Tag Archives: Rajbanshi

Rajbanshi Language: ইংরেজি, স্প্যানিশ কিংবা জার্মান নয় বরং রাজবংশী ভাষার শেখার প্রতি আগ্রহ বাড়ছে জেলায়

উত্তর দিনাজপুর: ইংরেজি, স্প্যানিশ কিংবা জার্মান নয় বরং রাজবংশী ভাষার শেখার প্রতি আগ্রহ বাড়ছে জেলায়।কিন্তু রাজ্যে খুব বেশি প্রতিষ্ঠানে রাজবংশী ভাষা শেখানোর চল তেমন নেই। তবে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষা শিক্ষার উপর বিশেষ সার্টিফিকেট কোর্সের সুযোগ দিয়েছে মাস খানিক আগে। তবে দিন দিন এই জেলায় বাড়ছে রাজবংশী ভাষা শেখার প্রতি আগ্রহ। যা দেখে বেশ হতবাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে প্রথম ব্যাচের পরীক্ষা শেষ দ্বিতীয় ব্যাচের ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আসন সংখ্যা ১০০ টা হলেও ভর্তির আবেদন করেছে আড়াইশো জন পড়ুয়া । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচে এ বছর প্রায় তিনগুণ ভর্তির চাহিদা বেড়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন, জেলায় রাজবংশী সম্প্রদায় মানুষের সংখ্যা বেশি। তাই এখানে তরুণ তরুণী থেকে বৃদ্ধ সকলেরই রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্স পড়ার আগ্রহ বাড়ছে। রাজবংশী ভাষার দ্বিতীয় ব্যাচে মেধার ভিত্তিতে ওই কোর্সে ১০০ জন আবেদনকারীকে ভর্তি নেওয়া হবে। কিন্তু ভর্তি হতে চাই আবেদন করেছেন আড়াইশো জন পড়ুয়া।

আরও পড়ুনSummer Holiday Travel Destination: পাহাড়-নদীর অনবদ্য সংযোগ, উত্তরের একেবারে ভার্জিন ডেস্টিনেশন, গরমের ছুটিতে যোগীঘাট যাওয়ার রুটম্যাপ রইল

যদিও পরিকাঠামোর অভাবে এবছর আসন বাড়ানো সম্ভব হচ্ছে না। সমস্ত আবেদনকারীকে ডেকে মৌখিক পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ১০০ জনকে ভর্তি করে জুন মাস থেকে ক্লাস শুরু করাহবে।

উল্লেখ্য প্রায় নয় মাস আগে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আশিটি আসনে রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে পঠন পাঠন শুরু হয়। পরবর্তীতে চাহিদা অনুযায়ী ওই করছে কুড়িটি আসন আরো বাড়ানো হয়। কিন্তু ওই কোর্সে প্রথম ব্যাচের তুলনায় ভর্তির চাহিদা যে তিনগুন বাড়বে তা বুঝতে পারেননি কর্তৃপক্ষ।

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যোগ্যতায় প্রথম ব্যাচে ওই কোর্সে জেলার ৮০ জন পুরুষ ও মহিলা ভর্তি হন। মাস তিনেক আগে ওই কোর্সের প্রথম ব্যাচের পড়ুয়াদের পরীক্ষা হয়েছে। তবে এবছর প্রথম ব্যাচে আসনের তুলনায় অতিরিক্ত পড়ুয়া ভর্তি হতে চেয়ে আবেদন করেছে। যদিও আসন সংখ্যা সীমিত হওয়ায় সকল পড়ুয়াদের ভর্তি নেওয়া সম্ভব না বলে জানিয়েছেন বিদ্যালয়ে কর্তৃপক্ষ। তবে দিন দিন রাজবংশী ভাষা শেখার আগ্রহ বাড়ছে জেলায় তাতে বেশ অবাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পিয়া গুপ্তা

Lok Sabha Election 2024: ‘বিজেপি কী করেছে তা ভালভাবেই জানে রাজবংশীরা’, কেন এ কথা বললেন দিলীপ ঘোষ!

বর্ধমানঃ রাজবংশীদের জন্য অনেক কাজই করেছে বিজেপি, এমনই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অনন্ত মহারাজ অভিযোগ করেছেন রাজবংশীদের জন্য বিজেপি তেমন কিছু করেনি। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ‘কে করছে আমি জানিনা, বিজেপি কি করেছে রাজবংশীরাই জানে।  জয়ন্ত রায়, আমাদের নিশীথ প্রামানিক এরা ওখানকার স্থানীয় রাজবংশী নেতা। তাঁরা ওই সমাজের জন্য লেগে আছেন। উত্তরবঙ্গের রাস্তাঘাট, রেল, রেলওয়ের যা কিছু হয়েছে বিজেপি করেছে। এর আগে কেউ করেনি। আর অনন্ত মহারাজ নিজে বিজেপির সঙ্গে আছেন। তাঁকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি। যেটা বিজেপি করেছে। এর আগে কেউ করেনি। টিএমসি এবং মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁকে বাংলা ছড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিলেন। বিজেপি তাঁকে দিল্লি পাঠিয়ে আজ সর্বভারতীয় নেতা বানিয়েছে।’

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

আরও পড়ুনঃ ‘ওরা ঠুকঠাক করছে, এক ঘা দিলেই সিধে হয়ে যাবে’, কাদের উদ্দেশ্যে একথা বললেন দিলীপ ঘোষ!

প্রচারে বেরিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আক্রান্ত হয়েছেন। তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকরা এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারধর করা হয়েছিল। এক সভাতে গিয়েছিলেন উনি। উনি ভদ্রলোক,  সৎজন লোক,  রাজবংশী সমাজের একটা মুখ। শিক্ষিত, সংস্কৃতবান এই ধরনের লোককে যদি এটা করে তাহলে পশ্চিম বাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজবিরোধীদের হাতে চলে গেছে। কালকে আমাদের এখানে আমাদের কর্মীরা বৈঠক করতে গিয়েছিলেন। বাঘাড় বলে একটি গ্রামে রাত্রে ফেরার সময় ওখানকার পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের তিনজন কর্মীকে আটকে মেরে হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, প্রশাসনকে বলেছি। যদি ওরা  হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে। জানা আছে কাকে কীভাবে শায়েস্তা করতে হয়।’ এদিন বর্ধমানের ভাতার বিধানসভা এলাকায় জনসংযোগ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একাধিক মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন ও পুজো দেন তিনি।

Old God Mashan: ভয়ঙ্কর দর্শন প্রাচীন দেবতা মাশান বাবার পুজোয় উপচে পড়ে ভিড়

কোচবিহার: উত্তরবঙ্গের কৃষ্টি ও সংস্কৃতিতে রয়েছে এক দেবতার নাম। এই দেবতা দেখতে বেশ ভয়ঙ্কর। তবে উত্তরবঙ্গের স্থানীয় মানুষেরা আড়ম্বরের সঙ্গেই এই দেবতার পুজোয় মেতে ওঠেন। দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে এই দেবতার পুজোর আয়োজন করা হয় তোর্সা নদীর ফাঁসির ঘাট এলাকায়। বেশ জাঁকজমক করেই হয় এই পুজো। এই দেবতার পুজোর দিন আনন্দে মেতে ওঠেন গোটা এলাকার বাসিন্দারা। সকালে হয় পুজোর আয়োজন। তারপর দুপুর থেকে শুরু হয় খিচুড়ি ভোগ বিতরণ। চলে একেবারে সন্ধে পর্যন্ত। তবে কেন এই দেবতার পুজো? অন্য দেবতার পুজো নয় কেন?

আর‌ও পড়ুন: প্রবল গরমে অসুস্থ শিশুর জন্য যা করলেন এই ব্যক্তি, ধন্য ধন্য করছে সকলে

এই প্রশ্নের উত্তরে পুজো কমিটির এক সদস্য নিরঞ্জন রায় সরকার জানান, দীর্ঘ ৭৫ বছর আগে তাঁদের বাবা-কাকারা এই পুজোর সূচনা করেছিলেন। তখন ছিল অস্থায়ী মন্দির। সেই থেকে এই পুজো হয়ে আসছে এলাকায়। তবে বর্তমানে এই মন্দির পাকা হয়েছে। এছাড়া পুজোর জাঁকজমক বেড়েছে কয়েকগুণ। ছোট পুজো এখন অনেকটাই বড় করে হয়। দিন যত গড়াচ্ছে পুজোর জাঁকজমক ততটাই বেড়ে উঠছে। আগামীতে তাঁদের ভবিষ্যত প্রজন্ম এই পুজোর ভার সামলাবে।

আর‌ও পড়ুন: গঙ্গা ভাঙনে আগেই হারিয়েছিল ভিটেমাটি, এবার অস্থায়ী বাড়িও গেল অগ্নিকাণ্ডে

পুজো কমিটির নতুন সদস্য বিকাশ রায় জানান, এলাকার মানুষ এই পুজোয় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। পুজোর দিনে এলাকায় রীতিমত উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ছোট থেকে বড় সকলেই পুজোর দিনে মন্দিরেই কাটান। পুজোর আগের দিন মূর্তি আনা হয় মন্দিরে। পুজোর দিন সকাল থেকে শুরু হয় আরাধনা। চলে দুপুর পর্যন্ত। তারপর শুরু হয় ভোগ বিতরণ। স্থানীয় এক বাসিন্দা রঞ্জিত রায় জানান, এই দেবতা দেখতে কিছুটা ভয়ঙ্কর হওয়ায় অনেকটাই সমীহ করে চলে মানুষজন। তবে এর জন্য পুজোতে মানুষের ভিড় কমে না। উল্টে দিনের পর দিন পুজোর সময় ভিড় বেড়েই চলেছে।

সার্থক পণ্ডিত