Tag Archives: Saira Shah Halim

Lok Sabha Election 2024 Phase 7:ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা, প্রতিকুর ধরলেন ভুয়ো ভোটার, আর সুজন…

কলকাতাঃ দেখতে দেখতে শেষ দফায় এসে দাঁড়িল চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজ রাজ‍্যের ৯ কেন্দ্রে ভোট। পশ্চিমবঙ্গে সৌগত রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথমসারির নেতাদের ভাগ্যপরীক্ষা আজ। তালিকায় রয়েছেন বামেদের সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্যের, প্রতিকুর রহমানের নাম। চলতি বছর ভোটের শুরু থেকেই সক্রিয় বামেদের তরুণ ব্রিগেড।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুনঃ বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?

আজ সকাল থেকেই নিজেদের কেন্দ্রে কড়া নজর রাখছে সুজন-প্রতিকুর-সৃজনরা। বারুইপুরে বাধার মুখে পড়ল সৃজন ভট্টাচার্য। তাঁকে ঘিরে বিক্ষোভ। যাদবপুরের সিপিএম প্রার্থী ঢুকতেই বিক্ষোভ শুরু হয়। বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত কেন, এই প্রশ্ন তুলতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

লোকসভা নির্বাচন ২০২৪ বুথ ফেরত সমীক্ষা

অন‍্যদিকে, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান ধরলেন ভুয়ো ভোটার। প্রতিকুরের অভিযোগ ওই ব্যক্তি এসেছিলেন ফলস ভোট দিতে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সে। বাম প্রার্থীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিলেন দে ছুট। দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পিকনিক গার্ডেন্সের এক কেন্দ্রে এক ভুয়ো ভোটার ধরেন।

অপরদিকে, ভোটের দিন সৌজন‍্যতার নজির গড়লেন সুজন চক্রবর্তীর। বুথের সামনে সিপিআইএম কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন। সেই সময় তৃণমূল এজেন্ট প্রতিবাদ করেন। বিষয়টি উত্তপ্ত হচ্ছে দেখে সুজন চক্রবর্তী নিজেই আসরে নামেন। বিরোধী এজেন্টের হাত ধরে সবাই মিলে ভোট করার জন্য আবেদন করেন। তৃণমূল এজেন্ট কথা দেন শান্তিপূর্ণ ভোট হবে কোন দুশ্চিন্তা নেই

CPIM: বেরিয়েছিলেন প্রচারে, তারপর যা অভিযোগ জানালেন সায়রা শাহ হালিম…! জানুন

কলকাতা: প্রচারে বাধা দেওয়ার ছবি ভাইরাল করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার চালাতে শুরু করলো সিপিএম। কীভাবে? প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রচারে গিয়েছিলেন হরিশ মুখার্জি রোডে। সেখানে প্রচারের সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রার্থীর। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

প্রচারে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বৃহস্পতিবার সকালে ভবানীপুর এলাকায় বাম কর্মী-সমর্থকদের সঙ্গে লোকসভা ভোটের প্রচারে বেরিয়েছিলেন সায়রা। অভিযোগ যে, তাঁরা প্রচার করতে করতে হরিশ মুখার্জি রোডে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে বলা হয়, এত জনের জমায়েত করা হবে না। দেখা যায়, এই নিয়ে কালীঘাট থানার পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন সায়রা এবং বাম কর্মী-সমর্থকেরা। পুলিশ অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ আসন সমঝোতা নিয়ে কী ভাবছে সিপিএম? কোন আসনে প্রার্থী দেবে কে? বিরাট চমক আলিমুদ্দিনের আলোচনায়

এ প্রসঙ্গে সায়রা বলেন, “আমি প্রার্থী প্রত্যেক ভোটারের কাছে যাওয়া আমার অধিকার। আমার বক্তব্য তাঁদের কাছে বলতে হবে। এ বিষয়ে আমাকে কেনও আটকানো হবে? এক সঙ্গে এটা ভোটারদেরও অধিকার প্রার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার। তাঁদের বক্তব্য শোনার। পুলিশ কি সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারে? নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি সম্পর্কে অভিযোগ জানানো হবে।”

প্রসঙ্গত, যে এলাকায় সায়রাদের প্রচারে বাধা দেওয়া হয়েছে, সেই এলাকাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাস। যদিও এ প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তাই যে কোনও দলের প্রার্থী কোথাও প্রচারে গেলে তাঁকে সুনির্দিষ্ট পোর্টালে ঢুকে আবেদন করতে হয়। যেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, সেখানে সায়রাদের প্রচারের অনুমতি ছিল না।

এই বিষয় নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সিপিএমের অভিযোগ ইতিমধ্যে কমিশন ইমেলের মাধ্যমে পেয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। যদিও পুলিশের তরফে বক্তব্য, নির্ধারিত রুটের বাইরে অন্য পথে মিছিল করায় আটকায় পুলিশ। কমিশন ‘নির্দিষ্ট রুটম্যাপ’ আমরা চেয়ে পাঠিয়েছে। এ দিকে প্রার্থী কে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে সেটাকেই প্রচারের মাধ্যম করে তুলেছে সিপিএম। দলের ডিজিটাল শাখার পক্ষ থেকে এই ছবি ব্যবহার করা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।