Tag Archives: Paris Olympics 2024

Paris Olympics 2024: উত্তাল অলিম্পিক্স, জিনগতভাবে পুরুষ কিনা মহিলাদের বিভাগে! মাত্র ৪৬ সেকেন্ডে ম্যাচ শেষ

প্যারিস: জিনগতভাবে পুরুষ। কিন্তু মানসিকভাবে নারী। তাই প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে নেমেছিলেন আলজেরিয়ার ইমানে খেলিফ। তাঁর পুরুষালি শক্তির সামনে দাঁড়াতেই পারেননি ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি। এমন ‘অসম’ লড়াই নিয়ে ক্ষুব্ধ গোটা বিশ্ব। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলার মালিক ইলন মাস্ক, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরা।

খেলিফের দুটো ঘুঁষিতেই কুপোকাত হয়ে যান ক্যারিনি। মাত্র ৪৬ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় লড়াই। অসহায় আত্মসমর্পণ করেন ইতালির বক্সার। খেলিফকে বিজয়ী ঘোষণা করা হয়। ম্যাচের পর থেকে লিঙ্গ বিতর্ক নিয়ে অলিম্পিক্স কমিটিকে তুলোধনা করছে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। প্রশ্ন উঠছে, শারীরিক দিক থেকে একজন পুরুষকে কেন মহিলাদের বিভাগে নামার ছাড়পত্র দিল অলিম্পিক্স কমিটি?

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যাদের পুরুষরা সন্তানের জন্ম দেয়! বলুন তো কোন প্রাণী, শুনে কিন্তু চমকে উঠবেনই

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলছেন, “আলজেরিয়ান অ্যাথলিটের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় শুরু থেকেই অসম লড়াই মনে হয়েছে। বৈষম্য যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ক্যারিনির আত্মসমর্পণ আমাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে।’’ একই সুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমেরিকার রাষ্ট্রপতি প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, “মহিলাদের বিভাগে পুরুষদের নামার অধিকার নেই।’’ তবে নিজেদের সিদ্ধান্তে অনড় অলিম্পিক্স কমিটি। হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং এবং টেসলার মালিক ইলন মাস্কও অসন্তুষ্ট। মহিলাদের বিভাগে ‘পুরুষ’ বক্সারের তীব্র বিরোধিতা করেছেন তাঁরা। প্রাক্তন সাঁতারু রিলি গেইনস বলেছেন, “মহিলাদের বিভাগে পুরুষরা নামতে পারে না।’’

ম্যাচের পর হতাশা চেপে রাখতে পারেননি অ্যাঞ্জেলা ক্যারিনি। তিনি স্পষ্ট বলেছেন, “এটা অন্যায়।’’ তাঁর কোচ ইমানুয়েল রেনজিনি জানিয়েছেন, ম্যাচের আগে অনেকেই খেলিফের বিরুদ্ধে লড়াই নিয়ে ক্যারিনিকে সতর্ক করেছিল। প্রসঙ্গত, লিঙ্গ বিতর্কের কারণেই ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়ানশিপ থেকে বাদ পড়েছিলেন ইমানে খেলিফ। কিন্তু ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তিনি কীভাবে জায়গা পেলেন বুঝতে পারছেন না ক্যারিনির কোচ রেনজিনি। ইউটিউবার কাম বক্সার লোগান পল বলেছেন, “একজন পুরুষকে বিশ্বমঞ্চে এক মহিলাকে মারধর করার অনুমতি দেওয়া হয়েছে। এর থেকে জঘন্য বিষয় আর কী হতে পারে! মৃত বাবার জন্য লড়াইয়ের স্বপ্ন চুরমার হয়ে গেল ক্যারিনির। এই বিভ্রান্তির অবসান হওয়া উচিত।’’

Paris Olympics 2024: ছিঃ এ কী লজ্জা, প্যারিস অলিম্পিক্সের হতশ্রী হাল, পাখা খারাপ সিন্ধুর, ঘর থেকে দেদার চুরি, মিলছে না খাবার

: অলিম্পিক্সের আয়োজন ঠিকভাবে করতে পারেনি প্যারিস৷ অ্যাথলিটরা সকলেই কম-বেশি অসন্তুষ্ট৷ আর এরই জেরে নাকি অ্যাথলিটদের পারফরম্যান্সে প্রভাব পড়ছে৷   সাধারণ মানুষ ও দর্শকদের সমস্যা তো হচ্ছেই কিন্তু এবার আবাসন, খাবার ও যাতায়াত সুবিধা নিয়েও অনেক অভিযোগ তুলেছে ক্রীড়াবিদদের। এর পাশাপাশি খেলোয়াড়দের ঘর থেকে দামি জিনিসপত্র চুরির  মারাত্মক অভিযোগও আসছে।
: অলিম্পিক্সের আয়োজন ঠিকভাবে করতে পারেনি প্যারিস৷ অ্যাথলিটরা সকলেই কম-বেশি অসন্তুষ্ট৷ আর এরই জেরে নাকি অ্যাথলিটদের পারফরম্যান্সে প্রভাব পড়ছে৷   সাধারণ মানুষ ও দর্শকদের সমস্যা তো হচ্ছেই কিন্তু এবার আবাসন, খাবার ও যাতায়াত সুবিধা নিয়েও অনেক অভিযোগ তুলেছে ক্রীড়াবিদদের। এর পাশাপাশি খেলোয়াড়দের ঘর থেকে দামি জিনিসপত্র চুরির  মারাত্মক অভিযোগও আসছে।
যার জেরে প্রশ্ন উঠছে গেমস ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এমন নয় যে কোনও এক দেশের খেলোয়াড়রা সমস্যা নিয়ে অভিযোগ করছেন। বেশিরভাগ অ্যাথলিটদের অভিযোগ একই। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে। যার কারণে গরমের সঙ্গে হিমশিম খেতে হয়েছে তাঁকে।
যার জেরে প্রশ্ন উঠছে গেমস ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এমন নয় যে কোনও এক দেশের খেলোয়াড়রা সমস্যা নিয়ে অভিযোগ করছেন। বেশিরভাগ অ্যাথলিটদের অভিযোগ একই। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে। যার কারণে গরমের সঙ্গে হিমশিম খেতে হয়েছে তাঁকে।
খাবারের জন্যেও নাজেহাল অবস্থা ভারতীয় অ্যাথলিটদের৷ ভারতীয় রেস্তোরাঁ থেকে অর্ডার করে ডাল ও রুটি খাচ্ছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গল।
খাবারের জন্যেও নাজেহাল অবস্থা ভারতীয় অ্যাথলিটদের৷ ভারতীয় রেস্তোরাঁ থেকে অর্ডার করে ডাল ও রুটি খাচ্ছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গল।
অলিম্পিক্স গেমস ভিলেজ হয়ে গেল 'নরক'একজন ভারতীয় বক্সার, যিনি গেমস চলাকালীন অত্যন্ত গরম একটি দিনে, একটি নন এসি বাসে এমন বাসে ভ্রমণ করছিলেন, তখন তাঁর মনে হচ্ছিল এটি একটি 'নরকের ভ্রমণ'। শুধুমাত্র তিনিই অভিযোগ করছেন না একাধিক ক্ষেত্রে প্রবল গরমের জেরে গেমসের জন্য এখানে আসা শীর্ষ ক্রীড়াবিদদের তুলে ধরা সমস্যাগুলির মধ্যে একটি, যার খরচ প্রায়  ৯ ডলার  বিলিয়ন৷ পরিবহন সমস্যা ছাড়াও, প্যারিসের অলিম্পিয়ানরা ঠিকভাবে  ঘুমোতে পারছেন না৷ এমনকি তাঁদের ঘুম ছিনিয়ে নিচ্ছে লাগেজ নিয়ে উদ্বেগ৷
অলিম্পিক্স গেমস ভিলেজ হয়ে গেল ‘নরক’
একজন ভারতীয় বক্সার, যিনি গেমস চলাকালীন অত্যন্ত গরম একটি দিনে, একটি নন এসি বাসে এমন বাসে ভ্রমণ করছিলেন, তখন তাঁর মনে হচ্ছিল এটি একটি ‘নরকের ভ্রমণ’। শুধুমাত্র তিনিই অভিযোগ করছেন না একাধিক ক্ষেত্রে প্রবল গরমের জেরে গেমসের জন্য এখানে আসা শীর্ষ ক্রীড়াবিদদের তুলে ধরা সমস্যাগুলির মধ্যে একটি, যার খরচ প্রায়  ৯ ডলার  বিলিয়ন৷ পরিবহন সমস্যা ছাড়াও, প্যারিসের অলিম্পিয়ানরা ঠিকভাবে  ঘুমোতে পারছেন না৷ এমনকি তাঁদের ঘুম ছিনিয়ে নিচ্ছে লাগেজ নিয়ে উদ্বেগ৷
গেমস ভিলেজ থেকে একজন জাপানি রাগবি খেলোয়াড় তাঁর বিয়ের আংটি হারিয়েছেন। অস্ট্রেলিয়ার এক কোচ  ক্রেডিট কার্ড চুরির কথা জানিয়েছেন। আমেরিকানরা দমবন্ধ রুম নিয়ে ব্যঙ্গ করছেন। ভারতীয় খেলোয়াড়দের মনে হচ্ছে নিরামিষ খাবার কম। ব্রিটেন নিজের অ্যাথলিটদের জন্য নিজস্ব শেফ ডেকেছে।
গেমস ভিলেজ থেকে একজন জাপানি রাগবি খেলোয়াড় তাঁর বিয়ের আংটি হারিয়েছেন। অস্ট্রেলিয়ার এক কোচ  ক্রেডিট কার্ড চুরির কথা জানিয়েছেন। আমেরিকানরা দমবন্ধ রুম নিয়ে ব্যঙ্গ করছেন। ভারতীয় খেলোয়াড়দের মনে হচ্ছে নিরামিষ খাবার কম। ব্রিটেন নিজের অ্যাথলিটদের জন্য নিজস্ব শেফ ডেকেছে।
'‘ঘুম থেকে শুরু করে বাসে এবং খাবার... আমি মনে করি না যে কোনও অ্যাথলিটদের সঙ্গে আমি কথা বলেছি৷’’ এমনটা বক্তব্য ভারতীয় এক অ্যাথলটিদের৷
‘‘ঘুম থেকে শুরু করে বাসে এবং খাবার… আমি মনে করি না যে কোনও অ্যাথলিটদের সঙ্গে আমি কথা বলেছি৷’’ এমনটা বক্তব্য ভারতীয় এক অ্যাথলটিদের৷
ভারতের শীর্ষস্থানীয় সিঙ্গলস টেনিস খেলোয়াড় সুমিত নাগাল খাবারের জন্য ডাল এবং রুটি অর্ডার করছেন। দু-বারের অলিম্পিক্স পদক বিজয়ী পিভি সিন্ধু, বুধবার নকআউট রাউন্ডে তাঁর স্থান নিশ্চিত করার পরে, বলেছিলেন ফ্যান কাজ করছিল না এদিকে অলিম্পিক্সের সবচেয়ে উষ্ণ রাত ছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন না যে অন্য লোকেরা ভাল ঘুমাতে সক্ষম হবে।
ভারতের শীর্ষস্থানীয় সিঙ্গলস টেনিস খেলোয়াড় সুমিত নাগাল খাবারের জন্য ডাল এবং রুটি অর্ডার করছেন। দু-বারের অলিম্পিক্স পদক বিজয়ী পিভি সিন্ধু, বুধবার নকআউট রাউন্ডে তাঁর স্থান নিশ্চিত করার পরে, বলেছিলেন ফ্যান কাজ করছিল না এদিকে অলিম্পিক্সের সবচেয়ে উষ্ণ রাত ছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন না যে অন্য লোকেরা ভাল ঘুমাতে সক্ষম হবে।
গেমস ভিলেজ চুরিপ্যারিস অলিম্পিক্সের আয়োজকরা প্রকৃতিতে কার্বন নিঃসরণ কমাতে এবং ক্লাইমেট চেঞ্জের মুভমেন্টে নিজেদের পদক্ষেপ দেখাতে ক্রীড়াবিদদের রুমের ভিতরের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
গেমস ভিলেজ চুরি
প্যারিস অলিম্পিক্সের আয়োজকরা প্রকৃতিতে কার্বন নিঃসরণ কমাতে এবং ক্লাইমেট চেঞ্জের মুভমেন্টে নিজেদের পদক্ষেপ দেখাতে ক্রীড়াবিদদের রুমের ভিতরের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় বলেছেন যে কার্ডবোর্ডের তৈরি বিছানা এতটাই অস্বস্তিকর যে প্রথম দুই রাত তারঁ শান্তিতে ঘুম পর্যন্ত হয়নি৷ এর পাশাপাশি ট্র্যাফিক সমস্যা মোকাবিলা করার জন্য, ভারতীয় ক্রীড়াদল একটি স্টেশন ওয়াগন, একটি মিনি এসইউভি, দুটি মিনিভ্যান এবং অন্যান্য চারটি গাড়ি রেখেছে৷ যা প্যারিস জুড়ে গেমস ভিলেজ থেকে স্পোর্টিং ভ্যেনুতে নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ভারতীয় অ্যাথলিটদের নিজেদের রুমের ভিতরে সেফ  ব্যবহার করতে বলা হয়েছে। কারণ একের পর চুরির ঘটনা সামনে আসছে গেমস ভিলেজ থেকে৷
একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় বলেছেন যে কার্ডবোর্ডের তৈরি বিছানা এতটাই অস্বস্তিকর যে প্রথম দুই রাত তারঁ শান্তিতে ঘুম পর্যন্ত হয়নি৷ এর পাশাপাশি ট্র্যাফিক সমস্যা মোকাবিলা করার জন্য, ভারতীয় ক্রীড়াদল একটি স্টেশন ওয়াগন, একটি মিনি এসইউভি, দুটি মিনিভ্যান এবং অন্যান্য চারটি গাড়ি রেখেছে৷ যা প্যারিস জুড়ে গেমস ভিলেজ থেকে স্পোর্টিং ভ্যেনুতে নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ভারতীয় অ্যাথলিটদের নিজেদের রুমের ভিতরে সেফ  ব্যবহার করতে বলা হয়েছে। কারণ একের পর চুরির ঘটনা সামনে আসছে গেমস ভিলেজ থেকে৷

PV Sindhu: প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ ভারতের, প্রি-কোয়ার্টার থেকে বিদায় পিভি সিন্ধুর

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে বৃহস্পতিবার খুব একটা ভাল গেল না ভারতের। স্বপ্নিল কুশালে শুটিংয়ে ব্রোঞ্জ পেলেও একাধিক ইভেন্টে ভারতের পদক জয়ের দাবিদাররা বিদায় নিল। বক্সিংয়ে নিখাত জারিন, ব্যাডমিন্টন ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি, শুটিংয়ে শিফট কৌর শর্মার বিদায় আগেই মন ভেঙেছিল দেশবাসীর। তবে সবথেকে বড় ধাক্কাটা এল রাতে। মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন পিভি সিন্ধু।

বিগত দুই অলিম্পিক্সে পরপর পদক জিতে ইতিহাস গড়েছিলেন পিভি সিন্ধু। প্যারিসেও ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তারকা শাটলার। প্রথম দুই রাউন্ডে জিতে আশা জাগিয়েছিলেন সিন্ধু। কিন্তু শেষ ষোলোয় চিনের হে বিং জিয়াও-এর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে কা জানাই ছিল। টোকিওতে জিয়াও-কে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এবার সেই জিয়াও স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ভারতীয় শাটলারকে।

প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই জিয়াওয়ের বিরুদ্ধে শুরু থেকে পিছিয়ে পড়েন সিন্ধু। তবে একটা সময় কামব্যাক করে স্কোর ১২-১২ করেছিলেন ভারতীয় তারকা। যদিও শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে প্রথম গেম জিতে নেন জিয়াও। হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানেন সিন্ধু। দ্বিতীয় সেটে জেতা ছাড়া কোনও গতি ছিল না সিন্ধুর সামনে। শুরুটা ভাল করলেও ক্রমেই ম্যাচের রাশ ধরে নেন জিয়াও।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন দেশে মৃত মানুষের সঙ্গে ফোনে কথা বলা যায়? যা এখনও বর্তমান

চিনা প্রতিপক্ষের একের পর এক আক্রমণের সামনে লড়াই দিতে পারেননি সিন্ধু। ক্ষিপ্রতায় যেন জিয়াওয়ের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না সিন্ধু। দ্বিতীয় গেমেও ২১-১৪ ব্যবধানে হেরে যান ভারতীয় তারকা শাটলার। স্ট্রেট গেমে ম্যাচ হেরে বিদায় নেন সিন্ধু। একইসঙ্গে শেষ হল ভারতের আরও একটি পদক জয়ের স্বপ্ন।

Paris Olympics 2024: এক ঘুঁষিতে ভাঙল নাক, অলিম্পিক্সে কেলেঙ্কারি কাণ্ড! প্রতিপক্ষ আর খেললই না!

প্যারিস:প্যারিস অলিম্পিক্স সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের। মাত্র ৪৬ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন ইতালির বক্সার অ্যাঞ্জেলা ক্যারিনি। আলজেরিয়ার ইমানি খেলিফের বিরুদ্ধে নেমে ম্যাচের ৪৬ সেকেন্ডের মাথায় রিং থেকে সরে আসেন তিনি। ফলে নিশ্চিত ভাবেই ইমানি খেলিফকে জয়ী ঘোষণা করা হয়।
চমকটা এখানেই আলজেরিয়ার এই বক্সার একজন রূপান্তরকামী। এখানেই শুরু হয়েছে বিতর্ক। রূপান্তরকামী হিসাবে অংশগ্রহণ করার পর থেকেই চাপা গুঞ্জন শুরু হয়েছিল। কারণ গতবছরই এই লিঙ্গ নির্ধারক বিতর্কের জন্যই নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলিফ এবং ইন্দোনেশিয়ার লিন ইউ টিং কে অংশগ্রহণ করতে দেয়নি ওই আয়োজকরা।

আরও পড়ুন: অলিম্পিক্সে ইতিহাস লেখা স্বপ্নিলকে শুভেচ্ছা নীতা আম্বানির, গোটা দেশ গর্বিত
২০২২ সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন খেলিফ। গতবছর অর্থাৎ, ২০২৩ সালে লিঙ্গ নির্ধারণ জনিত পরীক্ষায় পাশ করতে না পারায় খেলিফকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ফলে তাঁর সোনা জয়ের হাতছানি সেখানেই শেষ হয়ে যায়। টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় তাঁকে অংশ নিতে দেওয়া হয়নি।
অপেক্ষা শেষে আসে প্যারিস অলিম্পিক্স। সেখানে নিজেকে রূপান্তরকামী পরিচয়ে অংশগ্রহণ করেন খেলিফ।
ঠিক এরপরেই প্রথম ম্যাচেই ইতালির অ্যাঞ্জেলার বিরুদ্ধে ঘটে যায় এই আজব ঘটনা। ম্যাচ চলাকালীন তাঁদের মধ্যে দু-একটি ঘুষি চালাচালি হওয়ার পরেই অ্যাঞ্জেলা ম্যাচ থেকে সরে দাঁড়ান। এরমধ্যেই বিপক্ষের হেলমেট দুবার ঘুষির দাপটে উড়িয়ে দেন খেলিফ। প্রবল আঘাত পেয়ে নাক থেকে রক্ত ঝরতে দেখা যায় অ্যাঞ্জেলার। এরপর আর খেলতেই চাননি তিনি। স্বাভাবিক নিয়মেই বিজয়ী ঘোষণা করা হয় খেলিফকে। ম্যাচ শেষে খেলিফের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় নি অ্যাঞ্জেলাকে।
কাঁদতে কাঁদতে রিং ছাড়েন অ্যাঞ্জেলা। ততক্ষণে তাঁর জামা রক্তে ভিজে গেছে। তিনি জানান, খেলিফের সঙ্গে না খেলার পিছনে কোনও রাজনৈতিক কারণ ছিল না।
এই প্রসঙ্গে তিনি বলেন, ” আমি নাকে প্রবল আঘাত পেয়েছিলাম। আর এই পর্যায়ে এসে আমি বলেছিলাম যথেষ্ট আমি ম্যাচ শেষ করতে পারব না।”

অলিম্পিক্সে ইতিহাস লেখা স্বপ্নিলকে শুভেচ্ছা নীতা আম্বানির, গোটা দেশ গর্বিত

কলকাতা:  ২০২১ বেজিং অলিম্পিক্সে ভারতের ঘরে এসেছিল মোট সাতটি পদক। তার মধ্যে ছিল একটি সোনার পদক! প্যারিস অলিম্পিক্সে

প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ।

স্বপ্নিল কুসালে প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদক জিতেছেন। স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন। এই ইভেন্টকে শুটিংয়ের ম্যারাথনও বলা হয়।

আরও পড়ুন- অলিম্পিক্সে হকিতে প্রথম হার ভারতের, শেষ ষোলোর রাস্তা হল কঠিন

প্যারিস অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। শুটিংয়েই এখনও পর্যন্ত তিনটি পদকই জিতেছে ভারত। প্যারিস গেমসে পদক জিতেছেন স্বপ্নিল কুসলে, মনু ভাকর এবং সরবজোৎ সিং। অলিম্পিক ইতিহাসের কথা বলতে গেলে স্বপ্নিল হলেন সপ্তম ভারতীয় শ্যুটার যিনি পদক জিতেছেন।

আইওসি সদস্য ও রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি বলেছেন, “প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল ইভেন্টে ভারতের স্বপ্নিল যা করল তা ভারতীয় ক্রীড়া ইতিহাসে লেখা থাকবে। এই গেমসে শুটিংয়ে আমাদের তৃতীয় ব্রোঞ্জ এটি। প্যারিস অলিম্পিক্সে ইতিহাস তৈরি করার জন্য আমরা স্বপ্নিল কুসালের জন্য গর্বিত। ওর কঠোর পরিশ্রম সবাইকে গর্বিত করেছে। আন্তরিক অভিনন্দন!”

এর আগে প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছিলেন শুটার মনু ভাকের। তার পর মিক্সড ইভেন্টে তিনি সরবজিতের সঙ্গে ভারতকে আরও একটি পদক এনে দেন। আপাতত ভারতের পদক সংখ্যা ৩। আর তিনটিই ব্রোঞ্জ। এখন দেখার এবার ভারতের ঝুলিতে সোনার পদক আসে কি না!

আরও পড়ুন- অলিম্পিক্সে কেমন খেলে পাকিস্তান? শুনলে হাসি থামবে না, শেষ জয় কবে জানেন?

৬ অগাস্ট নীরজ চোপড়ার জ্যাভেলিন ইভেন্ট। নীরজ চোপড়া আরও একবার ভারতকে পদক এনে দিতে পারেন বলে  মনে করছেন অনেকে। এছাড়া বক্সিং ও ব্যাডমিন্টনেও ভারতের পদক জয়ের আশা রয়েছে।

Paris Olympics 2024: অলিম্পিক্সে হকিতে প্রথম হার ভারতের, শেষ ষোলোর রাস্তা হল কঠিন

প্যারিস: চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল প্রথম হারের সম্মুখীন হল। বেলজিয়ামের বিরুদ্ধে ১-২ গোলে হার স্বীকার করল হরমনপ্রীতরা। গ্রুপ লিগের পুল বি-এর ম্যাচে হেরে কিছুটা হলেও রাস্তা কঠিন হয়ে গেল ভারতের পক্ষে। কারণ এরপরের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে হরমনপ্রীতদের।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে অভিষেকের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু সেই সুবিধা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি জাতীয় দল।
ম্যাচের ১৮ মিনিটের মাথায় দুর্দান্ত ফিল্ড গোল করে দেশকে এগিয়ে দেন অভিষেক। সেই সময়ে মনে হয়েছিল হয়ত বেলজিয়ামের বিরুদ্ধেও সহজ জয় ছিনিয়ে আনবেন তাঁরা। বিরতি শেষে ভারতের স্কোরলাইন ছিল ১-০।
কিন্তু ম্যাচের শেষে আশাভঙ্গ হয়। তৃতীয় কোয়ার্টারে খেলা ঘুরে যায়। পরপর দুটি গোল ভারতের জালে জড়িয়ে ম্যাচ জিতে যায় বেলজিয়াম। ম্যাচের অন্তিম লগ্নে পেনাল্টি কর্নার পেলেও তা থেকে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ভারত। ফলে বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাঁদের।

আরও পড়ুন: তিন নম্বর পদক এল ভারতের ঘরে, অলিম্পিক্সে ‘জয় হে’, স্বপ্ন পূরণ স্বপ্নিলের

বেলজিয়ামের কাছে হারলেও জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক পি আর শ্রীজেশের গোলরক্ষণ নজর কেড়েছে। তাঁর লড়াই বিফলে গেলেও একা দুর্গের মতন দাঁড়িয়ে থেকে একের পর আক্রমণ রুখে গেছেন শ্রীজেশ। বেলজিয়ামের বিরুদ্ধে ভারতকে ভুগিয়েছে মাঝমাঠ আর আক্রমণভাগ। গোল করার অনেক সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে হরমনপ্রীতদের। আর সেটারই সুবিধা নিয়েছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ভারতের বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন তাঁরা। একের পর এক আক্রমণ প্রতিহত করলেও একসময় আত্মসমর্পণ করেন শ্রীজেশ। ভারতের প্রাচীর ভেঙে দিয়ে জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।
অন্যদিকে, বক্সিংয়ে অলিম্পিক্সের আশা শেষ হল নিখাত জারিনের। কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না চিনের প্রতিপক্ষ উ ইউ-এর বিরুদ্ধে। প্রি কোয়ার্টার ফাইনালেই হার মানলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন জারিন যে এত সহজে হার মেনে বিদায় নেবেন তা ভাবতে পারেননি কেউই। বক্সিংয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত দেশের আশা জিইয়ে রাখলেন লভলিনা বরগোঁহাই। শেষ ষোলোতে নিজের জায়গা পাকা করেছেন তিনি।

Paris Olympics 2024: পকেটে হাত দিয়েই একের পর এক লক্ষ্যভেদ! পদক নিয়ে বাড়ি তুরস্কের শুটার

প্যারিস: দেখে কোনও অংশ থেকেই মনে হবে না অলিম্পিক্স ইভেন্টের ফাইনাল চলছে। এক ঝলক দেখে মনে হতেই ফিল্মি কায়দায় এক হাতে রাইফেল, আরেক হাত পকেটে ঢুকিয়ে পোজ দিচ্ছেন হিরো। এমনই ‘কুল’-ভাবে লক্ষ্যভেদ করে ভাইরাল তুরস্কের ইউসুফ ডিকেচ। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেও সোনা জেতা প্রতিযোগীর থেকে বেশি আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে।

যে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের ও সর্বোজিত সিং। সেই একই বিভাগের ফাইনালে রুপো জেতেন তরস্কের ইউসুফ ডিকেচ ও তাঁর পার্টনার ইলায়দা তারহান। গোল্ড মেডেল ম্যাচে সার্বিয়ার কাছে হেরে গেলেও ডিকেচের আদব-কায়দা মন জয় করে নিয়েছে সকলের।

এই ধরনের শুটিং প্রতিযোগিতায় নামার জন্য বন্দুক ছাড়াও অন্যান্য প্রতিযোগীরা ব্যবহার করেন লক্ষ্যস্থির করার জন্য একদিক ঢাকা বিশেষ চশমা, লেন্স, বাইরের আওয়াজ যাত কানে না আসে বিশেষ ধরেনর হেডফোন। অনেকে বিশেষ পোশাকও ব্যবহার করে থাকেন। কিন্তু ডিকেচ যেভাবে পার্কে জগিং করতে আসার মত বিন্দাস মুডে শুটিং করলেন তা অবাক করার মত।

আরও পড়ুনঃ Virat Kohli Gautam Gambhir: সম্পর্কের তিক্ততা এখন অতীত! জাতীয় দলের হয়ে অন্য মেজাজে পাওয়া গেল গম্ভীর-কোহলিকে

তুরস্কের শুটার ইউসুফ ডিকেচকে ফাইনাল ম্যাচে দেখা যায় একটি টি-শার্ট, চোখে সামান্য গ্লাস পরে। শুটিং করার সময় দেখা যায় এক পকেটে হাত রেখে বিন্দাসভাবে লক্ষ্যভেদ করে যাচ্ছেন তিনি। এমন ঠান্ডা মানসীকতায় কীভাবে তিনি লক্ষ্যভেদ করছেন তা মন জিতে নিয়েছে নেট দুনিয়ার।

অলিম্পিক্সে কেমন খেলে পাকিস্তান? শুনলে হাসি থামবে না, শেষ জয় কবে জানেন?

কলকাতা: শুরু হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। বিশ্বের প্রায় সব দেশই এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রস্তুত। পাকিস্তানও প্যারিস অলিম্পিকে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত। তবে আপনি জানলে অবাক হবেন যে প্রতিবেশী দেশের মাত্র ৭ জন খেলোয়াড় এবার অংশ নিচ্ছেন।

পাকিস্তানে প্রায় ২৪০ মিলিয়ন মানুষ বাস করেন। তবুও অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টে মাত্র ৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন, এটা খুবই লজ্জাজনক ব্যাপার বলে মনে করছে পাকিস্তানের আওয়ামের একটা অংশ।

আরও পড়ুন- ২ দিনের ব্যবধানে ফের বড় প্রাপ্তি! সৌরভের মুকুটে যোগ ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’

জ্যাভেলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক ২০২৪-এ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ছাড়াও প্রতিবেশী দেশের দলে রয়েছে মহিলা সাঁতারু জাহানারা নবীর নাম। তিনি প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিচ্ছেন।

গোলাম মোস্তফা বশির, গুলফাম জোসেফ, কিসমালা তালাত, রফিক রিয়াজ এবং মোহাম্মদ আহমেদ দুরানিশের নাম শুটিংয়ে অন্তর্ভুক্ত রয়েছে। বশির ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল, গুলফাম ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম, তালাত ১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার এয়ার পিস্তল মিশ্র, রিয়াজ ১০০ মিটার এবং দুরানীশ ২০০ মিটার ফ্রিস্টাইল।

অলিম্পিক গেমসে পাকিস্তান এখনও পর্যন্ত ১০টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক। পাকিস্তানের হকি দল এবার পারফর্ম করবে। সেই হকিল দলই ৩টি সোনা, ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ-সহ সর্বোচ্চ ৮টি পদক জিতেছে। বাকি দুটি পদক এসেছে বক্সিং এবং কুস্তি থেকে।

আরও পড়ুন- অলিম্পিক্স পদক জয় সহজ নয়! মা’কে ফোনে যা বলেন সরবজিৎ, অবাক হয়ে যাবেন

১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে প্রথম পদক জিতেছিল পাকিস্তানি হকি দল। অলিম্পিক্সে ৩২ বছর আগে শেষবার জয় এসেছিল পাকিস্তানের। তার পর থেকে খালি হাতেই ফিরতে হয়েছে পাক অ্যাথলিটদের।

তিন নম্বর পদক এল ভারতের ঘরে, অলিম্পিক্সে ‘জয় হে’, রাইফেল হাতে স্বপ্ন পূরণ স্বপ্নিলের

কলকাতা: প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ।

স্বপ্নিল কুসালে প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদক জিতেছেন। স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন। এই ইভেন্টকে শুটিংয়ের ম্যারাথনও বলা হয়।

প্যারিস অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। শুটিংয়েই এখনও পর্যন্ত তিনটি পদকই জিতেছে ভারত। প্যারিস গেমসে পদক জিতেছেন স্বপ্নিল কুসলে, মনু ভাকর এবং সরবজোৎ সিং। অলিম্পিক ইতিহাসের কথা বলতে গেলে স্বপ্নিল হলেন সপ্তম ভারতীয় শ্যুটার যিনি পদক জিতেছেন।

আরও পড়ুন- অলিম্পিক্স পদক জয় সহজ নয়! মা’কে ফোনে যা বলেন সরবজিৎ, অবাক হয়ে যাবেন

প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন মনু ভাকের। রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে তিনি পদক তালিকায় ভারতের খাতা খুলেছিলেন।

এর পর মনু ভাকর এবং সরবজোত সিং জুটি মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার প্যারিস অলিম্পিকের পদক জয়ীদের তালিকায় যুক্ত হল স্বপ্নিল কুসালের নামও।

রাজ্যবর্ধন রাঠোর ২০০৪ সালে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন। এথেন্স অলিম্পিকে তিনি পদক জিতেছিলেন। এর পর বেজিং অলিম্পিক্সে সোনার টার্গেট করেন অভিনব বিন্দ্রা।

আরও পড়ুন- Paris Olympics 2024 বক্সিংয়ে বাড়ছে সোনা জয়ের আশা, অসমের মেয়ের হাতেই এবার সব!

২০১২ সালে দুই ভারতীয় শুটার বেজিং অলিম্পিকে পদক এনেছিলেন ঘরে। বিজয় কুমার রুপোর পদক এবং গগন নারাং ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর পর অলিম্পিক পদক জিততে শুটারদের ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল।