Tag Archives: Sawan 2024

Sawan 2024: শিব ভক্তিতে হাতে তৈরি জিনিসের প্রদর্শনী! শ্রাবণ মাসে আরাধনার আরেক পথ

আলিপুরদুয়ার: শ্রাবণ মাসকে বাবা মহেশ্বরের মাস বলে মনে করা হয়। এই মাস গোটা হিন্দু সম্প্রদায়ের কাছে অতি পবিত্র বলে বিবেচিত। ‌ শিবভক্তরা এই মাসে নিজেদেরকে দেবাদিদেবের চরণে সমর্পন করেন। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলোয় ভক্তদের ঢল নামতে দেখা যায় বিভিন্ন এলাকায়। এই শ্রাবণ মাস উপলক্ষেই প্রতি বছর নিজেদের হাতের কাজের জিনিসপত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেন জয়গাঁর মহিলারা।

শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই প্রদর্শনী বা এক্সিবিশন। হাতে তৈরি রাখি, গয়না, জামা কাপড়, ব্যাগ সব রয়েছে এখানে। এই এক্সিবিশনটি মহিলারা পরিচালনা করেন। বিশেষ করে অবাঙালি মহিলারা থাকেন প্রতিটি দোকানে।

আর‌ও পড়ুন: আমন ধানে শোষক পোকার আক্রমণ থেকে বাঁচতে এই কাজটা অবশ্যই করুন

শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুজো অর্থাৎ তিজ ব্রত পালন করেন এই প্রদর্শনীর আয়োজকরা। এই মাসের প্রতিটি দিন তাঁদের কাছে উৎসবের মত। এই তিজ ব্রত পালনের টাকা তাঁরা জোগাড় করেন এক্সিবিশন করে। সারা বছর ঘরে তাঁরা কিছু না কিছু হাতের কাজ করে থাকেন। সেগুলিকেই এক্সিবিশন চলাকালীন তুলে ধরেন। ঘরের কাজ সামলে বিকেল থেকে এক্সিবিশন স্থলে চলে আসেন। অনেক মহিলা আবার হাতে তৈরি খাবার যেমন কেক, চকলেট, মোমো, রাজ পাঁপড়ি চাটের স্টল দিয়েছেন এখানে। এবছরেও এলাকা সহ পার্শবর্তী এলাকার মানুষেরা আসতে শুরু করেছে তাঁদের এক্সিবিশনে দেখে খুশি সকলে।

অনন্যা দে

Sawan First Day 2024: ৭২ বছর পর বিরল কাকতালীয় যোগ! শ্রাবণের প্রথম সোমবারে ২ শুভ যোগে করুন শিবের পুজো, ভোলেনাথের কৃপায় বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ!

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস৷ ২২শে জুলাই থেকে সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন। এবং এই শ্রাবণ মাস ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস৷ ২২শে জুলাই থেকে সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন। এবং এই শ্রাবণ মাস ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
 আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। এবারের শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হয়েছে এবং সোমবারেই শেষ হবে। যা খুবই শুভ বলে ধরা হয়৷
আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। এবারের শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হয়েছে এবং সোমবারেই শেষ হবে। যা খুবই শুভ বলে ধরা হয়৷
৭২ বছর পর শ্রাবণ মাসে এই বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। শ্রাবন মাসের প্রথম সোমবার দুটি শুভ যোগও তৈরি হয়েছে। প্রথমটি প্রীতি যোগ এবং দ্বিতীয়টি সর্বার্থ সিদ্ধি যোগ। সর্বার্থ সিদ্ধি যোগে আপনি যে কাজই করুন না কেন, তা সফল হবে। এই যোগে করা পূজা পূর্ণ ফল প্রদান করে।
৭২ বছর পর শ্রাবণ মাসে এই বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। শ্রাবন মাসের প্রথম সোমবার দুটি শুভ যোগও তৈরি হয়েছে। প্রথমটি প্রীতি যোগ এবং দ্বিতীয়টি সর্বার্থ সিদ্ধি যোগ। সর্বার্থ সিদ্ধি যোগে আপনি যে কাজই করুন না কেন, তা সফল হবে। এই যোগে করা পূজা পূর্ণ ফল প্রদান করে।
 পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ড. গণেশ মিশ্র শ্রাবণ সোমবার উপবাসের পূজা পদ্ধতি, শুভ সময়, শুভ যোগ, মন্ত্র এবং গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন, যা ভীষণ ফলদায়ক৷ শিবের পুজো করার আগে অবশ্যই তা জেনে নিন৷
পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ড. গণেশ মিশ্র শ্রাবণ সোমবার উপবাসের পূজা পদ্ধতি, শুভ সময়, শুভ যোগ, মন্ত্র এবং গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন, যা ভীষণ ফলদায়ক৷ শিবের পুজো করার আগে অবশ্যই তা জেনে নিন৷
শ্রাবণের প্রথম সোমবার, দুটি শুভ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং প্রীতি যোগ গঠিত হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ আজ ০৫:৩৭ (AM)থেকে শুরু হয় ১০:২১ (PM) পর্যন্ত। যেখানে প্রীতি যোগ আজ সকাল থেকে বিকেল ০৫:৫৮ পর্যন্ত থাকবে।
শ্রাবণের প্রথম সোমবার, দুটি শুভ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং প্রীতি যোগ গঠিত হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ আজ ০৫:৩৭ (AM)থেকে শুরু হয় ১০:২১ (PM) পর্যন্ত। যেখানে প্রীতি যোগ আজ সকাল থেকে বিকেল ০৫:৫৮ পর্যন্ত থাকবে।
সোমবার শিব পূজার শুভ সময় সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় কারণ সেই সময় থেকে সর্বার্থ সিদ্ধি যোগ এবং প্রীতি যোগ গঠিত হয়। এছাড়াও, আপনি যদি চান, আপনি ব্রাহ্ম মুহুর্তে ০৪:১৫ AM থেকে ০৪:৫৬ AM এর মধ্যে স্নান ইত্যাদি করতে পারেন এবং তারপর পূজা শুরু করতে পারেন। আজকের শুভ সময় বা অভিজিৎ মুহুর্তা দুপুর ১২ থেকে ১২.৫৫ পর্যন্ত থাকবে।
সোমবার শিব পূজার শুভ সময় সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় কারণ সেই সময় থেকে সর্বার্থ সিদ্ধি যোগ এবং প্রীতি যোগ গঠিত হয়। এছাড়াও, আপনি যদি চান, আপনি ব্রাহ্ম মুহুর্তে ০৪:১৫ AM থেকে ০৪:৫৬ AM এর মধ্যে স্নান ইত্যাদি করতে পারেন এবং তারপর পূজা শুরু করতে পারেন। আজকের শুভ সময় বা অভিজিৎ মুহুর্তা দুপুর ১২ থেকে ১২.৫৫ পর্যন্ত থাকবে।
শিব পূজার সময় গঙ্গাজল, ফুল, চন্দন, বেলপাত্র, শণ, দাতুরা, ধূপ, প্রদীপ, ঘ্রাণ, কাঁচা গরুর দুধ, মধু, শমি পাতা, আঁক ফুল, মৌসুমি ফল, চিনি, গরুর ঘি, কর্পূর , রক্ষাসূত্র, বস্ত্র, যজ্ঞোপবীত, সুগন্ধি, লবঙ্গ, এলাচ, জাফরান, সুপারি, সুপারি ইত্যাদি প্রয়োজন হয়। এছাড়াও শিব চালিসা, শিব আরতি এবং সোমবার ব্রত কথার বই লাগবে। শিবের পূজায় সিঁদুর, হলুদ, শাঁখা, তুলসী পাতা, নারকেল, কেতকী ফুল ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ।
শিব পূজার সময় গঙ্গাজল, ফুল, চন্দন, বেলপাত্র, শণ, দাতুরা, ধূপ, প্রদীপ, ঘ্রাণ, কাঁচা গরুর দুধ, মধু, শমি পাতা, আঁক ফুল, মৌসুমি ফল, চিনি, গরুর ঘি, কর্পূর , রক্ষাসূত্র, বস্ত্র, যজ্ঞোপবীত, সুগন্ধি, লবঙ্গ, এলাচ, জাফরান, সুপারি, সুপারি ইত্যাদি প্রয়োজন হয়। এছাড়াও শিব চালিসা, শিব আরতি এবং সোমবার ব্রত কথার বই লাগবে। শিবের পূজায় সিঁদুর, হলুদ, শাঁখা, তুলসী পাতা, নারকেল, কেতকী ফুল ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ।
শ্রাবণ মাসের প্রথম সোমবারের উপবাস সকল প্রকার সুখ দিতে চলেছে। ভগবান শিবের কৃপায় সকলের সমস্ত ইচ্ছা পূরণ হবে। যারা বিয়েতে কোনও বাধা বা বিলম্বের সম্মুখীন হয় তাদের শ্রাবণ সোমবার উপবাস করা উচিত।
শ্রাবণ মাসের প্রথম সোমবারের উপবাস সকল প্রকার সুখ দিতে চলেছে। ভগবান শিবের কৃপায় সকলের সমস্ত ইচ্ছা পূরণ হবে। যারা বিয়েতে কোনও বাধা বা বিলম্বের সম্মুখীন হয় তাদের শ্রাবণ সোমবার উপবাস করা উচিত।

West Bardhaman News: শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধাম যান নিশ্চিন্তে, ট্রেন যাত্রীদের জন্য এলাহী ব্যবস্থা রেলের!

শ্রাবণ সোমবার উপলক্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধামে ভিড় হবে বহু ভক্তদের। শ্রাবণী মেলায় ভক্ত সমাগমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই আসানসোল ডিভিশন বহু যাত্রী আসন বাড়িয়েছে। তাছাড়াও যাত্রীদের জন্য হয়েছে নানা রকমের ব্যবস্থা।
শ্রাবণ সোমবার উপলক্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধামে ভিড় হবে বহু ভক্তদের। শ্রাবণী মেলায় ভক্ত সমাগমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই আসানসোল ডিভিশন বহু যাত্রী আসন বাড়িয়েছে। তাছাড়াও যাত্রীদের জন্য হয়েছে নানা রকমের ব্যবস্থা।
যে সমস্ত স্টেশনগুলি থেকে বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলায় যাওয়া যাবে, সেই সমস্ত মূল স্টেশনগুলিতে যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে জসিডি, দেওঘর, বাসুকিনাথ এবং বৈদ্যনাথ ধামের মত গুরুত্বপূর্ণ স্টেশনগুলি।
যে সমস্ত স্টেশনগুলি থেকে বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলায় যাওয়া যাবে, সেই সমস্ত মূল স্টেশনগুলিতে যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে জসিডি, দেওঘর, বাসুকিনাথ এবং বৈদ্যনাথ ধামের মত গুরুত্বপূর্ণ স্টেশনগুলি।
যাত্রীদের সুবিধার জন্য এই সমস্ত স্টেশনগুলিতে তৈরি করা হয়েছে বাড়তি যাত্রী প্রতীক্ষালয়। তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক। যাত্রী সুরক্ষায় থাকছেন বাড়তি রেল পুলিশের কর্মীরা। একইসঙ্গে শ্রাবণী মেলা উপলক্ষে স্টেশনগুলিতে থাকবেন ঝাড়খণ্ডের পুলিশকর্মীরা।
যাত্রীদের সুবিধার জন্য এই সমস্ত স্টেশনগুলিতে তৈরি করা হয়েছে বাড়তি যাত্রী প্রতীক্ষালয়। তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক। যাত্রী সুরক্ষায় থাকছেন বাড়তি রেল পুলিশের কর্মীরা। একইসঙ্গে শ্রাবণী মেলা উপলক্ষে স্টেশনগুলিতে থাকবেন ঝাড়খণ্ডের পুলিশকর্মীরা।
অন্যদিকে শ্রাবণী মেলায় আসা রেল যাত্রীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের। এই প্যারামেডিকেল সেন্টারগুলিতে সর্বক্ষণ থাকবেন চিকিৎসকরা। এছাড়াও থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা।
অন্যদিকে শ্রাবণী মেলায় আসা রেল যাত্রীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের। এই প্যারামেডিকেল সেন্টারগুলিতে সর্বক্ষণ থাকবেন চিকিৎসকরা। এছাড়াও থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা।
ট্রেন যাত্রীদের জন্য বিভিন্ন প্রাথমিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকছে। অতিরিক্ত কলের ব্যবস্থা থাকছে। যার ফলে জল নিয়ে সমস্যায় পড়তে হবে না পুণ্যার্থীদের। এছাড়াও বিনামূল্যের শৌচালয় থাকছে। বসানো হয়েছে বায়ো টয়লেট। থাকছে বাড়তি অনুসন্ধান কেন্দ্র। পাশাপাশি, একটি হেলপ্লাইন চালু করা হয়েছে।
ট্রেন যাত্রীদের জন্য বিভিন্ন প্রাথমিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকছে। অতিরিক্ত কলের ব্যবস্থা থাকছে। যার ফলে জল নিয়ে সমস্যায় পড়তে হবে না পুণ্যার্থীদের। এছাড়াও বিনামূল্যের শৌচালয় থাকছে। বসানো হয়েছে বায়ো টয়লেট। থাকছে বাড়তি অনুসন্ধান কেন্দ্র। পাশাপাশি, একটি হেলপ্লাইন চালু করা হয়েছে।

Sawan Vrat 2024: শ্রাবণ সোমবারের উপোস রাখবেন? মেনে চলুন এই বিশেষ রীতি, কোন খাবার ভুলেও ছোঁবেন না জানুন

শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস বল মনে করা হয়। তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস বল মনে করা হয়। তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২২ জুলাই থেকে। বিশেষ বিষয় হল এটি সোমবার থেকে শুরু হচ্ছে যা সর্বদা ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২২ জুলাই থেকে। বিশেষ বিষয় হল এটি সোমবার থেকে শুরু হচ্ছে যা সর্বদা ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
সাধারণত এই গোটা মাস জুড়ে শিবের বিশেষ উপাসনা করা হয়। এই মাসে শিবের কৃপা পেতে উপবাস, পুজো, জলাভিষেক ও বিশেষ রীতি মেনে পুজো করা হয়। সোমবারের সঙ্গে চাঁদের একটি সম্পর্ক রয়েছে। সোম মানে চন্দ্র। ভোলেবাবার মাথায় প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত উপবাস ও বিশেষ পুজো মনে করা হয়।
সাধারণত এই গোটা মাস জুড়ে শিবের বিশেষ উপাসনা করা হয়। এই মাসে শিবের কৃপা পেতে উপবাস, পুজো, জলাভিষেক ও বিশেষ রীতি মেনে পুজো করা হয়। সোমবারের সঙ্গে চাঁদের একটি সম্পর্ক রয়েছে। সোম মানে চন্দ্র। ভোলেবাবার মাথায় প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত উপবাস ও বিশেষ পুজো মনে করা হয়।
অনেকেই রয়েছেন, চার বা আট নয়, ষোলো সোমবার পালন না করা পর্যন্ত ক্ষান্ত হন না। সাধারণত অবিবাহিতদের জন্য শিবের মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই শুভ মাসে শিবের উপাসনা যেমন করা হয়, তেমনি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাপূরণ হতে পারে। শ্রাবণ সোমবার উপোস রাখলে পুজোর আচার, নিয়ম ও কী কী করণীয়, তা জেনে নিন...
অনেকেই রয়েছেন, চার বা আট নয়, ষোলো সোমবার পালন না করা পর্যন্ত ক্ষান্ত হন না। সাধারণত অবিবাহিতদের জন্য শিবের মাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই শুভ মাসে শিবের উপাসনা যেমন করা হয়, তেমনি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাপূরণ হতে পারে। শ্রাবণ সোমবার উপোস রাখলে পুজোর আচার, নিয়ম ও কী কী করণীয়, তা জেনে নিন…
সারাদিন উপোস রাখতে না পারলে সন্ধ্যায় সূর্যাস্তের পর উপোস ভাঙতে পারেন। যদি দুর্বল বা অসুস্থ বোধ করেন তবে উপোস পালনের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন।
সারাদিন উপোস রাখতে না পারলে সন্ধ্যায় সূর্যাস্তের পর উপোস ভাঙতে পারেন। যদি দুর্বল বা অসুস্থ বোধ করেন তবে উপোস পালনের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন।
উপোসের সময় হাইড্রেটেড থাকা জরুরি। তাই এদিন প্রচুর পরিমাণে জল, বাটারমিল্ক বা ফলের রস পান করতে পারেন। ফল, বাদাম এবং বীজের মতো হালকা খাবার খেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এদিন মনে পজিটিভ থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে পারেন।
উপোসের সময় হাইড্রেটেড থাকা জরুরি। তাই এদিন প্রচুর পরিমাণে জল, বাটারমিল্ক বা ফলের রস পান করতে পারেন। ফল, বাদাম এবং বীজের মতো হালকা খাবার খেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এদিন মনে পজিটিভ থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে পারেন।
শ্রাবণের সোমবারের উপোস ভেঙে ফল, সাবুদানা, দুধ, দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন। তবে কোনও ভাবেই তেল, ভাত, ওটস, বার্লি, ময়দা খাওয়া যাবে না। মদ্যপান একেবারে নিষেধ। আদা-রসুনও বাদ দিতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
শ্রাবণের সোমবারের উপোস ভেঙে ফল, সাবুদানা, দুধ, দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন। তবে কোনও ভাবেই তেল, ভাত, ওটস, বার্লি, ময়দা খাওয়া যাবে না। মদ্যপান একেবারে নিষেধ। আদা-রসুনও বাদ দিতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Sawan First Day 2024: রাত পোহালেই শ্রাবণের প্রথম সোমবার, পুজোর আগে করুন ছোট্ট এই কাজ, বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব, বাধা-বিপত্তি সব শেষ!

ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২২শে জুলাই থেকে। বিশেষ বিষয় হল এটি সোমবার থেকে শুরু হচ্ছে যা সর্বদা ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২২শে জুলাই থেকে। বিশেষ বিষয় হল এটি সোমবার থেকে শুরু হচ্ছে যা সর্বদা ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
এই মাসে কেউ কেউ বাড়িতে শিবলিঙ্গ তৈরি করেন আবার কেউ কেউ শিবলিঙ্গও প্রতিষ্ঠা করেন। আপনিও যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে যাচ্ছেন, তাহলে জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়ম মেনে চলুন যা আপনাকে শুভ ফল দেবে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক ।
এই মাসে কেউ কেউ বাড়িতে শিবলিঙ্গ তৈরি করেন আবার কেউ কেউ শিবলিঙ্গও প্রতিষ্ঠা করেন। আপনিও যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে যাচ্ছেন, তাহলে জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়ম মেনে চলুন যা আপনাকে শুভ ফল দেবে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক ।
আপনি যদি আপনার বাড়ির মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, তবে মনে রাখবেন প্রদোষ কালকে এর জন্য সবচেয়ে শুভ সময় বলে মনে করা হয়। সেখানে প্রতিষ্ঠার পর প্রতিদিন তাদের পূজা করুন। শিবলিঙ্গের অভিষেকও করুন। শ্রাবণ মাসে, শুভ সময়ে ঘরে স্থাপিত শিবলিঙ্গের পূজা করুন।
আপনি যদি আপনার বাড়ির মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, তবে মনে রাখবেন প্রদোষ কালকে এর জন্য সবচেয়ে শুভ সময় বলে মনে করা হয়। সেখানে প্রতিষ্ঠার পর প্রতিদিন তাদের পূজা করুন। শিবলিঙ্গের অভিষেকও করুন। শ্রাবণ মাসে, শুভ সময়ে ঘরে স্থাপিত শিবলিঙ্গের পূজা করুন।
জ্যোতিষীর মতে, বাড়িতে কখনওই বড় আকারের শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। পূজার জন্য একটি অঙ্গুষ্ঠ আকারের শিবলিঙ্গ স্থাপন করতে হবে।
জ্যোতিষীর মতে, বাড়িতে কখনওই বড় আকারের শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। পূজার জন্য একটি অঙ্গুষ্ঠ আকারের শিবলিঙ্গ স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, বাড়িতে পারদ বা রুপোর তৈরি শিবলিঙ্গ স্থাপন করতে হবে। ঘরে রুদ্রাভিষেক হলে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, বাড়িতে পারদ বা রুপোর তৈরি শিবলিঙ্গ স্থাপন করতে হবে। ঘরে রুদ্রাভিষেক হলে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে।
শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে স্নান করতে হবে। ভগবান শিবকে পঞ্চামৃত এবং তারপর বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। এরপর শিবলিঙ্গকে চন্দন দিয়ে লেপে দিতে হবে।
শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে স্নান করতে হবে। ভগবান শিবকে পঞ্চামৃত এবং তারপর বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। এরপর শিবলিঙ্গকে চন্দন দিয়ে লেপে দিতে হবে।
শিবলিঙ্গে বেলপত্র, ফুল, শণ, ধতুরা ইত্যাদি অর্পণ করুন। পূজার পরে, ভগবান শিবের আরতি করুন এবং অন্ন প্রদান করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন৷ মহাদেব প্রসন্ন হলেই সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ হবে৷
শিবলিঙ্গে বেলপত্র, ফুল, শণ, ধতুরা ইত্যাদি অর্পণ করুন। পূজার পরে, ভগবান শিবের আরতি করুন এবং অন্ন প্রদান করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন৷ মহাদেব প্রসন্ন হলেই সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ হবে৷

Sawan 2024: সবুজ রঙেই তুষ্ট মহাদেব…! শিবের আশীর্বাদ পেতে শ্রাবণে করুন এই কাজ, খুলবে বন্ধ ভাগ্য, বিবাহিত মহিলারা সুখের জোয়ারে ভাসবেন

শ্রাবণ মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন। এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা দূর হয়।
শ্রাবণ মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন। এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা দূর হয়।
 এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণেই প্রায়শই দেখা যায় যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক, চুড়ি এবং কানের দুল পরেন।
এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণেই প্রায়শই দেখা যায় যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক, চুড়ি এবং কানের দুল পরেন।
আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলি পরা হয়? ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কী? শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন বিশদে৷
আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলি পরা হয়? ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কী? শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন বিশদে৷
পণ্ডিত ঋষিকান্ত মিশ্র বলেছেন যে শ্রাবণকে সবুজের মাস হিসাবেও বিবেচনা করা হয়। কারণ বৃষ্টি এলেই শুধু গাছ-গাছালি নয়, পুরো পৃথিবী সবুজ দেখাতে শুরু করে। আসুন আমরা আপনাকে বলি যে সবুজ রঙ প্রেম, সুখ এবং আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এ কারণে শ্রাবণে নারীরা সবুজ চুড়ি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করে আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায়।
পণ্ডিত ঋষিকান্ত মিশ্র বলেছেন যে শ্রাবণকে সবুজের মাস হিসাবেও বিবেচনা করা হয়। কারণ বৃষ্টি এলেই শুধু গাছ-গাছালি নয়, পুরো পৃথিবী সবুজ দেখাতে শুরু করে। আসুন আমরা আপনাকে বলি যে সবুজ রঙ প্রেম, সুখ এবং আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এ কারণে শ্রাবণে নারীরা সবুজ চুড়ি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করে আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায়।
সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক, তাই মহিলারা সবুজ পোশাক পরেন। চুড়ি এবং জামাকাপড়ের পাশাপাশি, হাতে মেহেন্দিও লাগান। বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব-পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক, তাই মহিলারা সবুজ পোশাক পরেন। চুড়ি এবং জামাকাপড়ের পাশাপাশি, হাতে মেহেন্দিও লাগান। বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব-পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
জ্যোতিষীর মতে, বিশ্বাস করা হয় যে সবুজ রং মহাদেবকে খুব খুশি করে। এই মাসে, বিবাহিত মহিলারা যারা সবুজ চুড়ি এবং পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান। এছাড়াও সবুজ রং পরিধান করে শিব-পার্বতী পূজা করলে পরিবারের মঙ্গল হয়।
জ্যোতিষীর মতে, বিশ্বাস করা হয় যে সবুজ রং মহাদেবকে খুব খুশি করে। এই মাসে, বিবাহিত মহিলারা যারা সবুজ চুড়ি এবং পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান। এছাড়াও সবুজ রং পরিধান করে শিব-পার্বতী পূজা করলে পরিবারের মঙ্গল হয়।
শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরলে ইতিবাচক শক্তি আসে।
শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরলে ইতিবাচক শক্তি আসে।

Sawan Navpancham Rajyog 2024: শ্রাবণের প্রথম সোমবারেই বিশাল নবপঞ্চম রাজযোগের নির্মাণ! শিবের আশীর্বাদে ত্রিভুবন কাঁপাবে ৩ রাশি

জ্যোতিষ শাস্ত্রমতে ২০২৪-এর শ্রাবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কেননা বৈদিক শাস্ত্রমতে ২২ জুলাই ২০২৪ (হিন্দি ক্যালেন্ডার মতে) অত্যন্ত শুভ নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ শাস্ত্রমতে ২০২৪-এর শ্রাবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কেননা বৈদিক শাস্ত্রমতে ২২ জুলাই ২০২৪ (হিন্দি ক্যালেন্ডার মতে) অত্যন্ত শুভ নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
যখনই দুই গ্রহ একে অপরের সঙ্গে পঞ্চম ও নবম ঘরে অবস্থান করে থাকে ঠিক সেই সময়েই নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
যখনই দুই গ্রহ একে অপরের সঙ্গে পঞ্চম ও নবম ঘরে অবস্থান করে থাকে ঠিক সেই সময়েই নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই সোমবারের তৈরি হচ্ছে অতি শুভ সংযোগ, এরফলে ভোলানাথের কৃপায় জীবনে আরও সুন্দর পরিস্থিতি আসতে চলেছে ৷ জীবনের প্রতিটি উন্নতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই সোমবারের তৈরি হচ্ছে অতি শুভ সংযোগ, এরফলে ভোলানাথের কৃপায় জীবনে আরও সুন্দর পরিস্থিতি আসতে চলেছে ৷ জীবনের প্রতিটি উন্নতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই নবপঞ্চম রাজযোগের ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে এরফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই নবপঞ্চম রাজযোগের ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে এরফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই নবপঞ্চম রাজযোগের ফলে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এই নবপঞ্চম রাজযোগের ফলে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল হতে চলেছে, জীবনের প্রতিটি মুহূর্তেই নতুন নতুন অধ্যায়ের শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল হতে চলেছে, জীবনের প্রতিটি মুহূর্তেই নতুন নতুন অধ্যায়ের শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
চাকরি ও ব্যবসায় অত্যন্ত ভাল পরিস্থিতি আসতে চলেছে ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে ৷ ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
চাকরি ও ব্যবসায় অত্যন্ত ভাল পরিস্থিতি আসতে চলেছে ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে ৷ ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে বিরাট মুহূর্ত আসতে চলেছে ৷ পৈতৃক সুখ পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে বিরাট মুহূর্ত আসতে চলেছে ৷ পৈতৃক সুখ পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
আইন আদালতের মামলায় এবার জয় পাবেন ৷ নতুন কাজ শুরু করতে চাইলে এই সময় অত্যন্ত লাভের হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আইন আদালতের মামলায় এবার জয় পাবেন ৷ নতুন কাজ শুরু করতে চাইলে এই সময় অত্যন্ত লাভের হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বিবাহিত জীবন সুখের হবে, অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
বিবাহিত জীবন সুখের হবে, অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ নবপঞ্চম রাজযোগের ফলে জীবনে আরও সুন্দর মুহূর্ত আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে ৷ নবপঞ্চম রাজযোগের ফলে জীবনে আরও সুন্দর মুহূর্ত আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারে উন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কনফিডেন্স পাবেন জাতক-জাতিকারা ৷ নতুন কোনও প্রজেক্ট তৈরি হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারে উন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কনফিডেন্স পাবেন জাতক-জাতিকারা ৷ নতুন কোনও প্রজেক্ট তৈরি হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
পরিবারের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটবে ৷ বিবাহিত জীবনে সুখ ভরে উঠবে ৷ সব মিলিয়ে জীবন হবে আগের থেকে আরও ভাল ৷ প্রতীকী ছবি ৷
পরিবারের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটবে ৷ বিবাহিত জীবনে সুখ ভরে উঠবে ৷ সব মিলিয়ে জীবন হবে আগের থেকে আরও ভাল ৷ প্রতীকী ছবি ৷

Sawan Somvar 2024: শ্রাবণের প্রথম সোমবার ঠিক কীভাবে পুজো করবেন? মহাদেবকে কী কী অর্পণ করবেন? সঠিক পদ্ধতি মানলে জীবন বদলে যাবে

*ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে। মানুষের বিশ্বাস, এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি মেলে।
*ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবেদ্য অর্পণ করতে হবে। মানুষের বিশ্বাস, এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে সহজেই মুক্তি মেলে।
*শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়। কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে, তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে।
*শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়। কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে, তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে।
*গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ। সরিষার তেল নিবেদনের সময় 'ওম নমঃ শিবায়' জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে।
*গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ। সরিষার তেল নিবেদনের সময় ‘ওম নমঃ শিবায়’ জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে।
*কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছাপূরণ হয় এবং অশান্তি দূর হয়।
*কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছাপূরণ হয় এবং অশান্তি দূর হয়।
*গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তাঁর জীবনে পজিটিভ এনার্জি আসে। সন্তান সুখ পাওয়া যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকে।
*গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তাঁর জীবনে পজিটিভ এনার্জি আসে। সন্তান সুখ পাওয়া যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকে।
*ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে। এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
*ভগবান শিবের পুজোয় ছোলার ডাল অর্পণ করা যেতে পারে। এক্ষেত্রে এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

Sawan Lucky Zodiac Signs 2024: অঢেল অর্থলাভ! পরিবারে সুসংবাদ! চাকরিতে একলাফে আকাশছোঁয়া উন্নতি! শ্রাবণে বাম্পার পরিবর্তন এই ৫ রাশির জীবনে

বুধবার থেকে পড়ে গিয়েছে শ্রাবণমাস। এই মাস অত্যন্ত পুণ্যের। পবিত্র এই মাসকে বলা হয় ভগবান শিবের মাস।
বুধবার থেকে পড়ে গিয়েছে শ্রাবণমাস। এই মাস অত্যন্ত পুণ্যের। পবিত্র এই মাসকে বলা হয় ভগবান শিবের মাস।

 

জ্যোতিষ মতে পাঁচটি রাশির উপর এই শ্রাবণে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হবে। সেই রাশির জাতক জাতিকাদের জীবন হয়ে উঠবে সোনায় সোহাগা। সেই রাশিগুলি কী কী, বলছেন জ্যোতিষী নন্দকিশোর মুদগল।
জ্যোতিষ মতে পাঁচটি রাশির উপর এই শ্রাবণে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হবে। সেই রাশির জাতক জাতিকাদের জীবন হয়ে উঠবে সোনায় সোহাগা। সেই রাশিগুলি কী কী, বলছেন জ্যোতিষী নন্দকিশোর মুদগল।

 

বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই শ্রাবণমাস অত্যন্ত শুভ হতে চলেছে। বৃহস্পতির আশীর্বাদে শুভ ফল পাবেন তাঁরা।
বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই শ্রাবণমাস অত্যন্ত শুভ হতে চলেছে। বৃহস্পতির আশীর্বাদে শুভ ফল পাবেন তাঁরা।

 

কর্কটরাশির জাতক জাতিকাদের জন্যেও শ্রাবণমাস অত্যন্ত পবিত্র। ভগবান শিবের আশীর্বাদে মঙ্গল হবে তাঁদের। অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। কাজে সাফল্য পাবেন।
কর্কটরাশির জাতক জাতিকাদের জন্যেও শ্রাবণমাস অত্যন্ত পবিত্র। ভগবান শিবের আশীর্বাদে মঙ্গল হবে তাঁদের। অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। কাজে সাফল্য পাবেন।

 

তুলারাশির জাতক জাতিকাদের কাছে শ্রাবণমাস অত্যন্ত শুভ হতে চলেছে। তাঁদের মনের ইচ্ছে পূর্ণ হবে।
তুলারাশির জাতক জাতিকাদের কাছে শ্রাবণমাস অত্যন্ত শুভ হতে চলেছে। তাঁদের মনের ইচ্ছে পূর্ণ হবে।

 

মকররাশির জাতক জাতিকাদের উপর বর্ষিত হবে ভগবান মহাদেবের আশীর্বাদ। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জীবনের শুভ সূচনা হবে। সাধকের মনস্কামনা পূর্ণ হবে।
মকররাশির জাতক জাতিকাদের উপর বর্ষিত হবে ভগবান মহাদেবের আশীর্বাদ। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জীবনের শুভ সূচনা হবে। সাধকের মনস্কামনা পূর্ণ হবে।

 

শ্রাবণমাস অত্যন্ত মঙ্গলজনক হতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য। তাঁদের উপর বর্ষিত হবে ভগবান শিবের বিশেষ কৃপা। তাঁদের ভাগ্যে আছে প্রচুর ধনসম্পদলাভ। পরিবারে আসবে সুসংবাদ। দীর্ঘ দিনের অনাদায়ী ঋণ শোধ হবে। কেরিয়ারে হবে নতুন সূত্রপাত।
শ্রাবণমাস অত্যন্ত মঙ্গলজনক হতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য। তাঁদের উপর বর্ষিত হবে ভগবান শিবের বিশেষ কৃপা। তাঁদের ভাগ্যে আছে প্রচুর ধনসম্পদলাভ। পরিবারে আসবে সুসংবাদ। দীর্ঘ দিনের অনাদায়ী ঋণ শোধ হবে। কেরিয়ারে হবে নতুন সূত্রপাত।

Sawan 2024: লবঙ্গ আর ছোট এলাচ! ব্যস…! শ্রাবণের প্রতি সোমবার করুন বিশেষ এই কাজ! মিরাকল ঘটবে

*বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ এমনিতেই শ্রাবণ মহাদেবের প্রিয় সময়, তার উপর সোমবার হল শিবের দিন। এই দিনে মহাদেবের আরাধনা করলে সহজেই তাঁকে তুষ্ট করা যায়।
*বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ এমনিতেই শ্রাবণ মহাদেবের প্রিয় সময়, তার উপর সোমবার হল শিবের দিন। এই দিনে মহাদেবের আরাধনা করলে সহজেই তাঁকে তুষ্ট করা যায়।
*প্রচলিত বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসের সোমবারে উপবাস রেখে শিবপুজো করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়। ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার অবিবাহিত নারী ও পুরুষদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের সোমবার এই কাজগুলি করলে মনের মতো জীবনসঙ্গী লাভ করা সম্ভব।
*প্রচলিত বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসের সোমবারে উপবাস রেখে শিবপুজো করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়। ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার অবিবাহিত নারী ও পুরুষদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের সোমবার এই কাজগুলি করলে মনের মতো জীবনসঙ্গী লাভ করা সম্ভব।
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যায় শিব ও পার্বতীর পুজো করুন। পুজোর পর ১০৮টি বেলপাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখুন। এরপর এই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এই কাজ করলে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকলে তা কেটে যাবে এবং আপনাদের বিয়ের পথ সুগম হবে।
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যায় শিব ও পার্বতীর পুজো করুন। পুজোর পর ১০৮টি বেলপাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখুন। এরপর এই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এই কাজ করলে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকলে তা কেটে যাবে এবং আপনাদের বিয়ের পথ সুগম হবে।
*শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের জলাভিষেকের বিশেষ গুরুত্ব রয়েছে। যাদের বিয়ের পথে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, তারা এদিন শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন। মনে করা হয় এর ফলে বিয়েতে যাবতীয় বাধা কেটে যাবে এবং আপনি নিজের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন।
*শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের জলাভিষেকের বিশেষ গুরুত্ব রয়েছে। যাদের বিয়ের পথে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, তারা এদিন শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন। মনে করা হয় এর ফলে বিয়েতে যাবতীয় বাধা কেটে যাবে এবং আপনি নিজের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন।
*শ্রাবণ মাসের সোমবারে সন্ধ্যায় জলাশয়ের পরিষ্কার মাটি নিয়ে ১০৮টি শিবলিঙ্গ নির্মাণ করুন। লবঙ্গ ও ছোট এলাচ পানপাতায় করে এই শিবলিঙ্গে নিবেদন করে পুজো করুন।
*শ্রাবণ মাসের সোমবারে সন্ধ্যায় জলাশয়ের পরিষ্কার মাটি নিয়ে ১০৮টি শিবলিঙ্গ নির্মাণ করুন। লবঙ্গ ও ছোট এলাচ পানপাতায় করে এই শিবলিঙ্গে নিবেদন করে পুজো করুন।
*১০৮ বার জপ করুন, 'ওম গৌরী শংকরায় নমহঃ' এবং 'ওম পার্বতীপতায় নমহঃ' মন্ত্র। পরের দিন এই শিবলিঙ্গগুলি নদীর জলে ভাসিয়ে দিন। এতে পছন্দসই জীবনসঙ্গী পাওয়া যায় ও দাম্পত্য জীবন সুখের হয়।
*১০৮ বার জপ করুন, ‘ওম গৌরী শংকরায় নমহঃ’ এবং ‘ওম পার্বতীপতায় নমহঃ’ মন্ত্র। পরের দিন এই শিবলিঙ্গগুলি নদীর জলে ভাসিয়ে দিন। এতে পছন্দসই জীবনসঙ্গী পাওয়া যায় ও দাম্পত্য জীবন সুখের হয়।