Tag Archives: Merit List

HS Result 1st Boy: উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, মেধাতালিকায় সবচেয়ে বড় চমক দিল হুগলি!

কলকাতা: প্রকাশিত হল ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর তাতে মেধা তালিকায় রয়েছে একের পর এক চমক। প্রথম দশে রয়েছে ৫৮ জন পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে প্রথম রয়েছে অভীক দাস। আলিপুরদুয়ার থেকে। ৪৯৬ পেয়েছে অভীক। আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস উচ্চ বিদ্যালয় থেকে সারা রাজ্যে প্রথম হয়েছে অভীক। দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ সাহা। সে পেয়েছে ৪৯৫ জন। ১৫ জেলার মধ্যে থেকে ৫৮ জন ঠাঁই করে নিয়েছে মেধাতালিকায়। সবচেয়ে বেশি হুগলি থেকে ১৩ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে মেধাতালিকায়।

চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। ২০২৩-এ পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ। প্রথম ১০ ছিল ৮৭ জন পরীক্ষর্থী। গত বছর পড়ুয়া ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম এই বছর।

আরও পড়ুন: চাঁদে মানুষের পা-ই পড়েনি! আর্মস্ট্রংদের কাহিনি পুরোই বানানো? মেলে ভয়ঙ্কর ‘প্রমাণ’, জানুন

অন্যদিকে, ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ। ছাত্রীদের সংখ্যায় ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি। ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র থেকে এই বছর পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর। তার জন্য এই কেন্দ্রগুলিতে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ও থাকবে বলে জানিয়েছিল সংসদ।

Madhyamik Result 2024: বাবা করছেন দেশের সেবা, মাধ্যমিকের মেধাতালিকায় দশম ছেলে, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় কৃতি ছাত্র

মালদহ: বাবা দেশের সেবায় বাড়ির বাইরে থাকেন। সংসার সামলে দুই ছেলে মেয়ের পড়াশোনা দায়িত্বভার মায়ের কাঁধেই। মায়ের কাছেই পড়াশোনা শুরু। মাধ্যমিকে মেধা তালিকায় নাম তুলে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায় বিশাল। বাবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত। ছেলের রেজাল্টের দিনেও দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। তবে বাইরে থাকলেও সবসময় ছেলের পড়াশোনার দিকে নজর রেখেছেন বাবা সন্তোষ কুমার মন্ডল। ফোনের মাধ্যমে ছেলেকে উৎসাহ দিতেন। মা অষ্টমী মন্ডল বলেন, ছেলের পড়াশোনা থেকে সংসারের সমস্ত কাজ দায়িত্ব আমাকেই পালন করতে হয়। কারণ আমার স্বামী বাইরে থাকেন। ছেলের এমন সাফল্যে আমি খুব খুশি।

WB HS Results 2024 Today LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

মাধ্যমিকে মেধা তালিকায় দশম স্থানে রয়েছে বিশাল মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। রাজ্যে দশম তথা জেলায় সম্ভাব্য তৃতীয় বিশাল মন্ডল। তার এমন নজরকাড়া ফলে খুশি পরিবারের লোকেরা।মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা সন্তোষ কুমার মন্ডল। তার এক ছেলে এক মেয়ে। মেয়ে বর্তমানে মেডিকেলের ছাত্রী। ছেলেও ভাল রেজাল্ট করে মেডিকেল লাইনে পড়তে চায়। কালিয়াচকের একটি বেসরকারি মিশনে পড়াশোনা করত বিশাল। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে। ছোটবেলা থেকেই পড়াশুনায় ভাল ছিল বিশাল মন্ডল। স্কুলে এক থেকে দশ এর মধ্যে থাকত। তাই পরিবারের সকলেই ভেবেছিলেন ভাল ফল করবে বিশাল। কিন্তু তার নাম যে মেধা তালিকায় উঠে আসবে তা কেউ ভাবতেই পারেনি। বিশাল মন্ডল বলে, ভাল ফল হবে ভেবেছিলাম। তবে মেধা তালিকায় আসতে পারব ভাবিনি। বড় হয়ে আমি চিকিৎসক হতে চাই।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ফল ঘোষণার সময় টিভির পর্দায় চোখ রাখেনি বিশাল। পরে সহপাঠী বন্ধু ফোন করে বিশালকে জানায় মেধা তালিকায় তার নাম উঠে এসেছে। দশম স্থানে রয়েছে বিশালের নাম। তারপরেই টিভি খুলে বিশাল তার রেজাল্ট দেখে। এমন রেজাল্টে খুশি বিশাল নিজেও। কারণ বিশাল নিজেও ভাবতে পারেনি সে মেধা তালিকায় থাকবে। তবে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। তাই আগামীতে মেডিকেল লাইনে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। এমডি করার স্বপ্ন রয়েছে বিশালের। বাবা সন্তোষ কুমার মন্ডল একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মী। দেশ সেবা করছেন তিনি। ছেলে মাধ্যমিকে ভাল ফল করে চিকিৎসক হয়ে দেশের জনগণের সেবা করতে চান।

হরষিত সিংহ

Madhyamik Result 2024: মাধ্যমিকে জয়জয়কার! দশম স্থানেই খুশি থাকতে হল জেলাকে, চিনে নিন কারা হলেন সেরা?

উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থানেই খুশি থাকতে হল উত্তর ২৪ পরগনাকে। জেলায় দশম স্থানে নাম রয়েছে এক ছাত্রী ও এক ছাত্র। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পাওয়ায় খুশি স্বর্নালী ঘোষ ও প্রাঞ্জল গাঙ্গুলীর পরিবার।

পর্ষদের ঘোষণার পর জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী বারাকপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রী স্বর্ণালী ঘোষ। স্বর্ণালীর বাড়ি সোদপুর ঘোলা পি সি রোড এলাকায়। ছোটবেলায় গত হয়েছেন বাবা। মা-ই তাকে মানুষ করেছে। মেয়ে স্বর্ণালী ঘোষের এই সাফল্যে আজ সকলেই যেন একটু অতিরিক্ত খুশি। মিষ্টিমুখ চলছে স্বর্ণালীর বাড়িতে। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে স্বর্ণালী ঘোষের।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ও গান শুনতে ভালবাসে কৃতি এই ছাত্রী। আর তার এই সাফল্যের পেছনে রয়েছে মায়ের অবদান, সহজ স্বীকারোক্তি স্বর্ণালীর। জেলার অপর স্থানাধিকারী বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র প্রাঞ্জল গাঙ্গুলী।

দক্ষিণেশ্বর আড়িয়াদহ নিমতলা এলাকার বাসিন্দা প্রমিত গাঙ্গুলীর ছেলে প্রাঞ্জল। বাবা পেশায় রিসার্চ সাইন্টিস্ট, মা সুচরিতা গাঙ্গুলী কেমিস্ট্রি শিক্ষক হাই স্কুলের। প্রাঞ্জল প্রথম থেকেই স্কুলে প্রথম হয় বলেই জানা গিয়েছে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চাও রয়েছে প্রাঞ্জলের। নানা জায়গা থেকে প্রচুর পুরস্কার মিলেছে বলেও জানা গিয়েছে। এরপর জেনারেল লাইনেই যাওয়ার ইচ্ছে রয়েছে তার। ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছে রয়েছে মাধ্যমিকের স্থানাধিকারী প্রাঞ্জলের। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৪ যা শতাংশের হিসাবে ৯৭.৭১।

Rudra Narayan Roy

Madhyamik 2024 Merit List: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক

কলকাতা: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহার থেকে। ওই ছাত্রের নাম চন্দ্রচূড় সেন। সে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। সে পেয়েছে ৯৯% নম্বর। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রাসাদ ( বালুরঘাট হাই স্কুল), বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈঋত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)।

মাধ্যমিকে চতুর্থ হয়েছে হুগলির পড়ুয়া তপজ্যোতি মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম হয়েছে অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান। ষষ্ঠ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা।মালদহের মহম্মদ সাহারুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল।পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।দক্ষিণ ২৪ পরগনা থেকে অলিভ গায়েন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়ালয়।

সপ্তম স্থানে কোচবিহারে আসিফ কামাল মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুলের পড়ুয়া।অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুল। সাত্যদা দে বালুরঘাট হাইস্কুল।বীরভূমের আরত্রিক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল। আলেখ্য মাইতি, দক্ষিণ ২৪ পরগণা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী,  বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য,  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল।

অষ্টম স্থানে পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল। নদীয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। নবম স্থানে দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল। দশম স্থানে শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুরের পড়ুয়া।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মাধ্য়মিকের কৃতি তালিকা প্রকাশ করলেন। মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন।

এদিন মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিককেই জীবনের প্রথম বড় পরীক্ষা বলে মনে করা হয়। তাই এই ফলাফল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। পরীক্ষার ৮০ দিনের মধ্যে এবার ফল প্রকাশিত হল। আর সেই ফল বেরতেই দেখা গেল মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.৩১ শতাংশ। তবে, জেলা ভিত্তিতে এবার সকলকে ছাপিয়ে গিয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, এবং পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা।

মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা যায়, ৫৭ জন পরীক্ষার্থী আছেন প্রথম দশে। মেধাতালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে ৮ জন,দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪, মালদহ থেকে ৪, পশ্চিম মেদিনীপুর -৪ জন,নদীয়া ২ জন, ঝাড়গ্রাম ১,কলকাতা থেকে ১ জন, বীরভূম ৩ জন,উত্তর ২৪ পরগনা ২ জন,উত্তর দিনাজপুর ১ জন আছেন এই তালিকায়।