Tag Archives: Lionel Messi

মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও

#কলকাতা: বাপ রে বাপ! এটা ছাড়া আর বলি কী করে, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লড়াইয়ের উত্তাপ বল পায়ে মাঠের পর ছড়াল মাঠের বাইরে৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২৷ তারপর রুদ্ধশ্বাস পেনাল্টিতে খেলার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়৷ মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুটবলারদের মধ্যেও৷ এদিনের ম্যাচে মোট ১৫ টি কার্ড দেখানো হয়৷ দুপক্ষের প্লেয়াররাই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, কখনও মৌখিক কখনও আবার সেই সীমাও পেরিয়ে দৈহিক আক্রমণও শানাচ্ছিলেন ফুটবল প্লেয়াররা৷

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে লিওনেল মেসিও নিজের মেজাজ হারান৷ এমনকি মেসির মুখ অশ্রাব্য গালাগালিও বেরিয়ে আসে৷

 

আরও পড়ুন –  ধান কাটা শুরু হতেই জমিতে মিলল বোমা ভর্তি জার, চক্ষু চড়কগাছ সকলের

এদিনের ম্যাচে ৪-৩ পেনাল্টি শ্যুটআউটে মেসিরা জিতলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কিছুতেও ক্ষোভ কমছিল না৷ এমনকি মেসি একটি লাইভ টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়েও নেদারল্যান্ডস ক্যাম্পের কোনও একজন প্লেয়ারের দিকে অশ্রাব্য কথার তির ছুঁড়ে দেন৷

রইল সেই ভাইরাল ভিডিও (Viral Video)

 

‘‘হোয়াট আর ইউ লুকিং অ্যাট ইউ ইডিয়ট !’’ এরপর আরও দুটো অশ্রাব্য গালাগালিও বেরোয় মেসির মুখ থেকে৷ পুরো কথোপকথনটি হয় মেসি একটি ইন্টারভিউ দেওয়ার সময়৷

 

শুধু এটুকু বলেই থামেননি তিনি৷ আর্জেন্টাইন তারকা ডাচ কোচ লুই ফান গলের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান৷ তিনি ডাচ কোচকে শ্রদ্ধার অভাবের জন্য কথা শোনান তিনি৷

তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মনে হয় ফান গল আমায় অশ্রদ্ধা করেছিলেন ম্যাচের আগের মন্তব্যে৷ কিছু নেদারল্যান্ডের প্লেয়ার ম্যাচ চলাকালীন প্রচুর কথা বলছিল৷ ’’

 

মেসিকে এত ভাল ব্যবহার করতে পারেননি কোনও কোচ! স্কালোনির বুদ্ধিকে সম্মান ভালদানো, কেমপেসদের

#দোহা: আলেজান্দ্র সাবেলা এই পৃথিবীতে আর নেই। চলে গিয়েছেন এক বছর আগে। কিন্তু তিনি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন এই স্মৃতি লোকের মনে আছে। তারপর লিওনেল স্কালোনিকে যখন দায়িত্ব দিয়েছিল আর্জেন্টিনা, অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন ম্যানেজার দেখিয়ে দিয়েছেন সঠিক বুদ্ধি এবং পরিকল্পনা নিয়ে চললে সাফল্য পাওয়া সম্ভব।

বছরখানেক আগে ২৮ বছর পর প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তারপর ইতালিকে হারিয়ে ফাইনালেসিমা জেতে আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকে আর্জেন্টিনা। সেই রেকর্ড এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে ভেঙে যায়। কিন্তু তারপর অসাধারণ কাম ব্যাক করে নীল সাদা জার্সিধারীরা।

আরও পড়ুন – ফ্রান্সের `নতুন নেপোলিয়ন’ হতে চান এমব্যাপে ! ইংল্যান্ডকে হারানোর প্রতিজ্ঞা ফরাসি তারকার

মেসির নেতৃত্বে ডি মারিয়া থেকে আলভারেজ, মার্টিনেজ, মলিনা, ম্যাক অ্যালিস্টার অসাধারণ ফুটবল খেলেন। মেক্সিকো, পোল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। দলের এমন ধারাবাহিক লড়াইয়ের পেছনে কোচ লিওনেল স্কলোনির প্রশংসা করেছেন ভালদানো এবং মারিও কেমপেসের মতো প্রাক্তন ফুটবলাররা।

আগের কোনও ম্যানেজার এভাবে মেসির সেরাটা বের করে আনতে পারেননি। আর্জেন্টিনাকে একটা দল হয়ে উঠতেও ছাপ রাখতে পারেননি। সেটা করে দেখিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে ফুটবলার হিসেবে এমন কিছু ছিলেন না। যাবতীয় সাফল্য স্পেনের না লা করুণা ক্লাবে। সেই মানুষটা লো প্রোফাইল বায়োডাটা নিয়ে এভাবে আর্জেন্টিনা এবং মেসিকে এক সূত্রে গেঁথে ফেলবেন কে ভেবেছিল?

নিখুঁত গেম রিডিং, সঙ্গে দুর্দান্ত ম্যান ম্যানেজমেন্ট তার অন্যতম শক্তি। যেভাবে অভিজ্ঞতা এবং তারুণ্য মিশিয়ে কাতারে দল বাছাই করেছেন তার প্রশংসা করতেই হয়। সবচেয়ে বড় কথা সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়ে যখন গেল গেল রব চারিদিকে, তখন বেশি কথা বলেননি স্কালোনি।

ফুটবলারদের আত্মবিশ্বাস দিয়ে গিয়েছেন, বালিতে রোদ্দুরের মধ্যে অনুশীলন করিয়েছেন। তার সুফল এখন দেখা যাচ্ছে। ভালদানো বলছেন এমন ম্যানেজার বহুদিন আসেনি আর্জেন্টিনায়। আগে প্রতিবছর আমাদের ম্যানেজার পরিবর্তন হত। ফুটবল কর্তারা সেই বদভ্যাস থেকে বের হতে পেরেছেন,
স্কালোনিকে সময় দিয়েছেন এটাই বড় ব্যাপার।

যে ফুটবলারদের নিয়েছেন, অল্প সুযোগে প্রত্যেকে নিজেদের প্রমাণ করেছেন বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যেমন পাওয়া যাবে না আকুনা এবং মন্টিএলকে। তবে এই নিয়ে ভয় পেতে রাজি নন মেসিদের ম্যানেজার। প্ল্যান বি রয়েছে তার হাতে।

তিনি জানেন একটা লিওনেল মেসি নামক জিনিয়াস রয়েছে তার হাতে। বাকিদের শুধু তাকে সাপোর্ট করে যেতে হবে। তাহলেই হয়তো ৩৬ বছর পর মেক্সিকোর ইতিহাস ফিরে আসতে পারে কাতারের মাটিতে।

‘বড্ড বেশি কথা বলেন এই বয়সে, এবার বিশ্রাম নিন’ ! ভ্যান গালকে ম্যাচ শেষে ধুয়ে দিলেন মেসি

#দোহা: সাধারণত ফুটবল মাঠে লিওনেল মেসিকে গালাগালি দিতে অথবা খুব আক্রমনাত্মক হতে দেখা যায় না। এটা তার ধাতে নেই। এর আগেও আর্জেন্টিনার বহু ম্যাচে মেসি যখন হেরে ছিটকে গিয়েছিলেন মাথা ছিল নিচু। কিন্তু এবারের আর্জেন্টিনার মতো মেসিও কেমন যেন বদলে গিয়েছেন। উদাহরণ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচের শেষ।

টাইব্রেকারে ডাচদের সবে হারিয়েছে আর্জেন্টিনা। উৎসব চলছে গ্যালারিতে, ফুটবলাররা আনন্দ করছেন মাঠে। মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ হঠাৎ ছুটে গেলেন নেদারল্যান্ডস ডাগ আউটর দিকে। কোচ ভ্যান গাল এবং কিছু নেদারল্যান্ডস দলের স্টাফদের সঙ্গে চলল বিতর্ক। পরে জানা গিয়েছে মেসি এবং গোলরক্ষক মার্টিনেজ নাকি খেলার শেষে ছাপার অযোগ্য ভাষায় গালাগালি দিয়েছেন ডাচ কোচকে।

আরও পড়ুন – রোনাল্ডো কাঁটার মাঝেই আজ বিশ্বকাপে মরক্কো চ্যালেঞ্জ টপকাতে মরিয়া পর্তুগাল

গা জোয়ারি ফুটবল এবং লং বল খেলার স্ট্র্যাটেজি নেওয়ার কারণেই ডাচ কোচকে নিশানা করেছেন লিও এবং এমিলিয়ানও। ইচ্ছে করে আর্জেন্টিনার ফুটবলারদের ফাউল করছিল ডাচরা। মেসি ভ্যান গালকে বলেন আট বছর আগের স্মৃতি ফিরিয়ে দিলাম। এবার এটা নিয়ে কোচিং জীবন শেষ করুন। একটু চুপ করে থাকতে শিখুন।

সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারের পর মার্তিনেজ দোষারোপ করেছেন নিজেকেই। দলকে বাঁচাতে তেমন কিছুই করতে পারেননি। গ্রুপপর্ব পেরিয়ে শেষ ষোলোয় ওঠার পর দায়টা শোধ করতে চেয়েছিলেন আর্জেন্টিনা গোলকিপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোয় তাই ম্যাচের একদম শেষ মুহূর্তে সেই অবিশ্বাস্য সেভটা দেখা গেছে।

আর্জেন্টাইন সমর্থকেরাও হাপ ছেড়ে বেঁচেছেন। এই যে দেশের মানুষের স্বপ্নকে টিকিয়ে রাখলেন যিনি, সৌদি আরবের বিপক্ষে সেই হারের পর তাঁর নাকি রাতে ঘুম হতো না, ভুগেছি অনেক। ঘুমোতে পারিনি। মনোবিদের সঙ্গে এ নিয়ে অনেক কথা বলেছি। সাড়ে ৪ কোটি আর্জেন্টাইন আমার দিকে তাকিয়ে, তাদের আরও ভালো কিছু উপহার দিতে পারতাম।

চোখেমুখে যে আত্মবিশ্বাসের ঝলকানি নিয়ে তিনি প্রতিবার পোস্টের নিচে দাঁড়িয়েছেন, দুটি সেভের পরও চোখমুখ ফেটে বেরিয়ে আসার আবেগের ঢেউকে যেভাবে সংবরণ করেছেন শেষ বাঁশি বাজা পর্যন্ত ; যে কেউ বলবেন, এই মানুষটার মন ইস্পাতের মতোই দৃঢ়। মার্টিনেজ বলছেন লড়াই বাকি শেষ দুটো ম্যাচের জন্য।

ক্রোয়েশিয়া যেভাবে ব্রাজিলকে হারিয়েছে তাতে তাদের নিয়ে আর্জেন্টিনার চিন্তা থাকবে নিশ্চয়ই। এমি বলছেন নো টেনশন। কোপা আমেরিকার পর এবার বিশ্বকাপ চাই আর্জেন্টিনার। মেসির হাতে সেটা তুলে দিতে আমি জীবন দিতেও রাজি।

কেউ বলেন ‘মেসির বডিগার্ড’, কেউ ডাকেন ‘গ্লাডিয়েটর’ ! আজ আর্জেন্টিনার আসল চাবি ডে পলের পায়ে

#দোহা: উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। খুব বেশি বহুল শরীর এমন নয়। দেখে ভয় পাবে প্রতিপক্ষ এমন ভাব নেই শরীর ভাষায়। তবুও রড্রিগো ডে পল নামটা শেষ দেড় বছর ধরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্জেন্টাইন ফুটবলে। মাঠের মাঝখানে ঠিক যেখানে বল দখলের লড়াই হয়, যেখানে জঘন্য ফাউল এবং নোংরা খেলা চলে, সেই জায়গার রাজা তিনি।

যেমন একসময় ছিলেন আর্জেন্টিনার ম্যাসচেরানো। যেভাবে একটা সময় নীল সাদা জার্সিতে মাঠের মাঝখানটা সামলাতেন, ঠিক সেভাবেই নিজেকে মেলে ধরেছেন ডে পল। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান ছিল বিরাট। এই বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করে চলেছেন পল।

আরও পড়ুন – মেসির আর্জেন্টিনাকে `গিলে ফেলতে’ তৈরি ৬ ফুট ৮ ইঞ্চির ডাচ গোলরক্ষক! দিয়ে রাখলেন হুমকি

মজা করে কেউ ডাকেন মেসির বডিগার্ড। কেউ নাম দিয়েছেন আর্জেন্টিনার গ্লাডিয়েটর। রড্রিগো অবশ্য এসব বেশ উপভোগ করেন। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। প্রত্যেকটা ম্যাচ ৯০ মিনিট খেলেছেন। বুকে যেন লাগানো থাকে অক্সিজেন সিলিন্ডার। আজ কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

পুরনো শত্রু, তাই আর্জেন্টিনা জানে এই জায়গায় কতটা বিপদজনক হতে পারে ডাচরা। গাকপো, ডি ইয়ং, ডিপেদের মত ফুটবলারদের বিরুদ্ধে ভুল করার জায়গা নেই। বিশেষ করে নেদারল্যান্ডস যত তাড়াতাড়ি সম্ভব মিডফিল্ড দখল নেওয়ার চেষ্টা করবে। এখানেই আসল লড়াই দুটো দলের।

অস্ট্রেলিয়া ম্যাচের পর হ্যামস্ট্রিং চোটে কিছুটা কাতর হয়ে পড়েছিলেন। চিন্তা বেড়ে গিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের। কোচ স্কালোনি অবশ্য জানিয়েছেন পল এখন ফিট। ব্যাথা নেই সেভাবে। আর্জেন্টিনার মাঝ মাঠের কান্ডারী নিজে ও তৈরি চ্যালেঞ্জ নিতে।

মেসি আদর করে বলেন ডে পল আমাদের দলের বাঘ। কিছু ভুল বলেননিও। রড্রিগর পুরো পিঠে রয়েছে বেঙ্গল টাইগারের ট্যাটু। আজ আর্জেন্টিনার বিশ্বকাপের টিকে থাকার লড়াইয়ে বাঘ হয়ে উঠতে পারবেন তিনি?

আর্জেন্টিনার বিরুদ্ধে হার, মেসিকে খুঁজতে ড্রেসিং রুম পর্যন্ত গিয়েছিলেন অজি প্লেয়াররা

#আহমেদ বিন আলি স্টেডিয়াম: ১৬ বছর পর বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। নীল-সাদা ব্রিগেডের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় স্বীকার করতে হয়েছে সকারুদের। ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে দীর্ঘ সময় লড়াই করার পর মেসি গোল করে ভেঙেছিলেন ডেডলক। অপর একটি গোল করেন জুলিয়ান আলভারেজ।

ম্যাচ শেষে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় মেসিকে খুঁজতে সাজঘরের দরজা পর্যন্ত চলে গিয়েছেন কয়েকজন অস্ট্রেলিয়ার প্লেয়ার। তবে অন্য কোনও কারণে নয় মেসির সঙ্গে ছবি তোলার জন্যই গিয়েছিলেন অজি ফুটবলাররা। কারণ তাদেরও প্রিয় তারকা হলেন এমএমটেন। অজি প্লেয়ারদের আবদার ফেরাননি লিওনেল মেলি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অস্ট্রেলিয়ার চার জন প্লেয়ার ক্রেগ গুডউইন, কিয়ানো বাক্কাস, জোয়েল কিং ও মার্কো টিলিয়ো আর্জেন্টিনার সাজঘরের বাইরে দাঁড়িয়ে মেসির জন্য অপেক্ষা করছেন। মেসি সেখানে আসতেই তারা ছবি তোলার আবদার জানান। সকল অজি তারকার সঙ্গে হাসি মুখে সকলের ছবি তোলেন মেসি। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

 

 

আরও পড়ুনঃ প্রকাশ্যে ঠোটে-ঠোট থেকে মদ্যপান, কাতারের নিয়মকে ‘নকআউট’ করল ইংল্যান্ড

 

 

প্রসঙ্গত,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শুক্রবার মধ্যরাতে ডাচদের মুখোমুখি হবে নীল-সাদা ব্রিগেড। আরও একবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা।

নকআউটে নামার আগে আর্জেন্টিনা কোচের মুখে বাংলাদেশের নাম, কী বললেন মেসিদের হেডস্যার

#আহমেদ বিন আলি স্টেডিয়াম: বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। ওপার বাংলার বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ও বাধ ভাঙা উচ্ছ্বাস নজর কেড়েছে সকলের। বিশেষ করে বাংলাদেশে বিশাল মাত্রায় আর্জেন্টিনার সমর্থক রয়েছেন। মেসির গোল ও আর্জেন্টিনার জয়ের পর তাদের উচ্ছ্বাসের ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। আর সেই রেশ পৌছে গিয়েছে আর্জেন্টিনা দল পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট পর্বে নামার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মুখে বাংলাদেশের নাম।

বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদশের ঢাকা বিশ্ব বিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলার দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বকাপ উৎসবে মেতেছেন আট থেকে আশি সকলে। ফিফার তরফেও সেই ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। শুক্রবারই আর্জেন্টিনার সরকারি টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের সমর্থকদের খেলা দেখার ছবি পোস্ট করা হয়। সেই সকল ছবি ও ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে মেসিদের কোচ লিওনেল স্কালোনির কাছে বাংলাদেশের ফুটবল প্রেম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের জার্সির বিশ্ব জুড়ে নানা জায়গায় সমর্থন রয়েছে। এই জার্সি পরে দিয়াগো মারাদোনা খেলেছেন, এখন খেলছেন লিওনেল মেসি। বিশ্ব জুড়ে তাদের সমর্থন। বাংলাদেশের মতো একটা দেশের এত জন আমাদের সমর্থন করছেন, এতে আমরা গর্বিত। বাংলাদেশের মানুষকে কুর্নিশ ও ধন্যবাদ।

 

আরও পড়ুনঃ স্তনযুগল ঢাকা হাতে, নিম্নাঙ্গে পতাকা, বিশ্বকাপে এ কেমন সমর্থন ব্রাজিল মডেলের

 

 

প্রসঙ্গত, প্রথম ম্যাচে সৌদির বিরুদ্ধ হারের ধাক্কা এখন নীল-সাদা ব্রিগেডের কাছে হার এখন এক যুগ অতীত। মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচে জয় লিওনেল স্কালোনির দলের আত্মবিশ্বাস ও শরীরী ভষাটাই পাল্টে দিয়েছে। রাউন্ড অফ সিক্সটেনে অস্ট্রেলিয়াকে সমীহ করলেও দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ স্কালোনি ও অধিনায়ক মেসি।

 

দল জিতলেও বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড মেসির, কী করলেন আর্জেন্টাইন মহাতারকা

#স্টেডিয়াম ৯৭৪: প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে পরপর দু ম্যাচে জয়। মেক্সিকোর পর পোল্যান্ডকেও ২-০ গোলে হারিয়ে গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো রাউন্ডে পৌছে গেল নীল-সাদা ব্রিগেড। পোলিশদের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করলেন ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ। দলের জয়ে খুশি থাকলেও একটু আক্ষেপ রয়ে গেল লিওনেল মেসির। কারণ ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু সময় আগে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে বাড়ানো ক্রসে হেড করতে যান মেসি। পোলিশ গোলরক্ষকের সঙ্গে তার ধাক্কা লাগে। রেফারির ভার পদ্ধতির মাধ্যমে দেখে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইম মহতারকা। দুরন্ত সেভ করেন পোল্যান্ডের গোলকিপার।

এই পেনাল্টি মিসের সৌজন্য লজ্জার লজ্জার রেকর্ড বুকে নাম লেখালেন লিওনেল মেসি। কারণ তিনিই হলেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। এবার পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে অচাওযা রেকর্ডের মালিক হলেন লিও।

 

আরও পড়ুনঃ চাবুক ফিগারে যেন মাখনের প্রলেপ, ব্রাজিল তারকার স্ত্রীকে দেখলে সন্মোহিত হবেন আপনিও

 

প্রসঙ্গত, এদিন ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ খোলে আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোল এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। তারপর আক্রমণের ঝড় বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গো করেন জুলিয়ান অ্যালভারেজ। এই জয়ের ফলে রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

`মেসি নেইমারের থেকে অনেক ভদ্র ছেলে’, লিওর উচ্ছ্বসিত প্রশংসায় ব্রাজিলের তারকা ফুটবলার

#দোহা: মেসি ভগবানের কাছে প্রার্থনা করুক আমি যেন কোনও দিন ওকে খুঁজে না পাই। হ্যাঁ এটাই ছিল মেসির প্রতি মেক্সিকান বক্সারের হুশিয়ারি।আর্জেন্টিনার ফুটবলার নিকোলাস ওটামেন্ডির পোস্ট করা একটি ভিডিয়োয় মেক্সিকোকে হারানোর পর সাজঘরের পরিবেশ ধরা পড়েছে। সেখানে স্প্যানিশ ভাষায় একটি গানের সঙ্গে নাচছিলেন মেসি, দি মারিয়ারা।

সেই ভিডিয়োরই একটি অংশে মেসিকে দেখা গিয়েছে মেক্সিকোর জার্সি পা দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছেন তিনি।সেই ছবি টুইটারে তুলে ধরে কানেলো হুংকার দিয়েছিলেন যে, মেসিকে দেখছি আমাদের জাতীয় পতাকা এবং জার্সি দিয়ে ঘর পরিষ্কার করছে। ও ভগবানের কাছে প্রার্থনা করুক আমি যেন কোনও দিন ওকে খুঁজে না পাই।

আরও পড়ুন – ফিফার কোপে এমব্যাপে ! ফরাসি ফুটবলারকে নিষিদ্ধ করা হতে পারে বিশ্বকাপে

পাল্টা দিয়েছেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার সের্জিয়ো আগুয়েরো। কানেলোকে ঘুরিয়ে নির্বোধ বলেছেন তিনি। আগুয়েরো লিখেছেন, মিস্টার কানেলো, সব কিছুতে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবেন না। আপনি ফুটবলের ব্যাপারে কিছুই জানেন না এবং সাজঘরে কী হয় সে সম্পর্কেও ধারণা নেই। ম্যাচ হয়ে যাওয়ার পর জার্সি মাটিতেই ফেলে রাখা থাকে। কারণ সেগুলো ঘামে ভেজা থাকে।

মেসি বুটটা খোলার চেষ্টা করছিল। আচমকা জার্সিতে ওর পা লেগে গিয়েছে। প্রিয় বন্ধুর ভুলকে ঢাকা দিতে এক মুহুর্ত ও অপেক্ষা করেনি আগুয়েরো।শুধু আগুয়েরো নন মেসির পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে মেলো।তার কথায়,মেসির মতন ফুটবলার বিপক্ষ দেশের জার্সির প্রতি অসম্মান দেখাতেই পারেন না।

তার মতে মেসির চেয়ে বেশি সম্মানী আর কেউ নন।অনেকের মতে, মেসি এমন মানুষই নন বিপক্ষ দেশকে অসম্মান করবেন। মেলো মনে করেন নেইমারের থেকেও মানুষ হিসেবে মেসি অনেক ভাল এবং ঠান্ডা। ব্রাজিলের প্রাক্তন তারকা বিশ্বাস করতে রাজি নন মেসি কাউকে অপমান করতে পারেন ইচ্ছে করে।

Lionel Messi: ও মা এটা কী! মেসি পা দিয়ে পতাকা মাড়াচ্ছেন, মাটিতে ঘষছেন! পেলেন প্রাণনাশের হুমকি অবধি, রইল ভাইরাল ভিডিও

#মেক্সিকো সিটি: ও মা এ কী কাণ্ড! লিওনেল মেসি এরকম বিতর্কে জড়ালেন যে একেবারে জীবননাশের হুমকি পেলেন৷ মেসিকে হুমকি দিয়েছেন মেক্সিকোর বক্সার কানালো অ্যালভারেজ৷ আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল৷ এই জয় এদিন লিওনেল মেসির দলের জন্য একেবারে খুবই প্রয়োজনীয় ছিল৷ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ভয় এড়াতে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে জয়৷ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচের আগে হঠাৎ করেই মেসি শিরোনামে৷

 শেষ ষোলর পৌঁছনোর জন্য এই পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আসলে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বেশ প্যাঁচে পড়েছে নীল -সাদা ব্রিগেড৷

এই অবস্থায় আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লিওনেল মেসির বিতর্কিত এক ভিডিও৷ ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা লকার রুমের ভিডিও৷ যেখানে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়ার পর উচ্ছ্বাসে ভাসছিল গোটা দল৷ বাদ ছিলেন না লিওনেল মেসিও৷

 

আরও পড়ুন –  ঐশ্বর্য রাই বচ্চনের মতো ফক্সি আই মেকআপ করতে চান? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড

আরও পড়ুন –  Healthy Lifestyle: খুব প্রয়োজন! পিরিয়ড পিছোতে হবে, ঘরোয়া উপাচারে সাইড এফেক্ট ছাড়াই মুক্তি

 

কিন্তু এই সেলিব্রেশন ভিডিও থেকে মেক্সিকান বক্সার সল ক্যানেলো অ্যালভারেজ একেবারে অন্য একটা জিনিস দেখতে পেয়েছেন যা দেখে তিনি রেগে আগুন হয়েছেন৷ ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মেসির পায়ের কাছে মেক্সিকোর জাতীয় পতাকা পড়ে রয়েছে, যাতে পা লাগছে এমনকি একটা সময় পা দিয়ে সেই পতাকা নিয়ে মাটিতে ঘষছেন মেসি এমনটাও মনে হয়৷ এরপরেই বক্সার বলেছেন, ‘‘বন্ধুরা আপনারা দেখতে পেলেন মেসি আমাদের জার্সি- পতাকা দিয়ে মাটি পরিষ্কার করছেন৷ ’’ তিনি আরও যোগ করেন , ‘‘উনি ভগবানের কাছে প্রার্থণা করুন আমি যেন তাঁকে খুঁজে না পাই৷ ’’

রইল সেই বিতর্কিত ভাইরাল ভিডিও

 

 

অ্যালভারেজ আরও বলেছেন, ‘‘যেমন আমি আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি , ওঁরও মেক্সিকোকে শ্রদ্ধা করা উচিত! আমি গোটা দেশের কথা বলছি না, সেই ষাঁড়গুলো –যা মেসি করেছে৷ ’’  লিওনেল মেসির আর্জেন্টিনা গ্রুপ সিতে পোল্যান্ডের থেকে পিছনে রয়েছে৷ তাই পোল্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ ষোলর টিকিট নিশ্চিত করতেই চাইবে নীল -সাদা ব্রিগেড৷ যাকে ২০২২ বিশ্বকাপে তাঁদের স্বপ্ন অক্ষত থাকে৷ যদিও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও মেসিবাহিনী প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে৷

খালি গায়ে মেসির উদ্দাম নাচ, মেক্সিকো ম্যাচ জয়ের পর উৎসবে মাতল আর্জেন্টিনা

#লুসেইল স্টেডিয়াম: সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল। প্লেয়ার ঘরেই বেশি সময় কাটানোর পাশাপাশি কমিয়ে দিয়েছিলেন কথা বলাও। লিওনেল স্কালোনির দলে সেই খোলামেলা পরিবেশটা যেন থমকে গিয়েছিল। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে একটা জয় গোটা পরিবেশটাই এক লহমায় পাল্টে দিল। নাচে-গানে-উৎসবে মেতে উঠল নীল-সাদা ব্রিগেড।

কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে মেক্সিকোর বিরুদ্ধে জয় পাওয়াটা অত্যাবশ্যক ছিল আর্জেন্টিনার। ডু অর ডাই ম্যাচে লিওনেল মেসি ও এনজো ফার্নান্ডেজের গোলে ৩ পয়েন্ট ঘরে তোলে স্কালোনির ছেলেরা। আর মাঠে বিজয় পতাকা ওড়ানোর পর মেসি আর্জেন্টিনীয় সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে তুমুল সেলিব্রেশনে মাতলেন। নিজের টুইটার হ্যান্ডল থেকে আর্জেন্টিনীয় ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি শেয়ার করলেন সেই আনন্দের ভিডিও। যা মুহূর্তেই ভাইরাল।

সেই ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমের বিরুদ্ধে দলের সঙ্গে নাচে-গানে তাল দিচ্ছেন লিওনেল স্কালোনি। সবাই মিলে গানের তালে লাফাচ্ছেন। মেসি খালি গায়ে লাফাচ্ছেন, নাচছেনস গাইছেন। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে টেবিলেপ উপর উঠে লাফাতে দেখা যায়। ৯০ মিনিটের বেশি সময় মাঠে ঘাম ঝরানোর পর আরও এক ঘণ্টা নেচে গেয়ে কাটালেন মেসি, ডি মারিয়া, ফার্নান্ডেজরা।

 

আরও পড়ুনঃ ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিলি করবেন নগ্ন ছবি, ঘোষণা নেইমারের দেশের সুপার সেক্সি মডেলের

 

 

গ্রুপ রাউন্ডে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ পয়াল ডিসেম্ব ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। প্রতিপক্ষ রবার্ট লেওনডস্কির পোল্যান্ড। শেষ ষোলোয় যেতে হলে সেই ম্যাচও ডু অর ডাই মেসিদের কাছে। যদিও মেক্সিকো হারানের পর উৎসব শেষে মেসি জানিয়ে দিয়েছেন,অবশেষে বিশ্বকাপে ঢুকে পড়েছে আর্জেন্টিনা।