Tag Archives: R G KAR MEDICAL COLLEGE

CBI on R G Kar Issue: বিনামূল্যে পাওয়া জিনিস কেনা হত লক্ষ লক্ষ টাকায়! সন্দীপ ঘোষের দুর্নীতির শিকড় কোথায়? ‘ফাঁদে’ ঘনিষ্ঠ চিকিৎসক

কলকাতা: সকালে বাড়িতে তল্লাশি৷ আর বিকেলে স্ত্রীকে নিয়েই নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের প্রধান তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দেবাশিস সোম৷ এদিন রাত সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরতে দেখা যায় তাঁকে৷

রবিবার সকালে তাঁর কেষ্টপুরের বাড়িতে হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। বেশ কয়েক ঘণ্টা পরে বেরিয়েও আসেন তাঁরা। এর পর গাড়ি করে সস্ত্রীক নিজাম প্যালেসে ঢুকতে দেখা যায় দেবাশিস সোমকে। তবে ঢোকার সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি৷

অভিযোগ, আরজি করের শবাগারে যে সমস্ত দুর্নীতি হয়েছে, তাতে যোগ থাকতে পারে এই দেবাশিসের৷ যদিও সবটাই তদন্ত সাপেক্ষ বলে জানাচ্ছে সিবিআই সূত্র৷ এদিন বেরনোর সময় তাঁকে ফের তলব করা হয়েছে কি না, তা জিজ্ঞাসা করা হলে নেতিবাচক উত্তর দেন দেবাশিস সোম৷

আরও পড়ুন: ২৮ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর! চাক্কা বনধ থেকে ধরনা! কোথায় কোথায়? আরজি কর ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচির ঘোষণা বিজেপির

অন্যদিকে, আর্থিক টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে উঠে এসেছে ৪ জন অভিযুক্তের নাম৷ তাঁরা হলেন, সন্দীপ ঘোষ,মা তারা ট্রেডার্সের মালিক, ঈশান ক্যাফের মালিক,ও খামা লৌহার মালিক৷

আরজিকরের দুর্নীতিতে নাম থাকা মা তারা ট্রেডার্সের তরফে যে লেনদেন হয়েছে অর্থাৎ, একাধিক সামগ্রী আরজি করে যে কেনা হয়েছে, সেই সমস্ত নথি ইতিমধ্যেই এসেছে প্রকাশ্য। প্রত্যেকটি কাগজেই উল্লেখ রয়েছে মা তারা ট্রেডার্সের নাম এবং তারা কত টাকার জিনিস কিনেছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য।

আরও পড়ুন: পরীক্ষার হ’লে পৌঁছতে না পারলে মিলবে সাহায্য…নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষার্থীদের অভয় দিল পুলিশ

অভিযোগ, স্বাস্থ্য ভবন থেকে যেসব জিনিস বিনামূল্য সরকারি হাসপাতাল পায়, সেই জিনিসগুলো আরজি কর হাসপাতাল মা তারা ট্রেডার্স এর তরফ থেকে কিনত এতদিন৷

R G Kar Case Update: আরজি কর-কাণ্ডে সন্দীপ-সহ একাধিকের পলিগ্রাফ টেস্ট! ঘুরবে তদন্তের মোড়?

কলকাতা: আজই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানোর সম্ভাবনা। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সকাল বেলা দিল্লি থেকে স্পেশাল টিম কলকাতায় এসে পৌঁছয়। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরেই হতে পারে সন্দীপ ঘোষ এবং চারজন ডাক্তারের পলিগ্রাফ টেস্ট।

আরজি কর কাণ্ডের রহস্যভেদে মূল অভিযুক্ত সঞ্জয় রাই সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি পেয়েছে সিবিআই৷ আজই ধৃত সঞ্জয় রাই, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট করানোর কথা৷ জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা যে বয়ান দিয়েছেন, তার সত্যতা যাচাই করাই এই পলিগ্রাফ টেস্ট অথবা লাই ডিটেক্টর টেস্টের উদ্দেশ্য৷ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট চলছে এখন। সঞ্জয় রাই ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত হাতে ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন। সন্দীপের শেষ হলে চার জন জুনিয়র চিকিৎসক ও তারপর সঞ্জয় ঘনিষ্ঠ যুবকের পলিগ্রাফ টেস্ট হবে বলে জানা যাচ্ছে।

আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। রহস্য সমাধানের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জেরার পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়েছে আদালত। আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের।অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজি কর হত্যাকাণ্ডের কোনও সূত্র পাওয়া যেতে পারে।

সিবিআই সূত্রে খবর, সঞ্জয় রাই, সন্দীপ ঘোষ সহ বাকিদের পলিগ্রাফ টেস্টের সময় একজন মনোবিদ, একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট এবং মামলার তদন্তকারী অফিসার উপস্থিত থাকবেন৷

আরজি কর কাণ্ডে এবার সামনে সিসিটিভি ফুটেজ৷ গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ এবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ অগাস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

RG Kar CISF: সুপ্রিম কোর্টের নির্দেশ! আরজি কর হাসপাতালে মোতায়েন হচ্ছে ১৫১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল৷ সেই নির্দেশ মেনে গত বুধবারই শোনা গিয়েছিল৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই আদালতের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন করা হবে মোট ১৫১ জন আধা সামরিক বাহিনী৷ সূত্রের খবর, হাসপাতালের ভিতরে এবং হোস্টেলের নিরাপত্তা দেখবে এই আধা সামরিক বাহিনী৷ মোট ২০টি জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে৷

জানা গিয়েছে, মহিলা হোস্টেল, বয়েজ হোস্টেল, পিজিটি হোস্টেল, ইমারজেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, গাইনি বিল্ডিং, নবজাতক শিশু বিভাগ, আউটডোর বিল্ডিং, ডিজিটাল এক্সরে রুম, সার্জারি বিল্ডিং, মর্গের সামনে, অ্যাকাডেমিক বিল্ডিং-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে৷

আরও পড়ুন: নবান্ন অভিযানে শুভেন্দু!‌ ‘গুলি চালাবেন না’ পুলিশকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার

বুধবার রাতে আবার হাসপাতালে গিয়েছিলেন সিআইএসএফ-এর কর্তারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তাঁরা। কোথায়, কী ভাবে, কত কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে, বুধবার রাতে তার ছক কষে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরজি করে আপাতত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন– পুরসভার ডেপুটি কমিশনার কাকাকে বিয়ে ভাইঝির, তরুণী বললেন, ‘প্রেম করেছি, কোনও অপরাধ করিনি’

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার শুনানি৷ সেখানেই আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ এর পরেই বুধবার সকালে আরজি করে যান সিআইএসএফ কর্তারা৷ নেতৃত্বে ছিলেন বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিংহ৷ এরপর আরজি কর থেকে লালবাজারেও যান তাঁরা৷ রাতের দিকে ফের হাসপাতালে যান৷

Sourav Ganguly RG Kar Issue: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে সৌরভও, ‘এটা বন্ধ হওয়া দরকার!,’ পদযাত্রায় পা মিলিয়ে দাবি সানার

কলকাতা: আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে এবার প্রতিবাদে শামিল হলেন ‘বাংলার দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সৌরভ৷ কর্মসূচিতে আগাগোড়া দেখা গিয়েছিল সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়কেও৷ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সৌরভ, ডোনা এবং সানা গঙ্গোপাধ্যায় সহ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রত্যেকেই কালো পোশাক পরেছিলেন৷

এদিন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল নাচের স্কুলের শিক্ষার্থীদের৷ কিন্তু, শুরুতেই প্রবল বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়৷ তবে, তাতেও দমে যাননি কেউ-ই৷ প্রবল বৃষ্টির মধ্যেই হয় পদযাত্রা৷

আরও পড়ুন: হাসপাতালেই যান না তিনি! সরিয়ে দেওয়া হল আরজি করের নয়া প্রিন্সিপালকে, বাতিল সন্দীপ ঘোষের অর্ডারও

বৃষ্টিতে ভিজে পদযাত্রায় হাঁটতে দেখা যায় সানাকেও৷ শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কর্মসূচিতে যোগ না দিলেও, পরে মোমবাতি প্রজ্জ্বলনের সময় তিনি যোগ দেন সেখানে৷ সৌরভ ও সানা একসঙ্গে মোমবাতি জ্বালান সেখানে৷

আরও পড়ুন: সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা কাটাতে তৎপর সিবিআই! বৃহস্পতিতেই হাইকোর্টে যাওয়ার ভাবনা

এদিন সানা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা এর বিচার চাই৷ এটা বন্ধ হওয়া দরকার৷ প্রত্যেক দিন আমরা কোনও না কোনও ধর্ষণের ঘটনার কথা শুনতে পাই৷ এই ২০২৪ এ দাঁড়িয়েও আমাদের এই ধরনের খবর শুনতে হয়, এটা ভেবেই খারাপ লাগে৷’’

Central Ministry RG Kar: আরজি করের নির্যাতিতার নাম-পরিচয় মুছতে হবে সোশ্যাল মিডিয়া থেকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করাল কেন্দ্র

কলকাতা: সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরজি কর কাণ্ডে নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের নাম, পরিচয়, ঠিকানা অথবা তাঁর সম্পর্কিত  যে কোনও তথ্য সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স মন্ত্রক৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সমস্ত সমাজমাধ্যম (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যম থেকে নিহতের নাম, ফোটোগ্রাফ এবং ভিডিয়ো ক্লিপিংস-সহ সমস্ত ‘পরিচয়চিহ্ন’ দ্রুত অপসারণ করতে হবে৷

আরজি কর-কাণ্ডের নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের ছবি এবং নাম-পরিচয় সমাজমাধ্যমে পোস্ট করার ঘটনা নিয়ে এ বার তৎপর হল কেন্দ্রীয় সরকার৷

ইতিমধ্যেই নির্যাতিতার নাম-পরিচয় সামনে আনার বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল লালবাজার৷ তলব করা হয়েছে নাম-পরিচয় প্রকাশে অভিযুক্ত অন্যান্যদেরও৷

আরও পড়ুন: পুজোর আগেই বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের! বাড়তি কত টাকা? পূর্ব সিদ্ধান্ত মতো ঘোষণা নবান্নের

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের তরফে নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ করা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে৷ এই ধরনের সংবেদনশীল তথ্য যাতে কোনও ভাবেই প্রকাশ্যে না আসে, সমাজমাধ্যম পরিচালন সংস্থাগুলিকে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নির্দেশের অন্যথা হলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রতিবাদের ডাক! বিশৃঙ্খলা এড়াতে আরও নিরাপত্তা বাড়াচ্ছে সাবধানী নবান্ন

প্রায় এক দশক আগে জারি করা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই আরজি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর ছবি, পরিচয় ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স-এর মতো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে৷ যার পরে তৎপর হতে দেখা যায় লালবাজারকেও৷

Nabanna on RG Kar Issue: আরজি কর কাণ্ডে প্রতিবাদের ডাক! বিশৃঙ্খলা এড়াতে আরও নিরাপত্তা বাড়াচ্ছে সাবধানী নবান্ন

কলকাতা: আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে ইতিমধ্যেই দফায় দফায় পথে নেমে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন৷ ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ৷ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের বৃহত্তর একটি অংশ৷ এমনকি, এর মধ্যেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন৷ সূত্রের খবর, তাই সব দিক বিচার বিবেচনা করে বাড়ানো হতে চলেছে রাজ্যের প্রশাসনির ভবন, নবান্নের নিরাপত্তা ব্যবস্থা৷

জানা গিয়েছে, আগামী কয়েক দিন নবান্নের নিরাপত্তায় মোতায়েন থাকবেন অতিরিক্ত পুলিশ কর্মী। আরজি কর ইস্যু কে মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: ‘লোকদেখানো আন্দোলন’ নয়! মানুষের চোখে ধরা পড়ুক সুকান্ত-শুভেন্দু-দিলীপের ঐক্যের ছবি, বার্তা দিল্লির

একাধিক সংগঠন ইতিমধ্যেই নবান্ন অভিযানে ডাক দিয়েছে আরজিকর ইস্যুকে সামনে রেখে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে নবান্নের সংলগ্ন এলাকাতেও বিক্ষোভের আশঙ্কা করছে রাজ্য পুলিশ। তাই সবদিক মাথায় রেখেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নবান্নের বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: ‘সব বহিরাগত!,’ শিণ্ডে সরকারকে অপমান করতেই বিক্ষোভ, নাবালিকা-শ্লীলতাহানি কাণ্ডে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, আগামিকাল বৃহস্পতিবারও স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি৷ আন্দোলনের প্রথমসারিতে থাকার কথা সুকান্ত-শুভেন্দু-দিলীপের৷ আজ, বুধবার থেকেই শ্যামবাজারে মঞ্চ বেঁধে সূচনা হয়েছে বিজেপির পাঁচ দিনের বিক্ষোভ কর্মসূচির৷

RG Kar Incident: ‘রাজ্যবাসী হিসেবে আমরা লজ্জিত’…আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণকাণ্ডে বিবৃতি দিলেন কবীর সুমন, জয় গোস্বামী, সুবোধ সরকার-সহ বহু বিদ্বজ্জন

কলকাতা : অবশেষে আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় বিবৃতি দিলেন বাংলার বিদ্বজ্জন মহলের একাংশ। এই নারকীয় ঘটনার পর থেকে অনেক বিদ্বজ্জন, যাঁদের মধ্যে অধিকাংশই এখনও এই কাণ্ডে প্রত্যক্ষ ভাবে ততটা প্রতিবাদে সোচ্চার ছিলেন না বলে অভিযোগ, তাঁদের নাম বার বার উঠে এসেছে নেটিজেনদের আলোচনায়। আন্দোলনকারীরাও বার বার প্রশ্ন তুলেছেন এই বিদ্বজ্জনদের ভূমিকায়। এরকমই কয়েক জন বিদ্বজ্জনের নাম সম্বলিত প্রেসবিবৃতি জারি করা হয়েছে মঙ্গলবার। বিবৃতির নীচে নাম আছে প্রতুল মুখোপাধ্যায়, কবীর সুমন, গৌতম ঘোষ, জয় গোস্বামী, আবুল বাশার, সুবোধ সরকার, পরঞ্জয় গুহঠাকুরতা, অভিরূপ সরকার-সহ বহু বিদ্বজ্জনের৷

সেখানে বলা হয়েছে ‘‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে গত ৯ অগাস্ট মহিলা চিকি‍‍ৎসকের উপর যে অবর্ণনীয় নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে ঘৃণা জানানোর ভাষা নেই৷ রাজ্যবাসী হিসেবে আমরা লজ্জিত’’৷ বিবৃতিতে সিবিআই-এর কাছে আবদন জানানো হয়েছে দ্রুত দোষীদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়ায় শাস্তিদানের জন্য৷ তাঁদের বিবৃতিতে উঠে এসেছে কলকাতার সাম্প্রতিক পরিস্থিতিও৷ বিদ্বজ্জনদের কথায়, ভালবাসার শহর আজ গভীর অসুখে৷ তাই তাঁদের মন ভাল নেই৷ বাকি রাজ্যবাসীর সঙ্গে তাঁরাও সাগ্রহে অপেক্ষা করছেন বিচারের জন্য৷ এই প্রসঙ্গে বিরোধী রাজনৈতিক দলদের প্রসঙ্গও এসেছে৷ বিবৃতিতে আক্ষেপ, এই সময়ে কিছু সুযোগসন্ধানী রাজনৈতিক দল লাগাতার গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে চাইছে৷ এই দলগুলি বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে বলে অভিযোগ এই বিদ্বজ্জনদের৷ বিরোধী দলের ছায়ায় যে কোনও আন্দোলন থেকে কার্যত বিরত থাকতে রাজ্যবাসীর কাছে আর্জি জানানো হয়েছে এই বিবৃতিতে৷ বরং বিদ্বজ্জনরা বিশ্বাসী, যে সুবিচার আসবেই৷

কর্মক্ষেত্রে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ ও স্থায়ী সুরক্ষার বন্দোবস্ত করার আবেদনও রেখেছেন বিদ্বজ্জনরা৷ পাশাপাশি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে তাঁদের অনুরোধ, কর্মবিরতি প্রত্যাহার করেই তাঁরা যেন প্রতিবাদ চালিয়ে নিয়ে যান৷ রয়েছে প্রশাসনের প্রতি সতর্কবাণীও৷ বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘আশা রাখি প্রশাসন এই ঘটনা থেকে শিক্ষা নেবে৷ আগামীতে যে কোন ঘৃণ্য অপরাধ রুখতে সজাগ, তৎপর হবে৷’’

আরও পড়ুন : ‘শক্ত থাকুন, ন্যায় বিচার পাবেন’, আরজি করে নির্যাতিতার বাবা-মাকে ফোন রাজ্যপালের

সামগ্রিক পরিস্থিতিতে সমাজমাধ্যমের ভূমিকাও অনুল্লেখিত থাকেনি এই বিবৃতিতে৷ আজকের দিনে সামাজিক মাধ্যমের ভূমিকা স্বীকার করেও বলা হয়েছে, ‘‘সামাজিক ও সংবাদ মাধ্যমে পরের পর অজস্র গুজব, বিভ্রান্তি ছড়িয়ে ঘটনা পরম্পরা এবং তদন্ত প্রক্রিয়াকে রসালো পণ্যে পরিণত করা হচ্ছে৷’’ বাংলার আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তাঁরা আবেদন রেখেছেন এই প্রচেষ্টা রুখে দেওয়ার৷

RG Kar Case Update: ৪র্থ দিন, সাড়ে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! সন্দীপ ঘোষের বয়ানে কী পেল সিবিআই?

কলকাতা: চতুর্থ দিনে প্রায় সাড়ে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে গেলেন সন্দীপ ঘোষ। গত শুক্রবার রাস্তা থেকে সন্দীপ ঘোষকে ধরে সিবিআই। নিয়ে যাওয়া হয়  সিজিও কমপ্লেক্সে। আগেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল। আরজি কর কাণ্ডে হাজিরা দেননি সন্দীপ ঘোষ।

সিবিআই সূত্রে খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি । আর সেই কারণেই পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে চলেছে সিবিআই। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ করতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

সিবিআই সূত্রে খবর, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং মিলিয়ে দেখা হবে। পাশাপাশি যে সমস্ত তথ্য এখনও অধরা বা অমিল, সেই সমস্ত তথ্য আবারও খতিয়ে দেখা হবে।

এদিন প্রকাশ পেয়েছে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট। উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার শরীরে প্রচুর আঘাতে চিহ্ন রয়েছে৷ নির্যাতিতার ঠোঁট, মাথা, নাক, চিবুক, গলা, বাঁদিকের ঘাড়, বাঁ হাত, গোড়ালিতেও আঘাতের চিহ্ন মিলেছে৷ তাছাড়াও নির্যাতিতার যৌনাঙ্গের ভিতরেও আঘাতের চিহ্ন মিলেছে৷ নির্যাতিতার ফুসফুস এবং শরীরে ভিতরে অন্যান্য অংশেও রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণ মিলেছে৷

RG kar Case Update: তথ্যপ্রযুক্তির সন্ধানে সিবিআই, লালবাজারে সাইবার সেলে পোঁছলেন আধিকারিকেরা

কলকাতা: লালবাজারে সাইবার সেলে পোঁছলেন সিবিআই আধিকারিকেরা। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের প্রধান হাতিয়ার হতে চলেছে গেজেটের তথ্য। সন্দীপ ঘোষের বয়ান এবং পরিবারের বয়ানের অমিলের যোগসূত্র খুঁজতে এবার তথ্যপ্রযুক্তির সন্ধানে সিবিআই। লালবাজার সাইবার সেলে তারই সন্ধান করতে যান আধিকারিকেরা।

শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসককে৷ ওই চিকিৎসককে যে যৌন নির্যাতন করা হয়েছিল, ময়নাতদন্তে তারও প্রমাণ মিলেছে৷ আরজি করের নিহত চিকিৎসকের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে এমনই তথ্য উঠে এল৷

আরও পড়ুন –   Rajdhani Express: ফের ভয়ানক পরিস্থিতি, রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে জীবন বাঁচানোর আতঙ্ক, অয়েল ট্যাঙ্কারের সঙ্গে এক লাইনে রাজধানী

পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার শরীরে প্রচুর আঘাতে চিহ্ন রয়েছে৷ নির্যাতিতার ঠোঁট, মাথা, নাক, চিবুক, গলা, বাঁদিকের ঘাড়, বাঁ হাত, গোড়ালিতেও আঘাতের চিহ্ন মিলেছে৷ তাছাড়াও নির্যাতিতার যৌনাঙ্গের ভিতরেও আঘাতের চিহ্ন মিলেছে৷ নির্যাতিতার ফুসফুস এবং শরীরে ভিতরে অন্যান্য অংশেও রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণ মিলেছে৷

আরও  পড়ুন: আরজি কর চিকিৎসক মৃত্যুর ঘটনার তল পেতে সিবিআইয়ের বিশেষ পদক্ষেপ, উড়িয়ে আনা হল হাথরাস তদন্তের দুঁদে মহিলা অফিসারকে

আরজি কর কাণ্ডের পর থেকেই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল, নির্যাতিতার শরীরের দেড়শো গ্রাম অথবা মিলিগ্রাম দেহরস মিলেছে৷ যদিও ময়নাতদন্তের রিপোর্টে সেরকম কোনও তথ্যের উল্লেখ নেই৷ বরং ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, নির্যাতিতার শরীরে সাদা আঠালো তরলের অস্তিত্ব মিলেছে৷ যদিও সেই তরল আদতে কী, তার উল্লেখ নেই ময়নাতদন্তের রিপোর্টে৷ ফরেন্সিক পরীক্ষাতেই তা স্পষ্ট হবে৷ বরং ময়নাতদন্তের রিপোর্টে নিয়ম মেনেই মৃতদেহের বিভিন্ন অংশের ওজন উল্লেখ করা হয়েছে৷ নির্যাতিতার পাকস্থলীতে হজম না হওয়া কিছু খাবার মিললেও কোনও অস্বাভাবিক গন্ধ পাওয়া যায়নি বলেই ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে৷

R G Kar Case: পুলিশ কমিশনারকে করা হোক ‘জিজ্ঞাসাবাদ’! এবার সুখেন্দু শেখরের মন্তব্যে সায় বিজেপির দিলীপ-শমীকের

কলকাতা: ‘প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অবশ্য প্রয়োজনীয়’। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের এ হেন পোস্ট ঘিরে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি৷ দলের সাংসদের এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ অন্যদিকে, সাংসদের এই মন্তব্যকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এবার তৃণমূল সাংসদের মন্তব্যের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যও।

দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রথম থেকেই আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে চাইছিল পুলিশ। আগে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে তাঁর ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত। তারপর সিবিআই যা করবে করবে।’’

আরও পড়ুন: এবার সুখেন্দু শেখরকেই তলব লালবাজারে! তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল শোরগোল

অন্যদিকে, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যোগসাজসেই আরজি কর কাণ্ডের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে তদন্ত করা হোক। সুখেন্দু শেখর রায় আমাদের ভিন্ন রাজনৈতিক অবস্থানের একজন মানুষ। তৃণমূল কংগ্রেসের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন নেতা। তাঁর দাবিকে স্বাগত জানাচ্ছি। এটাই হচ্ছে এখন একমাত্র পথ। কারণ, প্রয়োজনীয় তথ্য লোপাট করে দিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে। তাই সন্দীপ ঘোষের পাশাপাশি পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়েও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া চালানো এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন।’’

আরও পড়ুন: আর জি কর নিয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখরের! সমর্থন সুকান্তর…পাল্টা মন্তব্য কুণালের

এদিনের পোস্টে সুখেন্দু শেখর লিখেছিলেন, ‘সিবিআইয়ের উচিত স্বচ্ছ ভাবে কাজ করা৷ প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে নিজেদের হেফাজতে নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত৷ জানতে হবে কে আত্মহত্যার কাহিনিটা হাওয়ায় ভাসিয়েছিল৷ কেন দেওয়াল ভাঙা হয়েছিল, কোন প্রভাবশালীর প্রভাবে রাইয়ের এত দৌরাত্ম্য ছিল৷ কেন ঘটনার ৩ দিন পরে স্নিফার ডগ ব্যবহার করা হয়৷ এরকম আরও ১০০টা প্রশ্ন আছে৷ ওদের কথা বলাতেই হবে’৷

অন্যদিকে, সুখেন্দু শেখর রায়ের পুলিশ কমিশনার নিয়ে এই মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি উল্লেখ করেছেন, পুলিশ যথাযথ তদন্ত করেছে। দক্ষতার সাথে কাজ করেছেন পুলিশ কমিশনার। তাই সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র নেতার থেকে এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে কাম্য নয়।

সূত্রের খবর, সুখেন্দু শেখর রায়ের স্নিফার ডগ সংক্রান্ত তথ্য নিয়েই লালবাজারে তলব করা হয়েছে তাঁকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নিফার ডগ ঘটনাস্থলে যাওয়া নিয়ে ‘ভুল তথ্য’ দিয়ে পোস্ট করেছিলেন উনি। স্নিফার ডগ ৯ অগাস্ট অর্থাৎ, ঘটনার পরের দিনই ও ১২ অগাস্ট পাঠানো হয়েছিল তদন্তের জন্য। সেই কারণে, সাংসদকে u/s 35(1) BNS নোটিস পাঠানো হয়েছে৷