Tag Archives: Lionel Messi

মেসির ম্যাজিকাল ফ্রি-কিক, গোল পেলেন ভবিষ্যতের তারকা আলামাদা, পানামার বিরুদ্ধে ২ গোলে জয় আর্জেন্টিনার

বুয়েনস আয়ার্স: বিশ্বকাপ জয়ের প্রথম ম্যাচ। ৩টি স্টারের জার্সি পরে ঘরের মাঠে নামার আবেগ। দর্শকদের মধ্যেও তুমুল উন্মাদনা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল। পানামা। প্রত্যাশা মতই জয় পেল আর্জেন্টিনা। দেখা গেল মেসির ম্যাজিকাল ফ্রি কিক। আর আর্জেন্টিনার ভবিষ্যৎ বলা হচ্ছে যেই থিয়াগো আলমাদকে তাঁক ঝলক। গোটা ম্যাচে প্রবল প্রভাব বজায় রেখে খেলেই পানামাকে ২-০ গোলে হারাল নীল-সাদা ব্রিগেড। একাধিক সুযোগ না নষ্ট হলে এই ব্যবধান আরও বাড়তেই পারত।

প্রথমার্ধে প্রতিপক্ষকে মেপে নেওয়া। বল পজিশন ধরে রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়া। তারপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ গড়ে তোলা। কাতার বিশ্বকাপে যে লিওনেল স্কালোনির দলকে দেখেছিল গোটা বিশ্ব, মাস তিনেক পরেও সেই একই ছন্দ দেখা গেল মেসি-আলভারেজ-দি মারিয়া-ডি পলদের। আর আরেকটি জিনিস না বললেও নয়, তা হল লিওনেল মেসি। খেলা দেখে বোঝার উপায় নেই লোকটার বয়স। এখনও গোল করছেন করাচ্ছেন। দলটার প্রাণভোমরা এখনও সেই ১০ নম্বর জার্সি ধারী মেসিই।

পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যােচ শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে রেখেছিল আর্জেন্টিনা। মাঝ মাঠের দখল নিতেও খুব একটা সময় লাগেনি। ৪-৩-৩ ছকেই দল নামান স্কালোনি। মেসি-আলভারেজ-দি মারিয়াকে সামনে রেখেছিলেন বিশ্বজয়ী কোচ। ম্যাচের প্রথমার্ধেই একাধিক গোল করার মত সুযোগ তৈরি করে ফেলেছিল আর্জেন্টিনা। কিন্তু সহায় ছিল না ফুটবল দেবতা। মেসির একটি ফ্রি কিকও বারে লেগে ফিরে আসে। প্রভাব-প্রতিপত্তি থাকলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল

বিশ্বকাপের পর ঘরের মাঠে দর্শকদের জয় উপহার দেওয়ার জন্য দ্বিতীয়ার্ঝে মরিয়া চেষ্টা করে স্কালোনির ছেলেরা। পরিবর্ত হিসেবে মাঠে নামেন থিয়াগো আলমাদা, পাওলো দিবালা, লাউতারো মার্টিেজরা। ম্যাচের ৭৮ মিনিটে গোলের মুখ খোলে আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক দ্বিতীয় বারের জন্য বারে লেগে ফেরে। সেই পাল্টা বলে গোল করে দলকে লিড এনে দেন থিয়াগো আলমাদা। তারপর ম্যাচের ৮৯ মিনিটে সেই ম্যাজিকাল বাঁ পায়ের সুইংয়ে বল জালে জড়িয়ে দলের ব্যবধান বাড়ান লিও মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলেই ম্যাচ জেতে আর্জেন্টিনা।

Messi: এমবাপের থেকে কম টাকা পাবেন মেসি? তোলপাড় প্যারিস! দ্রুত সিদ্ধান্ত নেবেন তারকা

প্যারিস: লিওনেল মেসিকে তার মাইনে কমাতে বলল পিএসজি। শোনা যাচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এই প্রস্তাব দিয়েছে তারা। বিশ্বস্ত সূত্রের খবর মেসির বাবা যিনি তার এজেন্ট তিনি নাকি তিন চার দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেরকম হলে মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মেসি যতই বিশ্বকাপজয়ী হন না কেন, একজন ৩৬ বছর বয়সী খেলোয়াড়কে কোনোভাবেই আকাশচুম্বী বেতন দিতে চায় না পিএসজি। এমবাপ্পের সমান তো নয়-ই। মেসিও পিএসজিকে নিজের চাওয়ার বিষয়টি জানিয়েছেন, কিন্তু সেগুলোকে বড্ড বাড়াবাড়িই মনে হচ্ছে পিএসজির কাছে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর পিএসজি নিজেদের পরিকল্পনা নতুন করে বিশ্লেষণ করছে।

আরও পড়ুন – IND vs AUS: চেন্নাইতে টস হারল ভারত, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

এর ওপর উয়েফার আর্থিক সংগতি নীতির খড়্গ তো আছেই। মেসির বেতন আরও বাড়িয়ে উয়েফার রক্তচক্ষুর শিকার হতে চায় না পিএসজি। গত মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জন ওঠার পর পিএসজি ফরাসি তারকার বেতন বাড়িয়েছে অনেকটাই। খবরে তো বেরিয়েছে, পিএসজি নাকি এমবাপ্পেকে রাখার জন্য রীতিমতো ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে দিয়েছিল।

অনেক বিষয়েই নাকি পিএসজির সঙ্গে মতে মিলছে না মেসির। তাঁর কিছু ব্যাপারে আপত্তি আছে, আছে নানা শর্তও। আপত্তি দলের পরিকল্পনা নিয়ে। সব পরিকল্পনার কেন্দ্রবিন্দু এমবাপ্পে হওয়ায় মেসি খানিকটা বিরক্তই। পরিকল্পনায় নিজের অংশীদারত্ব আরও বাড়াতে চান। মোটকথা, মাঠে তিনি রাজা হয়েই থাকতে চান, যেমনটা ছিলেন বার্সেলোনায়, যেমনটা থাকেন আর্জেন্টিনার জার্সিতে।

বিশেষ করে দেশকে বিশ্বকাপ জেতানোর পর মেসি যে এমনটা চাইবেন, সেটা তো খুবই স্বাভাবিক। বেতনও তিনি চান এমবাপ্পের সমান। তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি মেসিকে রাখার জন্য যে টাকার অঙ্ক প্রস্তাব করবে, সেটি কোনোভাবেই কিলিয়ান এমবাপ্পের সমান হবে না। এদিকে মেসিকে পেতে সব সময় তৈরি বার্সিলোনা। তারা জানিয়ে দিয়েছে মেসি ফিরে এলে আবার ইউরোপ সেরা হতে পারে তারা।

Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও

প্যারিস: আগামি মরসুমে তিনি পিএসজিতে লিওনেল মেসি থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। এমবাপের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে অনেক দিন ধরেই। মেসি-নেইমার-এমবাকে একই ছাতার তলায় রাখতে যে সমস্যা হচ্ছে সেই কথা স্বীকারও করেছেন পিএসজি কোচ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের বিরুদ্ধে মেসির পারফরম্যান্স ফের একবার সরব হয়েছে সমালোচকরা। কিন্তু মুখে কোনও দিনই কিছু বললেননি আর্জেন্টাইন তারকা। যা প্রমাণ করার করেছে তাঁর বাঁ পা। আরও একবার সেটা প্রমাণ করে দেখালেন মেসি। যা দেখে হতবাক, স্তম্ভিত গোটা বিশ্ব।

ফরাসী লিগ ওয়ানের লিলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস থ্রিলারে মেসির শেষ মুহূর্তে করা অবিশ্বাস ফ্রি কিক থেকে গোলে জয় পায় পিএসজি। খেলার ফল ৪-৩। স্কোরলাইনই বলে দিচ্ছে কতটা হাড্ডাহাড্ডি ছিল এই ম্যাচ। ম্যাচের নির্ধারিত সময় এমবাপে জোড়া গোল করেন, একটি গোল করেন নেইমারও। কিন্তু তা শোধ করে খেলা ৩-৩ করেছিল লিলে। এই ম্যাচ ড্র হলে বা পিএসজি হারলে লিগ টেবিলে চাপ অনেকটাই বাড়ত। ম্যাচের ইনজুরি টাইমে ৯৫ মিনিটে আরও একবার মেসি ম্যাজিক দেখল গোটা বিশ্ব।

৯৫ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় পিএসজি। ম্যাচে জয় পাওয়ার সেটাই শেষ সুযোগ। ফ্রি কিক মারার দায়িত্ব কাঁধে তুলে নেন মেসি। সামনে অভেদ্য মানব প্রাচীর। মেসির সেট পিস রক্ষণের মানবপ্রাচীর ভেদ করে বল সুইং হয়ে গোলকিপারকে পরাস্ত করে পোস্টে লেগে গোলে ঢুকে যায়। লিলে গোলকিপার লুকাস শ্যাভেলিয়েরের কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন জালে বল জড়ানোর ঘটনা। ৯৫ মিনিটে মেসির দুর্ধর্ষ গোলের সৌজন্যে লিগা ওয়ানে পিএসজি ৮ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ির থেকে। মেসির এমন অবিশ্বাস ফ্রি কিক দেখে গোটা বিশ্ব মুগ্ধ।

আরও পড়ুনঃ Lionel Messi: ফের ‘বর্ষসেরা ফুটবলার’ হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

গোলের পর মেসির সেলিব্রেশনও ছিল দেখার মত। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁর পরিবারও। মেসির গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। যতবার দেখা যায় সেই গোল ততবারই আপনি মুগ্ধ হবেন। হতবাক হয়ে যায় মেসি-এমবাপে সহ পিএসজি কোচও। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি কেন বলা হয় মেসিকে তার প্রমাণ ফের দিয়ে গেল ওই বাঁ পায়ের ঝলকানি।

মেসির এবার নতুন শপথ! পিএসজিকে ইউরোপ সেরা করতে চান আর্জেন্টিনার অধিনায়ক

প্যারিস: বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিলিয়ান এমবাপের পর এবার লিওনেল মেসির চোট ভাবাচ্ছে পিএসজি শিবিরকে। ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচে মারসেইলের বিরুদ্ধে ২-১ গোলে হেরে যায় পিএসজি। সেই ম্যাচেই আর্জেন্টাইন তারকা হ্যামস্ট্রিং এর চোট পান।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে বায়ার্নের বিরুদ্ধে মেসি খেলতে না পারলে কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে পিএসজিকে। মন্টপেলিয়ারের বিরুদ্ধে ম্যাচে উরুতে চোট পান এমবাপে। যদিও সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বায়ার্ন  এর বিরুদ্ধে ম্যাচে পিএসজি শিবির এমবাপেকে মাঠে নামাতে মরিয়া।

আরও পড়ুন – বার্সেলোনা কাঁপাতে আসছে রোনাল্ডিনহোর ছেলে! স্কিল দেখলে মাথা খারাপ হয়ে যাবে

মেসিও যাতে চোট সারিয়ে ফিরতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে পিএসজির হয়ে মেসি ও এমবাপে যৌথভাবে ৬০ টি গোল করেছেন। দুজনের কাতার বিশ্বকাপের ফাইনালে দেখা হয়, আর্জেন্টিনা সেই ম্যাচ পেনাল্টিতে জেতে। আট গোল করে এমবাপে সোনার বুট জেতেন, মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষনা করা হয়।

শনিবার এ এস মোনাকোর বিরুদ্ধে ম্যাচে দুই তারকা নেই। যদি সময়ের মধ্যে দুই তারকা চোট সারিয়ে মাঠে না নামতে পারে পিএসজি কোচ ক্রিস্টোফার গালটিয়ারকে নেইমারের উপরই পুরোপুরি নিৰ্ভর করে থাকতে হবে। পিএসজি সমর্থকরাও মনে করছেন এবার সময় এসেছে নেইমারের সাম্বা ম্যাজিক দেখানোর।

একজন পিএসজি সমর্থক টুইটারে লিখেছেন, নেইমার মাঠে নামলে যেকোনো ফুটবলারের চেয়ে ভয়ানক। আরেকজন লিখেছেন,  নেইমারের উপরই এখন সব । তৃতীয় একজন সমর্থক লিখেছেন, নেইমারের জন্য এই ম্যাচ ক্লাবের ঐতিহ্য রক্ষার লড়াই। চতুর্থ সমর্থক লিখেছেন, ‘ বায়ার্নের বিপক্ষে নেইমার মাস্টার ক্লাস নেবেন। ২০১৭ সাল থেকে ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলছেন নেইমার। পিএসজির হয়ে এখনো পর্যন্ত ১১০ টি ম্যাচ খেলেছেন নেইমার, গোল করেছেন ৮১ টি।

মন বদলেছে মেসির ! ২০২৬ বিশ্বকাপেও খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আর্জেন্টাইন তারকা

#প্যারিস: ক্লাব ফুটবলে প্যারিসের জার্সিতে আর বেশি দিন খেলবেন না লিও মেসি। তবে তিনি বার্সেলোনা নাকি অন্য কোথাও যাচ্ছেন সেটা পরিষ্কার করেননি। আবার কেউ বলছেন যেখানে জীবনের প্রথম ফুটবলে পা দিয়েছিলেন আর্জেন্টিনার সেই ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফিরে যেতে পারেন লিও। কিন্তু নিজের মুখে বলেছিলেন কাতার বিশ্বকাপ নাকি তার শেষ।

এখন অবশ্য মন বদলেছে মেসির। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। ২০০৬ থেকে ২০২২—এই পাঁচ বিশ্বকাপে খেলেছেন মেসি। মেসি ছাড়া আরও চারজন ফুটবলার পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি যদি খেলেন তাহলে একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়বেন মেসি।

আগামী বিশ্বকাপে খেললে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকবে মেসির সামনে। কাতার বিশ্বকাপে ৭ গোল করা মেসির বিশ্বকাপ গোল ১৩টি। ১৬ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজা। তাই জার্মান স্ট্রাইকারের রেকর্ড ভাঙা এবং বিশ্বকাপে যদি সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করতে চান মেসি তাহলে তিনি চালিয়ে যেতে পারেন আমেরিকার মাটিতে হওয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি।

মেসি জানেন তাকে খেলতে দেখা শুধু সমর্থকদের নয় স্পন্সরদের একটা বিরাট চাহিদা থাকে। কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট থাকে তার ওপর। এখন মেসির চ্যালেঞ্জ নিজেকে পরের তিন বছর ফিট রাখা। তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ফুটবলে আবার দেখা যেতে পারে লিওনেল মেসির ঝলক।

অবিকল যেন মেসির ঝলক পায়ে, তরুণ আর্জেন্টাইন প্রতিভায় মুগ্ধ বার্সেলোনার কিংবদন্তিরা

#বার্সেলোনা: আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি বার্সিলোনার ক্লাবে খেলে যাওয়া অন্যতম সেরা ফুটবলার বলে মনে করা হয়। ২০২১ এ বার্সিলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সাত বারের ব্যালন ডি অর বিজেতা মেসি বার্সিলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। স্প্যানিশ ক্লাবের হয়ে তিনি যেমন ক্লাবকে অনেক সম্মান এনে দিয়েছেন , তেমন নিজেও অনেক সম্মান পেয়েছেন।

২০ বছরেরও বেশি সময় বার্সিলোনার হয়ে খেলেছেন মেসি। এল এম টেনের বার্সিলোনা ছাড়ার পর স্প্যানিশ ক্লাব বেশ কিছুদিন তার অভাব বোধ করেছে, দলের পারফরম্যান্সও আশানূরুপ হয়নি।। কিন্তু জাভি হার্নান্দেজ দলের দায়িত্ব নেওয়ার পর ও বেশ কয়েকজন ম্যাচ জেতানো ক্ষমতাবাহী ফুটবলার আশার পর ঘুরে দাঁড়িয়েছে এই ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাব।

আরও পড়ুন – ‘পৃথিবীর সেরা ব্যাটসম্যান আমি, কোহলি দ্বিতীয়’, অবাক দাবি করে ভাইরাল পাক ব্যাটার

এই মরসুমে মাত্র একজন ফুটবলারকেই সই করিয়েছে বার্সিলোনা। তিনি হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস রোমান। ১৮ বছর বয়সী এই প্রতিশ্রুতিমান ফরোয়ার্ড আর্জেন্টাইন ক্লাব ফেরোর থেকে বার্সিলোনার রিজার্ভ দল বারকা এতলেতিক দলে যোগ দিয়েছেন। এই দল স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল লিগে খেলবে। লুকাস রোমানকে নিয়ে বার্সিলোনা টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

ফেরো ক্লাবের সভাপতি ড্যানিয়েল পানদলফি স্প্যানিশ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বার্সিলোনার তরফে তাকে জানানো হয়েছে, লুকাস রোমান তাদের মেসিকে মনে করিয়ে দিচ্ছে। তিনি বলেন, তারা আমায় জানিয়েছে, এই ১৮ বছরের ফুটবলারের মধ্যে এমন কিছু তারা দেখেছে , যা লিওনেল মেসির কথা তাদের মনে করাচ্ছে।

বার্সা সমর্থক জানান, তার সঙ্গে মেসির তুলনা করার কোনো প্রয়োজন নেই, তাকে নিজের কেরিয়ার বানাতে দাও, অনবরত তুলনা করা হতে থাকলে তার পক্ষে ভালো হবে না। মেসির মত প্রতিভাকে একজন মানুষ তার জীবনে একবারই দেখতে পান। একটাই মেসি হয়, যেমন করে একটাই পেলে, একটাই মারাদোনা, একটাই ক্রুফ, একটাই মদ্রিচ, একটাই সিআরসেভেন।

লুকাসের বা পায়ের কন্ট্রোল নিয়ে ইতিমধ্যেই বড় বয়ান দিয়েছেন বুসকেটস। মেসির প্রাক্তন সতীর্থ মনে করেন লুকাস দুটো বছর নিজেকে মানিয়ে নিতে পারলে স্প্যানিশ ফুটবলে নতুন ঝড় তুলবে।

বিশ্বজয়ের পর মেসি আবার ফিরে এলেন কাতারে, এবার সামনে রোনাল্ডোর চ্যালেঞ্জ

#দোহা: ৩৬ বছর পর যে দেশের মাটিতে ইতিহাস রচনা করেছিল আর্জেন্টিনা, সেই কাতারেই আবার ফিরে এলেন লিওনেল মেসি। এবার অবশ্য ক্লাব পিএসজির হয়ে। কাতারের মালিকানাধীন পিএসজি দল একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সৌদি আরবে। কাতার থেকে শিগগিরই সৌদি আরবের রিয়াদে যাবেন মেসি-নেইমাররা। কিং আল ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই সৌদি ক্লাব আল হিলাল ও আল নাস্‌র সম্মিলিত দলের বিপক্ষে খেলবে পিএসজি।

ওই ম্যাচে আল হিলাল ও আল নাস্‌র সম্মিলিত দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে মেসির আর্জেন্টিনা। বিশ্ব জয়ের ঠিক এক মাস পর ফের কাতারে আসলেন মেসি। তাঁর সঙ্গে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসরাও।

আরও পড়ুন – নিজামের শহরে নতুন রাজা শুভমন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরিতে মাতিয়ে দিলেন মাঠ

কাতারে শীতকালীন সফরে এসেছে গোটা পিএসজি দল। মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পেদের খেলা দেখতে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। রিয়াদের স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার দর্শকের। এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে আসন বরাদ্দ। অনলাইনে ম্যাচের টিকিট পেতে আবেদন করেছিলেন প্রায় ২০ লাখ মানুষ। একটি বিশেষ টিকিটের দাম ছাড়িয়ে গেছে ২৭ কোটি টাকা।

বিশাল মূল্যের টিকিটে রয়েছে কিছু বিশেষ সুবিধাও। টিকিটধারী পারবেন মেসি, রোনালদো, নেইমার ও এমবাপের সঙ্গে দেখা করতে। অংশ নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ম্যাচ দেখতে পারবেন ভিআইপি আসনে বসে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্বকাপ ফাইনাল এরপর মেসি এবং এমবাপের সম্পর্ক স্বাভাবিক থাকবে কিনা। ফুটবল প্রেমীদের জন্য ভাল খবর, দুই ফুটবল তারকার সম্পর্ক একেবারেই স্বাভাবিক আছে।

মারাদোনার থেকে এগিয়ে মেসি! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচের বড় সার্টিফিকেট লিওকে

#রোজারিও: লিওনেল মেসি দীর্ঘদিন পর ছুটি কাটিয়ে ক্লাব ফুটবল খেলতে প্যারিসে ফিরে এসেছেন। কিন্তু এখনও তর্ক চলছে কে সেরা, মেসি না মারাদোনা? এই প্রশ্নের উত্তর যেন শেষ হওয়ার নয়। কোচ লিওনেল স্কালোনির হাতে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব যখন তুলে দেওয়া হয়েছিল, তখন দিয়েগো মারাদোনা বলেছিলেন, ওর তো ট্রাফিক নিয়ন্ত্রণেরই ক্ষমতা নেই।

জাতীয় দলের কোচ হিসেবে ওকে চাই না। ২০১৮ সালের বিশ্বকাপে ভরাডুবির পরে এই স্কালোনি এবং পাবলো আইমার মিলে ফোন করেছিলেন মেসিকে। ফোনে স্কালোনি ‘এলএম১০’-কে বলেছিলেন হ্যালো, লিও আমার সঙ্গে রয়েছে আইমার। পাবলো আইমাকে আইডল মানতেন মেসি। আর স্কালোনির সহকারী ছিলেন আইমার।

তার পরের ঘটনা ইতিহাস। স্কালোনির নেতৃত্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পরে বিশ্বকাপেও নীল-সাদার জয়জয়কার। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, আমার মতে, ফুটবল ইতিহাসে সেরা মেসিই। মারাদোনা গ্রেট, তবে লিও আমার কাছে স্পেশ্যাল। উল্লেখ্য, স্কালোনির অধীনে ৪৪টি ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে গোল করেছেন ৩২ বার।

কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে স্কলোনি জানিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে চান পরের বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ মেসি খেলুন। ফিটনেসর সমস্যা হবে না তিনি জানেন। কিন্তু মানসিকতাটা ওই জায়গায় রাখতে চান। তবে পরের বিশ্বকাপ মেসি খেলবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বন্ধু না শত্রু! পিএসজিতে ফিরতেই মেসিকে লাথি মারলেন নেইমার

#প্যারিস: কাতার বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্তছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বজয়ের পর বুধবার নিজের ক্লাব পিএসজিতে ফিরে আসেন তিনি। সেখানে মেসিকে বীরের সম্মান দেওয়া হয়। মাঠে নামার সময় মেসিকে গার্ড অফ অনার দেয় পিএসজির সতীর্থরা। তুলে দেওয়া হয় একটি স্মারকও। কিন্তু গার্ড অফ অনার দেওয়ার সময় মেসিকে লাথি মারতে দেখা যায় নেইমারকে। যা নিয়ে নেট দুনিয়ায় তৈরি হয়েছে বিতর্ক।

মেসি যখন অনুশীলন নামছিলেন তখন সারিবদ্ধভাবে মেসিকে গার্ড অফ অনার দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন পিএসজির সতীর্থরা। লাইনের প্রথমেই ছিলেন নেইমার। মেসি যখন দুদিতে সারিবদ্ধ প্লেয়ারদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনই পেছন থেকে লাথি মারেন নেইমার। গার্ড অফ অনারের মত প্রেস্টিজিয়াস বিষয়ের সময় কেন নেইমার এমন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যেই ভিডিও এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

যদিও বিষয়টির মধ্যে সিরিয়াস কিছুই নেই। কারণ পুরোটাই মজার ছলে করেছেন নেইমার। আর মেসি ও নেইমার কতটা ভালো বন্ধু তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নানা সময়ে তাদেরপ বন্ধুত্বের উদাহরণ সামনে এসেছে। তা সে মেসির বিশ্বজয়ে নেইমারের উছ্বাস থেকে কোপা আমেরিকা জয়ের পর কান্নায় ভেঙে পড়া নেইমারকে মেসির আগলে রাখা। সবকিছুই দেখেছে ফুটবল বিশ্ব। এই লাথিও মেসির প্রতি নেইমারের ভালোবাসার প্রমাণ।

 

আরও পড়ুনঃ আর কি কখনও ক্রিকেটে ফিরতে পারবেন ঋষভ পন্থ, কী বলছে বোর্ড ও চিকিৎসক

 

প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতেই অনুশীলনে নেমে পড়েন মেসি। প্রথম দিন একটু হালকাই অনুশীলন করেন আর্জেন্টাইন মহাতারকা। দলের সঙ্গে পাসিং খেলার পাশাপাশি নিজেও একা একা অনুশীলন করেন মেসি। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে হেরেছে পিএসজি। পরবর্তী ম্যাচ থেকেই যেন মাঠে নামতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের পর ফের একবার বল পায়ে মেসিকে মাঠে দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

পিএসজিতে বীরের সম্মান দেওয়া হল মেসিকে, আপ্লুত বিশ্বজয়ী অধিনায়ক

#প্যারিস: কাতারে বিশ্বজয়ের পর থেকেই উৎসবের মেজাজে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পার্টি থেকে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত ছিলেন তিনি। মেসির ছুটি কাটানোর নানা ছবি সামনে এসেছে। তবে নতুন বছরে ৪ তারিখ যে তাঁর ক্লাব পিএসজিতে যোগ দেবেন তা নির্ধারিত ছিল। আর পিএসজিতে যোগ দিয়ে রাজকীয় সংবর্ঝনা পেলেন বিশ্বজয়ী অধিনায়ক।

প্যারিসে পৌছতেই বিমান বন্দরে মেসিকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে বিশ্বকাপ জয়ের জন্য। পিএসজির তরফ থেকেও করা হয়েছিল একাধিক আয়োজন। সতীর্থের জন্য অপেক্ষায় ছিলেন নেইমার, মারকউনহোস সহ অন্যান্য পিএসজি প্লেয়াররা। মেসির পৌছতেই একে একে সকলেই মেসির কাছে এসে তাকে শুভেচ্ছা জানান। নেইমারকে দেখা যায়মেসিকে জড়িয়ে ধরতে ও গল্প করতে।

এরপর কাতার বিশ্বকাপ লেখা বিশেষ জার্সি পড়েছিলেন পিএসজির প্লেয়াররা। মাঠে নামতেই মেসিকে গার্ড অফ অনার দেওয়া হয়। বীরের মতন বরণ করে নেওয়া হল কিংবদন্তিকে। সতীর্থের ভালোবাসায় তখন মেসির চোখে মুখে আলাদাই তৃপ্তি। ক্লাবের তরফে মেসির হাতে তুলে দেওয়া হয় স্মারক। সেই স্মারক হাতে ছবিও তোলেন লিওনেল মেসি। গোটা অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে পিএসজি।

 

 

আরও পড়ুনঃ রোনাল্ডোকে রাজকীয়ভাবে স্বাগত জানাল আল নাসের, রইল ১০টি সেরা ছবি

 

 

সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতেই অনুশীলনে নেমে পড়েন মেসি। প্রথম দিন একটু হালকাই অনুশীলন করেন আর্জেন্টাইন মহাতারকা। দলের সঙ্গে পাসিং খেলার পাশাপাশি নিজেও একা একা অনুশীলন করেন মেসি। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে হেরেছে পিএসজি। পরবর্তী ম্যাচ থেকেই যেন মাঠে নামতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের পর ফের একবার বল পায়ে মেসিকে মাঠে দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।