Tag Archives: Police

Electricity Problem: মারধর-গলাধাক্কা! বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তোলপাড় গণ্ডগোলে অকুস্থলে পুলিশ

 মালদহ:  মালদহের সামসিতে বিদ্যুৎ দফতরে ব্যাপক গণ্ডগোল। কাটমানি আদায় সহ কিছু অভিযোগ নিয়ে কথা বলতে গেলে বিদ্যুৎ দফতরেই পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের বেধড়ক মার। অভিযোগ, রেহাই পাননি মহিলা কর্মাধ্যক্ষরাও। মারধর, গলাধাক্কা দেওয়ার অভিযোগ। স্টেশন ম্যানেজারের প্ররোচনায় বিদ্যুৎ কর্মীদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ।

তৃণমূল পরিচালিত রতুয়া-১ পঞ্চায়েত সমিতির দুই মহিলা জনপ্রতিনিধি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রুকসানা পারভিন ও ত্রাণ কর্মাধ্যক্ষ ফাতেমা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন। আরও একাধিক পঞ্চায়েত সমিতি সদস্যকে বিদ্যুৎ দপ্তরে মারধর ও হামলার অভিযোগ।এদিকে পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে বিদ্যুৎ দফতরে পৌঁছন প্রচুর তৃণমূল কর্মী।

আরও পড়ুন – KKR New Player: হয়ে গেল বদল, কেকেআরের জার্সিতে এই মরশুমে মাঠ কাঁপাতে আসছেন এই স্পিডস্টার

তুমুল বিক্ষোভ শুরু হয় তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। সামসির বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারের গ্রেফতারির দাবি তোলে শাসকদল। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে দিনভর উত্তপ্ত ছিল সামসির বিদ্যুৎ দফতর। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিদ্যুৎ  আধিকারিকদের উদ্ধার করে। আক্রান্ত তৃণমূল জনপ্রতিনিধিদের অভিযোগ, সামসি বিদ্যুৎ দফতর ঘুঘুর বাসা। সেখানে দীর্ঘদিন ধরে কাটমানি, অবৈধ লেনদেন চলে। সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলতে গেলে স্টেশন ম্যানেজার দুর্ব্যবহার করার পাশাপাশি কর্মীদের একাংশকে দিয়ে জনপ্রতিনিধিদের হেনস্থা ও মারধর করেন। হামলার শিকার হন মহিলা জনপ্রতিনিধিরাও। সমস্ত ঘটনায় হয়েছে স্টেশন ম্যানেজারের প্ররোচনায় এমনটাই দাবি আক্রান্তদের।পরিস্থিতি সামাল দিতে নামতে হয় বিশাল পুলিশ বাহিনীকে।

যদিও বিদ্যুৎ দফতরের মালদহের রিজিওনাল ম্যানেজার উজ্জ্বল রায় বলেন, বিদ্যুৎ চুরি সংক্রান্ত শুনানি চলার সময় গোলমাল হয়েছে বলে শুনেছি। তবে, মহিলা বা জনপ্রতিনিধিদের মারধরের অভিযোগ সত্য নয়। বিদ্যুৎ কর্মী ও আধিকারিকদের কয়েকজন আক্রান্ত ও হেনস্থার শিকার হয়েছেন বলে খবর মিলেছে। বিদ্যুৎ দফতরের কেউ মারধর করে থাকলে পুলিশ তদন্ত করে দেখে ব্যবস্থা নেবে। এদিকে সরকারি দফতরের ভিতরে জনপ্রতিনিধি আর সরকারি আধিকারিক ও কর্মীদের মারামারি, বচসা, হাঙ্গামার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Sebak DebSarma

North 24 Parganas News: এ কি কাণ্ড! রাস্তায় পড়ে রয়েছে রক্ত ও কাটা চুল, হাড়হিম ঘটনায় আতঙ্ক এলাকায়

উত্তর ২৪ পরগনা: সোদপুর ঘোলা হাই স্কুলের সামনে রক্ত ও চুল পড়ে থাকা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়াল এলাকায়। এদিন সকালে স্থানীয় এলাকার মানুষজন স্কুলের সামনে দেখেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে, পাশেই কাটা চুলও পড়ে রয়েছে।

কীভাবে এত রক্ত ও চুল এই সমস্ত এই এলাকায় এল তা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয় ঘোলা গোপালকুঞ্জ এলাকায়। বাড়ির সামনে এরকম রক্ত দেখে ভীত হয়ে পড়েন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ ইতিমধ্যেই রক্ত ও চুল সংগ্রহ করে নিয়ে গিয়েছে পরীক্ষার জন্য।

আরও পড়ুন-                          একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                          একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

তবে কি কারণে কিভাবে এত রক্ত ও চুল এইরকমভাবে এলাকায় আসল তা এখনও বুঝে উঠতে পারছে না কেউই। নজর রাখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজেও। এলাকায় কোনও দেহ উদ্ধারের খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এত রক্ত ও কাটা চুল কীভাবে এল, এখন গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, আতঙ্কে আছেন স্থানীয়রা।

Rudra Nrayan Roy

Nadia News: পুলিশকে কোমড়ে দড়ি! গাছে বেঁধে মারধোর গ্রামবাসীদের 

ভীমপুর: জমি বিবাদ থামাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নদিয়ার কৃষ্ণনগরে রয়েছেন ঠিক সেই সময় পুলিশকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতজাংলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ভীমপুর থানার পুলিশ আধিকারিক ও কনস্টেবল-সহ অবৈধভাবে জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান।

এর পর সেখানে গিয়ে পুলিশ একপক্ষের হয়ে কথা বলতে শুরু করে বলে দাবি বেশ কিছু উত্তেজিত জনতার। এরপরেই স্থানীয় উত্তেজিত এলাকাবাসী তাদেরকে গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। ঘটনা জানার পর ভীমপুর থানা বিশাল পুলিশ বাহিনী সেইখানে পৌঁছায় । বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে। গোটা বিষয়টিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভীমপুর থানার অন্তর্গত পূর্ব ভাতজাংলা এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ আধিকারিকেরা। অভিযোগ, এর পরেই ঘটালে গিয়ে পুলিশ দুপক্ষের মধ্যে এক পক্ষের হয়ে কথা বলতে শুরু করে। এরপরেই ক্ষিপ্ত জনতা দুই পুলিশ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং মারধর করে বলেও অভিযোগ।

যদিও এই বিষয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও গ্রামবাসীদের একাংশ পুলিশের আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন। পুলিশ নিরপেক্ষ ছিল না বলেই এমন ঘটনা ঘটল বলে দাবি তাঁদের।

Mainak Debnath

পথ নিরাপত্তায় অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের

রাত জেগে গাড়ি চালকদের পুলিশ দিচ্ছে চা জল! পথ সচেতনতা বা পথ নিরাপত্তায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

Police Help: গাড়ি থামিয়ে ধোঁয়া ওঠা চা এগিয়ে দিল পুলিশ! গভীর রাতে যশোর রোডে ব্যাপারটা কী

উত্তর ২৪ পরগনা: কনকনে শীতের রাতে এ কোন অবাক দৃশ্য! বা বলা ভাল উলটপুরাণ। বড় বড় ট্রাক, প্রাইভেট কার দাঁড় করিয়ে চালকদের গরম চা খাওয়াচ্ছে পুলিশ! যশোর রোডে দেখা গেল এমনই দৃশ্য।

আরও পড়ুন: ৬ ইউরোপীয় দেশ শাসন করে হুগলি! সেই কাহিনী ফুটে উঠল মুর্শিদাবাদ সিল্কে

প্রবল শীতে চালকদেরও গা, হাত পা আরষ্ট হয়ে যায়। আর তার ফলে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। সেই দুর্ঘটনা ঠেকাতেই গাড়ি চালকদের গরম চা পান করিয়ে দুর্ঘটনা রুখছে হাবড়ার ট্রাফিক পুলিশ। দেশের নানা প্রান্ত থেকে গাড়ি চালিয়ে আসেন চালকরা। চলতি পথে চোখে ঘুমের তন্দ্রা আসার ফলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আর তাই এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে অভিনব উদ্যোগ হাবড়া ট্রাফিক পুলিশের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাত্রে নিরাপত্তার কারণে তল্লাশি এমনকি পুলিশের টাকা আদায়ের ছবি বহু সময় উঠে এসেছে সংবাদ শিরোনামে। তবে এদিন পুলিশ গাড়ি দাঁড় করাতে যান চালকেরা ভেবেছিলেন অন্যান্য দিনের মতোই তল্লাশি হবে বা উপরি চাওয়ার বিষয় থাকতে পারে। কিন্তু এ কী, পুলিশ কর্মীদের হাতে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ। গাড়ি দাঁড় করাতেই চায়ের কাপ এগিয়ে দেন পুলিশ কর্মীরা। যা দেখে রীতিমত অবাক হয়ে যান গাড়ি চালকরাও। গভীর রাতে হাবড়া থানার সামনে যশোর রোডে এমন ছবি ধরা পড়ে। পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন সকলে।

রুদ্রনারায়ণ রায়

Fake Handicap Certificate: BDO দেখছিলেন বিশেষভাবে সক্ষম হওয়ার শংসাপত্র, খুঁটিয়ে দেখতেই বড় পর্দা ফাঁস

মালদহ:  জাল প্রতিবন্ধী শংসাপত্র তৈরির চক্রের হদিশ মালদহের হরিশ্চন্দ্রপুরে। গ্রেফতার এক পুলিশ হোমগার্ড সহ তিন প্রতারক। হাজার হাজার টাকার বিনিময়ে জাল শংসাপত্র তৈরি ও বিলির অভিযোগ। শতাধিক জাল শংসাপত্র বিক্রির অভিযোগ। হরিশচন্দ্রপুরে পাড়ায় সমাধান প্রকল্পে জাল প্রতিবন্ধী শংসাপত্র জমা পড়ার পর চক্রের পর্দাফাঁস। হাজার হাজার টাকার বিনিময়ে বহু মানুষকে দেওয়া হয়েছে জাল শংসাপত্র।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ, তুলসিহাটা ও বরুই গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকায় চলছিল জাল প্রতিবন্ধী শংসাপত্রের রমরমা কারবার। জাল শংসাপত্র ভিত্তিতে অনেকে ইতিমধ্যেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। আবার অনেকের প্রতিবন্ধী ভাতার আবেদন খারিজও হয়। প্রতিবন্ধী নন এমন অনেকেই চক্রের কাছ থেকে কিনেছেন জাল শংসাপত্র। দুই-তিন হাজার থেকে আট-দশ হাজার টাকা পর্যন্ত দামে জাল শংসাপত্র বিক্রি করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ হোমগার্ড নুর আলম, তাঁর জামাইবাবু নাজিমুল হক এবং এক ছাপাখানা ব্যবসায়ী মামুন আলিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন – Outdoor in Hospitals: হাসপাতালের পরিষেবাকে জনমুখী করতে বড় পদক্ষেপ, ৯টার মধ্যে খুলতেই হবে আউটডোর

মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর শালদহ গ্রামের পাড়ায় সমাধান প্রকল্পে এই প্রতারণা চক্রের বিষয়টি প্রকাশ্যে আসে। জানাগিয়েছে, পাড়ায় সমাধান প্রকল্পে প্রশাসনিক কর্তাদের নজরে পরে বেশকিছু জাল শংসাপত্র। সেই শংসাপত্র দেখে সন্দেহ হয় বিডিও-র।

তারপরেই খতিয়ে দেখতে গিয়ে জাল শংসাপত্রের বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি চাউর হতেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত নাজিমুল হককে বেশকিছু মানুষ আটক করে। এরপর তাকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে জেরা করে নুর আলম এবং মামুন আলীকেও গ্রেফতার করে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, প্রতিবন্ধী নন এমন অনেককেই প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে জাল শংসাপত্র দেয় এই চক্র। ধৃত তিনজনকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের  জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় সরব হয়েছে প্রতারিতরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে।

Sebak DebSarma

Police: পুলিশে চাকরির ইন্টারভিউ-এর অভিনব মহড়া মালদহে, উপস্থিত খোদ পুলিশ কর্তা নিজেই

মালদহ: পুলিশে চাকরির মক ইন্টারভিউ মালদহে। সামনেই পুলিশে বড়সড় নিয়োগ। কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে দুই হাজারেরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল। ইতিমধ্যেই লিখিত পরীক্ষা, মাঠ অর্থাৎ শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। মালদহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল শনিবার দিনভর।

আগামী ১৮ জানুয়ারি থেকে কলকাতা পুলিশের পুরুষ ও লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ। তার আগেই জেলার ছেলে, মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউ-এর অভিনব উদ্যোগ। জেলা পুলিশের পদস্থ কর্তারা রীতিমতো ইন্টারভিউ বোর্ড করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন। মূলত চাকরিপ্রার্থীদের মধ্যে ভয়-ভীতি ও জড়তা কাটিয়ে তোলা এই মক ইন্টারভিউ- এর উদ্দেশ্য বলে জানিয়েছেন, মালদহ পুলিশের ডিএসপি আইন শৃঙ্খলা আজহারউদ্দিন খান।

মালদহ ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরিপ্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন।গত দুদিন আগে মালদা পুলিশ নিজস্ব ফেসবুক পেজে এই মক ইন্টারভিউ এর পরিকল্পনার কথা জানায়। সেইমতো আজ জেলার বিভিন্ন প্রান্তের এবং আশেপাশের জেলার প্রাথমিকভাবে সফল চাকরিপ্রার্থীরা মালদহের পুলিশ লাইনে মক ইন্টারভিউতে যোগ দেন। ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য চার সদস্যের বোর্ড গঠন করা হয়। ব্যবস্থাপনা দেখে বোঝার উপায় নেই এই ইন্টারভিউ নিছক মহড়া।

আরও পড়ুন, ইন্ডিয়া জোটের নেতৃত্বে কে? মমতা, অখিলেশদের অনুপস্থিতিতেই হয়ে গেল সিদ্ধান্ত

আরও পড়ুন, নবান্ন-রাজভবন সংঘাতের নতুন মোড়! রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের…

পুরুষ ও মহিলা চাকরি প্রার্থীরা দুটি পৃথক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এরপর নাম ডেকে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ লাইনের দোতালায়। যেখানে বসেছে ইন্টারভিউ বোর্ড। চাকরিপ্রার্থীদের পছন্দের বিষয় থেকে শুরু করে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পার্থক্য কী, পুলিশের বিভিন্ন পর্যায়ের আধিকারিকদের চেনার উপায় কী, রাজ্য পুলিশের কর্তাদের নাম, কলকাতা পুলিশের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ইতিহাস থেকে শুরু করে জেনারেল নলেজ এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন ইন্টারভিউ বোর্ডের সদস্যরা। তবে এই ইন্টারভিউ থেকে কারোরই বাদ পড়ার বিষয় নেই। বরং সামগ্রিকভাবে পরীক্ষার্থীরা কী ধরনের ত্রুটিবিচ্যুতি করছেন ইন্টারভিউয়ের শেষে চাকরিপ্রার্থীদের তা বুঝিয়ে দেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পদস্থ কর্তারা।

এই মক ইন্টারভিউ ব্যবস্থায় খুশি চাকরিপ্রার্থীরা। বেশিরভাগ চাকরিপ্রার্থী জানান, ইন্টারভিউয়ের ডাক পাওয়ার পর কোথায় প্রশিক্ষণ নেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন-এসব বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই অবস্থায় জেলা পুলিশের পোস্ট দেখেই তাঁরা ইন্টারভিউ দিতে হাজির হয়ে যান। এখানে মক ইন্টারভিউ দিয়ে তাঁদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এদিকে এই মক ইন্টারভিউ- এরফলে পরীক্ষার্থীরা প্রকৃত ইন্টারভিউ এর সময় মানসিক দিক দিয়ে এগিয়ে থাকবেন বলে আশাপ্রকাশ করেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

কেলোর কীর্তি! উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বেধড়ক ঠ্যাঙাচ্ছে বউকে, ভিডিও সুপার ভাইরাল

#নয়াদিল্লি: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের পুলিশের কীর্তি দেখে চক্ষু চড়কগাছ! খোদ স্পেশাল ডিজি পুরুষোত্তম শর্মা তার বউকে ঠ্যাঙাচ্ছেন৷  কোনও জ্যালজ্যালে ভিডিও নয় একেবারে ঝকঝকে ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের বিশেষ ডিজি পুরুষোত্তম শর্মা, যেখানে তিনি তার স্ত্রীর উপর হামলা করছেন বলে অভিযোগ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ডিজি তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করছে। কথিত আছে তার দুটি ভিডিও প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে তাঁর স্ত্রীকে মারধর করতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনিই আরেকটি ভিডিওতে তাকে অন্য মহিলার সঙ্গে আপত্তিজনক পরিস্থিতিতে দেখা যাচ্ছিল। স্ত্রীকে মারধরের ভিডিওতে প্রথমেই দুজনের  তর্ক চলছিল। ভাইরাল ভিডিওতে আইপিএস তার স্ত্রীকে মারধর করছে। আইপিএসের স্ত্রী হাতেও কাঁচি রয়েছে।

মার খেতে খেতে পুরষোত্তম শর্মা স্ত্রী তার স্বামীকে শাপশাপান্ত করছে৷ পুরষোত্তম শর্মা বর্তমানে রাজ্য পুলিশের বিশেষ ডিজি। আইপিএস পুরষোত্তম শর্মার ছেলেও অভিযোগের সঙ্গে একটি ভিডিও পাঠিয়েছেন৷

আইপিএস পুরষোত্তম শর্মার ছেলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, ডিজিপি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের কাছে শর্মার কার্যকলাপের একটি ভিডিও পাঠিয়েছে। তবে ভিডিওটি সামনে আসার পরেও এখনও পুলিশ আধিকারিকরা এই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি এখনও  পর্যন্ত পুরষোত্তম শর্মার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়নি।

হানিট্রাপ মামলায় পুরষোত্তম শর্মার নাম

এর আগে পুরষোত্তম শর্মা এসটিএফ-এর ডিজি থাকাকালীন সংবাদ শিরোনামে এসেছিল৷ হানিট্র্যাপ কেলেঙ্কারি চলাকালীন তাঁর নাম ছিল  আলোচনার বিষয়৷  রাজ্যের বাইরে এসটিএফ প্লট নিয়েও তাঁর নাম উঠে এসেছিল। এই বিতর্ক আরও বাড়লে তাঁকে  ডিজিপি-র সামনে জবাবদিহি করতে হয়৷ তৎকালীন কমলনাথ সরকার সেইসময় পুরষোত্তম শর্মাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

জানা গেছে যে পুরষোত্তম শর্মার ছেলে পার্থ গৌতম শর্মাও উচ্চপদস্থ সরকারি আধিকারিক৷  গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছেলেই বাপের কুকীর্তির ভিডিও  প্রকাশ করেছেন। হানিট্র্যাপ মামলায় পুরষোত্তম শর্মার নাম উঠে এলে তিনি সে সময় বলেছিলেন যে তাকে বদনাম করার ষড়যন্ত্র করা হচ্ছে।

স্পেশাল ডিজি পুরষোত্তম শর্মা সংবাদমাধ্যমকে বলেছেন, “এটি আমার পারিবারিক বিষয়। আমি এই সম্পর্ক থেকে বিরক্ত। আমি অন্য সম্পর্কে যাওয়ার জন্য তৈরি৷ আমার কোন অস্ত্র ছিল না স্ত্রীর হাতে কাঁচি ছিল। ” ভাইরাল ভিডিওতে ডিজি পুরষোত্তম শর্মা তার স্ত্রীকে থানায় রিপোর্ট করতে হুমকি দিচ্ছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ‘আমি যদি কোনও লিখিত অভিযোগ পাই তবে আমি ব্যবস্থা নেব৷ ’ দেখে নিন সেই ভাইরাল ভয়ানক ভিডিও৷

স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমি যদি লিখিত অভিযোগ পাই তবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মহিলা কমিশন এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। তাঁদের দাবি এই পুলিশ আধিকারিকের গার্হস্থ্য হিংসার জন্য জেল হওয়া উচিত৷