Tag Archives: Police

Accident: মাঝরাতে ভয়ঙ্কর কাণ্ড, বিয়েবাড়ি ফেরত ভ্যানে ধাক্কা ট্রাকের! মৃত্যুমিছিল, চারিদিকে কান্না-রক্ত

ঝালওয়ার: ভয়ঙ্কর দুর্ঘটনা রাজস্থানে। বিয়েবাড়ি থেকে ফেরার ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ন’জনের। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়াড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি ছ’জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। গুরুতর জখম এক জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মধ্যপ্রদেশের একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে একটি ভ্যানে করে ফিরছিলেন ১০ জন। তাঁরা ওই ভ্যানটি ভাড়া করেছিলেন। ঝালাওয়াড়ের কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে অকলেরায় উলটো দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা মেরে কার্যত পিষে দেয়। ভ্যানটিকে ধাক্কা মেরে ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘আগামী সপ্তাহে তৃণমূল বেসামাল…!’ শুভেন্দু অধিকারীর দাবিতে শোরগোল

এদিকে, হাওড়ার বাগনানের কাছারিপাড়ার ১৬ নম্বর জাতীয় সড়কেও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। জানা গিয়েছে, কলকাতাগামী লেনে একটি লরি এক সাইকেল আরোহীকে পিষে দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

স্থানীয়দের দাবি, বাগনানের কাছারিপাড়ায় কলকাতামুখী জাতীয় সড়ক তিন লেন থেকে দুই লেন হয়ে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটছে। ঘাতক লরি ও লরির চালককে আটক করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।

Ram Navami 2024: রামনবমীতে শহরজুড়ে বাড়তি নিরাপত্তা! শোভাযাত্রায় কী কী নির্দেশ থাকছে হাইকোর্টের? জানুন

কলকাতা: দেশজুড়ে ব্যাপক আড়ম্বরের সঙ্গে পালিত হয় রামনবমী। এই দিনে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। রামনবমীতে শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ জানা যাচ্ছে, রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে! নজরদারি চালাতে সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ও ড্রোনের! শোভাযাত্রার রুটে হাইরাইজ থেকে চলবে নজরদারি হাইরাইজে পুলিশ মোতায়েন করা হবে! এলাকায় টহলদারিতে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনী এছাড়া বাড়তি পুলিশ ফোর্স মেতায়েন থাকছে! জয়েন্ট সিপি ও ডিসিপি র‍্যাঙ্কের পুলিশ থাকবে দায়িত্বে!

সাগরদিঘি, সামশেরগঞ্জ, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরেও রামনবমী নিয়ে বিশেষ সতর্কতা প্রশাসনের! হাইকোর্টের নির্দেশ মেনে চলছে নজরদারিসিসিটিভি, ড্রোনেও নজরদারিশেভাযাত্রার রুটে বাড়িত পুলিশ ফোর্স মেতায়েন থাকবে!

আরও পড়ুন: গরমে কড়া করে মাছ ভেজে খাচ্ছেন? বড় ক্ষতি! জানুন কীভাবে মাছ খাবেন

ছোট বড় মিলিয়ে প্রায় ৫০টি রামনবমীর শোভাযাত্রা বেরোবে কলকাতা শহরে! সদস্য থাকতে হবে ২০০ এর মধ্যে!কোনও অস্ত্র, ডিজে ব্যবহার করা যাবে না।যে রুট গুলোতে র‍্যালি বেরোবে ফোর্স মোতায়েন থাকবে।পিকেট থাকবে একাধিক জায়গায় শোভাযাত্রার সঙ্গেও ফোর্স থাকবে জয়েন্ট সিপি ও ডিসি পদ মর্যাদার অফিসারদের নজরদারি থাকবে পুরো বিষয়ে!

Amit sarkar

Holi 2024: জানেন দোলের দিন কী কী নিয়ম না মানলে ঠাঁই হবে হাজতে? রং খেলার আগে জেনে নিন

শান্তিপুর: আসন্ন দোল উপলক্ষে শান্তিপুর থানায় পুজো কমিটি এবং প্রশাসনিক সমন্বয় সভায় কড়া সিদ্ধান্ত, মদ্যপান করে বাইক চালালেই শ্রীঘরে! রং খেলার দিন মদ্যপান করে বাইক চালালে কোনও ছাড় নয়, নেওয়া হবে কঠিন পদক্ষেপ। জানিয়ে দিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এদিন নদিয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপাল পুজোর বারোয়ারীদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন রানাঘাট জেলা পুলিশ। শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পুজোর বারোয়ারী এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা।

আরও পড়ুনঃ প্রচারে বেরিয়ে সবজি তুললেন তৃণমূল প্রার্থী! পাকা রাঁধুনির মতো রান্না করলেন মিতালি বাগ  

মূলত প্রতিবছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়। মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায়। যার কারণে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোযারি এবং ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করল রানাঘাট জেলা পুলিশ। এদিন শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার।

যাতে গোপাল পুজোরদিন বা দোলের দিন কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারী কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন। পাশাপাশি তিনি বলেন রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালাবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Mainak Debnath

Pet Dog Training Tips: ডগ স্কোয়াডের কুকুরের মত আপনার পোষ্যকেও দিতে পারেন প্রশিক্ষণ, জানুন কীভাবে?

উত্তর ২৪ পরগনা: বিভিন্ন অভিযানে বা আমাদের চারপাশে নিরাপত্তা দেওয়ার জন্য বহু সময় স্টেশনে, জনবহুল এলাকায় পুলিশের সঙ্গী হিসেবে দেখা যায় বিশেষ এই স্মার্ট বাহিনীকে। আমরা তাদের জানি ডগ স্কোয়াড বলে। গুরুত্বপূর্ণ অভিযানে তাদের দক্ষতা এবং পারফরমেন্স রীতিমতো প্রশংসার দাবি রাখে। তবে এক্ষেত্রে কুকুরকে দক্ষ করে তোলার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে ট্রেনারের।

কঠিন পরিশ্রমের মধ্যে দিয়েই এই প্রশিক্ষণ মেলে তাদের। ডগ স্কোয়াডের বিশেষ এই বাহিনীর কাজ মূলত গন্ধ শুঁকে বোমা বা মাদকদ্রব্য শনাক্ত করা। জন্মগতভাবেই এ ক্ষমতা সব কুকুরের মধ্যেই থেকে থাকে। তবে তারমধ্যে বিশেষ কয়েকটি জাত অর্থাৎ ল্যাব্রাডর, জার্মান শেফার্ড এ ধরনের পোষ্যকে ট্রেনিং দিলে সহজেই এরা নানা আদব-কায়দা রপ্ত করতে পারে।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!

পুলিশদের সঙ্গে থাকা বিশেষ এই ডগ স্কোয়াডের ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের দেখলে আমরা অনেকেই মনে করি আমাদের পোষ্যকেও যদি এমন প্রশিক্ষণ দেওয়া যায়। সেক্ষেত্রে বাড়িতে অতিথি আসলে হ্যান্ডশেক, বসা, দাঁড়ানো, এক কথায় বাধ্য হতে শেখা এবং টয়লেট ট্রেনিংও দেওয়া যায়। ৫ থেকে ৬ মাস বয়সের সময় থেকে ধীরে ধীরে এদের সঙ্গে বন্ধুর মতো করে মিশে ছোটখাটো কিছু কৌশলের মধ্যে দিয়ে ট্রেনিং শুরু করানো যেতে পারে।

আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন

প্রথম অবস্থাতে প্রতিদিন কিছু লুকোচুরি খেলা খেলতে হয় তাদের সঙ্গে। খাবার লুকিয়ে গন্ধ শুঁকে বের করার মধ্যে দিয়ে মানুষের ছোঁয়া জিনিসের গন্ধ শুঁকে খুঁজে বার করারও ট্রেনিং দেওয়া যায় বাড়ির পোষ্য কুকুরদের। ফলে ধীরে ধীরে সে মানুষটাকেও খুঁজে বার করতে পারে। তবে ডগ স্কোয়াড এর অত কঠিন ট্রেনিং না থাকলেও, নানা ছোট ছোট প্রশিক্ষণ এর মধ্যে দিয়েই আপনার বাড়ির পোষ্য হয়ে উঠতে পারে অনেকটাই স্মার্ট।

Rudra Narayan Roy

Latest Bangla News: গঙ্গার ঘাটে হাঁটছিলেন মহিলা; আচমকা পুলিশ এসে তাঁর সঙ্গে থাকা ট্রলি খুলতেই এ কী কাণ্ড…অবাক প্রত্যক্ষদর্শীরা

মালদহ: ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গা ঘাটের দিকে হেঁটে যাচ্ছিলেন মহিলা। একটি নয়, দুই হাতে দুটি ট্রলি টেনে নিয়ে যাচ্ছিলেন। দুটি ট্রলি ভারি থাকায় টেনে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল মহিলার। যা দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ওই মহিলাকে দাঁড় করিয়ে প্রশ্ন করে। কিন্তু মহিলার উত্তরে অসংগতি দেখা দেয়। সন্দেহ হয় পুলিশ ট্রলি দুটির তল্লাশি নেয়। ট্রলির চেন খুলতেই চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। জামা কাপড় বা অন্য কোন সামগ্রী নয়, ট্রলি ভর্তি রয়েছে প্যাকেট বন্দি গাঁজায়। মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা।

আরও পড়ুনঃ ৫ সমস‍্যার একটাই সমাধান! গরমে রোজ পাতে রাখুন শসা! কখন-কীভাবে খাবেন? জেনে নিন বিশেষজ্ঞের মত

পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মহিলার বাড়ি কোচবিহার জেলায়। দুটি ট্রলি নিয়ে মহিলা মালদহের মানিকচক গঙ্গা ফেরিঘাট দিয়ে ঝাড়খণ্ড থেকে আসছিল। কিন্তু পথেই মালদহ জেলা পুলিশের মানিকচক থানার পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার দুটি ট্রলি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২কেজি বেআইনি গাঁজা। চোরা বাজারে যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম কল্যাণী সেন। বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকায়।

মহিলার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি ট্রলি ব্যাগ ভর্তি ২২ কেজি গাঁজা।মালদহ মানিকচক রাজ্য সড়কের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চালানোর সময় এই মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ঝাড়খন্ড থেকে এই গাঁজা গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মালদহের ইংরেজবাজার ও কালিয়াচক থানা এলাকায় পাচার করার উদ্দেশ্য ছিল মহিলার। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে মালদহ জেলা আদালতের পেশ করে মানিকচক থানার পুলিশ। কোথা থেকে এই গাঁজা গুলি পাচার হচ্ছিল এর পেছনে আরও কোন চক্র রয়েছে কিনা। সেই সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

হরষিত সিংহ

Kolkata Airport: ফের লেজার আলোয় সমস্যা বিমান অবতরণে, তদন্তে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা

কলকাতাঃ বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল আগরতলা থেকে আগত বিমান। আগরতলা থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর বিমান ৬ই ৯৬১, কলকাতা বিমানবন্দরে রানওয়ে ছোয়ার ৭০০ মিটার আগেই বিপত্তি। টেকনো লেজার আলোয় ভরে যায় ককপিট। ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা, পাইলটের দিক নির্ণয়ে বিভ্রান্তি সৃষ্টি সাময়িকভাবে। তৎপরতার সঙ্গে কলকাতা বিমানবন্দরে সুরক্ষার সহিত বিমানটি অবতরণ করায় পাইলট।

আরও পড়ুনঃ বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের! দিন ঘোষণার আগেই আধা সেনা মোতায়ন চূড়ান্ত

লেজার আলোর ব্যবহারের ওপর কার্যতও নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি কালে বিমানবন্দর ও তার পার্শ্ববর্তী এলাকায় লেজার লাইটের ব্যবহার চলছে তা নিয়ে প্রশাসনের যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল রাত কুড়িটা ৪৫ মিনিটে আগরতলা থেকে কলকাতা গামী ইন্ডিগোর সিক্স ই ৯৭১ বিমানটি ১৫৩ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতার মাটি ছোঁয়ার ৭০০ মিটার আগেই লেজার আলো য় ককপিটে বিভ্রান্তি তৈরি হয়। পাইলটের তৎপরতায় ১আর রানওয়তে সুরক্ষার সঙ্গে অবতরণ পরবর্তী সময় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Bengali News: এবার দুয়ারে পুলিশ! অভিযোগ নিতে বাড়ির দরজায় হাজির হবেন উর্দিধারীরা

দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় বহু গ্রাম আছে যেগুলি থানা থেকে অনেকটা দূরে অবস্থিত। সেই সব এলাকার মানুষদের পক্ষে অনেকসময় থানায় গিয়ে অভিযোগ জানানো হয়ে ওঠে না। তাই ঠিক হয়েছে, এবার দূরবর্তী গ্রামে পুলিস নিজেই যাবে অভিযোগ নিতে। একইসঙ্গে সমস্যার সমাধানও বাতলাবে।

আরও পড়ুন: কোন সতীপীঠে চিঁড়ে-মুড়ি দিয়ে দেবীর ভোগ হয় জানেন? এমন ব্যতিক্রম আর কোথাও নেই

দূরবর্তী গ্রামে গিয়ে বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ সংগ্রহের এই উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ জেলা। এই দূরের গ্রামগুলিতে খোলা হবে পুলিস সহায়তা কেন্দ্র। গ্রামবাসীরা সেখানে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বারুইপুর পুলিস জেলা আগেই এমন পরিকল্পনা নিয়েছিল। এবার তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে প্রশাসন।

জানা গিয়েছে, পুলিস সহায়তা কেন্দ্র বাড়তি নজর দেবে সাইবার প্রতারণার ঘটনায়। পাশাপাশি, সুন্দরবনের মৈপীঠ থেকে শুরু করে কুলতলি, গোসাবা, বাসন্তী, সুন্দরবন ও ঝড়খালি উপকূল থানা এলাকার সহায়তা কেন্দ্র থেকে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে সচেতনতার বার্তা দেওয়ায় ও মাইকিং করা হবে। বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, দূরবর্তী গ্রামে প্রতি ১৫ দিন অন্তর এই সহায়তা কেন্দ্র বসবে। প্রতিটি অভিযোগ নিয়মিত মনিটরিং করা হবে। বারুইপুর পুলিস জেলায় ১৭টি থানা আছে। তার মধ্যে দু’টি মহিলা থানা। প্রতিটি থানার যে কোনও একটি পঞ্চায়েত এলাকায় এই সহায়তা কেন্দ্র হবে। সমস্যা শোনার জন্য থাকবেন থানার আইসি বা ওসি, এসআই পদমর্যাদার এক আধিকারিক। এমনকী এই সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন বারুইপুর পুলিস জেলার শীর্ষ আধিকারিকরাও।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বারুইপুরের পুলিশ জেলার জয়নগর থানা এলাকার দুটি পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। ছিলেন আইসি সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। গ্রামের অনেক মহিলা সেখানে এসে অভিযোগ জানান। এছাড়াও বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা দেওয়া হবে। প্রবীণরা অভিযোগ জানাতে এলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সুমন সাহা

Bengali News: সন্দেশখালির জেলাতেই ছাত্রীদের আগাম আত্মরক্ষার প্রশিক্ষণ

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই মহিলাদের সুরক্ষা নিয়ে সোচ্চার হয়েছেন রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। এবার মেয়েদের সুরক্ষায় আত্মনির্ভর করে তুলতে স্কুল ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

আরও পড়ুন: জেনেশুনেই পান করতে হচ্ছে আয়রনযুক্ত জল! নলকূপ বসানো নিয়ে দুর্নীতির অভিযোগ

‘সবলা’ নামে বিশেষ এই প্রশিক্ষণ শিবিরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের আত্মনির্ভর করতে ক্যারাটে সহ নানান প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে সপ্তাহে একদিন করে মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩০ জনকে নিয়ে শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণ শিবির। শুধু ছাত্রীরাই নয়, সবলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিতে পারবেন সমাজের যে কোনও স্তরের মহিলারাই। এর জন্য দিতে হবে না কোনও অর্থ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রতিনিয়ত মেয়েদের রাস্তায় নানান খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। তাই এই প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের আত্মরক্ষা করার বিষয়ে সক্ষম করে তোলা হবে। ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া নিজে এই সবলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। এর ফলে থানায় থানায় মহিলা হেনস্থার অভিযোগ কিছুটা হলেও কমবে বলে আশাবাদী ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। প্রথম পর্যায়ে ৩০ জন মেয়েকে নিয়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। আগামী দিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য স্কুলের ছাত্রীদেরও এর অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের নানা মহল।

রুদ্রনারায়ণ রায়

Crime News: অপহরণ নাকি ভালবাসা! নাবালিকাকে নিয়ে চম্পট যুবক, তারপর যা হল…! শিউরে উঠবেন

উত্তর ২৪ পরগনা: ভালবাসা নাকি অপহরণ! ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে উদ্ধার হওয়া নাবালিকা ও যুবককে ঘিরে এখন এই প্রশ্নই ঘুরছে নিউ ব্যারাকপুর নাবালিকা নিখোঁজ কাণ্ডে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১৩ বছরের নাবালিকা সহ এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীঘা উড়িষ্যা সীমান্তের তালসারি মেরিন থানার উদয়পুর বালাশোর থেকে নাবালিকাকে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসারেরা।

এরপর ১৩ বছরের ওই নাবালিকা-সহ ২৭ বছরের যুবককে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসেন চার জনের তদন্তকারী দল। পুলিশের এই ভূমিকায় খুশি নাবালিকার পরিবার সহ বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়া দক্ষিণ পাড়ায় প্রতিবেশীরা। যুবকের নাম সঞ্জু মন্ডল। আদি বাড়ি বামনগাছি কাশিমপুর নতুনপাড়ায়। ছেলেটি যুগবেড়িয়ায় মেয়েটির বাড়ির আশেপাশে ভাড়া থাকত, তিন মাসে ধরে। নাবালিকা মেয়েটির বাবা মায়ের একটি মুদির দোকান রয়েছে। দোকানে ছেলেটির যাতায়াতের কারণে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন-       মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-      মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

তারপরই হঠাৎ সপ্তম শ্রেণির পড়ুয়াকে ফুসলিয়ে প্রতিবেশি ভাড়াটিয়া এক যুবক অন্যত্র নিয়ে চলে যায় বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকজন দীর্ঘ খোজাখুজি করে না পেয়ে নিউ ব্যারাকপুর থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর নাবালিকার পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা বিনা কারণে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের প্ররোচনায় আচমকাই বোর্ডঘর সোদপুর রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। চলে ধস্তাধস্তি, দীর্ঘ কয়েক ঘন্টা মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয় এর জেরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারকে কথা দেন মেয়েকে উদ্ধার করা হবে। সেই মত নিউ ব্যারাকপুর থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে চার সদস্যের তদন্তকারী অফিসার ভিন রাজ্য পাড়ি দেন।

মোবাইলে ট্র্যাক করে টাওয়ার লোকেশন ধরে নাবালিকা-সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় পুলিশের তরফে। অবশেষে ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে নাবালিকা-সহ অভিযুক্তকে উদ্ধার করা হয়। নাবালিকা-সহ অভিযুক্ত যুবকের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। বর্তমানে নাবালিকাকে মধ্যমগ্রাম দোলতলা নিজলয় হোমে রাখা হয়েছে। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি বোঝার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারিরা। অপহরণ নাকি ভালবাসার জেরেই এমন ঘটনা তা নিয়ে এখন রীতিমতো দ্বন্দ্বে পুলিশ।

Rudra Nrayan Roy

Sandeshkhali: সন্দেশখালিতে র‍্যাজ্য পুলিশের ডিজি! ফেরিঘাটে বসানো হল সিসি ক্যামেরা! জানুন

বসিরহাট: সন্দেশখালিতে র‍্যাজ্য পুলিশের ডিজি, ফেরিঘাটে বসানো হল সিসি ক্যামেরা। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ধামাখালি থেকে লঞ্চে চেপে জলপথে তিনি আসেন সন্দেশখালিতে। সঙ্গে রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি। পাশাপাশি সন্দেশখালির চারটি ঘাটের প্রবেশদ্বারে সিসিটিভি ক্যামরা বসানো হয়েছে। খুলনা, ত্রিমোহিনী বাজার, সন্দেশখালির ধামাখালি সহ চারটি ঘাটে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিনই সন্দেশখালির পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে রয়েছেন এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতীম সরকার ও বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান। সূত্রের খবর, নিরাপত্তা খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় বৈঠক করেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফেরাতেও ডিজির এই সফর। তিনি কথা বলতে পারেন এলাকার সাধারণ মানুষের সঙ্গেও।

আরও পড়ুন: মাছ মাংসের বদলে খান কাঁঠালের বীজ! চোখ থেকে চুল, রক্তের সমস্যা সহ বহু রোগে মুক্তি!

কিন্তু সন্দেশখালি একটি পঞ্চায়েতের পাঁচটি গ্রামের মানুষ তাঁরা শান্তির পক্ষে সওয়াল করেছেন। এই দাবি নিয়ে তাঁদের আন্দোলন সংগঠিত করেছেন শাসকদল ড্য়ামেজ কন্ট্রোলে নেমেছে। সন্দেশখালি কাণ্ড নিয়ে কিন্তু সাধারণ মানুষ চাইছে সন্দেশখালিতে শান্তি ফিরে আসুক। সকাল থেকে প্রতিদিনের মতো দোকানপাট খুলেছে, বসেছে বাজার, সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের মানুষ চাইছে শান্তি ফিরে আসুক প্রতিদিনকার মতো স্কুলের ছাত্রছাত্রীরা তারা যেমন স্কুলমুখি হচ্ছে অন্যদিকে দৈনন্দিন জীবনে মানুষ তাদের কর্মস্থলে সকাল সকাল বেরিয়ে পড়েছেন। সেই ছবি দেখা গেল সন্দেশখালির বিভিন্ন ফেরিঘাটগুলিতে। তবে কি এবার অশান্ত সন্দেশখালি শান্ত হতে চলেছে সেটা সময়ই বলবে।

Julfikar Mollya