Tag Archives: Sealdah Station

Sealdah Train: শিয়ালদহে ট্রেনের তুমুল সমস্যায় ভয়ঙ্কর ঘটনা! জীবন শেষ যুবকের! টিটাগড়ে ভয়াবহ কাণ্ড

উওর ২৪ পরগনা: শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হওয়ায়, চরম হয়রানির শিকার যাত্রীরা। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় ঘটল বিপত্তি। ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল টিটাগরের এক ২২ বছর বয়সের যুবকের।

জানা গিয়েছে, ওই যুবক সেক্টর ৫-এর কাজ করেন, নাম মোহাম্মদ আলী হাসান আনসারী। গরমে একেই অস্বস্তিকর পরিস্থিতি, তার মধ্যে আবারও বেশ কয়েকদিন চরম হয়রানির শিকার হতে হবে ট্রেন যাত্রীদের। যদিও এই অল্প কয়েকদিনের সমস্যা কাটলেই, বিশেষ সুবিধা মিলবে শিয়ালদহ শাখার ট্রেন যাত্রীদের বলেই দাবি রেল সূত্রে।

আরও পড়ুন: বিরাট খবর! নিজের ‘ভবিষ্যদ্বাণী’ না মিলতেই বড় দাবি প্রশান্ত কিশোরের! তোলপাড় পড়ল দেশে

জানা গিয়েছে, পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদহে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সংস্কার করা হচ্ছে। অতীতে এই প্লাটফর্মে নয় বগির ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা থাকলেও, ১২ বগির ট্রেন এই স্টেশন গুলিতে দাঁড়াতে পারত না। ফলে সমস্যায় পড়তে হতো। এবার শিয়ালদহ শাখার সব ট্রেন ১২ বগি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রেলের তরফে। তাই এই এক থেকে পাঁচ নম্বর স্টেশন সংস্কার করে ১২ বগি ট্রেন দাঁড়ানোর মত করা হচ্ছে। এই কাজের জন্যই, তিন দিন শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা ও বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রেলের তরফে।

সেগুলি শিয়ালদহ-র পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে বলে জানানো হয়। যা চলবে রবিবার দুপুর পর্যন্ত। তবে সপ্তাহান্তে রেলের এই সিদ্ধান্তে রীতিমতো চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রী থেকে সাধারণ মানুষজন। অনেকেই গুরুত্বপূর্ণ কাজে ট্রেন ধরতে সকালে স্টেশন গুলিতে উপস্থিত হলেও, সঠিক টাইমে মিলছে না ট্রেন। প্রতিটি ট্রেনেই চরম ভিড়। ফলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রাপথ সংক্ষিপ্ত করায় ট্রেন দমদম এবং ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবারও তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে, ফলে অতিরিক্ত কিছু সময় লাগছে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনে জমছে যাত্রীদের ভিড়। ট্রেনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের। যদিও পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ঘোষণা করা হচ্ছে স্টেশনগুলিতে।

গুরুত্বপূর্ণ শিয়ালদহ স্টেশন সংস্কার সহ ওভারহেডের তারের কাজ ও আনুষাঙ্গিক সতর্কতার কাজ শেষ হলেই আবারও পুনরায় নিয়ম মেনে চলতে পারবে ১২ কামরার ট্রেন। ফলে অতিরিক্ত আরও যাত্রী পরিবহনে বাড়তি সুবিধা মিলবে বলেই জানায় রেল। তবে এই কাজের কারণে শিয়ালদহ মেন লাইন এবং শিয়ালদহ বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। যদিও দীর্ঘ মেয়াদী সুবিধার জন্য, কয়েকদিনের এই সমস্যা মেনে নিতে রাজি নিত্যযাত্রীরাও।

—– Rudra Narayan Roy

Sealdah station: বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, কবে চালু? ভোগান্তির আশঙ্কা

আগামিকাল, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম৷ এ দিন এমনই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম৷
আগামিকাল, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম৷ এ দিন এমনই জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম৷
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছ৷ আগামিকাল থেকে তার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হবে৷
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছ৷ আগামিকাল থেকে তার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হবে৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন রবিবার দুপুর ২টো পর্যন্ত এই কাজ চলার কথা৷ ফলে কাজ শেষ হওয়ার আগে ওই প্ল্যাটফর্মগুলি থেকে কোনও ট্রেন যাতায়াত করতে পারবে না৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুন রবিবার দুপুর ২টো পর্যন্ত এই কাজ চলার কথা৷ ফলে কাজ শেষ হওয়ার আগে ওই প্ল্যাটফর্মগুলি থেকে কোনও ট্রেন যাতায়াত করতে পারবে না৷
এর ফলে প্রায় ১৪৭টি লোকাল ট্রেনের যাত্রাপথ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ ফলে ওই দুটি স্টেশন থেকেই এই ট্রেনগুলি ছাড়বে৷
এর ফলে প্রায় ১৪৭টি লোকাল ট্রেনের যাত্রাপথ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ ফলে ওই দুটি স্টেশন থেকেই এই ট্রেনগুলি ছাড়বে৷
ইতিমধ্যেই সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ হয়েছে৷ এবার ওই সম্প্রসারিত অংশ বরাবর রেললাইনের বৈদ্যুতিকরণ, ইন্টারলকিং ব্যবস্থার কাজ শরু হবে৷
ইতিমধ্যেই সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষ হয়েছে৷ এবার ওই সম্প্রসারিত অংশ বরাবর রেললাইনের বৈদ্যুতিকরণ, ইন্টারলকিং ব্যবস্থার কাজ শরু হবে৷
শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদেহ সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়তে পারবে৷
শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদেহ সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়তে পারবে৷
যাত্রীদের ভোগান্তি কমাতে দমদম স্টেশন থেকে কলকাতার দিকে অতিরিক্ত বাস চালানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে৷
যাত্রীদের ভোগান্তি কমাতে দমদম স্টেশন থেকে কলকাতার দিকে অতিরিক্ত বাস চালানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে৷

Rail: বলুন তো, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? নামটা শুনেই গর্ব হবে, উত্তরটা জানেন কি?

ভারতের রেল স্টেশন নিয়ে কত যে গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার ইয়ত্তা নেই। দেশের রেলের রেকর্ডে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম সম্পন্ন স্টেশন কোনটি, তার নাম শুনলে পশ্চিমবঙ্গ বসবাসকারী যে কারও গর্ব হওয়াটাই স্বাভাবিক।
ভারতের রেল স্টেশন নিয়ে কত যে গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার ইয়ত্তা নেই। দেশের রেলের রেকর্ডে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম সম্পন্ন স্টেশন কোনটি, তার নাম শুনলে পশ্চিমবঙ্গ বসবাসকারী যে কারও গর্ব হওয়াটাই স্বাভাবিক।
ভারতের অন্যতম যোগাযোগ ব্যবস্থা দাঁড়িয়ে আছে রেল পরিষেবার উপর। ফলে স্টেশনের অভাব নেই। একটি স্টেশনে কটা প্ল্যাটফর্ম রয়েছে তাও একটি লক্ষণীয় বিষয়। ভারতে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটি কিন্তু রয়েছে এই পশ্চিমবঙ্গেই।

ভারতের অন্যতম যোগাযোগ ব্যবস্থা দাঁড়িয়ে আছে রেল পরিষেবার উপর। ফলে স্টেশনের অভাব নেই। একটি স্টেশনে কটা প্ল্যাটফর্ম রয়েছে তাও একটি লক্ষণীয় বিষয়। ভারতে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটি কিন্তু রয়েছে এই পশ্চিমবঙ্গেই।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বিষয়ে ২ নম্বর নামটাও এই রাজ্যেরই। এটা অবশ্যই এ বাংলার বাসিন্দাদের জন্য গর্বের। আর প্রথম নাম থাকা সেই স্টেশনটি হল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে রয়েছে ২৩টি প্ল্যাটফর্ম। ভারতে এতগুলো প্ল্যাটফর্ম থাকা রেলস্টেশন আর নেই।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ বিষয়ে ২ নম্বর নামটাও এই রাজ্যেরই। এটা অবশ্যই এ বাংলার বাসিন্দাদের জন্য গর্বের। আর প্রথম নাম থাকা সেই স্টেশনটি হল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে রয়েছে ২৩টি প্ল্যাটফর্ম। ভারতে এতগুলো প্ল্যাটফর্ম থাকা রেলস্টেশন আর নেই।
হাওড়ার প্রথমদিকের সংখ্যার প্ল্যাটফর্মগুলি পূর্ব রেলের অন্তর্গত। আর পরের দিকের নম্বরের প্ল্যাটফর্মগুলি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত। সব মিলিয়ে হাওড়ার ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটতে শুরু করলে এখন ২৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে রীতিমত সময় লাগে।
হাওড়ার প্রথমদিকের সংখ্যার প্ল্যাটফর্মগুলি পূর্ব রেলের অন্তর্গত। আর পরের দিকের নম্বরের প্ল্যাটফর্মগুলি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত। সব মিলিয়ে হাওড়ার ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটতে শুরু করলে এখন ২৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে রীতিমত সময় লাগে।
ভারতের দ্বিতীয় বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটিও এই বাংলাতেই। সেই স্টেশনের নাম শিয়ালদহ স্টেশন। সেখানে রয়েছে ২১টি প্ল্যাটফর্ম। হাওড়ার চেয়ে ২টি কম। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস।
ভারতের দ্বিতীয় বেশি প্ল্যাটফর্ম থাকা স্টেশনটিও এই বাংলাতেই। সেই স্টেশনের নাম শিয়ালদহ স্টেশন। সেখানে রয়েছে ২১টি প্ল্যাটফর্ম। হাওড়ার চেয়ে ২টি কম। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস।
এই স্টেশনে রয়েছে ১৮টি প্ল্যাটফর্ম। চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে ১৭টি প্ল্যাটফর্ম। পঞ্চম স্থানে নতুন দিল্লি রেল স্টেশন। যেখানে রয়েছে ১৬টি প্ল্যাটফর্ম।
এই স্টেশনে রয়েছে ১৮টি প্ল্যাটফর্ম। চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে ১৭টি প্ল্যাটফর্ম। পঞ্চম স্থানে নতুন দিল্লি রেল স্টেশন। যেখানে রয়েছে ১৬টি প্ল্যাটফর্ম।
১২টি প্ল্যাটফর্ম নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল স্টেশন। তবে সপ্তম স্থানটি ফের বাংলার ঝুলিতে এসে পড়েছে। খড়গপুর জংশন রেলস্টেশনেও প্রয়াগরাজের মতোই রয়েছে ১২টি প্ল্যাটফর্ম।
১২টি প্ল্যাটফর্ম নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল স্টেশন। তবে সপ্তম স্থানটি ফের বাংলার ঝুলিতে এসে পড়েছে। খড়গপুর জংশন রেলস্টেশনেও প্রয়াগরাজের মতোই রয়েছে ১২টি প্ল্যাটফর্ম।

Rail: একটা ফোন, ট্রেনে এবার যে সমস্যাই হোক, মুহূর্তে সমাধান! হেল্পলাইন নম্বর পূর্ব রেলের! জানুন…

কলকাতা: এক ফোনেই কামালের প্রতিশ্রুতি। যাত্রী সুরক্ষায় বিশেষ নজর ভারতীয় রেলের। যাত্রী সহায়তায় রেলওয়ে হেল্পলাইন নম্বর 139। ইস্টার্ন রেলের অন্যতম প্রধান লক্ষ্য যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা। যাত্রীদের সুরক্ষার স্বার্থে এবং তাদের অভিযোগ ও মতামত প্রদানের প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর 139 সর্বক্ষণের জন্য সেবা প্রদান করছে।

ইস্টার্ন রেলওয়ে নেটওয়ার্কে ভ্রমণ করা যাত্রীরা 139 ডায়াল করে বিভিন্ন সেবা পেতে পারেন। এর মাধ্যমে যাত্রীদের সমস্যা গুলি দ্রুত নিষ্পত্তি করা হয় এবং রেল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের চটজলদি সমাধান পাওয়া যায়।

আরও পড়ুন: মানুষের মাংস খেলেন এই সুন্দরী! জানালেন স্বাদ! তারপরই যা ঘটল…গোটা বিশ্বে তোলপাড় ফেলেছে এই ঘটনা

যাত্রীরা ট্রেন সম্মন্ধিত অভিযোগ করতে, ফ্রেট পার্সেলের অনুসন্ধান করতে, স্টেশন সংক্রান্ত সমস্যা নিবন্ধন করতে, নিরাপত্তা বা চিকিৎসায় সাহায্য অনুরোধ করতে বা রেল-সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে এবং নিজস্ব মতামত জানাতে তারা 139 হেল্পলাইন ব্যবহার করতে পারেন।

পূর্ব রেল বিভিন্ন স্টেশনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর 139 সম্পর্কে ব্যাপক সচেতনতা অভিযান চলছে।