Tag Archives: Land dispute

Patta Distribution: পাট্টা বিলি নিয়ে বিলম্ব, নিশানায় ভূমি সংস্কার দফতর

দক্ষিণ ২৪ পরগনা: সরকারি নিয়মে থাকলেও মিলছে না জমির পাট্টা। ফলে এবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ঘটনা। গোটা বিষয়টিতে বেশ ক্ষুব্ধ স্থানীয়রা।

মথুরাপুর-২ ব্লক ভূমি সংস্কার অফিসে ঠিকভাবে কাজ হচ্ছে না বলে স্থানীয়দের দাবি। এখানের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে পাট্টা দেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে। ফলে অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। পাট্টা না পাওয়ার ফলে জমির কাগজ হাতে পাচ্ছেন না গরিবরা।

আর‌ও পড়ুন: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা

সরকারি খাস জায়গা গরিবদের মধ্যে আইনানুগভাবে বিতরণ করাকে পাট্টা প্রদান বলে। জমির সাধারণ মালিকানার থেকে এটার ধরণ কিছুটা আলাদা। সরকার গরিবদের আর্থিক নিরাপত্তা দিতে মাঝেমধ্যেই পাট্টা বিলি করে থাকে। এরকম জায়গা মথুরাপুর-২ ব্লকে অনেক পড়ে রয়েছে। কিন্তু সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। সঠিক উপায়ে এখানে পাট্টা বিলির কাজ হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। ফলে এই জায়গা পতিত অবস্থায় পড়ে রয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত গরিবদের মধ্যে পাট্টা বিতরণের দাবি তুলেছে মথুরাপুরের মানুষ। এলাকাবাসীদের এই দাবি প্রসঙ্গে মথুরাপুর-২ ব্লকের বিএলআরও ঝিলমি পাল কুন্ডু জানান, আইন অনুযায়ী কিছু করার নেই। এখন সমস্তটাই অনলাইন সিস্টেমে কাজ হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সমস্ত কিছু পাঠানো আছে। পাট্টা দেওয়ার ক্ষেত্রে বিএলআরও অফিসের পুরোপুরি হাত থাকে না। এখানে শুধু আবেদনপত্র জমা হয়। এরপর অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ হয়। যদিও এই সমস্ত কথা শুনতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁরা গোটা দায় বিএলআরও-র উপর চাপিয়েছেন।

নবাব মল্লিক

West Bengal news: জমি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ! বাড়ি ভেঙে দিলেন ‘জমির মালিক’

মুর্শিদাবাদ: অবৈধভাবে জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগে সেই বাড়ি ভেঙে দিল জমির মালিক। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায়।

জানা গিয়েছে, রবি দাসের নামে এই জমির পাট্টা রয়েছে। সেই রবি দাস মৃত হলেও তাঁর স্ত্রী এবং পরিবার রয়েছে। অভিযোগ রবি দাসের জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করেছে মুক্তার শেখের পরিবার। এই নিয়ে একাধিক বার দুই পক্ষের মধ্যে বচসাও বাঁধে, কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। সেই, কারণে এ দিন মুক্তার শেখের বাড়ি ভেঙে দেয় রবি দাসের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন: বাগুইআটি থেকে গ্রেফতার ভুয়ো আইসিডিএস আধিকারিক, রয়েছে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

রবি দাসের স্ত্রী ভারতী দাস বলেন, “এই জায়গা আমার স্বামীর নামে পাট্টা আছে। স্বামীর অবর্তমানে এই জমি আমার এবং আমার পরিবারের মালিকানাধীন। কিন্তু মুক্তার সেখ ও তার পরিবার আমাদের জমি জবরদখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছে। সেই কারনে আমরা এই অবৈধনির্মাণ ভেঙে দিয়েছি”।

মুক্তার সেখের পুত্রবধূ রানুয়ারা বিবি বলেন, “আমরা আমাদের নিজের জায়গার উপর বাড়ি নির্মাণ করেছি। কিন্তু রবি দাসের পরিবার এই জমি দখল করার জন্য আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানাব। সাদিখানদেয়ার গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাবুল ইসলাম বলেন, “রবি দাসের নামে এই জমির পাট্টা আছে। আমি সমস্ত বৈধ কাগজপত্র খতিয়ে দেখেছি। বৈধ নথিপত্র যাচাই করে যার জমি তাঁকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে”।