়ুন: অযোধ্যায় ভিভিআইপিদের ভিড়, কী ব্যবস্থা থাকছে? দায়িত্বে ৪৫ দল

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহযোগিতায় মন্দিরের ভেতরে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে। এন ডি আর এফ টিম মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। এনএসজির বিশেষ প্রশিক্ষিত বাহিনী ও চলে এসেছে অযোধ্যায়। সবমিলিয়ে সোমবারের মেগা শোয়ের আগে রাম মন্দিরের মূল গেট সহ মোট তিনটি গেট গাঁদা ফুল দিয়েই সাজানো হল।

Kolkata Metro Rail News: মাঝেরহাট প্রকল্প দ্রুত শুরু করলেই বাণিজ্যিক লাভ, তারাতলা থেকে মাঝেরহাটে চালু ট্রায়াল রান

কলকাতা: ক্ষতির বহর থেকে বেরিয়ে আসার উপায় দ্রুত মাঝেরহাট প্রকল্প চালু করা। মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করতে এবার ট্রায়াল রান শুরু করে দিল কলকাতা মেট্রো রেল। পূর্ণ গতিতে না চালালেও লাইন পরীক্ষা থেকে সিগন্যাল ধাপে ধাপে শুরু হয়ে গেল তারাতলা থেকে মাঝেরহাট মেট্রো ট্রায়াল।

আপাতত জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের (পার্পল লাইন) জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার অংশে পরিষেবা চালু আছে। জানুযারি থেকে মাঝেরহাট স্টেশনেও বাণিজ্যিক পরিষেবা চালু করা যাবে বলে আশাবাদী দায়িত্বপ্রান্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। যা ওই মেট্রো করিডরের বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন।মাঝেরহাট পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে আসার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম’ বসিয়ে ফেলেছে আরভিএনএল।

আরও পড়ুন: বিষ তেতো! দেখলেই নাক সিঁটকান! কিন্তু রোজ রাতে ভিজিয়ে সকালে এক চুমুক… ব্যাস, কঠিন রোগ উধাও

গত নভেম্বর থেকেই ৮.৬ কিমি (জোকা থেকে তারাতলা ৬.৫ কিমি, তারাতলা থেকে মাঝেরহাট দুই কিমি) অংশে ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম’ বসানোর কাজ করা হয়েছে। দু’টি মেট্রোর ব্যবধান যাতে বেশি না হয়, সেজন্য ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত সেই সিগন্যালিং সিস্টেম ব্যবহার করা হয় না। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেট্রো মেলে। ফলে ওই মেট্রো এড়িয়ে চলেন অনেকে। ‘ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম’ চালু হয়ে গেলে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমবে।

আপাতত জোকা থেকে তারাতলার মধ্যে ৪০ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। দিনে মোট ২৪টি মেট্রো চলাচল করে। মেট্রো সূত্রে খবর, জানুয়ারিতে যখন মাঝেরহাট পর্যন্ত মেট্রো এগিয়ে আসবে, তখন ১০ মিনিট অন্তর মেট্রো মিলবে। আর তখন যাত্রীসংখ্যাও লাফিয়ে বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। কারণ লোকাল ট্রেন থেকে নেমেই মেট্রো ধরতে পারবেন তাঁরা। এখন সেটা হয় না। রেল স্টেশনে অনেকটা হেঁটে তারাতলা মেট্রোর কাছে পৌঁছাতে হয়। সেটার পরিবর্তে অনেকে বাস ধরে নেন। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী এই প্রকল্প চালু হলে বাণিজ্যিকভাবে লাভবান হবেন তাঁরা৷