Tag Archives: Anant Maharaj

বিজেপি নেতাদের উপরে ক্ষোভ, মমতার সঙ্গে বৈঠক! কী করবেন অনন্ত মহারাজ, দেখুন ভিডিও

বিজেপির রাজ্যসভার সাংসদ এবং গ্রেটার কোচবিহার পন্থী নেতা অনন্ত মহারাজের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে৷ এ দিন আচমকা মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের উপরেও ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ৷ তিনি বলেন, ‘আমি যে বিজেপির সাংসদ, আমাকে তো এখানকার বিজেপি নেতারা মানেনই না৷ আমাকে কোচবিহারের বিজেপি অফিসে দেখেছেন কোনওদিন? আমাকে কোনও বৈঠকে ডাকা হয় না৷ এখানকার বিজেপি নেতারা আমাকে সম্মান দিতে জানেন না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা অবশ্য আমাকে প্রাপ্য সম্মান দিয়েছেন৷’ যদিও তিনি তৃণমূলে যাচ্ছেন কি না প্রশ্ন করা হলে অনন্ত মহারাজ পাল্টা বলেন, ‘আমার কি মতিভ্রম হয়েছে না কি?’

Mamata Banerjee Anant Maharaj meeting: মমতার সঙ্গে হঠাৎ বৈঠক, তৃণমূলে যোগ দিচ্ছেন? জবাব দিলেন অনন্ত মহারাজ

শুভঙ্কর রায়, কোচবিহার: তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ৷ তবে লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের৷ শেষ পর্যন্ত এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজের বৈঠকের পর বিজেপি সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে৷ মমতা এবং অনন্ত মহারাজের বৈঠকের পর উত্তরবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ দেখছেন অনেকেই৷

যদিও অনন্ত মহারাজ নিজে এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি করেছেন, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না৷ তবে বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্বের আচরণেও যে তিনি ক্ষুব্ধ, তাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি সাংসদ৷

আরও পড়ুন: এবারেই শেষ, ভোটের লড়াইয়ে আর নয়! টানা চারবার জিতেও ঘোষণা করে দিলেন তৃণমূল সাংসদ

উত্তরবঙ্গে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে লোকসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি৷ কিন্তু সাংসদ করলেও অনন্ত মহারাজের দাবি মতো গ্রেটার কোচবিহারকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার প্রস্তাব খারিজ করে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ এর পর থেকেই অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি নেতৃত্বের দূরত্ব বাড়তে থাকে৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের সঙ্গে ভোট প্রচারের মঞ্চে দেখা গিয়েছিল কোচবিহারের এই প্রভাবশালী নেতাকে৷

কিন্তু ভোটের ফল বেরোতে দেখা যায়, কোচবিহার হাতছাড়া হয়েছে বিজেপির৷ কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিককে হারিয়ে ওই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া৷ কোচবিহারে তৃণমূলের জয়ের পিছনে অনন্ত মহারাজের হাত রয়েছে বলে বিজেপি জেলা নেতৃত্বের একাংশ অভিযোগ তুলতে থাকে৷ উত্তরবঙ্গে ওই একটি মাত্র আসনেই জয়ী হয় তৃণমূল৷

এই পরিস্থিতিতে এ দিন আচমকা মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের উপরেও ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ৷ তিনি বলেন, ‘আমি যে বিজেপির সাংসদ, আমাকে তো এখানকার বিজেপি নেতারা মানেনই না৷ আমাকে কোচবিহারের বিজেপি অফিসে দেখেছেন কোনওদিন? আমাকে কোনও বৈঠকে ডাকা হয় না৷ এখানকার বিজেপি নেতারা আমাকে সম্মান দিতে জানেন না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা অবশ্য আমাকে প্রাপ্য সম্মান দিয়েছেন৷’ যদিও তিনি তৃণমূলে যাচ্ছেন কি না প্রশ্ন করা হলে অনন্ত মহারাজ পাল্টা বলেন, ‘আমার কি মতিভ্রম হয়েছে না কি?’

আমি কারও সঙ্গে যোগাযোগ করিনি৷ এটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, উনি দেখা করতে চাইলে আমি কি আপত্তি করতে পারি? আজ সকালেই আমি জানতে পেরেছি যে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে চান৷ অনন্ত মহারাজের দাবি, এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক আলোচনা হয়নি৷

যদিও অনন্ত মহারাজের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ওনাকে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে৷ আমি জানি না উনি তাঁর গুরুত্ব বুঝতে পারছেন কি না৷ আমি নিজে ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি৷ এর পর রাজ্য বিজেপি বলতে উনি কাকে বোঝাতে চাইছেন, আমি বলতে পারব না৷

অনন্ত মহারাজ যাই বলুন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা এ দিন মুখ্যমন্ত্রী এবং বিজেপি সাংসদের বৈঠককে নিছক সৌজন্যমূলক মানতে নারাজ৷ তাঁরা বলছেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ৯টি আসনকেই পাখির চোখ করেছে তৃণমূল৷ কোচবিহার লোকসভা কেন্দ্র দখলের পর সম্ভবত এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী৷

Lok Sabha Election 2024: ‘বিজেপি কী করেছে তা ভালভাবেই জানে রাজবংশীরা’, কেন এ কথা বললেন দিলীপ ঘোষ!

বর্ধমানঃ রাজবংশীদের জন্য অনেক কাজই করেছে বিজেপি, এমনই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অনন্ত মহারাজ অভিযোগ করেছেন রাজবংশীদের জন্য বিজেপি তেমন কিছু করেনি। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ‘কে করছে আমি জানিনা, বিজেপি কি করেছে রাজবংশীরাই জানে।  জয়ন্ত রায়, আমাদের নিশীথ প্রামানিক এরা ওখানকার স্থানীয় রাজবংশী নেতা। তাঁরা ওই সমাজের জন্য লেগে আছেন। উত্তরবঙ্গের রাস্তাঘাট, রেল, রেলওয়ের যা কিছু হয়েছে বিজেপি করেছে। এর আগে কেউ করেনি। আর অনন্ত মহারাজ নিজে বিজেপির সঙ্গে আছেন। তাঁকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি। যেটা বিজেপি করেছে। এর আগে কেউ করেনি। টিএমসি এবং মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁকে বাংলা ছড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিলেন। বিজেপি তাঁকে দিল্লি পাঠিয়ে আজ সর্বভারতীয় নেতা বানিয়েছে।’

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

আরও পড়ুনঃ ‘ওরা ঠুকঠাক করছে, এক ঘা দিলেই সিধে হয়ে যাবে’, কাদের উদ্দেশ্যে একথা বললেন দিলীপ ঘোষ!

প্রচারে বেরিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আক্রান্ত হয়েছেন। তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকরা এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারধর করা হয়েছিল। এক সভাতে গিয়েছিলেন উনি। উনি ভদ্রলোক,  সৎজন লোক,  রাজবংশী সমাজের একটা মুখ। শিক্ষিত, সংস্কৃতবান এই ধরনের লোককে যদি এটা করে তাহলে পশ্চিম বাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজবিরোধীদের হাতে চলে গেছে। কালকে আমাদের এখানে আমাদের কর্মীরা বৈঠক করতে গিয়েছিলেন। বাঘাড় বলে একটি গ্রামে রাত্রে ফেরার সময় ওখানকার পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের তিনজন কর্মীকে আটকে মেরে হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, প্রশাসনকে বলেছি। যদি ওরা  হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে। জানা আছে কাকে কীভাবে শায়েস্তা করতে হয়।’ এদিন বর্ধমানের ভাতার বিধানসভা এলাকায় জনসংযোগ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একাধিক মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন ও পুজো দেন তিনি।

EXCLUSIVE: মোদির সফরের আগেই অনন্ত-অস্বস্তি পদ্ম শিবিরে! রাজবংশী ইস্যুতে ভোটের মুখে বিস্ফোরক বিজেপি সাংসদ অনন্ত মহারাজ

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কোচবিহার: অনন্ত মহারাজ। বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ। সেই অনন্তই ফের বিস্ফোরক। তাঁর দাবি, রাজবংশীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি ইউপিএ এবং বর্তমান বিজেপি সরকার। ভোটের মুখে আবারও পদ্মে তাই অনন্ত-অস্বস্তি। ‘তৃণমূল বলছে ৫ বছরে রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি। কী বলবেন? নিউজ18 বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অনন্ত মহারাজের জবাব, ‘‘এটা তো সত্য কথা। কিন্তু কেন করেনি এটা আমি জানি না। আমার চোখে কোনও উন্নয়ন নজরে আসেনি।’’

আরও পড়ুন- নজরে রাজবংশী ভোট ব্যাঙ্ক, আজ কোচবিহারে মোদি-মমতার হাই ভোল্টেজ সভা, সরগরম উত্তর

অনন্ত মহারাজকে নিউজ18 বাংলার দ্বিতীয় প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেস বলছে চব্বিশের ভোটে রাজবংশীদের ভোট আদায়ের জন্যই অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছে। কী বলবেন? জবাবে অনন্ত মহারাজ শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্যকে কার্যত সমর্থন জানিয়ে বলেন, ‘ঠিকই বলছে।’ অনন্ত মহারাজ এও বলেন, ‘‘আমাদের ইউটি ডিমান্ত নয়। কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি। কিন্তু সে বলছে সেটা সংবিধানের ফার্স্ট সিডিউলে নেই। এটা তো স্টেট গভর্নমেন্ট করবে না। কেন্দ্রকেই করতে হবে।’’

আরও পড়ুন– নজরে আজ কোচবিহার, দুই হেভিওয়েটের সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

পদ্ম সাংসদ অনন্ত মহারাজের চাঞ্চল্যকর দাবি, ‘‘দল বারবার বলছে আমায় চুপ থাকতে। কিন্তু আমি তো মানুষের প্রতিনিধি। আমাকে নাচানো যাবে না। মানুষ চাইলে আমি সাংসদ পদ ছেড়ে দেবো।’’ প্রসঙ্গত, কোচবিহার তথা উত্তরবঙ্গে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। একুশের ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৩ সালে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত।

সামনে লোকসভা ভোট। আজ, বৃহস্পতিবার কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে নরেন্দ্র মোদির সভা। তার ঠিক আগের দিন, অর্থাৎ বুধবার ফের বিস্ফোরক অনন্ত মহারাজ। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। পর্যবেক্ষকদের একাংশের মতেও, ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়া পদ্ম শিবিরের কাছে সত্যিই অস্বস্তির।