Tag Archives: RG Kar murder

Sandip Ghosh RG Kar Case: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। হাসপাতালে দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। হাসপাতালে এমন ভয়াবহ ঘটনা ঘটার পরেও সন্দীপ দমে যাননি।

সিবিআই সূত্রে খবর, নিও নেটাল কেয়ার ইউনিটের ইনজেকশন অ্যাম্পিউলের বরাত নিজের লোককে পাইয়ে দিতে শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন সন্দীপ ঘোষ। অগাস্টের ৭ তারিখ তৎকালীন এমএসপিভি সঞ্জয় বশিষ্ঠের সই করা টেন্ডার নোটিস ইস্যু হয়। নিও নেটাল কেয়ার ইউনিটের জন্য ইনজেকশন অ্যাম্পিউলের জন্য টেন্ডার ডাকা হয়। জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ অগাস্ট ২০২৪।

আরও পড়ুন: শরীরে ক্যালসিয়ামের অভাব হলে এই ‘একটি’ ক্ষতি হবেই! লক্ষণ জেনে সতর্কতা নিন

ধর্ষণ ও খুনের ঘটনার পরেও এই বরাত পাইয়ে দিতে বিপ্লব সিংহের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন সন্দীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। অচলাবস্থার সুযোগ নিয়ে চুপিসারে এই টেন্ডারও নিজের লোককে পাইয়ে দিয়ে মুনাফা পেতে পিছু হঠেনি সন্দীপ, দাবি সিবিআইয়ের।

আরও পড়ুন: তৃতীয় বার সেরা বিদ্যালয় পুরস্কার পেল বাংলার এই স্কুল, মন ভাল করা খবরটি মিস করবেন না!

এই টেন্ডার সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসারেরা। ইতিমধ্যে সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমান এমএসভিপির সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের থেকেও খোঁজ নিচ্ছে সিবিআই। সিবিআইয়ের দাবি, ঘটনার পর এই টেন্ডার ক্লোজ করে দেওয়া উচিত ছিল। ক্লোজ না করে নেক্সাস চালিয়ে গিয়েছেন সন্দীপ।

অমিত সরকার

Sandip Ghosh-CBI: আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো ঘটনা! ৩ ডাক্তারি পড়ুয়াকে ডাকল সিবিআই, প্রত্যেকেই সন্দীপ ‘ঘনিষ্ঠ’! কী জানে ওরা?

কলকাতা: আরজি কর কাণ্ডে নয়া মোড়। এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন ডাক্তারি পড়ুয়াকে তলব করল সিবিআই। ওই ডাক্তারি পড়ুয়ারা হলেন আশিষ পাণ্ডে (হাউস স্টাফ, পেডিয়াট্রিক মেডিসিন), নির্জন বাগচি (ইন্ট্রার্ন), শরিফ হাসান (ইন্ট্রার্ন)। সেই তলব অনুসারে, সিজিওতে আজই যেতে বলা হয়েছিল তিন জুনিয়র চিকিৎসককে। সেই অনুযায়ী, বুধবার ওই চার জন উপস্থিত হলেন সিজিও কমপ্লেক্সে। চার জনেরই বয়ান রেকর্ড করবে সিবিআই।

এদিকে, সিবিআই সূত্রে খবর, আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনার পরেও দমে যাননি সন্দীপ ঘোষ। NeoNatal care unit-এর ইনজেকশন অ্যাম্পিউলের বরাত নিজের লোককে পাইয়ে দিতে শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছেন সন্দীপ। অগাস্টের ৭ তারিখ তৎকালীন এমএসপিভি সঞ্জয় বশিষ্ঠের সই করা টেন্ডার নোটিশ ইস্যু হয়। নিউ নেটাল কেয়ার ইউনিটের জন্য ইনজেকশন অ্যাম্পিউলের জন্য টেন্ডার ডাকা হয়। জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ অগাস্ট।

আরও পড়ুন: অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত

ধর্ষণ ও খুনের ঘটনার পরেও এই বরাত পাইয়ে দিতে বিপ্লব সিংয়ের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন সন্দীপ। এমনই দাবি সিবিআইয়ের। অচলাবস্থার সুযোগ নিয়ে চুপিসারে এই টেন্ডারও নিজের লোককে পাইয়ে দিয়ে মুনাফা পেতে পিছু হঠেননি সন্দীপ।

এই টেন্ডার সম্পর্কে খোঁজ নিচ্ছে সিবিআই। ইতিমধ্যে সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমান এমএসভিপির থেকেও খোঁজ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, ঘটনার পর এই টেন্ডার ক্লোজ করে দেওয়া উচিত ছিল। ক্লোজ না করে নেক্সাস চালিয়ে গিয়েছেন সন্দীপ।

RG Kar Protest: থামবে না প্রতিবাদ! একাধিক জায়গার নাম বদলে হচ্ছে তিলোত্তমা মোড় বা চত্বর! রইল তালিকা

উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে ও পরবর্তীতে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ মিছিল ও নারীদের সম্মান রক্ষার্থে এমন গণআন্দোলনের রূপ নিতে বিগত কয়েক দশকে দেখেনি গোটা দেশ। চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনার আগে পর্যন্ত মফস্বল এলাকা হিসেবেই পরিচিত ছিল সোদপুর। তবে, নির্যাতিতা তরুনীর মৃত্যুর পর সোদপুরের নাম উঠে এসেছে সকলের মুখে মুখে। নির্যাতিতার বাড়ি এই এলাকায় হওয়ায় রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা দেশ এমনকী যা ছড়িয়েছে বিদেশেও। রাজ্যজুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের রেশ দেখা গিয়েছে সোদপুর পানিহাটি এলাকাতেও।

আরও পড়ুনঃ এ কী কাণ্ড দিঘায়! দাউদাউ করে জ্বলে উঠল ৪টি দোকান! প্রবল আতঙ্ক সমুদ্র শহরে

তবে এবার সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সমাজ মাধ্যম-সহ এলাকায় পোস্টার দিয়ে সোদপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ট্রাফিক মোড়ের নাম বদলে তিলোত্তমা মোড় করার দাবি জানালেন আন্দোলনে শামিল হওয়া সাধারণ সোদপুরের নাগরিকরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই ট্রাফিক মোড়ের নাম বদলে তিলোত্তমা মোড় করার পোস্টারও দেখা যাচ্ছে ওই এলাকায়। আর এরই সমর্থনে রীতিমতো সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রচার। যে ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই চিকিৎসক তরুণীর বাড়ি এই এলাকায় হওয়ায় গুরুত্বপূর্ণ এই মোড়ের নাম বদলে তিলোত্তমা মোড় রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকেও। যাতে মানুষ অন্তত এই নামের মধ্যে দিয়েই ওই চিকিৎসক তরুনীর সঙ্গে ঘটা নৃশংস ঘটনা ও পরবর্তীতে আন্দোলনের রূপ নেওয়া এই ঘটনার স্মৃতি মনে রাখতে পারেন।

নির্যাতিতার স্কুল চন্দ্রচুড় উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিরতা মুখার্জী এ বিষয়ে জানান, ‘নির্যাতিতা প্রাক্তন ছাত্রী এলাকার কৃতি ছাত্রী হিসেবেই পরিচিত ছিল। ফলে তার এমন করুণ পরিণতিতে তাঁর স্মরণে যদি ট্রাফিক মোড় এলাকার নাম বদলে তিলোত্তমা মোড় রাখার প্রস্তাব দেওয়া হয়, সেক্ষেত্রে আমি আপত্তির কিছুই দেখছেন না।’ রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষী ও গুণী ব্যক্তিদের নামে রাস্তা ও গুরুত্বপূর্ণ মোড়ের নাম রয়েছে। সোদপুর এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা ব্যবহার করেই যেহেতু হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করেন সেই জায়গায় দাঁড়িয়ে এই তিলোত্তমা মোড় সকলকে চিকিৎসক তরুনীর উপর হওয়া এই অত্যাচার ও তার ধর্ষকদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাবে বলেও মনে করেন এই শিক্ষিকা।

নারীদের সম্মান রক্ষার্থে আন্দোলন চালিয়ে যাওয়া পাশাপাশি চন্দ্রচূড় হাই স্কুলের প্রাক্তনী সুমিতা রায় জানান যে, যারা এই ট্রাফিক মোড়ের নাম বদলে তিলোত্তমা মোড় রাখার প্রস্তাব দিচ্ছেন, আন্দোলনকারী হিসেবে তাঁদের কাছে কৃতজ্ঞ তিনি। মধ্যমগ্রাম থেকে সোদপুর পাশাপাশি বিটি রোড ব্যবহার করে যাতায়াত করা হাজার হাজার মানুষের কাছে পরিচিত এই ট্রাফিক মোড় নামটি। তবে, আরজিকর কাণ্ডে পর থেকে এই এলাকার মেয়ের এমন করুণ পরিণতির কোথাও মানুষ জেনেছে। এই ট্রাফিক মোড়ের নাম বদলে তিলোত্তমা মোড় রাখলে, এই জায়গার মধ্যে দিয়েই মানুষ তাঁকে মনে রাখবে। অনেকেই এই গুরুত্বপূর্ণ মোড়কে ট্রাফিক মোড় হিসেবে জানলেও এবার থেকে এই মোড়কে তিলোত্তমা মোড় হিসেবেই তুলে ধরার বার্তাও দেন তিনি।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! আরজি কর কাণ্ডে শুনানির আগেই যা ঘটল! সব শুনলে আঁতকে উঠবেন

তবে, বিষয়টি নিয়ে নির্যাতিতা তরুনীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা অবশ্য জানান বিষয়গুলি তাদের ব্যথিত করছে। এছাড়া আর কোনই প্রতিক্রিয়া দিতে চাননি তারা। তবে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোদপুর ট্রাফিক মোড়ের নাম বদলে তিলোত্তমা মোড় রাখার এই প্রস্তাব।

শুধু তাই নয়, জেলার নানা প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নাম তিলোত্তমা চত্বর করা হয়েছে। যার মধ্যে নৈহাটি থেকে অশোকনগর, হাবরা, বারাসাত, সীমান্ত শহর বনগাঁ-সহ বিস্তীর্ণ এলাকার আন্দোলনকারীরা এই নাম দিয়েছেন বলে জানা গিয়েছে। কোথাও তিলোত্তমা চত্বরে করা হয়েছে বিক্ষোভ ও অবস্থান-মঞ্চ। কোথাও আবার নির্যাতিতার প্রতিকৃতি করে দেওয়া হয়েছে মালা। নৈহাটির প্রতিবাদ মিছিলে হামলা চালানোর ঘটনার পর ওই স্থানকেই অনেকে তিলোত্তমা চত্বর বলছেন। গুগল ম্যাপেও এই নামেই নৈহাটিতে দেখা যাচ্ছে ওই স্থানকে। নাম হোক বা স্থান, রাজ্যবাসী যে এই নৃশংস ঘটনা কোনভাবেই ভুলতে চাইছে না, যতদিন না প্রকাশ্যে আসে আসল রহস্য, দোষীদের হয় উপযুক্ত শাস্তি, আর তার জন্যই যেন এই তিলোত্তমা চত্বরকে সর্বসম্মুখে তুলে ধরার আপ্রাণ চেষ্টা আন্দোলনকারী থেকে সাধারণ নাগরিকদের।

Rudra Narayan Roy

Abhik De: দাদাগিরি শেষ, এসএসকেএম হাসপাতালেই আরও কোণঠাসা বিতর্কিত চিকিৎসক অভীক দে

কলকাতা: আগেই সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর৷ এবার আরজি কর কাণ্ডে নাম উঠে আসা বিতর্কিত চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল এসএসকেএম হাসপাতাল৷

বর্তমানে এসএসকেএম হাসপাতালেই সার্জারি বিভাগের পিজিটি হিসেবে নিযুক্ত ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে৷ তাঁর বিরুদ্ধে সরকারি হাসপাতালে হুমকি, দাদাগিরির মতো গুরুতর অভিযোগ সামনে এসেছিল৷ আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও ভাইরাল হওয়া ভিডিও-তে সেমিনার রুমে ভিড়ের মধ্যে এই অভীক দে-কে দেখা গিয়েছিল বলে অভিযোগ৷

এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, হাসপাতালে আর কোনও কাজ করতে পারবেন না অভীক৷ অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ সহ কোথাও আর ডিউটি করতে পারবেন না তিনি৷ হস্টেলের ঘরেও থাকতে পারবেন না৷

আরও পড়ুন: আলোচনার প্রস্তাব অপমানজনক, রাজ্যের সদিচ্ছা নিয়েই প্রশ্ন চিকিৎসকদের! অপেক্ষা করে ফিরলেন মমতা

সোমবার এসএসকেএম হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক হয়৷ সেই বৈঠকেই অভীক দে-র বিরুদ্ধে এই সমস্ত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই অভীকের দে-র বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপগুলির কথা সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানকে জানিয়ে দিয়েছেন এসএসকেএম হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস৷

প্রসঙ্গত, অভীক দে-র পাশাপাশি আর এক বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর৷ আইএমএ-র পক্ষ থেকেও এই দুই চিকিৎসককে সাসপেন্ড করা হয়৷ যদিও আরজি কর কাণ্ডের পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি অভীক দে-কে৷

RG Kar Protest: ‘জাস্টিস ফর আরজি কর’! প্রতিবাদে সরব প্রবাসী বাঙালিরাও! স্লোগানে মুখরিত ফ্লোরিডার মিছিল

উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই, রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই, রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশও।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশও।
গত রবিবার সুপ্রিম কোর্টের শুনানির আগের রাতে বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
গত রবিবার সুপ্রিম কোর্টের শুনানির আগের রাতে বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সুদূর ফোর্টে লডারডেল, ফ্লোরিডাতেও প্রবাসীরা নিজেদের মতো করে প্রতিবাদ কর্মসূচীর আয়েজন করেন। ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১৫০-রও বেশি শহরের মানুষ নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
সুদূর ফোর্টে লডারডেল, ফ্লোরিডাতেও প্রবাসীরা নিজেদের মতো করে প্রতিবাদ কর্মসূচীর আয়েজন করেন। 
৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১৫০-রও বেশি শহরের মানুষ নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১৫০-রও বেশি শহরের মানুষ নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সকলে। প্রত্যেকের দাবি একটাই। আরজি কর হাসপাতালে চিকিৎসক-পডুয়ার নৃশংস ধর্ষণ-খুনের সঠিক তদন্ত এবং বিচার চাই।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সকলে। প্রত্যেকের দাবি একটাই। আরজি কর হাসপাতালে চিকিৎসক-পডুয়ার নৃশংস ধর্ষণ-খুনের সঠিক তদন্ত এবং বিচার চাই।

RG Kar post mortem controversy: চারটের পর ময়নাতদন্ত নয়, আপত্তি জানান আরজি করেরই চিকিৎসক! সামনে এল বিস্ফোরক নথি

কলকাতা: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের ময়নাতদন্ত কেন সূর্যাস্তের পরেও তড়িঘড়ি করা হল, তা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতেও প্রশ্ন তুলেছিল সিবিআই৷ এবার সেই ময়নাতদন্ত নিয়েই চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ নির্যাতিতা চিকিৎসকের ময়নাতদন্তকে কেন্দ্র করে একটি নথি সামনে এসেছে৷ গত ৯ অগাস্ট ওই মহিলা চিকিৎসকের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়৷

মেডিক্যাল বোর্ড গঠনের সেই নির্দেশিকার নথিতেই ময়নাতদন্তকারী দলের সদস্য এক চিকিৎসকই নোট দিয়ে জানিয়েছিলেন, বিকেল চারটের পর ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি লাগবে৷ সেই নির্দেশ না এলে তিনি ময়নাতদন্ত তিনি করতে পারবে না বলেও লিখিত ভাবে জানিয়ে দেন ওই চিকিৎসক৷ স্বাস্থ্য ভবনের পুরনো মেমো উল্লেখ করে রিনা দাস জানান চারটের পরে ময়নাতদন্ত করতে হলে স্পেশাল অর্ডার লাগবে৷ যদিও এই নথির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন: ফের জেল হেফাজতে সন্দীপরা, সিবিআই-এর আবেদন শুনেই ‘কড়া’ মন্তব্য বিচারকের

সূত্রের খবর, এর পরেই ময়না তদন্ত করার অনুমতি দেওয়া হোক বলে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি৷ তার পরেই ৯ অগাস্ট সন্ধ্যাতেই নির্যাতিতা চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করা হয়৷ রাতেই তাঁর দেহের সৎকারও করা হয়৷

আরজি কর কাণ্ডে বার বারই সামনে এসেছে তথ্যপ্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ৷ এই ঘটনার তদন্তে সিবিআই-এর কাছেও অন্যতম ভরসা ময়নাতদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট৷ সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সিবিআই-এর আইনজীবী ফিরোজ এডুলজিও তড়িঘড়ি সন্ধেবেলা ময়নাতদন্ত কেন করা হল, সেই প্রশ্ন তুলেছিলেন৷ ময়নাতদন্তকে কেন্দ্র করে সামনে আসা নতুন এই নথিতে সেই বিতর্ক আরও বাড়ল৷

RG Kar Doctor Murder Case: আরজি কর কাণ্ডের পর প্রশ্নে মহিলা নিরাপত্তা! ক্যারাটের কোন স্টেপগুলি মেয়েদের জেনে রাখা দরকার?

উত্তর দিনাজপুর: আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে বারবার উঠে আসছে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের প্রয়োজনিয়তার কথা। এই অবস্থায় ক্যারেটের কিছু কিছু স্টেপ বর্তমান সময় শিখে নিলেই কেল্লাফতে। মহিলারা নিজেদের আত্মরক্ষার জন্য শিখে নিন ক্যারেটের এই কিছু স্টেপ।

নারীর আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে ক্যারাটের কোনো বিকল্প নেই। তাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাব কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে মেয়েদের বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকেই ছেলেমেয়েরা রাজ্য পর্যায়ে সফলতা লাভ করার পর এবারে জাতীয় পর্যায়ে দিল্লিতে খেলতে যাচ্ছেন। সেই উপলক্ষে কালিয়াগঞ্জ পৌরভবনে সম্বর্ধনা দেওয়া হয় সকল ক্যারাটে চ্যাম্পিয়নদের।

তবে ক্যারাটের কোন কোন স্টেপ মহিলাদের আত্মরক্ষার জন্য সব থেকে বেশী প্রয়োজন? এই বিষয়ে ক্যারাটে প্রশিক্ষক পাপাই সাহা জানান,”বর্তমান সময়ে মহিলাদের আত্মরক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট। এই মার্শাল আর্টে এমন কিছু আত্মরক্ষার পদক্ষেপ রয়েছে যা কেউ কাউকে হত্যা বা আঘাত করতে গেলে রক্ষা করে? ফলে কিছু স্টেপ জেনে রাখা খুব জরুরি।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশে থাকবে বড় চমক? প্রথম টেস্টেই ‘গোপন অস্ত্র’ নামাবেন গম্ভীর! জানুন বিস্তারিত

গ্রেসি জিউ জিৎসু কৌশল হল আক্রমণকারী আক্রমণ করতে গেলে প্রথম প্রায় চারটি ধাপ অনুসরণ করে এই প্রশিক্ষণ টি দেওয়া হয়। তাছাড়া আর্ম গ্র্যাব এস্কেপ কৌশল হল যদি কেউ আপনার কব্জি শক্ত করে ধরে রাখে এক্ষেত্রে এই স্টেপটির মাধ্যমে খুব সহজেই আক্রমণ কারীর হাত থেকে বেরিয়ে আসা যায়। ক্যারেটের এই কিছু কিছু স্টেপ ভাল করে শিখে নিলেই মহিলারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে।

পিয়া গুপ্তা