Tag Archives: Malaysia

MH 370 Flight Mystery: অতল মহাসাগরে লুকিয়ে রাখা হয়েছে নিখোঁজ বিমান MH370-কে? ১০ বছর পর মিলল সন্ধান? বিজ্ঞানীর দাবিতে তোলপাড়

অন্তর্ধানের এক দশক পর কি কাটতে চলেছে MH370 উড়ান রহস্য? সেরকমই দাবি অস্ট্রেলীয় বিজ্ঞানী ভিনসেন্ট লিয়েনের। তাসমানিয়া প্রদেশের বাসিন্দা এই বিজ্ঞানী তথা গবেষকের দাবি, বহু আলোচিত ওই বিমানকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখার অতুলনীয় সেই জায়গাও তিনি খুঁজে পেয়েছেন বলে দাবি গবেষক তথা বিজ্ঞানী লিয়েনের।

২০১৪ সালের মার্চ যাত্রী ও ক্র মিলিয়ে মোট ২৩৯ জনকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চিনের বেজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করে অভিশপ্ত এই উড়ান। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১২ টা ৪১ মিনিটে যাত্রা শুরু করে MH370। ভোরবেলা বেজিং পৌঁছনোর কথা ছিল। কিন্তু উড়ানের এক ঘণ্টা পরেই বিমানটির সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তার পর থেকেই চরম রহস্যের অতল পর্দার আড়ালে চলে যায় উড়ানটি। দক্ষিণ ভিয়েতনামের কামাউ অঞ্চলের আকাশসীমায় প্রবেশের পরই বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হয় ভারত মহাসাগরে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে বিমানটি। স্যাটেলাইট ছবি দেখে জানা গিয়েছে, উধাও হয়ে যাওয়ার আগে দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে টানা ৭ ঘণ্টা উড়ে গিয়েছিল বিমানটি। এর পর ভারত মহাসাগরে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। বিশ্বের একাধিক দেশ দীর্ঘ কয়েক বছর ধরে তল্লাশি চালায় ভারত মহাসাগরে। কিন্তু নিখোঁজ বিমানের একাংশও মেলেনি। শেষ পর্যন্ত ২০১৭ সালের জানুয়ারিতে বন্ধ করে দেওয়া হয় তল্লাশি পর্ব।

আরও পড়ুন :  গাঁটের ব্যথা থেকে কিডনি স্টোন সারবে হাফ চামচ কালো জিরের গুণে! শুধু খেতে ও মাখতে হবে এভাবে

তার ৭ বছর পর রহস্যের অন্ধকারে নতুন আলো ফেললেন অস্ট্রেলীয় বিজ্ঞানী ভিনসেন্ট লিয়েন। তাঁর দাবি, এম এইচ ৩৭০ বিমানকে ইচ্ছাকৃত ভাবে টেনে নিয়ে যাওয়া হয় ব্রোকেন রিজের অতলে। এই ব্রোকেন রিজ হল ভারত মহাসাগরের ২০ হাজার ফুট গভীরে ভগ্নপ্রায় মহাসাগরীয় মালভূমি। সঙ্কীর্ণ খাড়া পাথুরে দেওয়ালের এই গর্ত পলিমাটি দিয়ে ভর্তি। সেখানেই নিখোঁজ এমএইচ ৩৭০-কে লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি বিজ্ঞানীর। এই দাবি তিনি জানিয়েছেন সমাজ মাধ্যমে। কিন্তু কারা কীভাবে এই অসাধ্যসাধন করল, সে বিষয়ে কিছুই বলেননি বিজ্ঞানী। প্রসঙ্গত এর আগেও এম এইচ ৩৭০-র সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি উঠেছিল। কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই দাবি সত্য নয়। তাহলে কি অবশেষে উড়ান নিখোঁজ রহস্যে যবনিতা পড়তে চলেছে? সে উত্তর দেবে সময়।

Unusual Death in Malaysia: মালয়েশিয়ায় অস্বাভাবিক মৃত্যু নদিয়ার যুবকের, ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ পরিবার

নদিয়া: মালয়েশিয়াতে মৃত্যু হল ভীমপুরের এক যুবকের। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা বলা হলেও তা মানতে নারাজ মৃত প্রসেনজিৎ দাসের (২৮) পরিবার। জানা গিয়েছে, এই মৃত যুবক মালয়েশিয়ায় গিয়ে সেন্টারিং-এর কাজ করতেন এবং গত দু’বছর ধরে সেখানেই ছিলেন।

নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত ডিগ্রি দাস পাড়ার বাসিন্দা প্রয়াত প্রসেনজিৎ দাস। বাবা পরেশ দাস I গত সপ্তাহের বুধবার হঠাৎই তাঁর মৃত্যু সংবাদ আসে পরিবারের কাছে I অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। পরিবার সূত্রে খবর, মৃত্যুর আগের দিনও ফোনে কথা হয়েছিল প্রসেনজিতের সঙ্গে। পরিবারের একমাত্র সন্তান তিনিI পরিবারে কোনরকম সমস্যা বা প্রণয়ের ঘটিত জটিলতা নেই বলে জানানো হয়েছে। তবে কর্মক্ষেত্রে কী হত তা এখানে থাকা প্রসেনজিতের মা-বাবা জানতেন না বলে জানিয়েছেন।

আর‌ও পড়ুন: ছেলে ধরা সন্দেহে গণধোলাই নয়, উল্টো ছবি বসিরহাটে

প্রসেনজিৎ এইভাবে চলে যাবেন তা পরিবার এবং গ্রামের লোকজনের ধারণার বাইরে। যদিও মালয়েশিয়ায় হওয়া ময়নাতদন্তে রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও তা পরিবার কিছুতেই মানতে রাজি নয়। পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই প্রসেনজিৎ-এর বাড়ি আসার কথা ছিল বলে খবর। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মৈনাক দেবনাথ

Bizarre Incident: সেক্স ডলকে মৃতদেহ ভেবে বিব্রত ও অপদস্থ মালয়েশিয়ার পুলিশ

আজব কারণে বিব্রত হতে হল মালয়েশিয়ার পুলিশকে৷ যাকে মৃতদেহ ভেবে সতর্কতা জারি করা হয়েছিল, আদতে দেখা গেল সেটা একটা সেক্স ডল!( Malaysian police mistaken sex doll as corpse)

সেটা প্রথমে চোখে পড়ে সাফাই বিভাগের সঙ্গে যুক্ত এক ব্যক্তির৷ কাজ করতে করতে তার চোখে পড়ে প্লাস্টিক ও কম্বলে মোড়ানো একটা কিছু পড়ে আছে শাহ আলম এলাকায় মোটর সাইকেলের দোকানের পিছনে৷ তাঁর সন্দেহ হয় ওটা আসলে কোনও মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ ঘিরে ফেলা হয় পুরো এলাকা৷

জানা গিয়েছে, ওই ‘দেহ’-টি পড়েছিল ডাস্টবিনে ময়লার মধ্যে৷ এবং সেটা খুব ভাল করে মোড়া ছিল৷ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করেন স্থানীয় জনতা৷ পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞরাও৷ ফরেনসিক বিষেশজ্ঞরা প্লাস্টিকের আবরণ থেকে ‘দেহ’ বার করেন৷ তার পরই তাঁদের হতভম্ব অবস্থা৷ কারণ প্লাস্টিক মোড়ক থেকে যা বার হল, তা আসলে একটি সেক্স ডল৷ মোমের তৈরি নারীর আকৃতি পুতুল!

আরও পড়ুন : ১১ বছর আগে হারিয়ে যাওয়া বাঁধানো দাঁতের পাটি স্পেন থেকে ফিরল ইংল্যান্ডে তার মালিকের কাছে

এই ঘটনায় এখনও কোনও অপরাধ-যোগ খুঁজে পাননি তদন্তকারীরা৷ অনেকের ধারণা, পুলিশকে বিভ্রান্ত করতেই এই কীর্তি করেছে কেউ৷

আরও পড়ুন :  এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?

আরও পড়ুন : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও

এরকমই একটি ঘটনা কিছু দিন আগে ঘটেছে জর্জিয়ায়৷ সেখানে পুলিশকে ফোনে খবর দেওয়া হয় এক মহিলাদের দেহ পাওয়া গিয়েছে৷ তার পর দেখা যায় সেটি আসলে একটি সেক্স ডল৷

অবিকল মানুষের মতো দাঁত-ঠোঁট! মালয়েশিয়ায় অদ্ভুত দর্শন মাছ ক্যামেরাবন্দি

#মালয়েশিয়া:অবিকল মানুষের মতো দাঁত-ঠোঁট। অদ্ভুত দর্শন এক মাছ ক্যামেরাবন্দি। মালয়েশিয়ায় দেখা যাওয়া এই মাছকে ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। মাছের ছবি প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে শুরু হয়েছে কাঁটাছেঁড়া।  অনেকে মাছের সঙ্গে মিলিয়ে নানা ধরনের ছবি ফটোশপ করতে শুরু করে দিয়েছেন।

মানুষের মতো দেখতে মাছ আগেও দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে ছিল সেটি। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে এবারে একেবারে হাতের মুঠোয় উঠে এসেছে এই মাছ। আর তা থেকেই স্পষ্ট একেবারে মানুষের মতো তার দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো।

এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। ৪০টিরও বেশি প্রজাতি রয়েছে এই ট্রিগার ফিশের। তার মধ্যে মালয়েশিয়ায় যে মাছটি পাওয়া গিয়েছে, সেটি অন্যতম।

মালয়েশিয়ায় উদ্ধার হওয়া ট্রিগার ফিশের শরীরে মূলত দুটি রং। আর দুটি রঙ ভাগ হয়েছে লাল রেখা দিয়ে। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মুখের গড়ন অনেকটা লম্বাটে । আর তা যে দেখতে একেবারে মানুষের মতো তা আর বলার অপেক্ষা রাখে না।