Tag Archives: Mahua Maitra

Mahua Moitra on Lok Sabha Election 2024: সকাল থেকেই খোশমেজাজে মহুয়া, প্রচারদের সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ভোটারদের

কৃষ্ণনগর: নিজেদের প্রিয় প্রার্থীকে পেয়ে সেলফি তোলার আবদার সাধারণ ভোটারদের। নদিয়ার দুটি লোকসভার মধ্যে কৃষ্ণনগর লোকসভা অন্যতম। এখানে রয়েছে হেভি ওয়েট প্রার্থী দুজনেই। তার মধ্যে অন্যতম কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। দিল্লির সংসদ ভবন থেকে তার সাংসদ পদ বহিষ্কার করার পরেও তৃণমূলের টিকিটে আবারও তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন নিজের এলাকাতেই।

আরও পড়ুন: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!

সকাল থেকেই কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন এলাকা থেকে ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ খবরের শিরোনামে উঠে এসেছে। তবে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে দেখা গিয়েছে সর্বক্ষণ নিজের এলাকাগুলি প্রদক্ষিণ করতে।

কখনও গাড়িতে, কখনও বা মোটর সাইকেলে করে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তিনি ঘুরে চলেছেন কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ, তেহট্ট, চাপড়া, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া ইত্যাদি বিভিন্ন এলাকার বুথ কেন্দ্রগুলিতে। তিনি বলেন, সমস্ত জায়গাতেই শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। মহুয়া মৈত্রকে সামনাসামনি দেখে অনেকেই আবদার করছেন সেলফি তোলার জন্য। শত ব্যস্ততার মাঝেও সেই আবদার মেটাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

মৈনাক দেবনাথ

Lok Sabha Elections 2024: ইডির ডাকে সাড়া না দিয়ে কালিগঞ্জে নির্বাচনী প্রচারে ব্যস্ত মহুয়া

নদিয়া: সম্প্রতি কয়েকদিন আগে নদিয়ার কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং করিমপুরের বাড়িতে হানা দেয় ইডি। এবং সে সময় তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস জানালেও আজ সেই ইডির ডাককে দলীয় প্রচারের কারণে অগ্রাহ্য করলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কালিগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় তিনি ভোট প্রচার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডাতে ইডির অফিসে গেলেন না তিনি। আর এই নিয়েই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে!

এবার দেখার ইডির আধিকারিকরা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে আগামীতে! দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তারই প্রাক্কালে নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে রাজ্যের প্রথম নির্বাচনী সভা করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অন্যদিকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রাজার বর্তমান প্রজন্মের সদস্যা রাজরানী অমৃতা রায় বিজেপির প্রার্থী। প্রধানমন্ত্রী স্বয়ং নবাগত রাজনীতিতে রাজমাতাকে স্বাগত জানিয়ে ফোন করে রাজনৈতিক অভিভাবকের মতন পরামর্শ দিয়েছেন নানান।

অন্যদিকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় প্রসঙ্গে কটাক্ষ করে বলেছিলেন রাজ মাতা একজনই তা হল রানী রাসমণি। নদিয়ার মানুষ রাজতন্ত্র বোঝেন না, কে রাজ রানী তাও আমি চিনিনা। তবে জেলার দুই আংশিক এবং দুই পূর্ণ সাংসদ নির্বাচন ক্ষেত্রের মধ্যে কৃষ্ণনগর যে এবারও আলোচনার শিরোনামে তা বোঝা যাচ্ছে এখন থেকেই। একদিকে মহুয়া মৈত্রের পাশে মুখ্যমন্ত্রী অন্যদিকে অমৃতা রায়ের পাশে প্রধানমন্ত্রী।

তবে তৃণমূলের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হয়েছে ইডি সিবিআই দিয়ে তাদের প্রার্থীকে বিরক্ত করে এবং আইনি সমস্যায় জর্জরিত করার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, দেশের তথ্য ফাঁস থেকে শুরু করে অর্থের বিনিময়ে, শুধু তাই নয় উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের একটা অংশ তার সঙ্গে ঘনিষ্ঠতা রেখে নির্বাচনের সহযোগিতা করছে এমনও অডিও ক্লিপস ভাইরাল হয়েছে। তাই এক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর তৎপর হবে এটাই স্বাভাবিক। অতএব আসন্ন লোকসভা নির্বাচনে মহুয়ার সাম্রাজ্য কি অধীনস্থ করতে পারবে কৃষ্ণনগরের রানী অমৃতা দেবী? তা এখন সময়ই বলবে।

Mainak Debnath

Mahua Maitra News: আশঙ্কাই সত্যিই হল, মহুয়া মৈত্রকে দিল্লিতে ডাক! ভোটের আগেই কি ঘটবে ‘বড়’ কিছু?

কলকাতা: বাড়ি, অফিসে সিবিআই তল্লাশি হওয়ার পরপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র‍। নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি। এমনই অভিযোগ তুলে তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে কমিশনকে গাইডলাইন তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মহুয়া। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে এ কথা উল্লেখও করেছিলেন তিনি। কিন্তু সেই ‘ব্যবস্থা’ হওয়ার আগেই এবার মহুয়া মৈত্রকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। বৃহস্পতিবারই দিল্লিতে ইডি অফিসে মহুয়াকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল প্রার্থী সেখানে যাবেন কিনা, সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, গত ১৯ শে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকেরা। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাট থেকে খালি হাতেই অবশ্য বেরোন সিবিআইয়ের আধিকারিকেরা। এরপর কৃষ্ণনগরে মহুয়ার দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! বুঝিয়ে দিলেন স্ট্র্যাটেজি

এরপরই সিবিআই-এর বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দানের অভিযোগে তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকপাল। সেই পথেই হেঁটেছে সিবিআই৷ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তল্লাশি শুরু করে তাঁরা৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র করবে বিজেপি৷ এরই মধ্যে এবার ইডি ডেকে পাঠাল মহুয়াকে।

আরও পড়ুন: ভোটের মুখেই নারদ কাণ্ডে ‘বিস্ফোরণ’! ম্যাথুকে ডাকল সিবিআই, মারাত্মক মন্তব্য স্যামুয়েলের!

শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷

Mahua Maitra: কলকাতার পর কৃষ্ণনগরে পার্টি অফিসেও সিবিআই! ভোটের মুখে বিরাট চাপে মহুয়া

নদীয়া: সকালেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার তৃণমূল প্রাক্তন সাংসদের কার্যালয়েও পৌঁছল সিবিআই আধিকারিকদের দল। সূত্রের খবর অনুযায়ী, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে মহুয়ার বিরুদ্ধে। এই বিষয়ের তদন্তেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা।

সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই বিষয়কে সামনে রেখেই প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছিল সিবিআই। আলিপুরের ফ্ল‍্যাটের পর এবার মহুয়ার কৃষ্ণনগরের পার্টি অফিসেও পৌঁছল সিবিআই আধিকারিকদের দল।

আরও পড়ুন: কেজরীওয়ালের কুর্সিতে স্ত্রী সুনীতা? বড় চমক দিতে পারে আপ, জোর জল্পনা

সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷ পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷

নিশিকান্ত দুবে নিজেও মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা জানিয়েছেন৷ বিজেপি সাংসদ লিখেছেন, ‘সত্যের জয় হল৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হিরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন৷’

Ranjit Sarkar

Mahua Maitra: সাত সকালে তোলপাড় বঙ্গ-রাজনীতি! আচমকা মহুয়া মৈত্রের বাবার আবাসনে হানা দিল সিবিআই

কলকাতা: এবার মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা। গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা।

প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই পথেই হাঁটল সিবিআই৷ এবার সিবিআই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ মহুয়ার বিরুদ্ধে এমনিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল সিবিআই৷ এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র করবে বিজেপি৷

সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷ পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷

নিশিকান্ত দুবে নিজেও মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা জানিয়েছেন৷ বিজেপি সাংসদ লিখেছেন, ‘সত্যের জয় হল৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হিরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন৷’