Tag Archives: mosquito bites

Mosquito Liquid Vaporizer Machine: রাতে মশা মারার লিক্যুইডেটর মেশিন টানা চালিয়ে রাখেন? এতে কতটা বিদ্যুৎ খরচ হয় জানেন?

মশার উপদ্রব থেকে বাঁচতে বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করা হয়। অনেকেই অল আউট বা গুড নাইটের মতো মশা তাড়ানোর মেশিন ব্যবহার করেন।
মশার উপদ্রব থেকে বাঁচতে বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিক লিকুইড ভেপোরাইজার মেশিন ব্যবহার করা হয়। অনেকেই অল আউট বা গুড নাইটের মতো মশা তাড়ানোর মেশিন ব্যবহার করেন।
এই মেশিনগুলির সাহায্যে আপনি মশাদের কামড় থেকে বাঁচতে পারবেন। সারা রাত শান্তিতে ঘুমানোর জন্য অনেকেই এই মেশিন ব্যবহার করেন। তবে অনেকে আবার ভাবেন, এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়!
এই মেশিনগুলির সাহায্যে আপনি মশাদের কামড় থেকে বাঁচতে পারবেন। সারা রাত শান্তিতে ঘুমানোর জন্য অনেকেই এই মেশিন ব্যবহার করেন। তবে অনেকে আবার ভাবেন, এই মেশিন সারা রাত চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়!
মশার কামড় থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে সেটা সহজেই জানা যায়। সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে আপনি কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার উপর।
মশার কামড় থেকে বাঁচতে আপনি যে মেশিনটি ব্যবহার করেন তা কতটা বিদ্যুৎ খরচ করে সেটা সহজেই জানা যায়। সাধারণত, এই মেশিন কত বিদ্যুৎ খরচ করে তা নির্ভর করে আপনি কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করেন তার উপর।
উল্লেখ্য, বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।
উল্লেখ্য, বেশিরভাগ মশা তাড়ানোর মেশিন এমনভাবে তৈরি করা হয় যাতে ন্যূনতম বিদ্যুৎ খরচ হয়। সাধারণত মশা মারার যন্ত্র ৫ থেকে ৭ ওয়াট শক্তি খরচ করে।
অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।
অর্থাৎ, এটি একটি নাইট বাল্বের মতো একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে এলইডি চালু হওয়ার পর এখন নাইট বাল্ব আগের তুলনায় কম ওয়াটের হয়।
আমরা যদি পুরো মাসের হিসেব করি তা হলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘণ্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুত খরচ হয়।
আমরা যদি পুরো মাসের হিসেব করি তা হলে মশা মারার মেশিন খুব কম বিদ্যুৎ খরচ করে। এই মেশিনের জন্য বিদ্যুৎ বিল খুব বেশি বাড়বে না। এই মেশিন প্রায় ১০ ঘণ্টা একটানা ব্যবহার করলে হাফ ইউনিট বিদ্যুত খরচ হয়।
এই মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনাল উত্তপ্ত হয়ে রিফিলে তাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।
এই মেশিন হিটারের মতো কাজ করে। এতে যে তরল থাকে সেটিই মশাদের তাড়ায়। এই মেশিন এবং তরলের মধ্যে একটি লাইনার কাজ করে। মেশিনের সেই লাইনাল উত্তপ্ত হয়ে রিফিলে তাকা তরল পুরো ঘরে ছড়িয়ে দেয়।

Jalpaiguri Malaria: দাবদাহের মধ্যে ম্যালেরিয়ার আতঙ্ক! জলপাইগুড়িতে এক মাসে আক্রান্ত ৮০ জন, তৎপর জেলা প্রশাসন

Jalpaiguri Malaria: জলপাইগুড়িতে বাড়ছে ম্যালেরিয়া! জলপাইগুড়িতে ১ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত ৮০। সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে প্রশাসন তরফে। মশা মারতে স্প্রে-র ব্যবস্থা। স্বাস্থ্য দফতরের তরফে মশারি বিলি।

Mosquito Repellent Tips: সন্ধে হলেই ঘরে মশার মেলা? দামি তেল-ধূপ নয়; ঘরে রাখুন ‘এই’ গাছ, মশার বংশ থাকবে না

বর্তমানে দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এমতাবস্থায় সন্ধ্যার পর থেকেই ঘরে ঘরে মশার আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। অনেক সময় মানুষ মশার হাত থেকে রক্ষা পেতে দামি ক্রিম, মশারি ও অন্যান্য বিভিন্ন উপায় অবলম্বন করে। কিন্তু, আয়ুর্বেদে মশা তাড়ানোর একটি খুব সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এর জন্য মশা মারতেও হবে না।
বর্তমানে দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এমতাবস্থায় সন্ধ্যার পর থেকেই ঘরে ঘরে মশার আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। অনেক সময় মানুষ মশার হাত থেকে রক্ষা পেতে দামি ক্রিম, মশারি ও অন্যান্য বিভিন্ন উপায় অবলম্বন করে। কিন্তু, আয়ুর্বেদে মশা তাড়ানোর একটি খুব সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এর জন্য মশা মারতেও হবে না।
এই পাঁচটি গাছ লাগানো যেতে পারে-- • ডা. ভি কে পান্ডে বলেছেন যে, লেমন গ্রাস এমন একটি উদ্ভিদ যা মশা তাড়ানোর ওষুধেও ব্যবহৃত হয়। কারণ, এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এর তীব্র গন্ধের কারণে মশা আশেপাশে থাকে না।
এই পাঁচটি গাছ লাগানো যেতে পারে– • ডা. ভি কে পান্ডে বলেছেন যে, লেমন গ্রাস এমন একটি উদ্ভিদ যা মশা তাড়ানোর ওষুধেও ব্যবহৃত হয়। কারণ, এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এর তীব্র গন্ধের কারণে মশা আশেপাশে থাকে না।
• দ্বিতীয় উদ্ভিদ হল গাঁদা, এর গন্ধ খুব শক্তিশালী, যা মশা পছন্দ করে না। ফুল ছাড়াও যদি ঘরে এর গাছ লাগানো যায় তবে মশার পাশাপাশি ছোট পোকামাকড়ও দেখা যাবে না।
• দ্বিতীয় উদ্ভিদ হল গাঁদা, এর গন্ধ খুব শক্তিশালী, যা মশা পছন্দ করে না। ফুল ছাড়াও যদি ঘরে এর গাছ লাগানো যায় তবে মশার পাশাপাশি ছোট পোকামাকড়ও দেখা যাবে না।
• বায়ু পরিষ্কার রাখার পাশাপাশি তুলসি গাছ ছোট পোকামাকড় ও মশাকেও দূরে রাখে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে মশারা এই গাছ থেকে দূরে থাকে।
• বায়ু পরিষ্কার রাখার পাশাপাশি তুলসি গাছ ছোট পোকামাকড় ও মশাকেও দূরে রাখে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে মশারা এই গাছ থেকে দূরে থাকে।
• নিম গাছ মশার প্রাকৃতিক শত্রু। কারণ এর অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং এর তীব্র গন্ধ যা মশাকে দূরে রাখে, বাড়ির বাগানে নিম গাছ লাগালে আর মশার উৎপাত থাকবে না।
• নিম গাছ মশার প্রাকৃতিক শত্রু। কারণ এর অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং এর তীব্র গন্ধ যা মশাকে দূরে রাখে, বাড়ির বাগানে নিম গাছ লাগালে আর মশার উৎপাত থাকবে না।
• রোজমেরি গাছকে প্রাকৃতিক মশা নিরোধক হিসাবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে, এর সুগন্ধ সবচেয়ে শক্তিশালী এবং এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। এর এক ফোঁটা তেল হাতে নিলে সারা ঘর সুগন্ধে ভরে যাবে। যে কারণে মশাও ঘরের আশেপাশে ঘোরাফেরা করবে না।
• রোজমেরি গাছকে প্রাকৃতিক মশা নিরোধক হিসাবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে, এর সুগন্ধ সবচেয়ে শক্তিশালী এবং এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। এর এক ফোঁটা তেল হাতে নিলে সারা ঘর সুগন্ধে ভরে যাবে। যে কারণে মশাও ঘরের আশেপাশে ঘোরাফেরা করবে না।

General Knowledge Story: ‘এই’ ধরনের মানুষকে সব থেকে বেশি কামড়ায় মশা… আপনি সেই দলে পড়েন কি?

মশা নেই এমন জায়গা বোধহয় দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আর মশার কামড় খাননি এমন মানুষও তো নেই।
মশা নেই এমন জায়গা বোধহয় দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আর মশার কামড় খাননি এমন মানুষও তো নেই।
কিছুদিন আগেই গোটা বাংলাজুড়ে ছিল ডেঙ্গি পরিস্থিতি।
কিছুদিন আগেই গোটা বাংলাজুড়ে ছিল ডেঙ্গি পরিস্থিতি।
মশার কামড় থেকে নানা রোগ হতে পারে একথা সকলেরই জানা। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ এড়াতে মশার কামড় থেকে বাাঁচা প্রয়োজন। তবে মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, মশার কামড় কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। কেন এমন হয় জানেন?
মশার কামড় থেকে নানা রোগ হতে পারে একথা সকলেরই জানা। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ এড়াতে মশার কামড় থেকে বাাঁচা প্রয়োজন। তবে মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, মশার কামড় কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। কেন এমন হয় জানেন?
গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের। এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত।
গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের। এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত।
মশারা বহুদূর থেকে কার্বন ডাই অক্সাইডের হদিশ পায়। চেহারায় যারা দেখতে বড় তাদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বেরোয় অন্যদের থেকে। তাই এদের মশা বেশি কামড়ায়। মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়।
মশারা বহুদূর থেকে কার্বন ডাই অক্সাইডের হদিশ পায়। চেহারায় যারা দেখতে বড় তাদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বেরোয় অন্যদের থেকে। তাই এদের মশা বেশি কামড়ায়। মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়।
মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, এর গন্ধ পায় এরা। অতিরিক্ত পরিশ্রমে যেন শরীর গরম হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈকি হয়। ঘামের গন্ধের উপরেও নির্ভর করে, কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাদের বহু দূর থেকেই সহজে হদিশ পায় মশারা।
মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, এর গন্ধ পায় এরা। অতিরিক্ত পরিশ্রমে যেন শরীর গরম হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈকি হয়। ঘামের গন্ধের উপরেও নির্ভর করে, কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাদের বহু দূর থেকেই সহজে হদিশ পায় মশারা।
গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়। ২০০০ সালে আফ্রিকায় হওয়া একটি গবেষণা বলছে, গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়। কারণ এদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে।
গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়। ২০০০ সালে আফ্রিকায় হওয়া একটি গবেষণা বলছে, গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়। কারণ এদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে।
মশারা কি বিয়ার-এর স্বাদ পছন্দ করে? গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে, তারাই মশাকে বেশি আকর্ষণ করে।
মশারা কি বিয়ার-এর স্বাদ পছন্দ করে? গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে, তারাই মশাকে বেশি আকর্ষণ করে।
একজনের ত্বকে কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপরেও মশার কামড় নির্ভর করে। যেখানে ব্য়াকটেরিয়া বেশি সেখানে মশারা আকৃষ্ট হয় বেশি। সেই কারণেই পায়ে এবং গোড়ালিতে সবচেয়ে বেশি মশারা কামড়ায়।
একজনের ত্বকে কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপরেও মশার কামড় নির্ভর করে। যেখানে ব্য়াকটেরিয়া বেশি সেখানে মশারা আকৃষ্ট হয় বেশি। সেই কারণেই পায়ে এবং গোড়ালিতে সবচেয়ে বেশি মশারা কামড়ায়।
পোশাকের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন দেখা গিয়েছে কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক যারা পরে তাদেরকেই আগে মশারা ছেঁকে ধরে।
পোশাকের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন দেখা গিয়েছে কালো বা অন্যান্য গাঢ় রঙের পোশাক যারা পরে তাদেরকেই আগে মশারা ছেঁকে ধরে।
Disclaimer: এই প্রতিবেদনটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।