Tag Archives: Sealdah Train

Eastern Railway: রোদ উঠুক বা ঝড় বৃষ্টি, শিয়ালদহ দক্ষিণ শাখায় বেহাল দশা রেল যাত্রীদের

দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশন থেকে শুরু করে বহডু, কল্যাণপুর, মথুরাপুর সহ সব স্টেশনেই ঝড়-বৃষ্টি মাথায় নিয়েই সফর করেন যাত্রীরা। অধিকাংশ প্ল্যাটফর্মেই শেড বলতে রয়েছে একটি। ভরদুপুরের চড়া গরমে কিংবা বৃষ্টির সময় ওই শেডের নিচেই গাদাগাদি করে ট্রেনের জন্য অপেক্ষা করেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষের এই ব্যাপারে হেলদোল নেই। এমন অব্যবস্থার ফলে ক্রমশ ভোগান্তি বাড়ছে পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের।

শিয়ালদহ দক্ষিণ শাখায় অন্যতম ব্যস্ত স্টেশন হল বারুইপুর। এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এখানে চারটি প্ল্যাটফর্ম রয়েছে। এরমধ্যে ১ নম্বর প্ল্যাটফর্মে বড় শেড থাকলেও ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে মাত্র একটি ছোট শেড। ৪ নম্বর প্ল্যাটফর্মে লক্ষ্মীকান্তপুর, নামখানা যাওয়ার ট্রেন থাকে অধিকাংশ সময়। ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত বারুইপুর লোকাল বা আপ ট্রেন ছাড়ে। বৃষ্টি নামলে শেডের নিচে দাঁড়ানোর জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ফলে দুর্ঘটনাও ঘটে মাঝেমধ্যে। এক যাত্রীদের কথায়, এই স্টেশনে যাত্রীদের ভালমন্দের দিকে রেলের কোনও নজর নেই। বৈধ টিকিট থাকলেও বৃষ্টিতে ভিজে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।

আর‌ও পড়ুন: মালাবদল করে শুরু ফুটবল ম্যাচ!

এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখার আরও একটি বড় স্টেশন বহুডু। জয়নগরের মোয়ার জন্য বহুডুর নাম জগৎজোড়া। এই বহডুতেই বিখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। এই স্টেশনে দু’টি প্ল্যাটফর্ম থাকলেও মাত্র একটি করে শেড রয়েছে। ২ নম্বর প্ল্যাটফর্মে যেখানে শেডটি রয়েছে, সেখানে পৌঁছতেই যাত্রীদের অনেকটা সময় লেগে যায়। তাঁদের বক্তব্য, শুধু শেড নয়, পানীয় জলও সব সময় মেলে না। অন্যান্য স্টেশনেও কমবেশি এই সমস্যাগুলো বজায় আছে। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, খোঁজ নিয়ে দেখছি।

সুমন সাহা

Sealdah Train: হয়রানি থেকে মুক্তি! শিয়ালদহে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? বড় খবর জানিয়ে দিল রেল

কলকাতা:  শিয়ালদহে ট্রেন চলাচল ব‍্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার নিত‍্যযাত্রীরা। গত শুক্রবার থেকেই শিয়ালদহ স্টেশনে ব‍্যহত হয় ট্রেন চলাচল। ভয়ঙ্কর সমস‍্যায় পড়েন নিত‍্য যাত্রীরা। তবে রবিবার দুপুর থেকেই পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিল রেল মন্ত্রক।

সূত্রের খবর অনুযায়ী, দুপুর ১২ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে শিয়ালদহ স্টেশনে। প্রসঙ্গত আজ দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল শিয়ালদহের রেল পরিষেবা। তবে আশার কথা ১২ টা থেকেই স্বাভাবিক ভাবে চলবে ট্রেন।

আরও পড়ুন: সন্ধ‍্যায় শপথ গ্রহণ, নয়া মোদি সরকারের মন্ত্রিসভায় থাকছেন কারা? এনডিএ শরিকদের মধ‍্যে কারা পেলেন স্থান?

প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। শিয়ালদহ মেন শাখায় ১২ কোচের ট্রেন চলাচলের জন্য কাজ চলছে। এই কাজের কারণেই শুক্রবার থেকে বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। বাতিল করা হয় ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন।

আরও পড়ুন: ভাত রান্নার আগে করুন এই ছোট্ট কাজ! হাতের মুঠোয় ব্লাড সুগার, একলাফে বেড়ে যাবে পুষ্টিগুণ

যাত্রীদের ভোগান্তি কমাতে শনিবার বিশেষ বাস চালানো শুরু করে রাজ্য সরকার। শনিবার রাতে শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদহ স্টেশনেই রাত কাটাতে হয়েছে। রবিবার সকালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি বলেই সূত্রের খবর।

Sealdah Train Cancelled: চরম হয়রানি আজও, শিয়ালদহ থেকে বাতিল ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন, ভরসা বিশেষ বাস পরিষেবা

কলকাতা: শিয়ালদহ স্টেশনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে৷ যার জেরে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা৷ সমস্যা মেটাতে বাস চালানোর আবেদন করেছিল রাজ্য সরকার৷ সেই ডাকে সাড়া দিয়ে বিশেষ বাস চালানো শুরু করল রাজ্য সরকার।

ডিআরএম শিয়ালদহের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকাল ৬টা থেকে ব্যারাকপুর থেকে ডানলপ এবং ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত দু’টি রুটে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে। ব্যারাকপুর থেকে টিটাগড়, খড়দহ, পানিহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। অন্য দিকে, দমদম জেল থেকে নাগেরবাজার, লেক টাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত সরকারি বাস আসবে। দু’টি বাসেই ভাড়া পড়বে ১০ টাকা করে।শিয়ালদহে এই কাজের জন্য প্রায় ৯০টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সেগুলির মধ্যে শিয়ালদহ থেকে ব্যারাকপুর, ডানকুনি এবং নৈহাটিগামী ট্রেনের সংখ্যা সব চেয়ে বেশি। এ ছাড়া, রানাঘাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর, গোবরডাঙা থেকে চলে— এমন বেশ কিছু লোকাল বাতিল করা হচ্ছে। বাতিল থাকছে শিয়ালদহ থেকে সিউড়ি এবং জঙ্গিপুর রুটের দু’টি মেমু এক্সপ্রেসও।এরই সঙ্গে শিয়ালদহ থেকে চলা অজমের এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, বালুরঘাট এবং আসানসোল এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চালানো হবে।শিয়ালদহ স্টেশনের উত্তর এবং মেন শাখায় যে সব লোকাল ট্রেন চলে, সেগুলির ছাড়ার ব্যবধান সারা দিনে ওঠানামা করবে।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন চালাতে শুরু করব খুব তাড়াতাড়ি। ৬ তারিখ মধ্যরাত থেকে ৯ তারিখ দুপুর ২টো পর্যন্ত অফিস টাইম বাদ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। কিছু ট্রেনকে শিয়ালদায় নিতে পারছি না। এই সময়ে কিছু ট্রেন বারাসাত, দমদম, দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। ৪০০-র উপর বেশি কর্মী এই কাজ করবে। জুন মাসের শুরুতে বা জুলাই মাসে এই পরিষেবা পৌঁছে দিতে পারি সেই আশা রাখছি।”

Sealdah Train: শিয়ালদহে ট্রেনের তুমুল সমস্যায় ভয়ঙ্কর ঘটনা! জীবন শেষ যুবকের! টিটাগড়ে ভয়াবহ কাণ্ড

উওর ২৪ পরগনা: শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হওয়ায়, চরম হয়রানির শিকার যাত্রীরা। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় ঘটল বিপত্তি। ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল টিটাগরের এক ২২ বছর বয়সের যুবকের।

জানা গিয়েছে, ওই যুবক সেক্টর ৫-এর কাজ করেন, নাম মোহাম্মদ আলী হাসান আনসারী। গরমে একেই অস্বস্তিকর পরিস্থিতি, তার মধ্যে আবারও বেশ কয়েকদিন চরম হয়রানির শিকার হতে হবে ট্রেন যাত্রীদের। যদিও এই অল্প কয়েকদিনের সমস্যা কাটলেই, বিশেষ সুবিধা মিলবে শিয়ালদহ শাখার ট্রেন যাত্রীদের বলেই দাবি রেল সূত্রে।

আরও পড়ুন: বিরাট খবর! নিজের ‘ভবিষ্যদ্বাণী’ না মিলতেই বড় দাবি প্রশান্ত কিশোরের! তোলপাড় পড়ল দেশে

জানা গিয়েছে, পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদহে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সংস্কার করা হচ্ছে। অতীতে এই প্লাটফর্মে নয় বগির ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা থাকলেও, ১২ বগির ট্রেন এই স্টেশন গুলিতে দাঁড়াতে পারত না। ফলে সমস্যায় পড়তে হতো। এবার শিয়ালদহ শাখার সব ট্রেন ১২ বগি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রেলের তরফে। তাই এই এক থেকে পাঁচ নম্বর স্টেশন সংস্কার করে ১২ বগি ট্রেন দাঁড়ানোর মত করা হচ্ছে। এই কাজের জন্যই, তিন দিন শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা ও বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রেলের তরফে।

সেগুলি শিয়ালদহ-র পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে বলে জানানো হয়। যা চলবে রবিবার দুপুর পর্যন্ত। তবে সপ্তাহান্তে রেলের এই সিদ্ধান্তে রীতিমতো চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রী থেকে সাধারণ মানুষজন। অনেকেই গুরুত্বপূর্ণ কাজে ট্রেন ধরতে সকালে স্টেশন গুলিতে উপস্থিত হলেও, সঠিক টাইমে মিলছে না ট্রেন। প্রতিটি ট্রেনেই চরম ভিড়। ফলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রাপথ সংক্ষিপ্ত করায় ট্রেন দমদম এবং ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবারও তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে, ফলে অতিরিক্ত কিছু সময় লাগছে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনে জমছে যাত্রীদের ভিড়। ট্রেনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের। যদিও পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ঘোষণা করা হচ্ছে স্টেশনগুলিতে।

গুরুত্বপূর্ণ শিয়ালদহ স্টেশন সংস্কার সহ ওভারহেডের তারের কাজ ও আনুষাঙ্গিক সতর্কতার কাজ শেষ হলেই আবারও পুনরায় নিয়ম মেনে চলতে পারবে ১২ কামরার ট্রেন। ফলে অতিরিক্ত আরও যাত্রী পরিবহনে বাড়তি সুবিধা মিলবে বলেই জানায় রেল। তবে এই কাজের কারণে শিয়ালদহ মেন লাইন এবং শিয়ালদহ বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। যদিও দীর্ঘ মেয়াদী সুবিধার জন্য, কয়েকদিনের এই সমস্যা মেনে নিতে রাজি নিত্যযাত্রীরাও।

—– Rudra Narayan Roy