Tag Archives: Migrant Labours

Migrant Labours Accident: পেটের দায়ে বিহার থেকে বাংলায় কাজে এসেছিলেন, নদীতে নামতেই ভয়ঙ্কর পরিণতি দুই তরুণীর

পূর্ব বর্ধমান: বুধবার জেলায় ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। পেটের দায়ে বিহার থেকে বাংলায় কাজ করতে এসে নদীতে তলিয়ে গেলেন দুই তরুণী! তাঁদের সন্ধানে ভাগীরথী নদীতে জোরদার তল্লাশি অভিযান চলছে।

এদিন দুপুরে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে ছিলেন বিয়ার থেকে আসা প্রতিমা কুমারী মাঝি ও মালতী কুমারী মাঝি। পেটের দায়ে তাঁরা বাংলার ইটভাটায় কাজ করতে এসেছিলেন। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকার একটি ইটভাটাতে কাজ করতেন তাঁরা। এক সহকর্মী জানিয়েছেন, ইটভাটার পাশ দিয়ে বয়ে চলা নদীতে স্নান ও জামা কাপড় কাচার জন্য ওখানকার শ্রমিকদের মধ্যে অনেকেই নেমেছিলেন। মোট সাতজন ছিলেন। কিন্তু হঠাৎ‌ই প্রতিমা ও মালতী তলিয়ে যায়।

আরও পড়ুন: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। দুপুর দুটো নাগাদ বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা নিখোঁজ ওই দুই তরুনীর খোঁজে নদীতে নামেন। দীর্ঘক্ষণ ধরে জলের মধ্যে চলে তল্লাশি। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ তরুণীদের কোনও খোঁজ মেলেনি।

বনোয়ারীলাল চৌধুরী

বান্ধবীর সঙ্গে দেখা করানোর আবদার সোনু সুদের কাছে! অভিনেতার জবাবে হাসির রোল নেট দুনিয়ায়

#মুম্বই: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সোনু সুদ৷ অভিনেতার এই উদ্যোগের কথা জানতে পেরে বহু মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন৷ কিন্তু তাঁদের মধ্যেই একজন ভক্ত বিচিত্র অনুরোধ নিয়ে অভিনেতার দ্বারস্থ হলেন৷ আর তাঁকে ততধিক মজাদার জবাব দিলেন অভিনেতা!

আসলে ট্যুইটারের মাধ্যমে এক প্রেমিক নিজের বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য অভিনেতার সাহায্য চেয়ে বসেছেন৷ সোনু সুদকে উদ্দেশ করে তিনি লিখেছেন, তাঁর বান্ধবী বিহারে থাকেন, ওই অভিনেতা যেন তাঁকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন৷ ওই ব্যক্তি লেখেন, ‘ভাই, দয়া করে আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা করিয়ে দিতে সাহায্য করুন৷ ও বিহারে থাকে৷’

ট্যুইটারে এমন অনুরোধ পেয়ে অবশ্য তা হাল্কা ভাবেই নিয়েছেন অভিনেতা৷ মজা করে তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘কয়েকদিন একটু দূরে থেকে দেখে নেও… সত্যিকারের ভালবাসার পরীক্ষা হয়ে যাবে!’

অভিনেতার এই জবাব দেখে স্বাভাবিকভাবে হাসি রোল ওঠে তাঁর বাকি ভক্তদের মধ্যে৷ সোশ্যাল মিডিয়াতেও তা ভাইরাল হয়৷

তবে এই প্রথম নয়৷ কিছুদিন আগেও অভিনেতার কাছে এমন আজব আব্দার করেছিলেন আর এক ব্যক্তি৷ সেবারে অনুরোধ ছিল, পরিযায়ী শ্রমিকদের জন্য অভিনেতা যে বাসের ব্যবস্থা করেছিলেন, তাতে করে ওই ব্যক্তিকে দেশি মদের দোকানে পৌঁছে দিতে হবে৷ সোনু সুদ জবাবে লিখেছিলেন, তিনি মদের দোকান থেকে কাউকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে পারেন৷

গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন সোনু সুদ৷ নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকরা বাসে ওঠার সময় গোটা ব্যবস্থাপনার দেখাশোনা করছেন অভিনেতা৷

সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা দেশের হৃদযন্ত্র, আমার মনে হয় এঁদের সাহায্য করাটা আমার দায়িত্ব৷ এই পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবার ও শিশুদের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি আমরা৷ এসি-র ঠান্ডা ঘরে বসে এই শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ না করে আমাদেরও রাস্তায় নেমে ওঁদের মতো একজন হয়ে উঠতে হবে৷’