Tag Archives: Rachana Banerjee

Lok Sabha Elections 2024: হাতেনাতে ধরলেন লকেট! নিশানায় সরাসরি রচনা…কমিশনে অভিযোগের বন্যা সব দলের

কলকাতা: সোমবার চব্বিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ৷ এদিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে যায় হুগলি, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছে তৃণমূলের৷ তৃণমূল দিয়েছে ৩০টি, বিজেপি ২২টি ও সিপিআইএম-এর ২৫টি অভিযোগ।

নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ন’টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ৪৭১টি। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা পড়েছে, ৭২টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টি, সিপিএম ২৫টি ও বিজেপি ২২টি। এছাড়া, এনজিআর‌এস ও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৩০০টি ও ৯৯টি।

বেলা বাড়তে না বাড়তেই উত্তেজনা ছড়ায় হুগলির ধনেখালি ২ ব্লকের বোসো প্রাথমিক বিদ্যালয়ে৷ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, ওই বুথে ভোটার সহায়তা কেন্দ্রের নামে আশাকর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল৷ এক আশাকর্মীকে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া স্লিপ সহ হাতেনাতে ধরেও ফেলেন লকেট৷ তাঁর অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছিল৷

আরও পড়ুন: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া স্লিপ ভোটারদের বিলি করছিলেন ওই আশা কর্মী৷ স্লিপ কেড়ে নিয়ে ওই আশাকর্মীকে ফেরত পাঠান লকেট৷ নির্বাচন কমিশনে অভিযোগও জানান তিনি৷

যদিও বিজেপি প্রার্থীর অভিযোগকে গুরুত্ব দেয়নি কমিশন৷ নির্বাচন কমিশন জানিয়েছে, আশা কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্রে থাকতে পারেন৷ তৃণমূলের দাবি, লকেট প্রত্যেকবারই ভোটের সময় এসে একই নাটক করেন৷

এদিন নদিয়ার গয়েশপুরে বিজেপি-এর এজেন্টকে মারধরের ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। ফোর্স পাঠিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ কমিশনের।

আরও পড়ুন : ভোটের আগের রাতে রক্তাক্ত আরামবাগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১২! রিপোর্ট তলব কমিশনের

আরেকটি ঘটনায়, প্রিসাইডিং অফিসারকে মারধর করার অভিযোগের প্রেক্ষিতে হাওড়ার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছ থেকে রিপোর্ট চাইল কমিশন। কী অভিযোগ ও কী ঘটনা ঘটেছে, তা জানতে চাইল কমিশন।

সকাল ৯টা পর্যন্ত তৃণমূল এর অভিযোগ সব থেকে বেশি সিএমএস-এ। তৃণমূল এর তরফ থেকে ৩০টি,বিজেপি ২২টি ও সিপিআইএমের ২৫টি অভিযোগ।

সকাল ন’টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ৪৭১ টি। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা পড়েছে ৭২ টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০ টি, সিপিএম ২৫ টি ও বিজেপি ২২ টি। এছাড়া এনজিআর‌এস ও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৩০০ টি ও ৯৯ টি।

Didi No 1: ভোটের মধ্যেই ‘দিদি নম্বর 1’-এর অডিশন? যাচ্ছেন দলে-দলে মহিলা! হুগলিতে বড় ঘটনা

হুগলি: টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক রিয়ালিটি শো-এর অডিশনকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে হুগলির চুঁচুড়ায়। রিয়ালিটি শো-এর নাম দিদি নম্বর ওয়ান। যার সঞ্চালিকা খোদ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এই ধরনের অডিশন ভোটারদের প্রভাবিত করতে পারে এবং সেটি নির্বাচনী বিধি লঙ্ঘন করছে এমন অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি নস্যাৎ করে বলেন, লকেটের অপপ্রচারে কান না দিতে।

চার দিন পর ভোট হুগলিতে। তার আগে অডিশন বিতর্ক! চুঁচুড়া রবীন্দ্র নগরে দেবীদাসতলার একটি স্টুডিওতে সকাল থেকে ভিড়। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদি নম্বর ওয়ান সিজন নাইনের অডিশন চলছে বলে হোর্ডিং লাগানো।

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার নাম করে। তার কাছে কিছু ভিডিও এসেছে, সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নম্বর ওয়ানে সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

তিনি আরও বলেন, শুটিং-এর লোভ দেখিয়ে মানুষের ভোট চাওয়া হচ্ছে। অথচ আবাসের বাড়ি দেওয়া হচ্ছে না। রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে।মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর এই দিকে শাসক দল দিদি নম্বর ওয়ান দেখিয়ে ভোট চাইছে।

ঘটনার প্রেক্ষিতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি নম্বর ওয়ান তিনশো পয়ষট্টি দিনের শো। ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয়। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এর মধ্যে ভোট নিয়ে কোনও ব্যাপার নেই। ভোট এসে গিয়েছে, এসব ফালতু কথা বলে নিজের ইমেজ নষ্ট করার দরকার নেই। সারাদিন প্রচার করে রাতে কাজ করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজেরই শুটিং হচ্ছে, কোন অডিশন হয়নি।

—-রাহী হালদার

Didi No 1 Rachana Banerjee: জ্যোতিষে বিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আঙুলে কী পাথর পরেন?কীভাবে রয়েছে ভাগ্য সহায়, জানুন

ভোটের ময়দানে এখন দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা এখন সর্বদা ব্যস্ত নির্বাচনী প্রচারে৷ তাঁকে এক ঝলক দেখতে ভিড় করছেন গ্রাম বাংলার মানুষ৷ তিনিও আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, ভোটে জিততে৷ সত্যিই কী বদলে যাবে রচনার ভাগ্য? সে তো সময় বলবে৷
ভোটের ময়দানে এখন দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা এখন সর্বদা ব্যস্ত নির্বাচনী প্রচারে৷ তাঁকে এক ঝলক দেখতে ভিড় করছেন গ্রাম বাংলার মানুষ৷ তিনিও আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, ভোটে জিততে৷ সত্যিই কী বদলে যাবে রচনার ভাগ্য? সে তো সময় বলবে৷
আপতত নিজের ভাগ্যর উপর ভরসা রাখছেন রচনা নিজেও৷ তিনি খুবই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী৷ সেই মতো হাতের আঙুলে রয়েছে ধারণের আংটি৷ ৫টি আংটি পরেন তিনি৷ এক একটি আংটির এক এক ধরনের প্রভাব রয়েছে তাঁর জীবনে৷ নিজে সেকথা জানিয়ে দিলেন অভিনেত্রী-তৃণমূল প্রার্থী৷
আপতত নিজের ভাগ্যর উপর ভরসা রাখছেন রচনা নিজেও৷ তিনি খুবই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী৷ সেই মতো হাতের আঙুলে রয়েছে ধারণের আংটি৷ ৫টি আংটি পরেন তিনি৷ এক একটি আংটির এক এক ধরনের প্রভাব রয়েছে তাঁর জীবনে৷ নিজে সেকথা জানিয়ে দিলেন অভিনেত্রী-তৃণমূল প্রার্থী৷
নিউজ ১৮ বাংলার একটি সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দিলেন ভাগ্যের উপর তাঁর বিশ্বাসের কথা৷
নিউজ ১৮ বাংলার একটি সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দিলেন ভাগ্যের উপর তাঁর বিশ্বাসের কথা৷
ডান হাতের আঙুলে ৪টি আংটি রয়েছে এবং বাঁ হাতে রয়েছে ১ আংটি৷
ডান হাতের আঙুলে ৪টি আংটি রয়েছে এবং বাঁ হাতে রয়েছে ১ আংটি৷
নিউজ ১৮ বাংলার একটি সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দিলেন ভাগ্যের উপর তাঁর বিশ্বাসের কথা৷ ডান হাতের আঙুলে ৪টি আংটি রয়েছে এবং বাঁ হাতে রয়েছে ১ আংটি৷
মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু৷ খুবই কম বয়স থেকে অভিনয় করছেন অভিনেত্রী৷ শুধু বাংলা নয়, হিন্দি, ওড়িয়া এবং দক্ষিণের ছবিতেও কাজ করেছেন তিনি৷ এছাড়া দিদি নম্বর ১ সঞ্চালনায় তিনি পেয়েছেন বিপুল জনপ্রিয়তা৷ খ্যাতির চূড়ায় রয়েছেন রচনা৷
এর পাশাপাশি ঘর-সংসার সামলে চলেছেন দক্ষ হাতে৷ ছেলেকে মানুষ করছেন নিজের হাতে৷ এবং সেই মতোই তিনি নিজের কাজ ও সংসার ব্যালেন্স করেছেন৷
এর পাশাপাশি ঘর-সংসার সামলে চলেছেন দক্ষ হাতে৷ ছেলেকে মানুষ করছেন নিজের হাতে৷ এবং সেই মতোই তিনি নিজের কাজ ও সংসার ব্যালেন্স করেছেন৷
এবার দেখার বিষয় ভবিষ্যতে কী হয়৷ ভোটের রেজাল্টে কী প্রতিফলিত হবে এই প্রভাব৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৪টা জুন পর্যন্ত৷
এবার তিনি জানিয়েছেন তাঁর হাতের আংটির বিষয়ে৷ রয়েছে হীরে, যা তিনি গত ৩০ বছর ধরে পরছেন৷ এটি খ্যাতির জন্য৷ রয়েছে পোখরাজ, রুবি, পান্না ও ক্যাটস আই৷
এবার দেখার বিষয় ভবিষ্যতে কী হয়৷ ভোটের রেজাল্টে কী প্রতিফলিত হবে এই প্রভাব৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৪টা জুন পর্যন্ত৷
এবার দেখার বিষয় ভবিষ্যতে কী হয়৷ ভোটের রেজাল্টে কী প্রতিফলিত হবে এই প্রভাব৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৪টা জুন পর্যন্ত৷

Rachana Banerjee: হুগলির দিদি নং ১ কে? রচনা না লকেট? উত্তর দিলেন তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: লোকসভার প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কে বার বার উঠে এসেছে তাঁর নাম। লোকসভা ভোটে নাম ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছেন তিনি। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘রচনা’ তৈরি করে ফেলেছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মাতৃদিবস নিয়ে মোদির মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে বলেন, ‘‘এক দম ঠিক কথা বলেছেন প্রধানমন্ত্রী।’’ প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়কে কী ভাবে দেখেন? হুগলির জন্য কী করতে চাইছেন, অভিনয় থেকে টিভি শো, রাজনীতি থেকে জনসেবা আরও নানা বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকারে একের পর এক উত্তর দিলেন খোলা মনে। দেখুন, কী বলছেন রচনা?

Lok Sabha Elections 2024: লোকাল ট্রেনে নির্বাচনী প্রচার সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের। ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া গামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃনমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃনমূল কর্মীরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে।

Mamata Banerjee: ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা

সপ্তগ্রাম: হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল৷ কিন্তু প্রথমে ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে৷ এ দিন সপ্তগ্রামে রচনার হয়ে ভোট প্রচারে গিয়ে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ভোটে দাঁড়াতে নিমরাজি রচনাকে তিনি কীভাবে রাজি করালেন, সেই গল্পও এ দিন ফাঁস করেছেন তৃণমূলনেত্রী৷

সপ্তগ্রামের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না৷ ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না৷ আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না৷ মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা৷ তুমি আসবে কাজ করবে৷ বরং তোমার সুবিধা হবে৷ যাঁরা গরিব মানুষ, দিদি নম্বর ওয়ানে আসে ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাঁদের আরও কাছ থেকে দেখতে পারবে৷’

আরও পড়ুন: মা-স্ত্রীকে খুন, তিন সন্তানকে ছাদ থেকে ফেলে হত্যা! উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই হত্যালীলা যুবকের

এর পরেই জনতার উদ্দেশ্যে রচনার জন্য ভোট চেয়ে মমতা বলেন, রচনাকে যখন রাজি করালাম, আপনারা কি ওকে ভোটটা দেবেন না? রচনা জিতে রচনা তৈরি করবে৷ সপ্তগ্রামে নাকি বিজেপি একটু বাড়াবাড়ি করছে৷ তাই আমি আপনাদের এখানে এসেছি৷

আগামিকাল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে হুগলিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগে এ দিন হুগলির সভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোরপাধ্যায়৷

প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘হুগলিতে আসার আগে আপনি বলুন কেন ২০১৬ সাল থেকে জেসপ এবং ডানলপ অধিগ্রহণের বিল আটকে রেখেছেন৷ প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করে মমতা আরও বলেন, একটা বাচ্চা ছেলে মিথ্যে বললে দুটো থাপ্পড় মারা যায়, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে কী করতে হয়? ভোটটা উল্টে দিতে হয়। মোদিরা এবার ক্ষমতায় আসছে না নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে৷ মোদি যাক, দেশ থাক, বিজেপি যাক, দেশ থাক৷’

Rachana Banerjee: ব্যাগ ভরে বাজার তো করলেন, রান্না করতে পারেন? সত্যিটা বলেই দিলেন রচনা

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: হুগলি থেকে শাসক দলের প্রার্থী হওয়ার পর থেকেই তিনি শিরোনামে৷ প্রচারে বেরিয়ে কখনও মুড়ি ঘুগনি, কখনও আবার দই খেয়ে প্রশংসায় ভরিয়েছেন৷ আবার তাঁর নানান উক্তি নিয়ে সমাজমাধ্যমে মিম ছড়িয়েছে৷ তবু রচনা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কায়দাতেই জনসংযোগ বজায় রেখেছেন৷

বুধবারও প্রচারে চমক দিলেন ‘দিদি নম্বর ওয়ান’৷ গতকাল হুগলির চুঁচুড়ায় প্রচার সারেন রচনা৷ প্রচারের মাঝেই অবশ্য জনসংযোগ সারতে স্থানীয় বাজার থেকে পছন্দের সবজিও কিনে নিলেন হুগলির তৃণমূল প্রার্থী৷ তবে ব্যাগ ভরে বাজার করলেও রচনা জানিয়ে দিলেন, তিনি নিজে রান্না জানলেও তিনি সব পদ করতে পারেন না৷

আরও পড়ুন: ‘কে বড় নেতা, কে ছোট নেতা দেখবেন না!’ চিন্তা একুশের ফল, আরামবাগে দলকেই সতর্ক করলেন মমতা

বুধবার চুঁচুড়ার কাঠগোলা এলাকায় প্রথমে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ এর পর মল্লিক কাশেম হাটে প্রচার সারেন তিনি৷ প্রচারের ফাঁকেই হাট থেকে আলু, পিঁয়াজ, আদা সহ বিভিন্ন ধরনের সবজি কেনাকাটা করেন রচনা৷ নিজে হাতে বেছে ঢ্যাঁড়স, ফুলকপিও কেনেন তিনি৷ কেনাকাটার ফাঁকেই তৃণমূলের তারকা প্রার্থী জানান, চিংড়ি, কাতলা, মৌড়লার মতো মাছও তাঁর প্রিয়৷ তবে বেশি পছন্দের ছোট মাছ৷ তবে মাছ খেতে ভালবাসলেও সপ্তাহে তিন দিন নিরামিষ খান৷ রচনা অবশ্য অকপটেই স্বীকার করেন, তিনি নিজে সব রান্না পারেন না, তাই পরিচারিকাই রান্না করে দেন তাঁকে৷

রচনার প্রচার ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতোই৷ রচনাকে সামনে পেয়ে ক্রেতা বিক্রেতা অনেকেই সেলফি তোলার আবদারও করেন৷ হাসিমুখেই সে সব আবদার মিটিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী৷

চামেলির সাজে রচনা! জন্মদিনের থিম পার্টিতে আগুন ছড়ালেন…

#কলকাতা: আনলক ৫ পর্ব শুরু হয়েছে। মুখে মাস্ক, হাতে গ্লাভস আর স্যানিটাইজারই নিত্যসঙ্গী হয়ে উঠেছে আমাদের। তবে  খাঁচায় বন্দি পাখিরা একটু একটু করে উড়াল দিচ্ছে আকাশে। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।

এই আবহে যখন সব কিছুই গতানুগতিক তাহলে জন্মদিনের সেলিব্রেশনই বা বাদ যায় কেন? ২ অক্টোবর জন্মদিন ছিল রচনা ব্যানার্জীর। আর ঠিক সেই কারণেই সুযোগ হাতছাড়া  না করে নিজের একদম কাছের বন্ধুদের নিয়ে দারুণ জন্মদিনের পার্টির আয়োজন করে ফেললেন অভিনেত্রী।

সব থেকে বেশি নজরকাড়া বিষয় ছিল বার্থডে থিম। একেবারে চামেলি রূপে অবতীর্ণ হলেন বার্থডে গার্ল। মেরুন রঙের উজ্জ্বল শাড়ির সঙ্গে কনট্রাস্ট সবুজ ব্লাউজ, মাথায় দুই রঙের গাঁদাতে  রচনার থেকে চোখ ফেরায় কার সাধ্য!

পার্টির থিম যখন চামেলি তখন সবাই  সেই একই কায়দায় সেজে হাজির পার্টিতে। কনীনিকা, রিচা শর্মা,শ্রেয়া পান্ডে ছাড়াও কাছের বেশ অনেক বন্ধুই হাজির হয়েছিলেন রচনার আর্বানার ফ্ল্যাটে।

এবার ৪৬’এ পা দিলেন রচনা। পোষাক আর জেল্লাই বলে দিচ্ছে, বয়স যতই হোক, এভার গ্রিন থাকার সিক্রেট ভালই জানা আছে অভিনেত্রীর।