Tag Archives: ODI World Cup 2023

World Cup 2023 Final: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের আর খেলা হবে না বিশ্বকাপ! তালিকায় একের পর এক তারকার নাম

কলকাতা: টানা দশ ম্যাচ জয়, প্রতিপক্ষকে দাঁড়াতেই না দেওয়া, ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, সব কিছু ম্লান হয়ে গেল একটি হারে। অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে উঠলেও ফের তীরে এসেই ডুবল টিম ইন্ডিয়ার তরী। ঘটল ২০০৩-এর পুনরাবৃত্তি। ২০২৩-এ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ভারতের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল রোহিত শর্মাকে।

ঘরের মাঠে ফর্মে থেকেও বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের হতাশা মাঠেই ধরা পড়েছিল। আবার ৪ বছরের অপেক্ষা। কিন্তু তত দিনে ভারতীয় দলেরও আমূল পরিবর্তন ঘটে যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ ২০২৩-এর টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ার ২০২৭ বিশ্বকাপে না খেলার সম্ভবনাই বেশি। ফলে ৪ বছরের মধ্যে আরও একটি শক্তিশালী সেট টিম তৈরির করার চ্যালেঞ্জ নিতে হবে বিসিসিআইকে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমান ভারতীয় দলের অন্ত ৫ জন ক্রিকেটার আগামী বিশ্বকাপে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেই তালিকায় সবার আগে নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদব। রোহিত শর্নার বর্তমান বয়স ৩৭ বিরাট কোহলির ৩৫, মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবের বয়স ৩৩ বছর, রবীন্দ্র জাদেজার বয়স ৩৪ বছর। ফলে আগামি বিশ্বকাপ পর্যন্ত তারা ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

এছাড়া ভারতের মাটিতেও আর বিশ্বকাপ খেলা হবে না এই ৫ তারকা ক্রিকেটারের। কারণ সাম্প্রতিক সময়ে আর ভারতের মাটিতে কোনও বিশ্বকাপ নেই। ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। ফলে ২০৩১ সাল পর্যন্ত এই ক্রিকেটারদের খেলার কোনও সম্ভাবনা নেই তা নিশ্চিৎ।

আরও পড়ুনঃ India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে? ফাইনালের আগে জেনে নিন অজানা তথ্য

প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬, বিরাট কোহলি করেন ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।

Suryakumar Yadav: টি-২০-তেই উজ্জ্বল সূর্যকুমার যাদব, ৫০ ওভারে এলেই সূর্য স্তিমিত-অস্তমিত

আহমেদাবাদ: একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পরই আতস কাঁচের নীচে ভারতীয় দলের একাধিক খেলোয়ারের পারফরম্যান্স। যাদের পারফরম্যান্স প্রশ্নের মুখে তাদের মধ্যে উপরের তালিকায় সূর্যকুমার যাদব। টি-২০-তে তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেও থেকেছেন। এমনকী এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা টেনে তাঁকে দেওয়া হয়েছে মিস্টার ৩৬০ ডিগ্রির তকমাও। কিন্তু সেই সূর্যকুমার যাদব একদিনের ক্রিকেটে এলেই সব হম্বিতম্বি শেষ। টি-২০ ক্রিকেটে যে উজ্জ্বল ৫০ ওভার এলেই সেই সূর্য স্তিমিত-অস্তমিত।

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছিলেন প্রথম একাদশে। বাংলাদেশ ম্যাচের পর থেকে নিয়মিত সব ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু একটি ৪৯ ছাড়া আর কোনও আহামরি স্কোর নেই সূর্যের। বিশ্বকাপে যে সাতটি ম্যাচ সুূর্যকুমার যাদব খেলেছেন তাতে তাঁর স্কোর ২, ৪৯, ১২, ২২, ২, ১ ও ১৮। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও ইনিংস গোটা বিশ্বকাপে খেলতে পারেননি তথাকথিত মিস্টার ৩৬ ডিগ্রি।

ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যকরী ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যখন তিনি ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ৩৫.৫ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান। যেখানে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলার কথা সূর্যকুমারের, সেখানে অনেকটা নিজেকে বাঁচিয়ে ব্যাটিং করার চেষ্টা করেন তিনি। ওভারের শুরুতেই রান নিয়ে টেলেন্ডারদের চাপে ফেলে দেন তিনি। এমনকী স্লগ ওভারেও হিট করতে পারেননি সূর্য। ১৮ রান করে আউট হন।

আরও পড়ুনঃ India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে? ফাইনালের আগে জেনে নিন অজানা তথ্য

এমনিতেই ওয়ান ডে ক্রিকেটে সূর্যকুমারের জায়গা নড়বড়ে। বিশ্বকাপের দলে তাঁকে সুযোগ দেওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। আর বিশ্বকাপে যে পারফরম্যান্স করলেন সূর্যকুমার যাদব তাতে আগামি দিনে একদিনের ভারতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল।

India vs Australia Highlights, ICC World Cup 2023 Final, : হেডের ব্যাটে স্বপ্নভঙ্গ ভারতের, ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

২০০৩-এর পুনরাবৃত্তি।  ২০২৩-এও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয় করার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। চিরাচরিত প্রথা অনুযায়ী ফাইনালে একতরফা ম্যাচ খেলল অজিরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত।  কেএল রাহুল ৬৬ ও বিরাট কোহলি করেন ৫৪ রান। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।

India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের আগে বড় চিন্তা টিম ইন্ডিয়ার! এবার কী করবেন রোহিত-কোহলিরা

রবিবার আইসিসি ওডিআই বিশ্বকাপে মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০১১ সালে এমএস ধোনির পর ফের একবার দেশের মাটিতে এবার রোহিত শর্মার হাতে কাপ দেখার অপেক্ষায় সকলেই।
রবিবার আইসিসি ওডিআই বিশ্বকাপে মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০১১ সালে এমএস ধোনির পর ফের একবার দেশের মাটিতে এবার রোহিত শর্মার হাতে কাপ দেখার অপেক্ষায় সকলেই।
তবে বিশ্বকাপ ফাইনালের আগে একটি বিষয় চিন্তায় রেখেছে ভারতীয় দলকে। আর তা হল সাম্প্রতিক সময়ে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ভারতের পরিসংখ্যান। ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেনি টিম ইন্ডিয়া।
তবে বিশ্বকাপ ফাইনালের আগে একটি বিষয় চিন্তায় রেখেছে ভারতীয় দলকে। আর তা হল সাম্প্রতিক সময়ে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ভারতের পরিসংখ্যান। ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেনি টিম ইন্ডিয়া।
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। বাংলাদেশে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয় এমএস ধোনির দলকে। ম্যাচে প্রথম ব্যাটিং করে ১৩০ রান করে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ১৮তম ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌছে যায় লঙ্কান লায়ন্সরা।
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। বাংলাদেশে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয় এমএস ধোনির দলকে। ম্যাচে প্রথম ব্যাটিং করে ১৩০ রান করে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ১৮তম ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌছে যায় লঙ্কান লায়ন্সরা।
এরপর ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করে পাকিস্তান। জবাবে ১৫৮ রানে অলআউট হয়ে যায় ভারত। ১৮০ রানে ম্যাচ জেতে পাকিস্তান।
এরপর ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করে পাকিস্তান। জবাবে ১৫৮ রানে অলআউট হয়ে যায় ভারত। ১৮০ রানে ম্যাচ জেতে পাকিস্তান।
এর পরে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরশুমেই ফাইনালে উঠেছিল। কিন্তু দুবারই হারতে হয় ভারতকে। ২০২১ সালে বিরাট কোহলির অধিনায়কত্বে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর অধিনায়ক হিসেবে ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিত শর্মা।
এর পরে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরশুমেই ফাইনালে উঠেছিল। কিন্তু দুবারই হারতে হয় ভারতকে। ২০২১ সালে বিরাট কোহলির অধিনায়কত্বে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর অধিনায়ক হিসেবে ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিত শর্মা।
এবার ঘরের মাঠে আরও এক আইসিসি ট্রফির ফাইনালে ভারতীয় দল। তাও আবার ওডিআই বিশ্বকাপের ফাইনাল। এক দশকের আইসিসি ট্রফি খরা কাটিয়ে দেশকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
এবার ঘরের মাঠে আরও এক আইসিসি ট্রফির ফাইনালে ভারতীয় দল। তাও আবার ওডিআই বিশ্বকাপের ফাইনাল। এক দশকের আইসিসি ট্রফি খরা কাটিয়ে দেশকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে ভারতের ৫ ভয়ের কারণ! খুব সাবধান থাকতে হবে টিম ইন্ডিয়াকে

টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। রবিবার সবথেকে কঠিন লড়াই। এই একটি ম্যাচ জিততে না পারলে সব পরিশ্রম বৃথা। ফলে ফাইনালে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গাই নেই। প্রতিটি প্লেয়ারের জন্য রণনীতি তৈরি ভারতের।
টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। রবিবার সবথেকে কঠিন লড়াই। এই একটি ম্যাচ জিততে না পারলে সব পরিশ্রম বৃথা। ফলে ফাইনালে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গাই নেই। প্রতিটি প্লেয়ারের জন্য রণনীতি তৈরি ভারতের।
অস্ট্রেলিয়া দলেও এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যারা ভারতের প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই অজি দলেরও একাধিক প্লেয়ার। কোন ৫ ক্রিকেটাররের থেকে সবথেকে বেশি সাবধান থাকতে হবে টিম ইন্ডিয়াকে তা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া দলেও এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যারা ভারতের প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই অজি দলেরও একাধিক প্লেয়ার। কোন ৫ ক্রিকেটাররের থেকে সবথেকে বেশি সাবধান থাকতে হবে টিম ইন্ডিয়াকে তা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়া দলের ওপেনিংয়ে সবথেকে বড় স্তম্ভ ডেভিড ওয়ার্নার। বড় ম্যাচের অভিজ্ঞতাও অনেক। বিশ্বকাপের আগে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও বিশ্বকাপে ৬০০-র বেশি রান করে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন। ফাইনালে তাকে দ্রুত ফেরাতে না পারলে সমস্যা বাড়বে ভারতের।
ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়া দলের ওপেনিংয়ে সবথেকে বড় স্তম্ভ ডেভিড ওয়ার্নার। বড় ম্যাচের অভিজ্ঞতাও অনেক। বিশ্বকাপের আগে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও বিশ্বকাপে ৬০০-র বেশি রান করে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন। ফাইনালে তাকে দ্রুত ফেরাতে না পারলে সমস্যা বাড়বে ভারতের।
স্টিভ স্মিথ: ভারতের বিরুদ্ধে সবসময় গাঁট হয় দাঁড়ান স্টিভ স্মিথ। একাই ম্যাচ বার করার ক্ষমতা রাখেন। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সে‍ঞ্চুরি করে ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ করেছিলেন। স্পিনটাও ভালোই খেলেন। ফলে ভারতীয় বোলারদের স্টিভ স্মিথের জন্য বাড়তি হোমওয়ার্ক করে রাখা উচিৎ।
স্টিভ স্মিথ: ভারতের বিরুদ্ধে সবসময় গাঁট হয় দাঁড়ান স্টিভ স্মিথ। একাই ম্যাচ বার করার ক্ষমতা রাখেন। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সে‍ঞ্চুরি করে ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ করেছিলেন। স্পিনটাও ভালোই খেলেন। ফলে ভারতীয় বোলারদের স্টিভ স্মিথের জন্য বাড়তি হোমওয়ার্ক করে রাখা উচিৎ।
মিচেল মার্শ: বিদ্ধংসী মেজাজে ব্যাটিং করতে সিদ্ধ হস্তক। একাই প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি হাতে রয়েছে বড় শট খেলার দক্ষতাও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দলকে ভরসা দিয়ে থাকেন মিচেল মার্শ।
মিচেল মার্শ: বিদ্ধংসী মেজাজে ব্যাটিং করতে সিদ্ধ হস্তক। একাই প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি হাতে রয়েছে বড় শট খেলার দক্ষতাও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দলকে ভরসা দিয়ে থাকেন মিচেল মার্শ।
গ্লেন ম্যাক্সওয়েল: নিজের দিনে একাই এক পায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার ক্ষমতা রাখেন গ্লেন ম্যাক্সওয়েল, তা আফগানিস্তান ম্যাচে প্রমাণ করে দিয়েছেন। সেমিতে রান পাননি। ফাইনালে বড় কিছু করে দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাক্সওয়েলের অফ স্পিন বোলিংও খুবই কার্যকরী।
গ্লেন ম্যাক্সওয়েল: নিজের দিনে একাই এক পায়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার ক্ষমতা রাখেন গ্লেন ম্যাক্সওয়েল, তা আফগানিস্তান ম্যাচে প্রমাণ করে দিয়েছেন। সেমিতে রান পাননি। ফাইনালে বড় কিছু করে দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাক্সওয়েলের অফ স্পিন বোলিংও খুবই কার্যকরী।
অ্যাডাম জাম্পা: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবথেকে বেশি ফর্মে রয়েছেন অ্যাডাম জাম্পা। ভারতের বিরুদ্ধে তাঁর কঠিন পরীক্ষা হলেও ২২টি উইকেট প্রতিযোগিতায়। এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ এবার। ফাইনালেও নিজের লেগ স্পিনের ছোঁবল দিয়ে ভারতকে ঘায়েল করতে তৈরি তিনি।
অ্যাডাম জাম্পা: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবথেকে বেশি ফর্মে রয়েছেন অ্যাডাম জাম্পা। ভারতের বিরুদ্ধে তাঁর কঠিন পরীক্ষা হলেও ২২টি উইকেট প্রতিযোগিতায়। এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ এবার। ফাইনালেও নিজের লেগ স্পিনের ছোঁবল দিয়ে ভারতকে ঘায়েল করতে তৈরি তিনি।
মিচেল স্টার্ক: সেরা পাঁচে না থাকলেও অস্ট্রেলিয়ার বাঁ হাতি তারকা পেসার মিচেল স্টার্কও কিন্তু একার ক্ষমতায় প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ভাঙন ধরাতে পারেন। তাঁর ইন সুইং বোলিং ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। আগের ছন্দে না থাকলেও অভিজ্ঞতা দিয়ে বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন মিচেল স্টার্ক।
মিচেল স্টার্ক: সেরা পাঁচে না থাকলেও অস্ট্রেলিয়ার বাঁ হাতি তারকা পেসার মিচেল স্টার্কও কিন্তু একার ক্ষমতায় প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ভাঙন ধরাতে পারেন। তাঁর ইন সুইং বোলিং ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। আগের ছন্দে না থাকলেও অভিজ্ঞতা দিয়ে বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন মিচেল স্টার্ক।

India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে ভারতের একাদশে বড় বদল! অস্ট্রেলিয়াকে হারাতে ‘গোপন অস্ত্র’ নামাতে পারে টিম ইন্ডিয়া

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ২২ গজের দুই পুরনো প্রতিদ্বন্দ্বি ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে।
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ২২ গজের দুই পুরনো প্রতিদ্বন্দ্বি ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে।
এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। ট্রফি খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।
এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। ট্রফি খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।
মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনার শেষ নেই। গ্রুপ পর্ব থেকে সেমি ফাইনাল, বাংলাদেশ ম্যাচের পর থেকে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন করেননি কোচ রাহুল দ্রাবিড়। সেট টিমের পরিবর্তনের পক্ষে রাহুল কোনও দিনই খুব একটা থাকেন না।
মেগা ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনার শেষ নেই। গ্রুপ পর্ব থেকে সেমি ফাইনাল, বাংলাদেশ ম্যাচের পর থেকে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন করেননি কোচ রাহুল দ্রাবিড়। সেট টিমের পরিবর্তনের পক্ষে রাহুল কোনও দিনই খুব একটা থাকেন না।
তবে শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে দলে পরিবর্তন হলেও হতে পারে। কারণ আহমেদাবাদে যে উইকেটে খেলা হবে তা দেখে স্লো টার্নার মনে হচ্ছে। তাই দল একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন থাকলেও দীর্ঘ সময় রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ও ব্যাটিং অনুশীলন সেই সম্ভাবনা আরও উস্কে দিয়েছে।
তবে শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে দলে পরিবর্তন হলেও হতে পারে। কারণ আহমেদাবাদে যে উইকেটে খেলা হবে তা দেখে স্লো টার্নার মনে হচ্ছে। তাই দল একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন থাকলেও দীর্ঘ সময় রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ও ব্যাটিং অনুশীলন সেই সম্ভাবনা আরও উস্কে দিয়েছে।
অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।
অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।
অপরদিকে, অস্ট্রেলিয়া ফাইনালে ফাইনালে মানে বাঘের মুখে রক্তের স্বাদ লেগে যাওয়া। ১৯৯৯ থেকে যে চারটি ফাইনাল অস্ট্রেলিয়া খেলেছে প্রতিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি। এই অস্ট্রেলিয়া স্টিভ ওয়া, রিকি পন্টিং- বা মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার মত শক্তিশালী না হলেও, কাপ জয়ের এত কাছে এসে সেই ডমিনেটিং ক্রিকেটই খেলতে চাইছে প্যাট কামিন্সের দল।
অপরদিকে, অস্ট্রেলিয়া ফাইনালে ফাইনালে মানে বাঘের মুখে রক্তের স্বাদ লেগে যাওয়া। ১৯৯৯ থেকে যে চারটি ফাইনাল অস্ট্রেলিয়া খেলেছে প্রতিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি। এই অস্ট্রেলিয়া স্টিভ ওয়া, রিকি পন্টিং- বা মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার মত শক্তিশালী না হলেও, কাপ জয়ের এত কাছে এসে সেই ডমিনেটিং ক্রিকেটই খেলতে চাইছে প্যাট কামিন্সের দল।
এক ঝলকে দেখে নিন অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
এক ঝলকে দেখে নিন অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে? ফাইনালের আগে জেনে নিন অজানা তথ্য

রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালষ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রলিয়া। ঘরের মাঠে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা দেখার অপেক্ষায় প্রহর গুনছে ১৪০ কোটির দেশ।
রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালষ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রলিয়া। ঘরের মাঠে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা দেখার অপেক্ষায় প্রহর গুনছে ১৪০ কোটির দেশ।
রোহিত শর্মার হাতে যেমন সোনালী ট্রফি দেখতে চাইছে গোটা দেশ। ঠিক তেমনই বিশ্বকাপ ট্রফির নানা বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়। বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে, তার ওজন কত, ট্রফিটির বাজামূল্য কত, এই সকল বিষয় অনেকেই জানেন না। ফাইনালের আবহে সেই সকল তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রোহিত শর্মার হাতে যেমন সোনালী ট্রফি দেখতে চাইছে গোটা দেশ। ঠিক তেমনই বিশ্বকাপ ট্রফির নানা বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়। বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে, তার ওজন কত, ট্রফিটির বাজামূল্য কত, এই সকল বিষয় অনেকেই জানেন না। ফাইনালের আবহে সেই সকল তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও, তখন দেওয়া হতো না এখনকার মতো এই ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। এর আগে প্রতিটি জয়ী দেশকে দেওয়া হত, আলাদা আলাদা ডিজাইন ট্রফি। ১৯৯৯ সালের আগে আইসিসি একটি স্থায়ী ট্রফির কথা ভাবনায় আনে।
১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও, তখন দেওয়া হতো না এখনকার মতো এই ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। এর আগে প্রতিটি জয়ী দেশকে দেওয়া হত, আলাদা আলাদা ডিজাইন ট্রফি। ১৯৯৯ সালের আগে আইসিসি একটি স্থায়ী ট্রফির কথা ভাবনায় আনে।
আইসিসি চাইছিল একটি ব্যতিক্রমধর্মী টফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। এই ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। যা একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো। রুপোর তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
আইসিসি চাইছিল একটি ব্যতিক্রমধর্মী টফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। এই ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। যা একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো। রুপোর তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রুপোর তিনটি স্টাম্প বেল। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো।
বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রুপোর তিনটি স্টাম্প বেল। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো।
পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে।
পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে।
এবার আসা যাক বিশ্বকাপ ট্রফিটির দাম কত অর্থাৎ ট্রফিটি তৈরি করতে কত খরচ হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা। ট্রফিটিতে ১৯৯৯ থেকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও ১১টি জায়গা রয়েছে ট্রফিটিতে। তারপর বদল করতেহবে এই ট্রফি।
এবার আসা যাক বিশ্বকাপ ট্রফিটির দাম কত অর্থাৎ ট্রফিটি তৈরি করতে কত খরচ হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা। ট্রফিটিতে ১৯৯৯ থেকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও ১১টি জায়গা রয়েছে ট্রফিটিতে। তারপর বদল করতেহবে এই ট্রফি।

India vs Australia World Cup 2023 Final: লড়াই করে ২ জনকে দলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়, বিশ্বকাপে সমালোচকদের দিলেন যোগ্য জবাব

লিগ পর্বে টানা ৯ ম্যাচে জয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের দুরন্ত জয়। ১০ ম্যাচ অপরাজিত থেকে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে টিম ইন্ডিয়া। রবিবার মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
লিগ পর্বে টানা ৯ ম্যাচে জয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের দুরন্ত জয়। ১০ ম্যাচ অপরাজিত থেকে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে টিম ইন্ডিয়া। রবিবার মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
ভারতের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে যেমন একাধিক প্লেয়ারের গুরুত্ব অস্বীকার করা যায় না। ঠিক তেমনই অস্বীকার করা যায় না কোচ রাহুল দ্রাবিড়ের অবদানের কথা। বিশেষ করে ২ জন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে রাখার জন্য দ্রাবিড় অনেকের সঙ্গে লড়াই করেছিলেন।
ভারতের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে যেমন একাধিক প্লেয়ারের গুরুত্ব অস্বীকার করা যায় না। ঠিক তেমনই অস্বীকার করা যায় না কোচ রাহুল দ্রাবিড়ের অবদানের কথা। বিশেষ করে ২ জন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে রাখার জন্য দ্রাবিড় অনেকের সঙ্গে লড়াই করেছিলেন।
সেই দুই ক্রিকেটার হলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। চলতি বছরের শুরুতেই চোট পেয়েছিলেন এই দুই ক্রিকেটার। ২০২২ সাল থেকে খারাপ ফর্মে ছিলেন কেএল রাহুল। পরে তিনি আইপিএল চলকালীন চোট পেয়ে ছিটকে যান।
সেই দুই ক্রিকেটার হলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। চলতি বছরের শুরুতেই চোট পেয়েছিলেন এই দুই ক্রিকেটার। ২০২২ সাল থেকে খারাপ ফর্মে ছিলেন কেএল রাহুল। পরে তিনি আইপিএল চলকালীন চোট পেয়ে ছিটকে যান।
পিঠের চোটের কারণে মার্চ মাস থেকে মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ারও। এশিয়া কাপে সুস্থ হয়ে ওঠায় দুজনকেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বকাপের জন্যও নির্বাচিত হন। সেই সময় অনেক ক্রিকেট বিশেষজ্ঞরীই প্রশ্ন তুলেছিলেন রাহুল ও শ্রেয়সের নির্বাচন নিয়ে।
পিঠের চোটের কারণে মার্চ মাস থেকে মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ারও। এশিয়া কাপে সুস্থ হয়ে ওঠায় দুজনকেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বকাপের জন্যও নির্বাচিত হন। সেই সময় অনেক ক্রিকেট বিশেষজ্ঞরীই প্রশ্ন তুলেছিলেন রাহুল ও শ্রেয়সের নির্বাচন নিয়ে।
কেএল রাহুল খারাপ ফর্মে রয়েছেন। শ্রেয়স আইয়ারও পুরোপুরি ফিট ছিলেন না। এমন পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআইয়ের নির্বাচক কমিটিও তিরস্কারের সম্মুখীন হয়েছিল। রাহুল ও শ্রেয়সের পরিবর্তে সঞ্জু স্যামসন ও তিলক ভর্মাকে দলে নেওয়ার দাবি তুলেছিল একটা অংশ।
কেএল রাহুল খারাপ ফর্মে রয়েছেন। শ্রেয়স আইয়ারও পুরোপুরি ফিট ছিলেন না। এমন পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআইয়ের নির্বাচক কমিটিও তিরস্কারের সম্মুখীন হয়েছিল। রাহুল ও শ্রেয়সের পরিবর্তে সঞ্জু স্যামসন ও তিলক ভর্মাকে দলে নেওয়ার দাবি তুলেছিল একটা অংশ।
তবে কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের উপর আস্থা রাখেন রাহুল দ্রাবিড়। সকলের সঙ্গে একপ্রকার লড়াই করেই তাদের দলে রাখেন। আর িবশ্বকাপে ভারতীয় মিডল অর্ডারে ভালো ব্যাটিং করছেন দুজনেই। শতরানও করেছেন। উইকেটের পিছনেও দুরন্ত কাজ করছেন কেএল রাহুল।
তবে কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের উপর আস্থা রাখেন রাহুল দ্রাবিড়। সকলের সঙ্গে একপ্রকার লড়াই করেই তাদের দলে রাখেন। আর িবশ্বকাপে ভারতীয় মিডল অর্ডারে ভালো ব্যাটিং করছেন দুজনেই। শতরানও করেছেন। উইকেটের পিছনেও দুরন্ত কাজ করছেন কেএল রাহুল।;
রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়ে সেই সময় প্রশ্ন উঠলেও তিনি প্রমাণ করে দিয়েছেন তাঁর জহুরীর চোখ। কাজের মাধ্যমে সমালোচকদের দিয়েছেন যোগ্য জবাব। নিজের সেরাটা উজার করে দিয়ে কোচের আস্থার দাম দিয়েছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ারও।
রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত নিয়ে সেই সময় প্রশ্ন উঠলেও তিনি প্রমাণ করে দিয়েছেন তাঁর জহুরীর চোখ। কাজের মাধ্যমে সমালোচকদের দিয়েছেন যোগ্য জবাব। নিজের সেরাটা উজার করে দিয়ে কোচের আস্থার দাম দিয়েছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ারও।

World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের টিকিটের লোভ! অনলাইন জালিয়াতির শিকার এক মহিলা, খোয়ালেন ৫৬ হাজার টাকা

নয়া দিল্লি: অনলাইন প্রতারণা বর্তমানে নিত্য দিনের ঘটনা হয়ে ইঠেছে। প্রতারকরা নানাভাবে ফাঁদ পেতে অপেক্ষায় থাকে সাধারণ মানুষের টাকা লুঠ করার জন্য। ক্রিকেট বিশ্বকাপকেও টার্গেট করেছে এই সমস্ত জালিয়াতরা। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাল টিকিটের অভিযোগ সামনে এসেছিল। এবার বিশ্বকাপ ফাইনালের আগে অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট লোভে ৫৬ হাজার টাকা খোয়ালেন এক মহিলা।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates

প্রতারণার শিকার ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরো ঘটনা জানান। তিনি জানান, এক্স অ্যাকাউন্টেই অপর এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। যোগাযোগ বাড়তে জানতে পারেন তাঁর কাছে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের টিকিট রয়েছে। সেই টিকিট বিক্রি করতে চান। ফাইনাল দেখার লোভ সামলাতে না পেরে মোবাইলে যোগাযোগ করেন প্রতারিত মহিলা। এরপর দুজনের মধ্যে টিকিটের দাম নিয়ে কথা পাকা হয় ও ৫৬ হাজার টাকায় সেই টিকিট কেনেন। অনলাইনে হয় লেনদেন।

এরপর প্রতারিত মহিলা এক বন্ধুকে টিকিট দেখালে জানতে পারেন তা জাল টিকিট। তারপরই যার কাছ থেকে টিকিট কিনেছিলেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। গোটা ঘটনার কথা জানিয়ে ও প্রতারকের সঙ্গে চ্যাটের স্ক্রিন শটও শেয়ার করে ওই মহিলায় যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ে গতিতে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা নানারকম মন্তব্য করেন। কেউ কেউ প্রতারিত মহিলার নির্বুদ্ধিতা নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ India vs Australia ICC World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালের জাল টিকিট কেনেননি তো? জেনে নিন আসল-নকল চিনবেন কীভাবে

গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন প্রতারিত মহিলা। এর পাশাপাশি তাঁর মত অন্য কেউ যেন এমন প্রতারণার ফাঁদে না পড়েন সকলের কাছে সেই আবেদনও করেছেন ওই মহিলা। প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে টিকিট জালিয়য়াতি রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ-প্রশাসন।

ICC Cricket World Cup 2023 Final : বিশ্বকাপে ফাইনালে বড় চমক! খেলা দেখতে উপস্থিত থাকতে পারেন মোদি, সঙ্গে আরও দুই বিশেষ অতিথি

আহমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রধান অতিথি সম্ভবত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু তারকা এদিন বিশ্বকাপ দেখতে আসতে পারেন। এর পাশাপাশি ভারতের অপর দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এবং এমএস ধোনিও উপস্থিত থাকতে পারেন। ফাইনালে দিনে একটি বিশেষ এয়ার শো হবে। বিশ্বকাপে শুরুতেই হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু টিমের খেলা দেখতে সেমি ফাইনালে উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে তিনিও থাকতে পারেন বিশ্বকাপ ফাইনালে।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates

এর বাইরে শচিন তেন্ডুলকর-সহ প্রাক্তন ক্রিকেটাররাও খেলা দেখতে আসতে পারেন। ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন এই ম্যাচে। পাশাপাশি বিসিসিআই, আইসিসি শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং রাজ্যের ক্রিকেট বোর্ডগুলির প্রতিনিধিরাও আহমেদাবাদে থাকবেন।

বুধবার মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর, টিম ইন্ডিয়া এদিন আহমেদাবাদে পৌঁছেছেন। শুক্রবার ফাইনালের আগে তাদের প্রথম অনুশীলন সেশন হতে পারে।

আরও পড়ুন, সুগার ৩৫০, কিডনির রোগ থার্ড স্টেজ! জেলে একী অবস্থা জ্যোতিপ্রিয়র.. আবারও কি হাসপাতালে?

আরও পড়ুন, সিনেমার শ্যুটিং ভেবেছিলাম… ভক্তকে মারধরের ভিডিও ভাইরালের পর বিস্ফোরক দাবি নানা পটেকরের!

এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। সেমিফাইনালে জয়ের পরে টিম ইন্ডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি যাঁরা দেখেছেন তাঁরা বারবার দেখছেন এই ভিডিও, আর নিজেদের রিঅ্যাকশনও দিচ্ছেন।

রোহিত শর্মাকে আইয়ারের সেঞ্চুরিতে আনন্দে নাচতে দেখা যায়। ম্যাচে দলের পারফরম্যান্সে দারুণ খুশি হিটম্যান। ফ্যানরা বলছেন যে রোহিত সবচেয়ে সুন্দর অধিনায়ক, টিমের সদস্যের শতরানে তিনি খুব খুশি হয়েছিলেন সেটা বলাই যায়।