Tag Archives: Rachana Banerjee

Dev and Rachana Banerjee after Lok Sabha Election 2024: ভোটের ফলের পরের দিন কেক কেটে জয়ের উদযাপন করলেন দেব এবং রচনা, কী বললেন দুই তারকা?

কলকাতা: লোকসভা ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন দেব ও রচনা বন্দ্যোপাধ্যায়। কাকতালীয়ভাবে দু’জনেই একে অপরের প্রতিবেশী। শহরের এক বিলাসবহুল আবাসনের একই টাওয়ারে থাকেন দু’জনে। ভোটে জয়লাভ করার পর সেই আবাসনে কেক কেটে একে অপরকে খাইয়ে দিলেন দেব ও রচনা।

রাজনীতির ময়দানে প্রথমবার রচনা। টেলিভিশনের দিদি নাম্বার ওয়ান এবার হুগলির এক নম্বর দিদি। তাই তাঁকে নিয়ে প্রতিবেশীরা আবির খেলে, বিজয় মিছিল করে, আতশবাজি ফাটিয়ে গোটা আবাসন পরিক্রমা করলেন।

পাশাপাশি ঘাটাল থেকে টানা তিন বার জিতে দেব জানালেন, মানুষের ভালোবাসাই তাঁকে তিন বারের জন্য সংসদে পাঠাল। বড় রাজনীতিবিদ হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া অনেক বেশি প্রয়োজন। ঘাটালের মানুষ দেবকে চিনতে পেরেছেন তাই বার বার বিজয়ী করেছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, “ঘাটালের মানুষের পাশে থাকতে হবে উন্নয়নের কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে বিজেপির মতো কুৎসার রাজনীতি করে জয়লাভ করা যায় না। বিজেপির এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি তাঁদেরকে বাংলায় ধরাশায়ী করে দিয়েছে”।

আরও পড়ুন: তৃণমূলের সাংসদদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন নেত্রী মমতা, কী কারণে বৈঠক?

হিরণকে নিয়ে দেব প্রতিক্রিয়ায় জানালেন, হিরণ যা করেছেন সেই রকম আক্রমণাত্মক রাজনীতি তিনি কোনও দিন করেননি অ্যার করবেনও না। হিরণকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানালেন দেব। রাজনীতিতে সৌজন্যের বড়ই প্রয়োজন। ঘাটাল থেকে জিতে দেব পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাও।

লকেটকে হারিয়ে সাংসদ হয়ে উচ্ছ্বসিত রচনাও। তিনি জানান, গত তিন মাস ধরে তিনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমই তাঁকে আজ এই জয়ের মুখ দেখিয়েছে, মানুষ ব্যক্তি রচনা কে চিনতে পেরেছেন। সেটাই ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। সেই সঙ্গে তিনি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রচনাকে ৮ তারিখে সাক্ষাতের জন্য ডেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে আশা নিয়ে রাজনীতিতে তাঁকে এনেছেন তিনি তাঁর মুখ রক্ষা করতে পেরেছেন। নিয়মিত হুগলিতে যাতায়াত থাকবে। এখন থেকে হুগলি তাঁর দ্বিতীয় বাড়ি।

লকেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, লকেটের সঙ্গে তাঁর বন্ধুত্ব আগের মতোই রয়েছে। তিনি লকেটের উদ্দেশ্য কোনও খারাপ কথা আগেও বলেননি এখনো বলবেন না।

Lok Sabha Elections 2024: ভোটে জিতে লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে কী পাঠাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়?

হুগলি: গতকালই ভোটে জয়লাভ হয়েছে। টাফ ফাইট দিয়ে হুগলি লোকসভায় পদ্ম ফুল সরিয়ে ঘাসফুল ফুটিয়েছেন সেলিব্রেটি প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিনেই বুধবার চুঁচুড়ার ওলাইচন্ডী তলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েক দিন আগে। তাই তিনি পুজো দিতে পারেননি। মন্দিরে ঠাকুর প্রণাম করেছেন।

রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলির সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন। ভোটের ফ্যাক্টরে যে সমস্ত বিষয়গুলি রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কাজ করেছে তার মধ্যে অন্যতম একটি সোশ্যাল মিডিয়াম মিম তাই যারা মিম তৈরি করেছেন তাদের কেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আত্মবিশ্বাস বাড়িয়েছে এমন কথা জানান সাংসদ। একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী সংসদ বিজেপির তারকা লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে এক হাড়ি সিঙ্গুরের দই পাঠিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনSatabdi Roy: জয়ের পর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন শতাব্দী রায়

রচনা আরও জানান, সেলেব সাংসদরা কী কাজ করে এবার দেখুন। তিনি নিজেও হুগলিবাসীর জন্য কাজ করবেন। যে সমস্ত মানুষ তাদেরকে ভোট দিয়ে জয় লাভ করিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে যারা তার বিপক্ষে ভোট দিয়েছেন তাদেরকেও প্রতিশ্রুতি দেন যে আগামী নির্বাচনে তারা ঘাসফুলের পাশেই থাকবে। প্রচার পর্ব সেরে জয়লাভের পর এবার মাঠে ময়দানে কাজ করার পালা নবনির্বাচিত সেলিব্রেটি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তার কাজের দিকে তাকিয়ে রয়েছে গোটা হুগলি।

রাহী হালদার

Rachana Banerjee-Rukmini Maitra: ‘আমার হাসিটাই এরকম!’ বলতেই রচনাকে কীভাবে হাসতে হয়, শেখালেন রুক্মিণী! ভোটে জিততেই এসব কী? তুমুল ভাইরাল

কলকাতা: বিরাট যুদ্ধ শেষে অবশেষে বাংলায় ভোট শেষ! এবারের ভোটে বাংলায় বেশ বড় চমক ছিল। প্রথম চমক রচনা ব্যানার্জী! হুগলীতে বিপুল ভোটে জয়ী হন রচনা! অন্যদিকে ঘাটালে পর পর তিনবার জিতলেন দেব! নিশ্চয় ভাবছেন এত প্রার্থী থাকতে এই দুজনের কথা কেন বলা হচ্ছে? তার কারণ অবশ্যই রুক্মিণী মৈত্র এবং সুপারস্টার জিৎ! সামনেই মুক্তি পেতে চলেছে জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বুমেরাং’! যদিও ভোটের জন্য এই ছবির মুক্তির ডেট পিছিয়ে জুনের সাত তারিখ করা হয়েছে! এই ছবির প্রোমোশনের জন্য দিদি নম্বর ওয়ানে আসেন রুক্মিণী মৈত্র! এবং সেখানে ঘটে এক মজার কাণ্ড!

দেবের জয়ের পর রুক্মিণী মৈত্র তাঁর সোশছাল মাধ্যমে ইতি মধ্যে বাঘ ও হরিণের একটি ছবি পোস্ট করেছেন! তা ইতিমধ্যেই ভাইরাল! তার পরেই রুক্মিণী মৈত্র আর একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে রচনার সঙ্গে! তাও আবার দিদি নম্বর ওয়ান-এর সেটে! ভোট প্রচারের সময় রচনার হাসি নিয়ে বেশ কিছু মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়! বহু মানুষ রচনার হাসি নিয়ে সমালোচনা করেন! এবার সেই হাসি নিয়েই মজার কাণ্ড ঘটালেন রুক্মিণী মৈত্র ও রচনা! ভিডিওটি পোস্ট করেছেন রুক্মিণী মৈত্র!

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

‘বুমেরাং’ ছবিতে রুক্মিণী মৈত্র একটি রোবটের ভূমিকায় অভিনয় করছেন! সেখানে সেই রোবটের হাসির স্টাইল একেবারে অন্যরকম! রুক্মিণী মৈত্র ভিডিওতে বলছেন, “আমরা চলে এসেছি ‘বুমেরাং’-এর প্রোমোশনে! আর এই ভিডিওটা হল এই বাজারে সব থেকে মূল্যবান ভিডিও!” বলতেই হেসে ফেলেন রচনা। অনেকটা প্রচারের সময় ভাইরাল হাসির মতো করেই হাসেন তিনি! এর পর রুক্মিণী মৈত্র আবার বলেন, “এই এক্সক্লুসিভটা কেউ পায়নি আমি ছাড়া।”

আরও পড়ুন: ঘুরতে ভালবাসেন? গান শোনেন? তাহলে এই বিদেশিনী আপনাকেই বিয়ে করবেন! টাকা না থাকলেও চলবে

এর পর রচনা বলেন, আমার কাছে সব সময় স্পেশ্যাল রুক্মিণী! এবং অবশ্যই জিৎ! এবার রুক্মিণী প্রশ্ন করেন, “তোমার ট্রেলরটা কেমন লাগলো?” রচনা বলেন, “দারুণ লাগলো, আমি মন থেকে হেসেছি।” বলেই দু’জনে এক অন্যরকম স্টাইলে হাসতে শুরু করেন! তারপর রচনা বলেন, ” আমরা কিন্তু অভিনয় করলাম না! আমরা আসলে এরকম করেই হাসি! আমাদের হাসিটাই এরকম! প্রাণখোলা হাসি হাসলাম। এবার আপনারা দয়া করে জুনের ৭ তারিখ বুমেরাং হলে দেখতে যাবেন। রুক্মিণী এবং জিতের কেমিস্ট্রি দেখার জন্য! এখানেই শেষ নয়, রুক্মিণী রচনাকে বলেন, “এবং প্রাণ খুলে কেমন করে হাসবেন?” বলেই ফের সেই রোবট স্টাইলে হাসতে থাকেন তাঁরা! তুমুল ভাইরাল এই ভিডিও!

Rachana Banerjee: লকেট পরাস্ত, হুগলিতে তৃণমূলের নতুন অধ্যায় রচনা… ‘দিদি’র ভরসাই ‘নম্বর ১’

হুগলি: একজন দুঁদে রাজনীতিক। বহু বছরের পোড় খাওয়া। আরেকজন রাজনীতির ময়দানে একেবারেই নতুন। একাধিক ছবিতে প্রতিপক্ষ হয়েছেন তাঁরা। এবার রণাঙ্গনে মুখোমুখি। কিন্তু শেষ হাসি হাসলেন রচনাই। দিদি নম্বর ওয়ানের কাছে ধরাশায়ী লকেট।

জেতার পরে রচনা জানিয়েছেন তিনি মানুষের জন্য কাজ করবেন। তবে তাঁর চোখে ‘দিদি নম্বর ওয়ান’ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আপাতত ‘হুগলি নম্বর ওয়ান।’

১৯৮০ থেকে সাত বার সেখানে জিতেছিলেন সিপিএম নেতা রূপচাঁদ পাল। এরপর ২০০৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগের কাছে হারেন।  এখন সেই আসনেই সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। উল্টো দিকে রয়েছেন রচনা। বাংলায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বলা ভাল, আপামর বাঙালি দর্শকের কাছে তিনি দিদি নম্বর ১। তবে রাজনীতি এর আগে কখনও করেননি। এবার কি নতুন মুখকে ভরসা করবেন হুগলিবাসী? এই প্রশ্ন ছিলই। উত্তরও মিলে গেল। হুগলিতে তৃণমূলের নতুন অধ্যায় রচনাই।

শুক্রবার রচনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে, হুগলি নিয়েও বলেছে। যা হবে সেটা মেনে নেব, দিদিও মেনে নেবে। প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালবাসা দিয়েছে, তারা ভোট বাক্সে ভোটটা দিয়েছে কিনা, এটা কাল বুঝতে পারব।”

এক সময়ের সহকর্মী লকেট রাজনীতির ময়দানে অনেকটাই অভিজ্ঞ। তবু  নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলেছিলেন রচনা। ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী রচনা বলেছিলেন, শেষ হাসি হাসবেন তিনিই। তাইই হল শেষমেশ।

Lok Sabha Election 2024: দেব, রচনা থেকে লকেট, দিলীপ! তারাদের কী দশা লোকসভার ফলাফলে? লড়াইতে পিছিয়ে কারা? জেনে নিন

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। লোকসভা ভোটের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তবে এখনও পর্যন্ত গণনার ফল অনুযায়ী, অনেক জায়গাতেই পিছিয়ে রয়েছেন তারকা প্রার্থীরা। আবার জয়ের সম্ভাবনা দেখছেন বহু তারকা প্রার্থী।

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। লোকসভা ভোটের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তবে এখনও পর্যন্ত গণনার ফল অনুযায়ী, অনেক জায়গাতেই পিছিয়ে রয়েছেন তারকা প্রার্থীরা। আবার জয়ের সম্ভাবনা দেখছেন বহু তারকা প্রার্থী।
হুগলিতে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ‍্যায় এবং লকেট চট্টোপাধ্যায়ের লড়াই। তবে এখনও পর্যন্ত ভোটের ফলাফল অনুযায়ী এগিয়ে ‘দিদি নং 1’ রচনা। পিছিয়ে রয়েছেন লকেট চট্টোপাধ‍্যায়।
হুগলিতে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ‍্যায় এবং লকেট চট্টোপাধ্যায়ের লড়াই। তবে এখনও পর্যন্ত ভোটের ফলাফল অনুযায়ী এগিয়ে ‘দিদি নং 1’ রচনা। পিছিয়ে রয়েছেন লকেট চট্টোপাধ‍্যায়।
ঘাটালে এবার দুই তারকা প্রার্থীর লড়াই। মুখোমুখি দেব-হিরণ। সকাল থেকেই ভোটের ফলাফলে দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে সাম্প্রতিক ফল অনুযায়ী এগিয়ে দেব। পিছিয়ে রয়েছেন হিরণ।

ঘাটালে এবার দুই তারকা প্রার্থীর লড়াই। মুখোমুখি দেব-হিরণ। সকাল থেকেই ভোটের ফলাফলে দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে সাম্প্রতিক ফল অনুযায়ী এগিয়ে দেব। পিছিয়ে রয়েছেন হিরণ।
বিজেপির অ‍ন‍্যতম তারকা প্রার্থী দিলীপ ঘোষ। ২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হয়েছিলেন তিনি। লোকসভা ভোটে তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছেন। তবে এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, পিছিয়ে আছে দিলীপ ঘোষ। অন‍্যদিকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
বিজেপির অ‍ন‍্যতম তারকা প্রার্থী দিলীপ ঘোষ। ২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হয়েছিলেন তিনি। লোকসভা ভোটে তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছেন। তবে এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, পিছিয়ে আছে দিলীপ ঘোষ। অন‍্যদিকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
আসানসোলের এবার তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর বিপক্ষে বিজেপি বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আহলুওয়ালিয়া। সিপিএমের টিকিটে লড়ছেন জাহানারা খান। তবে ফলাফল অনুযায়ী এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
আসানসোলের এবার তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর বিপক্ষে বিজেপি বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আহলুওয়ালিয়া। সিপিএমের টিকিটে লড়ছেন জাহানারা খান। তবে ফলাফল অনুযায়ী এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবার বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। তবে এখনও পর্যন্ত ফলাফল অনুযায়ী এগিয়ে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী শতাব্দী রায়।
তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবার বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। তবে এখনও পর্যন্ত ফলাফল অনুযায়ী এগিয়ে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী শতাব্দী রায়

Lok Sabha Election 2024: পুরনো জয় ধরে রাখবেন লকেট? নাকি হুগলিতে নতুন কাহিনি ‘রচনা’ তৃণমূলের? এখনও হাড্ডাহাড্ডি লড়াই

হুগলি: একজন দুঁদে রাজনীতিক। বহু বছরের পোড় খাওয়া। আরেকজন রাজনীতির ময়দানে একেবারেই নতুন। একাধিক ছবিতে প্রতিপক্ষ হয়েছেন তাঁরা। এবার রণাঙ্গনে মুখোমুখি। কে হাসবে শেষ হাসি?

১৯৮০ থেকে সাত বার সেখানে জিতেছিলেন সিপিএম নেতা রূপচাঁদ পাল। এরপর ২০০৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগের কাছে হারেন।  এখন সেই আসনেই সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। উল্টো দিকে রয়েছেন রচনা। বাংলায় তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বলা ভাল, আপামর বাঙালি দর্শকের কাছে তিনি দিদি নম্বর ১। তবে রাজনীতি এর আগে কখনও করেননি। এবার কি নতুন মুখকে ভরসা করবেন হুগলিবাসী?

রচনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে, হুগলি নিয়েও বলেছে। যা হবে সেটা মেনে নেব, দিদিও মেনে নেবে। প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালবাসা দিয়েছে, তারা ভোট বাক্সে ভোটটা দিয়েছে কিনা, এটা কাল বুঝতে পারব।”

এক সময়ের সহকর্মী লকেট রাজনীতির ময়দানে অনেকটাই অভিজ্ঞ। তবু  নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলেছিলেন রচনা। ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী রচনা বলেছিলেন, শেষ হাসি হাসবেন তিনিই। এখনও পর্যন্ত বেশ বড় মার্জিনে এগিয়ে রয়েছেন রচনা। এবার ফল কী হয়, তা অবশ্য সময়ই বলবে।

Rachana Banerjee: এক্সিট পোল মিলে যাবে? হুগলিতে হার নাকি জয়? রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তুমুল শোরগোল

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি এইচআইটি কলেজে গণনা হবে হুগলি লোকসভা কেন্দ্রের। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় সেই গণনা কেন্দ্র ঘুরে দেখেন। নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

রচনা বলেন, ”দু মাস ধরে প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে। ভোট গণনার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। আজ অনেকটা রিল্যাক্স লাগছে। অদ্ভূত রকমের একটা অনুভূতি হচ্ছে। ভোট মেটার পর ছুটি পাইনি। অনেকেই ঘুরতে গেছে কিন্তু আমার ঘোড়ার জায়গা ছিল রাজারহাটে শুটিং ফ্লোর।”

আরও পড়ুন: বাঁকুড়ার হোটেলে ভয়ঙ্কর ঘটনা! কাতরাতে-কাতরাতে মারা গেলেন ২ জন! যা ঘটল, ভয়াবহ

এরপরই এক্সিট পোলের ফলাফল নিয়ে রচনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে, হুগলি নিয়েও বলেছে। যা হবে সেটা মেনে নেব, দিদিও মেনে নেবে। প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালবাসা দিয়েছে, তারা ভোট বাক্সে ভোটটা দিয়েছে কিনা, এটা কাল বুঝতে পারব।”

রচনার সংযোজন, ”অনেকে তো বলেছে রচনার পাশে আছি। কিন্তু দশ হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, সেটা কী করে বুঝব। সবার উপর মানুষ সত্য। আমি ভাগ্যে বিশ্বাসী।”

Rachana Banerjee: চরম দুঃসংবাদ! নির্বাচনের ফলাফলের আগেই কাছের মানুষকে হারালেন রচনা, চোখের জলে ভাসছেন তৃণমূল প্রার্থী

এবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ‍্যোপাধ‍্যায়। ভোট হয়ে গিয়েছে ২০ তারিখ। ভোটের আগে জমিয়ে প্রচার সারেন তিনি। গ্রামের মাটির বাড়িতে মাটির থালায় মাটিতে বসে আহার করেন। হুগলির প্রার্থীদের মন তিনি জয় করে ফেলেছেন ইতিমধ্যে।
এবার হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ‍্যোপাধ‍্যায়। ভোট হয়ে গিয়েছে ২০ তারিখ। ভোটের আগে জমিয়ে প্রচার সারেন তিনি। গ্রামের মাটির বাড়িতে মাটির থালায় মাটিতে বসে আহার করেন। হুগলির প্রার্থীদের মন তিনি জয় করে ফেলেছেন ইতিমধ্যে।
তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুই তারকার মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা বলবে ৪ জুন।
তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুই তারকার মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা বলবে ৪ জুন।
কিন্তু প্রথমে ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না৷ ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না৷ আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না৷ মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা৷ তুমি আসবে কাজ করবে৷ বরং তোমার সুবিধা হবে৷ যাঁরা গরিব মানুষ, দিদি নম্বর ওয়ানে আসে ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাঁদের আরও কাছ থেকে দেখতে পারবে৷’
কিন্তু প্রথমে ভোটে দাঁড়াতেই রাজি হননি রচনা নিজে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন রচনাকে বললাম, রচনা হুগলিতে দাঁড়াও না৷ ও বলল, দিদি আমি রাজনীতির কিছুই বুঝি না৷ আমি বললাম, আরে আমরাও তো বুঝতাম না৷ মানুষের কাজ করতেই তো রাজনীতিতে আসা৷ তুমি আসবে কাজ করবে৷ বরং তোমার সুবিধা হবে৷ যাঁরা গরিব মানুষ, দিদি নম্বর ওয়ানে আসে ডোকরা, মাটির বাসন বানায়, তাঁত বোনে, তাঁদের আরও কাছ থেকে দেখতে পারবে৷’
অভিষেক বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, হুগলি থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা। ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছিলেন ‘দিদি নম্বর ওয়ান’।
অভিষেক বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, হুগলি থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা। ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছিলেন ‘দিদি নম্বর ওয়ান’।
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করেছিলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তাই সেখান থেকেই প্রচার শুরু করেছিলেন হুগলির লোকসভা নির্বাচনের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদান করবেন নায়িকা। কিন্তু তার আগেই পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা যাচ্ছে বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি।  ফলাফলের আগেই অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। প্রচারে রচনার পাশে দেখা যায় তাঁর স্বামীকে।  প্রবাল বসুর মা প্রয়াত হয়েছেন।
শনিবার সপ্তম দফার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদান করবেন নায়িকা। কিন্তু তার আগেই পরিবারে ঘটে গেল এক অঘটন। শোনা যাচ্ছে বৃহস্পতিবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর শাশুড়ি। ফলাফলের আগেই অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। প্রচারে রচনার পাশে দেখা যায় তাঁর স্বামীকে। প্রবাল বসুর মা প্রয়াত হয়েছেন।
রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ন্যাশনাল গার্লস হাই স্কুল কলকাতা থেকে। হলফনামা অনুযায়ী ২০১৯ সালে অভিনেত্রী একটি গাড়ি কেনেন যার বাজার মূল্য ৮ লাখ ৬৩ হাজার টাকা এবং ২০২২ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।
রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন ন্যাশনাল গার্লস হাই স্কুল কলকাতা থেকে। হলফনামা অনুযায়ী ২০১৯ সালে অভিনেত্রী একটি গাড়ি কেনেন যার বাজার মূল্য ৮ লাখ ৬৩ হাজার টাকা এবং ২০২২ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।
এরপর তাঁর কেরিয়ারে শুরু হয় নতুন অধ্যায়৷ তিনি টেলিভিশনের রিয়ালিটি শো অ্যাঙ্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ রাতারাতি পেয়ে যান দিদি নম্বর ১-এর তকমা৷
এরপর তাঁর কেরিয়ারে শুরু হয় নতুন অধ্যায়৷ তিনি টেলিভিশনের রিয়ালিটি শো অ্যাঙ্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ রাতারাতি পেয়ে যান দিদি নম্বর ১-এর তকমা৷
বিকাল হলেই বাঙালি ঘরে ঘরে একটাই মিউজিক। দিদি নম্বর ওয়ান। মারাত্মক সুপারহিট এই শো৷ টানা ১৪ বছর চলছে এই শো যার টিআরপি সবসময় উর্দ্ধগামী৷
বিকাল হলেই বাঙালি ঘরে ঘরে একটাই মিউজিক। দিদি নম্বর ওয়ান। মারাত্মক সুপারহিট এই শো৷ টানা ১৪ বছর চলছে এই শো যার টিআরপি সবসময় উর্দ্ধগামী৷
এরই মধ্যে নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী৷ সঙ্গে রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যবসা৷
এরই মধ্যে নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী৷ সঙ্গে রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যবসা৷

Lok Sabha Elections 2024: হুগলিতে লকেটকে হারাতে পারবেন রচনা? ভোটের পর কী বললেন ‘দিদি নং ওয়ান’

পঞ্চম দফার লোকসভা ভোটে বাংলার যে কটি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম হল হুগলি। লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোট দ্বৈরথ দিনভর জমে উঠেছিল। দিনভর নির্বাচনের শেষে কী হতে পারে এই কেন্দ্রের ফল? জবাবে কী বললেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।